Hazi Muhammad Abdur Rahaman high school

this are created for online teaching. here is shown different types of classes of hazi Mohammad abdu

Operating as usual

15/08/2022

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবসের রচনা প্রতিযোগিতার কিছু খন্ড চিত্র।।।।

31/07/2022

সংশোধিত রুটিন এস,এস,সি -2022

25/07/2022

সংশোধিত রুটিন এস,এস,সি2022

03/07/2022

স্থগিত এস,এস,সি পরিক্ষা আগষ্ট মাসে অনুষ্ঠিত হবে 100%

22/06/2022

বন্যায় কবলিত হাজী মোহাম্মদ আবদুর রহমান উচ্চ বিদ্যালয়

17/06/2022
12/05/2022
12/05/2022
31/03/2022

প্রথম রমজান থেকে কার্যকর হবে

28/03/2022
17/03/2022

Celebrate to the happy birthday of the father of nation

17/03/2022

Happy birthday to the father of nation

17/03/2022

শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে,,,,,

14/03/2022

এত দ্ধারা হাজী মোহাম্মদ আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল 15-3-2022 হতে সবার শ্রেনী কার্যক্রম শুরু হবে।তাই ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সবাইকে বিদ্যালয়ে যথাসময়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হল।

21/01/2022
Photos from Hazi Muhammad Abdur Rahaman high school's post 30/12/2021

Passing rate 99.9% with GPA 5

26/12/2021

আগামী ৩০শে ডিসেম্বর এস,এস,সি পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হবে।

16/12/2021

শপথ

প্রধানমন্ত্রী

13/12/2021

এতদ্বারা হাজী মোহাম্মদ আব্দুর রহমান উচ্চ বিদ্যালয়ের 12 বছরের উর্ধ্বে সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী 15/12/2021 তারিখে সদর হাসপাতালে করোনার ঠিকা প্রদান করা হবে।প্রত্যকেই জন্ম নিবন্ধনের দুই কপি ফটোকপি স্কুল থেকে সত্যায়িত করে নিতে হবে।

12/12/2021

🚩দৈনন্দিন কথাবার্তায় বহূল ব্যবহৃত কিছু সংক্ষিপ্ত বাক্য..👇
🔸এরপর কি? What next?
🔸আমি কি উত্তর দিব? What will I answer?
🔸কিভাবে নাচতে হবে? How to dance?
🔸 কোথায় ঘুমাতে হবে? Where to sleep?
🔸তুমি কেন? Why you?
🔸কোথায় বসতে হবে? Where to sit?
🔸কোথায় যেতে হবে? Where to go?
🔸কেন জিজ্ঞাসা করছো? Why do you ask?
🔸এরপর কে? Who is next? (1MEWM)
🔸তুমি কি আমার সাথে আছো? Are you with me?
🔸বাচ্চারা কেমন আছে? How are the children?
🔸 কি পড়তে হবে? What to study?
🔸তুমি কি ভালো অনুভব করছ? Do you feel better?
🔸কিভাবে শুরু করতে হবে? How to start?
🔸এখন কেনো? Why now?
🔸 কেনো যেতে হবে? Why go?
Read well and write done🌸🥀

11/12/2021

🌸গল্পে গল্পে parts of speech🌸

❤️Noun,Pronoun তারা ৮ ভাই । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।

❤️১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছু নাম বলা ।

❤️২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপুস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।

❤️৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।

❤️৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।

❤️৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (verb, adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।

❤️৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(noun ➕ verb➕pronoun, noun➕ noun)

❤️৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(sentence ➕ sentence)

❤️৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।

11/12/2021

I'm dying to + (verb)
✪ I am dying to have your love = তোমার ভালবাসা পেতে আমি কাতর হয়ে আছি।
✪ I'm dying to express my feelings = আমার অনুভুতি প্রকাশ করতে মরিয়া হয়ে উঠেছি।
✪ I'm dying to take a cup of coffee = এক কাপ কফি খাওয়ার জন্য আমার আর তর সইছে না।
✪ I'm dying to order some apples = কিছু আপেল অর্ডার করতে আমার আর তর সইছেনা।
✪ I'm dying to search for a new job = একটি নতুন চাকুরি খুঁজে পেতে আমি মরিয়া হয়ে উঠেছি।
✪ I'm dying to spend vacation at Maldives = মালদ্বিপে ছুটি কাটাতে আমার আর তর সইছেনা।
✪ I'm dying to expand my business = আমি ব্যবসাকে সম্প্রসারণ করতে আর অপেক্ষা করতে পারছি না।
✪ I'm dying to find out my next destination = পরবর্তি গন্তব্য খুজে পেতে আমার আর তর সইছেনা।
✪ I'm dying to shift myself to a new place = একটি নতুন জায়গায় চলে যেতে আমার আর তর সইছেনা।
✪ I'm dying to tell you about the real story = তোমাকে আসল সত্যটি জানানোর জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না।
✪ I'm dying to submit my new proposal = নতুন প্রস্তাবটি উপস্থাপন করতে আমার আর তর সইছে না।

09/12/2021

➤Rule-1
⇨শব্দের শুরুতে KN থাকলে তার উচ্চারণ হবে “ন” এক্ষেত্রে K অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Knowledge (নলেজ) – জ্ঞান
☞Knight (নাইট) – অশ্ব।
☞Knee (নী) – হাটু।

➤Rule-2
⇨W এর পরে h/r থাকলে w উচ্চারণ হয় না।
উদাহরণ:
☞Write (রাইট) – লেখা।
☞Wrong (রং) – ভুল।
☞Who (হু) – কে।
☞Wrestling (রেস্টলিং) – কুস্তি।

➤Rule-3
⇨শব্দের শেষে “e” থাকলে “e” এর উচ্চারণ হয়না।
উদাহরণ:
☞Name (নেইম) – নাম।
☞Come (কাম) – আসা।
☞Take (ঠেইক) – নেওয়া।
☞Fake (ফেইক) – ভূয়া।

➤Rule-4
⇨M+B পর পর থাকলে এবং B এর পর কোন Vowel না থাকলে B উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Bomb (বম) – বোমা।
☞Comb (কৌম) – চিরুনি।
☞Thumb (থাম) – হাতের বুড়ো আঙ্গুল।
☞Thumbnail (থামনেল) – ছোট।

➤Rule-5
⇨Word এর শেষে I G N থাকলে তার উচ্চারণ “আইন” হয়। এ ক্ষেত্রে G অনুচ্চারিত থাকে।
☞Design (ডিজাইন) – আকা।
☞Resign (রিজাইন) – পদত্যাগ করা।
☞Reign (রেইন) – রাজত্ব।
☞Feign (ফেইন) – উদ্ভাবন করা।

➤Rule- 6
⇨L+ M পর পর থাকলে এবং পরে vowel না থাকলে L অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Calm (কাম) – শান্ত।
☞Alms (আমজ) – ভিক্ষা।
☞Palm (পাম) – তালগাছ।

➤Rule- 7
⇨শব্দে T থাকলে T এর পরে U থাকলে T এর উচ্চারণ “চ” এর মত হয়।
উদাহরণ:
☞Lecture (লেকচার) – বক্তৃতা।
☞Century (সেঞ্চুরী) – শতক।
☞Furniture (ফার্নিচার) – আসবাবপত্র।
☞Structure (স্ট্রাকচার) – গঠন।

➤Rule-8
⇨Consonant+ I A+ Consonant এভাবে Word গঠিত হলে, I A এর উচ্চারণ (আইঅ্যা) মত হয়।
উদাহরণ:
☞Dialogue (ডায়ালগ) – কথোপকথন।
☞Diamond (ডায়ামন্ড) – হীরক।
☞Liar (লায়ার) – মিথ্যাবাদী।
☞Liability (লাইয়াবিলিটি) – দায়।

➤Rule-9
⇨I+ R+ Consonant এভাবে Word গঠিত হলে “I” এর উচ্চারণ “আই” না হয়ে “অ্যা” হয়।
উদাহরণ:
☞First (ফার্স্ট) – প্রথম।
☞Birth (র্বাথ) – জন্ম।
☞Bird (বার্ড) – পাখি।
☞Circle (সার্কেল) – বৃত্ত।

➤Rule-10
⇨৩ বর্ণ বিশিষ্ট Word এ Consonant+ I+ E এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ “আই” এর মত হয়।
উদাহরণ:
☞Mice (মাইস) – ইদুর।
☞Rice (রাইস) – চাউল।
☞Wise (ওয়াইস) – বিজ্ঞ
☞Size (সাইজ) – আয়তন।

➤Rule-11
⇨Consonant+ U+ Consonant এভাবে word গঠিত হলে U এর উচ্চারণ “আ” এর মত হয়।
উদাহরণ:
☞Null (নাল) – বাতিল
☞But (বাট) – কিন্তু।
☞Nut (নাট) – বাদাম
☞Cut (কাট) – কাটা।

➤Rule-12
⇨I G H এর উচ্চারণে G উচ্চারিত হয় না। সেই অংশটুকুর উচ্চারণ “আই” হবে।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Sight (সাইট) – দৃশ্য।
☞Might (মাইট) – হতে পারে।

➤Rule-13
⇨“I O” এর উচ্চারণ সাধারণত “আইয়” হয়।
উদাহরণ:
☞Violet (ভাইয়লেইট) – বেগুনী রঙ।
☞Biology (বাইয়োলজি) – জীব বিদ্যা।
☞Biography (বাইয়োগ্রাফি) – জীবনী।
☞Violation (ভাইয়লেশন) – ভঙ্গ।

➤Rule-14
⇨Consonant এর পর “AI” এর উচ্চারণ সবসময় “এই” বা “এয়্যা” হয়।
উদাহরণ:
☞Rail (রেইল) – রেলের লাইন।
☞Nail (নেইল) – পেরেক
☞Straight (স্ট্রেইট) – সোজা।



➤Rule-15
⇨O+ consonant+ U+ consonant+ A/E/I এভাবে word গঠিত হলে, U এর উচ্চারণ “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Document (ডকিউমেন্ট) – দলিল।
☞Procurement (প্রকিউরমেন্ট) – চেষ্টা দ্বারা পাওয়া।

➤Rule-16
⇨I+ R+ E এর ক্ষেত্রে যদি বর্ণ তিনটি word এর শেষে থাকে তবে এর উচ্চারণ “আয়্যা” হয়।
উদাহরণ:
☞Dire (ডায়্যার) – ভয়ংকর।
☞Mire (মায়্যার) – কাদা।
☞Admire (এ্যাডমায়্যার) – তারিফ করা।

➤Rule-17
⇨U I + consonant এরপর vowel না থাকলে U I এর উচ্চারণ “ই” এর মত হয়।
উদাহরণ:
☞Guilty (গিল্টি) – দোষী।
☞Guilt (গিল্ট) – দোষ।
☞Build (বিল্ড) – নির্মাণ করা।

➤Rule-18
⇨E A+ R এভাবে ব্যবহৃত হলে এবং R যদি word এর শেষ বর্ণ হয় তাহলে E A এর উচ্চারণ “ঈঅ্যা” হবে।
☞Dear (ডিয়্যার) – প্রিয়।
☞Fear (ফিয়্যার) – ভয়।
☞Bear (বিয়্যার) – বহন করা।

➤Rule-19
⇨EA+ R+ consonant এভাবে word গঠিত হলে, EA এর উচ্চারণ “অ্যা” হবে।
উদাহরণ:
☞Heart (হার্ট) – হৃদয়।
☞Earth (আর্থ) – পৃথিবী।
☞Earn (আর্ন) – আয় করা।

➤Rule-20
⇨Consonant+ EA+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে EA এর উচ্চারণ ঈ হবে।
☞Feather (ফেদার) – পালক।
☞Tread (ট্রেড) – পদদলিত করা।
☞Leader (লিডার) – সর্দার।

➤Rule-21
⇨শব্দস্থিত EE+ R এভাবে ব্যবহৃত হলে R যদি word শেষ অক্ষর হয় তাহলে EE এর উচ্চারণ “ইঅ্যা” হবে।
উদাহরণ:
☞Peer (পিয়্যার) – সমকক্ষ।
☞Steer (স্টিয়্যার) – হাল ধরা।
☞Deer (ডিয়্যার) – হরিণ।

➤Rule-22
⇨P+ S পরপর থাকলে এবং P এর আগে কোন vowel না থাকলে P অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Psyche (সাইকি) – আত্মা
☞Psycho (সাইকো) – মন।
☞Psora (সৌরা) – খোসপাচঁড়া।

➤Rule-23
⇨শব্দস্থিত STL এর উচ্চারণ হয় “সল্” এখানে T অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Bustle (বাসল্) – অতিশয় কর্ম ব্যস্ততা।
☞Rustle (রাসল) – খসখস শব্দ।
☞Nestle (নেসলে) – বাসা বাঁধা

➤Rule-24
⇨ইংরেজি শব্দের শেষে TCH থাকলে এর উচ্চারণ হয় “চ”।
উদাহরণ:
☞Batch (ব্যাচ) – ক্ষুদ্রদল।
☞Match (ম্যাচ) – ক্রীড়া প্রতিযোগিতা।
☞Scratch (স্ক্র্যাচ) – আচঁড়ের দাগ।

➤Rule-25
⇨শব্দস্থিত OA+ R থাকলে, OA এর উচ্চারণ হবে “অ্য”।
উদাহরণ:
☞Board (বোর্ড) – মোটা শক্ত কাগজ।
☞Boar (বোর) – শূকর।
☞Boat (বোট) – নৌকা।
☞Road (রোড) – রাস্তা।

➤Rule-26
⇨E+ consonant (R ছাড়া) + E এভাবে ব্যবহৃত হলে এবং তার পর আর কিছু না থাকলে প্রথম E এর উচ্চারণ হয় “ঈ” এবং দ্বিতীয় E অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Complete (কমপ্লীট) – সম্পূর্ণ।
☞Mete (মীট) – অংশ ভাগ করে দেয়া।

➤Rule-27
⇨শব্দস্থিত OE এর উচ্চারণ হয় “ঈ”।
উদাহরণ
☞Phoenix (ফীনিক্স) – রুপ কথার পাখি বিশেষ।
☞Amoeba (এ্যামিবা) – ক্ষুদ্র এক কোষী প্রাণী।

➤Rule-28
⇨Consonant এরপর OI এর উচ্চারণ হয় “অই”।
উদাহরণ:
☞Coin (কইন) – মুদ্রা।
☞Foil (ফইল) – পাত।
☞Join (জইন) – যোগদান করা।

➤Rule-29
⇨শব্দস্থিত OA+ Consonant এভাবে ব্যবহৃত হলে OA এর উচ্চারণ হয় “ঔ”।
উদাহরণ:
☞Road (রৌড) – রাস্তা।
☞Loan (লৌন) – ঋণ।
☞Toad (টৌড) – ব্যাঙ।

➤Rule-30
⇨UI+ consonant+ A/E/O এভাবে word গঠিত হলে সচরাচর UI এর উচ্চারণ হয় ইংরেজি “আই” এর মত।
উদাহরণ:
☞Guide (গাইড) – পথ প্রদর্শক।
☞Guile (গাইল) – ছলনা, ফাঁকি।
☞Misguidance (মিসগাইড্যান্স) – বিপথগামীতা।

➤Rule-31
⇨শব্দের মাঝে E+ R ছাড়া অন্য consonant এভাবে ব্যবহৃত হলে E এর উচ্চারণ সাধারণত “এ” বা “ই” হয়।
উদাহরণ:
☞Rent (রেন্ট) – ভাড়া।
☞Comet (কমিট) – ধূমকেতু।
☞Comment (কমেন্ট) – মন্তব্য।

➤Rule-32 Educative School (এডুকেটিভ স্কুল)
⇨EE+ consonant (R ছাড়া) এভাবে ব্যবহৃত হলে, EE এর উচ্চরণ “ঈ” হয়।
উদাহরণ:
☞Need (নীড) – প্রয়োজন।
☞Feel (ফীল) – অনুভব করা।
☞Steel (স্টীল) – ইস্পাত।
☞Meek (মীক) – বিনম্র

➤Rule-33
⇨R+ vowel+ CH এভাবে ব্যবহৃত হলে CH এর উচ্চারণ হবে “চ”।
উদাহরণ:
☞Approach (অ্যাপ্রোচ) – অভিগমন।
☞Branch (ব্রাঞ্চ) – শাখা।
☞Crunch (ক্র্যাঞ্চ) – গুড়ানো।

➤Rule- 34
⇨C এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ “স” হবে।
উদাহরণ:
☞Center (সেন্টার) – কেন্দ্র।
☞Cyclone (সাইক্লোন) – ঘূর্ণিঝড় ।
☞Cell (সেল) – কোষ।
☞Circle (সার্কেল) – বৃত্ত।

➤Rule- 35
⇨Y সাধারণত One-syllable এর শব্দে Y, (আই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Fly (ফ্লাই) – উড়া।
☞Shy (শাই) – লজ্জা।
☞Buy (বাই) – ক্রয় করা।
☞Toy (টই) – খেলনা।
☞Joy (জয়) – আনন্দ।
⇨Two-syllable এর শব্দে Y (ই) হিসেবে উচ্চারিত হয়।
উদাহরণ
☞City (সিটি) – শহর।
☞Funny (ফানি) – আনন্দ করা।
☞Happy (হ্যাপি) – খুশি।
☞Policy (পলিসি) – নীতিমালা।

➤Rule-36
⇨শব্দের শেষে MN এর পরে কোন vowel না থাকলে এবং MN পরপর থাকলে N অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Solemn (সলেম) – গুরুগম্ভীর।
☞Condemn (কনডেম) – দোষারোপ করা।
☞Damn (ড্যাম) – অভিশাপ দেয়া ।

➤Rule-37
⇨ইংরেজি শব্দের শেষে gh থাকলে তার উচ্চারণ হয় “ফ” অথবা কখনো তা অনুচ্চারিত থাকে । কিন্তু এরপর T, N বা M থাকলে gh উচ্চারিত হয় না।
উদাহরণ:
☞Tough (টাফ) – কঠিন।
☞Enough (ইনাফ) – যথেষ্ট।
☞Mighty (মাইটি) – বলশালী।
☞High (হাই) – উচ্চ।

➤Rule-38
⇨IGH এর উচ্চারণ “আই”। “augh” এবং “ough” এর উচ্চারণ অধিকাংশ ক্ষেত্রেই “অ” বা “আ” তাছাড়া eigh এর উচ্চারণ হয় এই কিন্তু Height এর উচ্চারণ ব্যতিক্রম।
উদাহরণ:
☞Night (নাইট) – রাত্র।
☞Dight (ডাইট) – সাজানো।
☞Fight (ফাইট) – লড়াই।
☞Tight (টাইট) – টানটান।

➤Rule-39
⇨Consonant এরপর BT এর উচ্চারণ “ট” এক্ষেত্রে “B” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Doubt (ডাউট) – সন্দেহ।
☞Debt (ডেট) – ঋণ।
☞Doubtful (ডাউটফুল) – সন্দিহান।

➤Rule-40
⇨শব্দের শেষে que এর উচ্চারণ “ক”।
উদাহরণ:
☞Cheque (চেক) – কিস্তি, হুন্ডি।
☞Baroque (ব্যারক) – বলিষ্ঠ।
☞Clique (ক্লীক) – ক্ষুদ্রদল।

➤Rule-41
⇨LK এর আগে E বা U না থাকলে LK এর উচ্চারণ হবে “ক” এবং “L” অনুচ্চারিত থাকে।
উদাহরণ:
☞Talk (টক) – আলাপ।
☞Walk (ওয়াক) – হাটা।
☞Chalk (চক) – খড়ি।

➤Rule-42
⇨KN বা GN এর আগে vowel থাকলে K ও G উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Agnostic (এ্যাগনষ্টিক) – অজ্ঞেয়
☞Acknowledge (এ্যাকনলেজ) – স্বীকার করা
☞Acknowledgement (এ্যাকনলেজমেন্ট) – স্বীকৃতি।

➤Rule- 43
⇨কোন শব্দে CC+ OU/ consonant থাকলে CC এর উচ্চারণ হবে “ক”।
উদাহরণ:
☞Accuse (এ্যাকিউজ) – অভিযুক্ত করা।
☞According (এ্যাকর্ডিং) – অনুযায়ী।
☞Accurate (এ্যাকিউরেট) – যথার্থ।

➤Rule- 44
⇨কোন শব্দে U এরপর consonant+ vowel+….. থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” হয়।
উদাহরণ:
☞Mute (মিউট) – স্তব্ধ, নির্বাক।
☞Tube (টিউব) – নল।
☞Duteous (ডিউটিয়াস) – অনুগত , বাধ্য।

➤Rule- 45
⇨কোন শব্দে U এর পূর্বে consonant+ R/L+…… থাকলে U এর উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Blue (ব্লু) – নীল।
☞Glue (গ্লু) – শিরিসের আঠা।
☞True (ট্রু) – সত্য।

➤Rule- 46
⇨কোন শব্দে U+E এর পূর্বে consonant + R বা L না থাকলে U এর উচ্চারণ সাধারণত “ইউ” এর মত হয়।
উদাহরণ:
☞Sue (স্যু) – আদালতে অভিযুক্ত করা।
☞Hue (হিউ) – রং।
☞Imbue (ইমবিউ) – অনুপ্রানিত করা।

➤Rule-47
⇨কোন শব্দে U এর পূর্বে R বা L একক ভাবে থাকলে তার পরে E বা consonant+ E/L থাকা স্বত্তেও তার উচ্চারণ সাধারণত “উ” হয়।
উদাহরণ:
☞Nude (নুড) – নগ্ন, ন্যাংটা।
☞Lunacy (লুনাসি) – পাগলামি, বকা আচরণ।
☞Lutanist (লূটানিস্ট) – বীণা-বাদক।

➤Rule- 48
⇨U এর পর যদি এমন দুটি Consonant থাকে যাদেরকে আলাদাভাবে উচ্চারণ করতে হয় (ফলে প্রথমটিতে একটি syllable শেষ হয় এবং পরেরটিতে আরেকটি syllable শুরু হয়) তাহলে ঐ দুটি consonant এর পর E/I/A থাকা স্বত্তেও U এর উচ্চারণ বাংলা “আ”- এর মত হয়।
উদাহরণ:
☞Incumbent (ইনকামবেন্ট) – বাধ্যতামূলক।
☞Number (নাম্বার) – সংখ্যা।
☞Constructive (কনস্ট্রাকটিভ) – গঠনমূলক।
☞Nudge (নাজ) – কনুয়ের মৃদু ঠেলা দেয়া।

➤Rule- 49
⇨LM এর আগে কোন vowel অর্থাৎ “ই”, “ঈ” বা “এ” ধ্বনি থাকলে L উচ্চারিত হয়।
উদাহরণ:
☞Film (ফিল্ম) – চলচ্চিত্র।
☞Elm (এল্ম) – দেবদারু জাতীয় গাছ।
☞Filmy (ফিল্মি) – মেঘাচ্ছন্ন।

➤Rule- 50 #জেনেরাখুনউপকারেকারেআসবে
⇨UI+ consonant+ I কিংবা consonant+ L/R+ UI এভাবে গঠিত হলে UI এর উচ্চারণ “ইউই” বা “উই” হয়।
উদাহরণ:
☞Perpetuity (প্যারপিচিউইটি) – চিরস্থায়ীত্ব।
☞Ingenuity (ইনজিনিউইটি) – অকপটতা।
☞Liquidity (লিকুইডিটি) – তারল্য, তরল অবস্থা।

________________________________________

ইংরেজি শব্দের আরোও কিছু উচ্চারণবিধি:

শব্দের মধ্য Tথাকলে “T” এর পর U হলে “T” এর উচ্চারণ “চ” হবে। যেমন:- Future (ফিউচার), Century (সেনচুরী), Mixture, Fixture.

– শব্দের মধ্য “D” এর পর G হলে “D” এর উচ্চারণ হয় না। যেমন:- Knowledge (নলেজ), Judge ( জজ), Bridge, Coleridge. – K এর পর n হলে K এর উচ্চারণ হয় না। যেমন:- Know (নো), Knee (নী), Knife (নাইফ), Knowledge (নলেজ)।

– G এর পর A, O, U থাকলে G এর উচ্চারণ”গ” হয়। যেমন:- Garden (গার্ডেন), Good (গুড), Guide (গাইড)।

– S এর পর H হলে S এর সর্বদা “শ” হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ), Bush, Cash.

– W এর পর h/r হলে W এর উচ্চারণ হয় না। যেমন:- Write (রাইট), Wrong (রং), Who (হু), Wh- question এর সব।

– T এর পর io হলে “T” এর উচ্চারণ “শ” হয়। যেমন National (ন্যাশনাল)। – i/u এর পর gh হলে gh এর উচ্চারণ হয় না, যদি হয় “ফ” এর মত হবে। যেমন:- Eight (এইট), Right (রাইট), High (হাই), Enough (এনাফ), Cough (কফ)।

– ng একত্রে হলে ং”এর উচ্চারণ হয়। যেমন:- Bangladesh (বাংলাদেশ)।

– শব্দের শেষে e থাকলে “e” এর উচ্চারণ হয় না। যেমন:- Name (নেইম), Come (কাম), Take (টেক)।

– G যখন কোন শব্দে gm বা gn রুপে ব্যবহৃত হয় তখন G এর উচ্চারণ Silent হয়। প্রথমে যদি G থাকে এবং তারপরেই যদি “N” থাকে তবে G silent থাকে। Example: 1.Sign (সাইন) – চিহ্ন। 2.Campaign (ক্যামপেন) – প্রচার। 3.Reign (রেইন) – শাসন। 4.Design (ডিজাইন) – নকশা। 5.Resign (রিজাইন) – পদত্যাগ।

– C-এর উচ্চারণ কখন ‘ক’ আর কখন ‘স’ হবে ? Rule (1): C-এর পরে যদি A, L, O, R, U হয় তাহলে তার উচ্চারণ ‘ক’ হয়। কিছু সহজ উদাহরণ পড়ে মিলিয়ে দেখুন:- Can (v, ক্যান্) – পারা। Class (n, ক্লাস্) – শ্রেণি। Colour (n, কালার্) – রং। Cup (n, কাপ্) – পেয়ালা। Crime (n, ক্রাইম্) – দুর্নীতি। – Rule (2): C-এর পরে যদি I, E, Y থাকে তাহলে তার উচ্চারণ ‘স’ হবে। দেখে নিই কিছু

07/12/2021

মহানগর ও জেলা শহরের সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি আসন ভিত্তিক অনলাইনের মাধ্যমে ভর্তি সিদ্ধান্তে-

যে সকল স্কুলে শিক্ষার্থী কম সেসব স্কুল শিক্ষার্থী পাচ্ছে

যে সকল স্কুলে শিক্ষার্থী বেশি সে সেসব স্কুল চাপমুক্ত হচ্ছে

শিক্ষক শিক্ষার্থী অনুপাত নিয়ে ভাবার সুযোগ সৃষ্টি হচ্ছে

গুনগত শিক্ষার জন্য এটি অত্যাবশ্যক ছিল।

সাধুবাদ রইলো সুন্দর উদ্যোগের

05/12/2021

চলুন সহজ করে connectors শিখি


Once - একদা এক সময়, আমাদের অনেক জমি জমা ছিল but কিন্তু ছিলো না কেউ শিক্ষিত। because কারণ আগেকার দিনে মানুষ শিক্ষা থেকে জমি জমা কে বেশি গুরুত্ব দিত. Even এমন কি বিয়ের with a view to উদ্দেশ্যে কথা বার্তাতেও সম্পত্তিকে এতটাই গুরুত্ব দিত as if /as though যেন মেয়ে বা ছেলেকে বিয়ে দিচ্ছে সম্পত্তির কাছে। initially প্রাথমিকভাবে দেখা হত কার কত টুকু সম্পত্তি আছে। indeed প্রকৃত পক্ষে তারা সম্পত্তির উপর গুরুত্ব so that যাতে মেয়ে সুখী হয়। that's why সেজন্য তারা দেখতো basically মূলত কত সম্পত্তি রয়েছে। besides এছাড়া আরও জানতো ছেলে কেমন খাটতে পারে। if যদি এগুলো মিলতো then তারা বিয়ের সিদ্ধান্ত নিত। this is to say অর্থাৎ তারা ছিল সম্পত্তি ভক্ত। when যখন বিয়ে হত মেয়ে পক্ষ ছেলে পক্ষ কে বেশি যৌতুক দিত। such as যেমন Casio ঘড়ি, Phoenix cycle as well as এবং রেডিও। furthermore তারা গরু দিত। with the purpose of উদ্দেশ্যে মেয়ের owing to সুখ । as aforementioned পূনরাই বলছি সম্পত্তি ছিল মূখ্য। even though যদিও তারা সবচেয়ে বড় দিকটি অবহেলা করেছে। শিক্ষার instead of /in lieu of তারা সম্পত্তির চিন্তা করত বেশি। because of তাদের অজ্ঞতার কারণে। in consequence তারা বিপদের মুখে পডত। to illustrate উদাহরণ স্বরূপ বলা যায় অভাব তাদের পিছু ছাডতো না। Come to the point আসল কথায় আসি সম্পত্তির প্রভাবে শিক্ষার প্রয়োজনীয়তা অনুভব করতে পারে নি। at once হটাৎ আমাদের সমস্ত জমি যমুনা নদী গ্রাস করলে দিশেহারা হয়ে পড়েন। on the other hand অপর পক্ষে আতা ডাক্তার অভাব অনটন থাকা never the less সত্ত্বেও ছেলেমেয়েদের লেখাপড়া করিয়েছিলেন। তিনি very often কদাচিৎ সম্পত্তির কথা চিন্তা করতেন। that's why সেজন্য তারা আজ well established সুপ্রতিসঠিত ।therefore তাই আমার বাবা শিক্ষা কে অনেক গুরুত্ব দেন though তিনি পড়েছিলেন খুবই সামান্য। তিনি বলেন সম্পত্তি কিছু না, শিক্ষাই সব। My father says, wealth is nothing, education is everything ". তার এই উপলব্ধির for জন্য আমি আজ শিক্ষিত।
আজ আমি গর্বিত এমন একজন বাবা পেয়ে। আমি তাকে সবসময়ই স্যালুট জানাই। Because কারণ তিনি

09/11/2021
13/10/2021

Exam exam and exam

17/08/2021

অত্র বিদ্যালয়ের ষষ্ঠ হতে দশম শ্রেণীর শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। সবাইকে শ্রেনী শিক্ষকদের সাথে যোগাযোগ করতে নির্দেশ প্রদান করা হল।

Photos from Hazi Muhammad Abdur Rahaman high school's post 15/08/2021

শোক দিবস পালিত।

25/07/2021

*এসএসসি পরীক্ষার্থীদের (২০২১) এ্যাসাইনমেন্ট চলমান আছে। *দু'জনার এ্যাসাইনমেন্ট হুবহু মিলে গেলে দু'জনার এ্যাসাইনমেন্টেই শুন্য নম্বর দেওয়ার বিধান আছে। *এ্যাসাইনমেন্ট স্যাম্পল বেসিস পুনঃপরীক্ষা করা হবে।

Photos from Hazi Muhammad Abdur Rahaman high school's post 18/07/2021

2021 এস এস,সি পরীক্ষার্থীদের প্রথম সপ্তাহের এসাইনমেন্ট।জমা দেয়ার শেষ তারিখ 5অক্টোবর।

15/07/2021

এস.এস.সি. এবং এইচ.এস.সি. পরীক্ষার সংক্রান্ত বিষয়ে প্রেস ব্রিফিং

⭕এসএসসি ২১: ৩ টি নির্বাচনী বিষয়ের ওপর ১২ সপ্তাহে ২৪ টি এসাইনমেন্ট।
⭕ এইচএসসি ২১: ২৬ জুলাই থেকে ৩ নির্বাচনী বিষয়ের ৬ পত্রের ওপর ১৫ সপ্তাহে ৩০ টি এসাইনমেন্ট।

👉পরিস্থিতি অনুকূলে আসলে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে ও এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে।সেক্ষেত্রে পরীক্ষার বিষয়বস্তু হবে শুধুমাত্র গ্রুপভিত্তিক ৩ টা সাবজেক্ট।যেমন বিজ্ঞান বিভাগের জন্য ফিজিক্স,কেমিষ্ট্রি ও বায়োলজি/উচ্চতর গণিত (এক্ষেত্রে যার যেটা প্রধাণ সাবজেক্ট)!
এবং তা অবশ্যই শর্ট সিলেবাসের ভিত্তিতে মূল্যায়ন করা হবে।আর এই ৩ বিষয় ব্যাতিত বাকি সকল বিষয়গুলোর (যেমন বাংলা,ইংরেজী,অপশনাল সাবজেক্ট ইত্যাদি) মূল্যায়ন নিশ্চিত ভাবে পূর্ববর্তী পরীক্ষাসমূহের নাম্বার ম্যাপিং এর মাধ্যমে করা হবে।পাশাপাশি কমিয়ে দেয়া হবে উক্ত ৩ বিষয়ের উপর পরীক্ষার নাম্বার ও সময়!

(অর্থাৎ ১০০ নাম্বার থেকে কম নাম্বারে পরীক্ষার মূল্যায়ন হবে এবং সেই অনুযায়ী পরীক্ষার সময় নির্ধারণ করা হবে)

আর যদি নির্ধারিত সময় পর্যন্ত পরিস্থিতি অনুকূলে না আসে,তবে সেক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের নাম্বার ম্যাপিং এর মাধ্যেমে অথবা এসাইনমেন্ট মূল্যায়নের মাধ্যমে দেয়া হবে ফলাফল। তবে সেক্ষেত্রে নাম্বার ম্যাপিং এর মাধ্যেম ফলাফল দেয়ার সম্ভাবনাই বেশি!

-মাননীয় শিক্ষামন্ত্রী

30/06/2021

আপাতত সকল শ্রেণীর এসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হল।

19/06/2021

বিজ্ঞানী স্যার ব্লেইজ প্যাসকেল
=======================
আজ বিখ্যাত গণিতজ্ঞ,বিজ্ঞানী ও দার্শনিক ব্লেইজ প্যাসকেলের ৩৯৯ তম জন্মদিন।ক্যালকুলেটরের আবিষ্কারক স্যার ব্লেইজ প্যাসকেল (জুন ১৯, ১৬২৩-আগষ্ট ১৬৬২) ছিলেন একজন ফরাসি গণিতজ্ঞ, পদার্থবিদ, উদ্ভাবক, লেখক এবং দার্শনিক। প্যাসকেলের শুরুর দিকের কাজ ছিল প্রকৃতি ও ব্যবহারিক বিজ্ঞানের উপর যেখানে প্রবাহী পদার্থের সম্পর্কিত তার বিশেষ গুরুত্বপূর্ন অবদান ছিল। তিনি প্রথম চাপ এবং শূন্য অবস্থা ধারনা স্পষ্ট করেন।

সংক্ষিপ্ত জীবনী ও আবিষ্কারঃ-
১৬৪২ সালে কিশোর থাকা অবস্থায় তিনি গণনাকারী যন্ত্র উদ্ভাবনে অগ্রনী ভুমিকা পালন করেন। তিন বছর প্রচেষ্টা এবং ৫০টি মডেল তৈরির পর তিনি যান্ত্রিক গণনাকারী আবিষ্কার করেন। পরের দশ বছরে তিনি এমন বিশটি যন্ত্র উদ্ভাবন করেন।তিনি সারা বিশ্বের প্রথম শ্রেনীর গণিতবিদদের মধ্যে একজন ছিলেন। গবেষণার দুটি প্রধান বিষয় উদ্ভাবনে তিনি বিশেষ অবদান রাখেন। মাত্র ১৬ বছর বয়সে তিনি অভিক্ষেপ জ্যামিতির উপর একটি তাৎপর্যপূর্ন নিবন্ধ লিখেন, পরে তা সম্ভব্যতার তত্ত্বের সাথে সুসঙ্গত হয় যা আধুনিক অর্থনীতি এবং সমাজ বিজ্ঞানকে মারাত্মক প্রভাবিত করেছে।

১৬৪৬ সালে ব্লেইজ প্যাসকেল এবং তাঁর বোন জ্যাকুইলিন ক্যাথলিক ধর্মীয় আন্দোলনের মাধ্যমে সনাক্ত হয়েছিলেন Jansenism নামক এক অপবাদের কারনে। ১৬৫১ সালে তার পিতা মারা যান। ১৬৫৪ সালের শেষের দিকে তিনি রহস্যময় কিছু অভিজ্ঞতার মুখোমুখি হন। তাঁর বৈজ্ঞানিক কর্মযজ্ঞ বন্ধ করে শুরু করেন জীবনের দ্বিতীয় অধ্যায়, নিজেকে নিয়োজিত করেন দর্শন ও ধর্মতত্ত্বে। এই সময় তিনি পাটিগণিতিক ত্রিভুজের উপর একটি গুরুত্বপূর্ন নিবন্ধন লেখেন। ১৬৫৮ ও ১৬৫৯ সালের মধ্য তিনি বৃত্ত নিয়ে লেখেন এবং বিভিন্ন কঠিন বস্তুর আয়তন নির্ণয়ে তার প্রয়োগ আলোচনা করেন।
প্যাসকেলের স্বাস্থ্য খুবই ভগ্ন ছিল এবং তাঁর ৩৯তম জন্মদিনের পরের মাসেই তিনি মৃত্যুবরন করেন।

আবিষ্কার সমূহঃ-
১.ক্যালকুলেটার
২.প্যাসকেলের ওয়াজার
৩.প্যাসকেলের ত্রিভুজ
৪. পাসকালের তত্ত্ব
৫. প্যাসকেলের সূত্র

পাস্কাল এর ত্রিভুজ সূত্র:
1
1 1
1 2 1
1 3 3 1
1 4 6 4 1
1 5 10 10 5 1


প্যাসকেলের সূত্রঃ-
আবদ্ধ পাত্রে তরল বা বায়বীয় পদার্থের কোনো অংশের উপর বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ কিছু মাত্র না কমে তরল বা বায়বীয় পদার্থের সবদিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং তরল বা বায়বীয় পদার্থের সংলগ্ন পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে।

প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা : বলবৃদ্ধিকরণ নীতি

আবদ্ধ তরল পদার্থের ক্ষুদ্রতম অংশের উপর পিস্টন দ্বারা কোনো বল প্রয়োগ করলে এর বৃহত্তম পিস্টন সেই বলের বহুগুন বেশি বল প্রযুক্ত হতে পারে। একে বল বৃদ্ধিকরণ নীতি বলে।
বড় পিস্টনের ক্ষেত্রফল যত বেশি হবে বলও তত বেশি অনুভুত হবে।

Photos from Hazi Muhammad Abdur Rahaman high school's post 16/06/2021

এস,এস,সি 2022এর এসাইনমেন্ট। আগামী সপ্তাহে সোমবার জমা দিতে হবে।

16/06/2021

online education

মোঃ আবুল কাশেম, সিনিয়র শিক্ষক,হাজী মোহাম্মদ আবদুর রহমান হাই স্কুল, সদর, নেত্রকোনা।

15/06/2021

2022সালের এস,এস,সি পরীক্ষার্থীদের এসাইনমেন্ট শুরু হইছে। সকলকে স্কূলে যোগাযোগ করতে নির্দেশ প্রদান করা হল।

15/06/2021
07/06/2021

অত্র বিদ্যালয় এর( 6-9)শিক্ষার্থীদের এসাইনমেন্ট কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেয়া হল।

04/06/2021

রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে উপস্থাপন করার জন্য রাসায়নিক সমীকরণ ব্যবহার করা হয় ৷ অর্থাৎ সমীকরণ হলো রাসায়নিক শর্টহ্যান্ড (Chemical Shorthand ) ও কোনো রাসায়নিক প্রক্রিয়াকে রসায়নের ভাষায় প্রকাশ৷ রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম:

১. রাসায়নিক বিক্রিয়া যে সকল পদার্থ নিয়ে শুরু হয় তাদেরকে বিক্রিয়ক ( Reactant ) এবং যে সকল পদার্থ উৎপন্ন হয়, তাদেরকে উৎপাদ (Product) বলে ৷ রাসায়নিক সমীকরণে বিক্রিয়কসমূহ বামপাশে এবং উৎপাদসমূহ ডানপাশে লিখে মাঝখানে সমান (=) অথবা তীর( → ) চিহ্ন দেয়া হয়৷
২. বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক এবং একাধিক উৎপাদ থাকলে তাদেরকে (+) চিহ্ন দিয়ে লেখা হয় ৷
৩. সমীকরণের বামপাশে বিভিন্ন মৌলের পরমাণু সংখ্যা এবং ডানপাশে একই মৌলের পরমাণু সংখ্যা সমান করা হয়। বিক্রিয়ক এবং উৎপাদ ভিন্ন যৌগ হলেও তা অভিন্ন মৌলের পরমাণুর সমন্বয়ে গঠিত হয় ৷ এতে ভরের সংরক্ষণ নীতি অনুসরণ করে ৷
৩. বিক্রিয়ক ও উৎপাদের ভৌত অবস্থা যৌগের ডানপাশে নিচে প্রথম বন্ধনীর মধ্যে লেখা হয় ৷ যৌগের ভৌত অবস্থা কঠিন (Solid) হলে (s), তরল (Liquid) হলে (l) এবং গ্যাসীয় (Gaseous) হলে
(g) লেখা হয় ৷ বিক্রিয়ক এবং উৎপাদ হিসেবে কোনো যৌগের জলীয় দ্রবণ (Aqueous solution) থাকলে (aq) লেখা হয়।।।।

26/05/2021

আপাতত ইউনিক আইডির কাজ স্থগিত করা হল।

24/05/2021

ইউনিক আইডি খোলার জন্য সকল শিক্ষার্থীদের নিম্ন লিখিত তথ্যাদি সহ স্কুলে যোগাযোগ করতে বলা হল।

22/05/2021

উত্তর ও অবতল লেন্সে আলোর খেলা

20/05/2021

# is fun##

১।ইপসাম লবণ-MgSO4.7H2O
২।প্রডিউসার গ্যাস-CO+N2
৩।অলিয়াম এর সংকেত-H2S2O7
৪।চাইনিজ হোয়াইট-ZnO
৫।সালফার সেসকুই অক্সাইড-S2O3
৬।অয়েল অব ভিট্রিয়ল-H2SO4
৭।মার্কের পারহাইড্রল-30% H2O2 এর দ্রবণ
৮।রাজঅম্ল-"1" মোল "গাড়" HNO3+"3" মোল "গাড়" HCl এর মিশ্রণ
৯।কঠিন আলুমিনিয়াম ক্লোরাইডের সঠিক আণবিক সংকেত-Al2Cl6
১০।জুয়েলারস বর্জ্য এর সংকেত-Fe2O3
***চাইনিজ হোয়াইট চর্মরোগ এর মলম তৈরি এবং দাতের চিকিৎসায় ব্যবহৃত হয়।
**ভিট্রিয়ল মানে হল কাঁচ।সবুজ ভিট্রিয়ল(Fe2SO4.7H2O) এবং ফিটকিরি থেকে তৈরি বলে এবং দেখতে তৈলের মত বলে H2SO4 কে অয়েল অব ভিট্রিয়ল বলে।
*রাজঅম্লের অপর নাম-অ্যাকুয়া রোজিয়া।এটি Au,Pt ইত্যাদি নিষ্ক্রিয় ও অভিজাত ধাতুকে দ্রবীভূত করে।এর দ্বারা অভিজাত ধাতুগূলোর বিশুদ্ধতা নিরূপণ করা হয়

16/05/2021

Chemistry is fun.......!!!!!!

"যতই রসায়ন পড়িবে ততই ভুলিবে আর যতই লিখিবে ততই শিখিবে।।"

রসায়ন মানেইতো বিক্রিয়া। বিক্রিয়া ভীতি নিয়ে তো আর রসায়ন পড়া চলে না! রসায়নের বিক্রিয়া মনে রাখতে প্রথমে যা দরকার তা হলো আত্মবিশ্বাস আর অনুশীলন আর তারপর লাগে টেকনিক।

প্রথমতো যে বেসিক কাজগুলো প্রয়োজন :

১। মৌলগুলোর যোজনী এবং চার্জ মনে রাখতে হবে।

২। যৌগমূলক গুলোর যোজনী ও চার্জ মনে রাখতে হবে।

এই দুইটা কাজ খুব সহজে করা যায়!

১.মৌলসমূহের যোজনী বের করার বহু সিস্টেম আছে। তারমধ্যে ইলেক্ট্রন বিন্যাস সেরা।

আর মৌলসমূহের চার্জ ও যোজনীর সমান হয়(কিছু ব্যতিক্রম)। শুধু ধাতু গুলো ধনাত্মক চার্জ যুক্ত আর অধাতু গুলো ঋণাত্মক চার্জ যুক্ত!

যেমন, সোডিয়ামের যোজনী ১ ও অ্যালুমিনিয়ামের ৩

এরা ধাতু হওয়ায় এদের চার্জ যথাক্রমে +১ ও +৩

ক্লোরিনের যোজনী ১ ও অক্সিজেনের ২। এরা অধাতু হওয়ায় এদের চার্জ যথাক্রমে -১ ও -২

২. যৌগমূলকের ক্ষেত্রেও যোজ্নী ও চার্জ একই শুধু ধনাত্নক ও ঋণাত্মক কোনটা তাই মনে রাখতে হবে।

যেমন,

PH4 ও NH4 এই দুটো ধনাত্নক চার্জযুক্ত(-১) ও যোজনী ১

বাকিগুলো সব ঋণাত্মক।

OH, NO2,NO3,HCO3 এদের যোজনী ১ ও চার্জ -১

SO3,SO4,CO3 এদের যোজনী ২ এবং চার্জ -২

PO4 এর যোজনী ৩ ও চার্জ -৩

এবার সংকেত সঠিকভাবে লেখাটাও শিখে যাই।

যদি অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সংকেত লেখা দরকার হয় তাহলে Al এর সাথে ক্লোরিনকে একত্রে লিখতে হবে এমন AlCl এবার সংকেত সঠিক করতে অ্যালুমিনিয়ামের ঘাড়ে ক্লোরিনের যোজনী আর ক্লোরিনের ঘাড়ে অ্যালুমিনিয়ামের যোজনী বসাই Al1Cl3. যোজনী এক হলে লেখার প্রয়োজন পড়ে না। বোঝাই যাচ্ছে অ্যালুমিনিয়াম একটা। তাহলে সংকেতটা দাড়ায় AlCl3.

Al এর চার্জ +৩ এর সাথে ক্লোরিন (যার চার্জ -১) যুক্ত হতে গেলে তিনটা Cl- প্রয়োজন তাই তিনটা ক্লোরিন একটা অ্যালুমিনিয়ামের সাথে যুক্ত হয়েছে।

Al ও SO4 (সালফেট) দিয়ে হবে Al2(SO4)3.

এরকম প্রতিটা সংকেত তা সে অজৈব হোক আর জৈব রাসায়নিক সংকেত হোক, খুঁজে বের করা যাবে।

NaOH+H2SO4 ——— >?

যোগ চিহ্নের পূর্বের সংকেতের NaOH মূলত Na+(ধনাত্নক অংশ) ও যৌগমূলক -OH (ঋণাত্মক অংশ) সমষ্টি।

যোগচিহ্নের পরবর্তী সংকেত একই ভাবে বিশ্লেষণ করলে পাওয়া যাবে,

H+(ধনাত্মক অংশ) ও SO4- (ঋণাত্নক অংশ)

এবার বিক্রিয়ার তিরের ডান অংশ বসানোর জন্য পূর্বের সংকেত দুটির বিপরীত অংশ গুলো যোগ করে বসাতে হবে।

মানে যোগ চিহ্নের Na+ এর সাথে যোগচিহ্নের পরবর্তী অংশের SO4– যুক্ত করতে হবে। কিন্তু ধনাত্মক ও ঋণাত্মক চিহ্ন ব্যবহার করা যাবেনা। তাহলে কি হচ্ছে এখানে, NaSO4. এবার যোজনী বসাতে হবে সংকেত সঠিক করার জন্য( যা পূর্বেই বলে নিয়েছি)। অর্থাৎ Na2SO4 হবে। এবার যোগ চিহ্নের উভয় পাশে বাকি থাকছে -OH এবং H+.

NaOH+H2SO4 ———— > Na2SO4 +?

বাকি দুটো যুক্ত করলে দাড়ায় H2O. এখানেও সংকেত সঠিক করার জন্য যোজনী পরস্পরের ঘাড়ে বিনিময় করে বসানো হয়েছে।

12/05/2021

ঘনকের জ্যামিতিক প্রমান‌।

11/05/2021

আলফা ও থিটা ওয়েভে পড়াশোনা
---

- আলফা ওয়েভ study টা কি?
= গভীর মনযোগে পড়াশোনা করা, যে গভীর মনযোগে ব্রেইন এ আলফা ওয়েভ তৈরী হয়।

এই আলফা ওয়েভ মুগ্ধ হয়ে ঝরণা দেখ যখন, মুগ্ধ হয়ে বৃষ্টি দেখ যখন... তখনও তৈরী হয়।

Guyton সাহেব বলেন- Quiet active state of cerebration produces alpha wave in the brain. মানে মুগ্ধ হয়ে, মনোযোগে কোন কাজ করলে ব্রেইন এ আলফা ওয়েভ তৈরী হয়।

- আলফা লেভেল এ পড়াশোনা করলে কি লাভ?
= মনোযোগ বাড়বে, পড়া মনে থাকবে বেশী,পড়ায় আনন্দ হবে, বোরিং লাগবে না।ক্লান্তি আসবে না। চেহারায় ক্লান্তির ছাপ পড়বে না, বরং চেহারায় একটা গ্লামার আসবে। মন ফ্রেশ থাকবে। মানসিক growth ভাল হবে।

- কিভাবে আলফা লেভেল এ পড়াশোনা করা যায়?
= গোছানো নিরিবিলি পরিবেশ লাগবে। মন বিক্ষিপ্ত হওয়ার উপাদানগুলো থেকে একটু দূরে থাকতে হবে। ধর্মীয় কাজ করলে যেমন নামাজ পড়লে, যিকির করলে, ধর্মীয় বই পড়লে আলফা লেভেল এ পড়াশোনা করা সহজ হয়।

কোরআন ১৫ মিনিট পড়লে বা শুনলে ব্রেনে আলফা ওয়েভ তৈরি হয়ে যায়। আরেকটু বেশি পড়লে বা শুনলে (৩০ মিনিটের মত) আলফা থেকে আরও গভীর থিটা ওয়েভ তৈরি হয়। গবেষণা বলছে, থিটা ওয়েভে শেখার ক্ষমতা ৩ গুন বাড়ে।

- ডা মো আবেদুর রহমান, ঢাকা মেডিকেল কলেজ, কে ৪৫।

('ব্রেন ওয়েভ' বই থেকে)

11/05/2021

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ৬ষ্ঠ - ১০ম শ্রেণির শিক্ষার্থীদের ইউনিক আইডি প্রদানের জন্য অনলাইন জন্ম সনদ বাধ্যতামূলক। যে সকল শিক্ষার্থীর অনলাইন জন্ম সনদ নেই অতি দ্রুত অনলাইন জন্ম সনদ ইউনিয়ন পরিষদ হতে সংগ্রহ করে নিতে হবে। উল্লেখ্য, যাদের জন্ম সনদ হাতে লেখা এবং যাদের জন্ম সনদ নম্বর ১৭ ডিজিট নয় তাদের অনলাইন জন্ম সনদ সংগ্রহ করতে হবে।

10/05/2021

একটি শিক্ষনীয় নাটক।

10/05/2021

একটি শিক্ষনীয় ভিডিও।

Videos (show all)

শপথ
online education
উত্তর ও অবতল লেন্সে আলোর খেলা
মহাকাশ ষ্টেশনে মানুষের জীবন যাপন।

Location

Category

Telephone

Website

Address


Kailati Road
Netrokona
2400

Other Schools in Netrokona (show all)
Dakhil/SSC Bach 2022 পরীক্ষার্থী Dakhil/SSC Bach 2022 পরীক্ষার্থী
Netrokona
Netrokona

দাখিল, এসএসসি ২০২২সালের পরীক্ষার্থীদ

SchoolBari.com-স্কুল বাড়ি SchoolBari.com-স্কুল বাড়ি
Netrokona
Netrokona, 2431

SchoolBari is a website.It has also a Facebook group and a page for your helping.SchoolBari

নাকিব কিন্ডার গার্টেন এন্ড স্ নাকিব কিন্ডার গার্টেন এন্ড স্
Shemganj, Purbadhola
Netrokona, 2411

Naqib Kinder Garten & School, located at Shemganj,Purbadhola,Netrakona has been continuing its succe

চাইল্ড কেয়ার ইসলামী একাডেমী চাইল্ড কেয়ার ইসলামী একাডেমী
Nagra
Netrokona, 2400

ইসলামী এবং জাতীয় শিক্ষা কারিকুলামে পরিচালিত একটি আদর্শ কিন্ডারগার্টেন ।

Shaziura Mofila Foiz Model High School Shaziura Mofila Foiz Model High School
Netraona To Kendua Rud
Netrokona

It location Netraona sodor, Modonpur unio shaziura village

Bolaishimul J K Academy Bolaishimul J K Academy
Netrakona, Kendua, Bolaishimul
Netrokona, ASHUJIA

Well come to OUR school

Kashbon Bidyaniketon Kashbon Bidyaniketon
Netrokona

কাশবন বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয় পে?

Lambatuz Zaman Lambatuz Zaman
6/1 Choto Bazar Netrakona
Netrokona, 2400

একটি দ্বীনি ও প্রচলিত শিক্ষা সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান