
আস্সালামু আলাইকুম
সম্মানিত অভিভাবকবৃন্দ
আমাদের সবার মনেই একটি আকাঙ্খা কাজ করে আর তা হল আমাদের সন্তান যেন রাষ্ট্রীয় শিক্ষার পাশাপাশি জরুরী প্রাথমিক দ্বীনি শিক্ষাও হাসিল করতে পারে। কিন্তু এই উভয় শিক্ষার সমন্বয়ে গঠিত মান সম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে আমরা একান্ত ইচ্ছা থাকা সত্তেও সন্তানদেরকে প্রাথমিক জরুরী দ্বীনি শিক্ষা দিতে পারছিনা। এই অবস্থার কথা চিন্তা করেই আমরা দীর্ঘদিন যাবত রাষ্ট্রীয় ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে একটি মান সম্মত আদর্শ কিন্ডারগার্টেন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানী আল্লাহ তা’আলা আমাদের কাজকে সহজ করে দিয়েছেন। আমাদের সন্তানদেরকে রাষ্ট্রীয় শিক্ষার পাশাপাশি জরুরী প্রাথমিক দ্বীনি শিক্ষা দানের মহান উদ্দেশ্যে আমরা চাইল্ড কেয়ার ইসলামী একাডেমী প্রতিষ্ঠা করেছি। এই প্রতিষ্ঠানে রাষ্ট্রীয় শিক্ষা সিলেবাস তথা বাংলা, ইংরেজী, গণিত, বিজ্ঞান এর পাশাপাশি আমাদের সন্তানরা আরো যা যা শিখবে আপনাদের জ্ঞাতার্থে তা নিম্নে পেশ করছি:
১. পবিত্র কুরআন শরীফ সহীভাবে (নাজেরা/অনর্গল) পড়ার যোগ্যতা অর্জন।
২. আমপাড়াসহ আমলী সূরাসমূহ হিফজকরণ (সূরা ইয়াসিন, সূরা আর-রাহমান, সূরা মূলক, সূরা ওয়াকিয়াহ)।
৩. দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে সম্পৃক্ত অতি জরুরী যেমন- পাক-নাপাক, হালাল-হারাম, নামাজ, রোজা, হজ্জ্ব, যাকাত ইত্যাদির মাসায়েল শিক্ষাদান।
৪. দৈনন্দিন জীবন যাপনের সঙ্গে সম্পৃক্ত সকল মাসনূন দোয়াসমূহ শিক্ষাদান।
৫. পাচঁ ওয়াক্ত নামাজান্তে হুজুর আকরাম (সাঃ) কর্তৃক আমলকৃত আজকারসমূহ শিক্ষাদান।
৬. জুমআ’র খুতবা, বিয়ের খুতবা ও জানাযার নামাজ শিক্ষাদান।
৭. মৌলিক আকিদা শিক্ষাদান।
৮. অন্তত ৪০ (চল্লিশ) খানা হাদীস অর্থসহ হিফজকরণ ।
৯. শিষ্টাচার তথা উত্তম আচার-আচরন শিক্ষাদান।
১০. পিতা-মাতার হক, আত্মীয়-স্বজনের হক, প্রতিবেশীর হক শিক্ষাদান।
১১. নূরাণী পদ্ধতিতে পাঠ দানের পাশাপাশি সুন্দর হস্তলিপি শিক্ষাদান।
০১ ৫ কালিমা ৩১ সুসংবাদের দোয়া
০২ কালিমাতুশ শোকর ৩২ দুঃসংবাদের দোয়া
০৩ সালাম ৩৩ হাই তোলার দোয়া
০৪ সালামের জবাব ৩৪ আয়না দেখার দোয়া
০৫ ঘরে প্রবেশের দোয়া ৩৫ নতুন কাপড় পরিধানের দোয়া
০৬ ঘর হতে বের হওয়ার দোয়া ৩৬ কাপড় পরিধানের দোয়া
০৭ খানা শুরু কারা দোয়া ৩৭ জুতা পরিধানের দোয়া
০৮ খানা শেষের দোয়া ৩৮ দাওয়াত খাওয়ার দোয়া
০৯ পানি পানের দোয়া ৩৯ বাজারে প্রবেশের দোয়া
১০ দুধ পানের দোয়া ৪০ বিপদ-আপদের সময় পড়ার দোয়া
১১ ঘুমানোর পূর্বের দোয়া ৪১ ঝড়-বৃষ্টির সময় পড়ার দোয়া
১২ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দোয়া ৪২ বিদ্যুৎ চমকানোর সময় পড়ার দোয়া
১৩ মসজিদে প্রবেশের দোয়া ৪৩ মেঘ গর্জনোর সময় পড়ার দোয়া
১৪ মসজিদ হতে বের হওয়ার দোয়া ৪৪ রোগী দেখার দোয়া
১৫ ইস্তিঞ্জা খানায় প্রবেশের দোয়া ৪৫ আগুন লাগলে পড়ার দোয়া
১৬ ইস্তিঞ্জা খানা হতে বের হওয়ার দোয়া ৪৬ ইস্তিগফার
১৭ হাঁচির দোয়া ৪৭ সূর্যোদয়ের দোয়া
১৮ হাঁচির জবাব ৪৮ সূর্যাস্তের দোয়া
১৯ সমতল ভূমিতে চলার দোয়া ৪৯ রাগের সময় পড়ার দোয়া
২০ উপরে উঠার দোয়া ৫০ কবর জিয়ারতের দোয়া
২১ নিচে নামার দোয়া ৫১ মজলিস শেষের দোয়া
২২ মুসাফাহার দোয়া ৫২ আযান
২৩ মুয়ানাকার দোয়া ৫৩ ইকামত
২৪ যবেহের দোয়া ৫৪ আযানের জবাব
২৫ নৌযানে আরোহনের দোয়া ৫৫ আযানের দোয়া
২৬ স্থল পথের যানবাহনে আরোহনের দোয়া ৫৬ তালবিয়া
২৭ আকাশ পথের যানবাহনে আরোহনের দোয়া
২৮ দরজা-জানালা বন্ধ করার দোয়া
২৯ পাত্র ঢেকে রাখার দোয়া
৩০ বাতি নিভানোর দোয়া
* পাচঁ ওয়াক্ত নামাজান্তে সুন্নাত আজকার
*** নিজ পরিচয় ঃ নিজের নাম, পিতার নাম, আবাসস্থলের ঠিকানা, বিদ্যালয়ের নাম, জরুরী টেলিফোন নম্বর।
***Introducing Myself
*** নিজ পরিচয় ঃ আরবীতে
*** বিশুদ্ধ বাংলায় কথোপকথন।
*** প্রাথমিক স্বাস্থ্য সচেতনতা
অনেকেই বলে থাকেন ইসলামী শিক্ষা ও দুনিয়াবী শিক্ষা বা ইসলামী শিক্ষা ও আধুনিক শিক্ষা বা ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষা এই বক্তব্যগুলো অত্যন্ত আপত্তিকর এবং ক্ষেত্র বিশেষ ঈমান ধ্বংসের কারণ। কেননা যেহেতু ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা (Complete Code of Life) সেহেতু এখানে কোন অপূর্ণতা নেই বা থাকবার অবকাশ নেই। মহান আল্লাহ তা’অলার বানী : الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلامَ دِينًا ‘আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম। আমার নেয়ামতকে তোমাদের উপর পূর্ণতা দিলাম আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসেবে মনোনীত করলাম।’ (মায়েদা, ৫ : ৩) ’’ মহান আল্লাহ রাব্বুল আ’লামিন যেখানে পবিত্র কুরআনে ঘোষণা দিয়েছেন দ্বীন (জীবন ব্যবস্থা) পরিপূর্ণ সেখানে আমরা যদি বলি ইসলামী ও দুনিয়াবী শিক্ষা বা আধুনিক শিক্ষা বা জাগতিক শিক্ষা তাহলে ইসলামের পূর্ণাঙ্গতা নিয়েই প্রশ্ন থেকে যায় (নাউযুবিল্লাহ)। আল্লাহ তা’আলা কি দুনিয়া ও আখিরাতের জন্য আলাদা আলাদা কুরআন নাযিল করেছেন নাকি উভয় জাহানের জন্য এক কুরআন নাযিল করেছেন ? আখিরাতের জীবন কি ? আখিরাতের জীবন ত আসলে দুনিয়ার জীবনের কর্মফল। আখিরাতে জান্নাতের সুখ-শান্তি পেতে হলে এবং জাহান্নামের ভয়ংকর শাস্তি হতে বাঁচতে হলে দুনিয়ার জীবন কিভাবে পরিচালনা করতে হবে সেটাই পবিত্র কুরআনের মূল বক্তব্য। মূলত কুরআনের শিক্ষা বা ইসলামী শিক্ষার রাষ্ট্রীয় কোন স্বীকৃতি দীর্ঘ দিন না থাকার কারণে আমাদের মনে এধরণের ভুল চিন্তার উদ্ভব হয়েছে। এবিষয়ে বিস্তারিত লিখতে গেলে এই প্রসপেক্টাসের কলেবর অনেক বৃদ্ধি পাবে বিধায় বিষয়টি অত্যন্ত সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম। যাইহোক ইতোমধ্যে ইসলামী শিক্ষার রাষ্ট্রীয় স্বীকৃতির বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে এবং সরকার দাওরায়ে তাকমিল ও কামিল উভয় স্তরকেই মার্স্টাস সমমানের স্বীকৃতি দিয়েছেন। ভবিষ্যতে ইসলামী শিক্ষাঙ্গনের মাধ্যমিক , উচ্চ মাধ্যমিক ও স্নাতকোত্তর রাষ্ট্রীয় স্বীকৃতি পেলে আমাদের মধ্যে আর ইসলামী ও দুনিয়াবী শিক্ষা বা আধুনিক শিক্ষা বা জাগতিক শিক্ষার ধারণার মত ঈমান বিধ্বংসী ধারণা থাকবে না। আর তাই অত্যন্ত সঙ্গত কারণেই আমাদের কিন্ডারগার্টেনের প্রধান লক্ষ্য হচ্ছে ইসলামী ও রাষ্ট্র স্বীকৃত শিক্ষার সমন্বয় সাধন করে এমন একটি সিলেবাস উপহার দেওয়া যাতে করে আপনার আমার সন্তানের রাষ্ট্রীয় স্বীকৃতিও মিলে আবার অতি জরুরী দ্বীনি ইলম থেকেও যেন সে বঞ্চিত না হয়। একটি শিশু যদি তার শিক্ষা জীবনের প্রারম্ভে দ্বীনি শিক্ষা না পায় তাহলে সে কখনই আদর্শ মানুষ হিসাবে গড়ে উঠবে না। এমনকি নূন্যতম দ্বীনি শিক্ষা না থাকলে মুসলমান হিসাবেই সে নিজেকে ধরে রাখতে পারবে না। আজ সারা বিশ্বে নাস্তিকতা, অধার্মিকতা, অমানবিকতা ও পশুত্বেও যে চোখ রাঙানি চলছে এর ভয়াল ছোবল হতে আমাদের সন্তানকে বাঁচাতে হলে নূন্যতম দ্বীনি শিক্ষা ছাড়া কোভাবেই সম্ভব নয়। আজকে দ্বীনি শিক্ষার সাথে সম্পর্ক না থাকার কারণেই সন্তান তার জান্নাততুল্য পিতা-মাতাকে বৃদ্ধ বয়সে সেবা করার পরিবর্তে রাস্তার ধারে বা বৃদ্ধাশ্রমে ফেলে রাখছে। এসবই আমাদের কর্মফল। কারণ তেতুল গাছে কখনও আম হয় না। তাই আসুন কাল বিলম্ব না করে আমাদের সন্তানদেরকে অন্তত নূন্যতম দ্বীনি শিক্ষার ব্যবস্থা করি। আর যদি তা না করি তাহলে কাল আদালতে আখেরাতে আমরা রেহাই পাব না। কেননা হুজুর (সাঃ) বলেছেন প্রত্যেক নর-নারীর জন্য ইলম অর্জন করা ফরজ।’’ এক্ষেত্রে আমরা যদি আমাদের সন্তানদের জন্য দ্বীনি ইলম শিক্ষার ব্যবস্থা না করি বা নূন্যতম দ্বীনি শিক্ষার ব্যবস্থাও না করি তাহলে আমাদের পরিণতি হবে ভয়াবহ।
যোগাযোগ ঃ ফরাজী মঞ্জিল, নাগড়া(থানা ব্রীজ সংলগ্ন), নেত্রকোনা ।
প্রধান শিক্ষক : 01971-154493