15/01/2024
# এরাও কিন্তু সংসদে দাড়িয়ে দাম্ভিক গলায় বলতে পারতো, এতোবছর তোমরা খেয়েছো, এখন আমরা খাবো, বেশী কথা বললে লাল ঘোড়া দাবড়ায়ে দিবো।
# এরাও কিন্তু বলতে পারতো ২০ বছর যুদ্ধ করে পৃথিবীর সুপারপাওয়ার কে পরাজিত করেছি, আমাকে আজীবন ভাতা দিতে হবে, আমার বউকে দিতে, বাচ্চাকে দিতে হবে, নাতিপুতিদেরও দিতে হবে।
# এরাও কিন্তু বলতে পারতো আমার উত্তরসূরি প্রত্যেককে বিশেষ কোটায় চাকুরী দিতে হবে।
>> কিন্তু না! এরা তা বলেনি, কারন এরা যুদ্ধ করেছে জাতির জন্যে, ধর্মের জন্যে, আত্মমর্যাদা রক্ষার জন্যে।তাই বছর না ঘুরতেই এদের মুদ্রার মান দক্ষিন এশিয়ার শীর্ষে। বৃদ্ধির হারে সারা বিশ্বে শীর্ষে।।
ছবি:
আমেরিকা ও ন্যাটোর বিরুদ্ধে দীর্ঘ ২০ বছর যুদ্ধ করে বিজয়ী হওয়া ইমারতে ইসলামীয়ার বীর মুক্তিযোদ্ধা ছাত্র ভাইয়ের কলা বিক্রি করে সাদামাটা জীবন-যাপন করা!।
02/09/2023
আলহামদুলিল্লাহ......
মাত্র দুই বছরের শাসনে সুদ মুক্ত অর্থনীতির বরকতে ডলারের বিপরিতে আজকে #১ডলার=৭৩.৭১ আফগানি মুদ্রা
26/08/2023
বর্তমান কাবুল শহরটি ৫ থেকে সাড়ে ৭ লাখ মানুষের বসবাসের জন্য গড়ে তোলা হয়েছিল। দীর্ঘ ৪ দশকের যুদ্ধের কারণে শহরটির জনসংখ্যা ৪.৫ মিলিয়নে পৌঁছেছে। যুদ্ধের সময় বিদেশী সন্ত্রাসীদের গোলাবর্ষণ থেকে বাঁচতে মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দলে দলে কাবুলে আসতে থাকে। কারণ দখলদার সন্ত্রাসীরা নিজেদের বসবাসের জন্য অন্যান্য শহরের বদলে কাবুলকে বেছে নেওয়ায় মানুষ কাবুল শহরকে তুলনামূলক নিরাপদ ভেবেছিল।
কয়েক বছর ধরে পয়ঃনিষ্কাশন সমস্যা, বায়ু দূষণ ও জলবায়ু পরিবর্তনে বিপর্যস্ত আবহাওয়ায় ভুগছে কাবুলবাসী। আফগানিস্তানের ন্যাশনাল স্ট্যাটিস্টিকস অ্যান্ড ইনফরমেশন অথরিটির বিবৃতি অনুসারে, আগামি ১৫ বছর পর কাবুল শহরের জনসংখ্যা হবে ৮ মিলিয়ন। কাবুল শহর এই চাপ সামলাতে পারবে না। এ জন্য নগর সম্প্রসারণ প্রয়োজন।
কাবুল শহর থেকে জনসংখ্যার চাপ কমাতে বর্তমান কাবুল শহরের উত্তরে ৩ লাখ ৭০ হাজার একর জুড়ে গোড়াপত্তন হচ্ছে নতুন একটি শহর- নিউ কাবুল সিটি। যার আয়তন বর্তমান কাবুল শহরের চেয়ে প্রায় দেড় গুণ বড়।
এই মাস্টাপ্ল্যান প্রধানত দুটি ধাপে বাস্তবায়ন হবে। প্রথম ধাপে ২ লাখ ৫০ হাজার আবাসিক ইউনিট নির্মাণ করা হবে। যেখানে প্রায় দেড় মিলিয়ন মানুষের আবাসন হওয়ার পাশাপাশি বাণিজ্যিক, কৃষি, বিনোদনমূলক এবং শিল্প এলাকাও অন্তর্ভুক্ত থাকবে।
ইসলামি ইমারাতের নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয় এবং খাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরের পর ‘নিউ কাবুল সিটি’র নির্মাণ কাজ শুরু হয়েছে।
ইসলামি ইমারাতের প্রশাসনিক বিষয়ের প্রধান শাইখুল হাদিস হাদিস নূরুল হক আনোয়ার বলেছেন:
"এটা আনন্দের বিষয় যে এখন খারাপ খবরের পরিবর্তে প্রতিদিন বড় অর্থনৈতিক প্রকল্প শুরু হওয়ার খবর প্রকাশিত হয়।"
এখন ইসলামী ইমারাতের অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতার জন্য দ্রুত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং আফগানিস্তানকে নিজের পায়ে দাঁড় করানোর সময় এসেছে।
অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আব্দুল গনি বারাদার বলেছেন, নতুন কাবুল শহরটি আধুনিক শৈলীতে নির্মিত হবে এবং প্রয়োজনীয় সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা থাকবে। নতুন শহরটি বর্তমান কাবুল শহরের যানজট কমাতে সাহায্য করবে। এই প্রকল্প শুরু হলে অনেক নাগরিকের কর্মসংস্থান ও বিনিয়োগের সুযোগ হবে।
প্রশাসন বিষয়ক উপ-প্রধানমন্ত্রী মৌলভি আব্দুল সালাম হানাফি বলেছেন, এ ধরনের প্রকল্প বাস্তবায়নে নানারকম চ্যালেঞ্জ, যানজট ও পরিবেশগত সমস্যা অনেকাংশে কমে যাবে। এখন সকল ব্যবসায়ী ও বিনিয়োগকারীর কর্তব্য, ইসলামি ইমারাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আফগানিস্তান পুনর্গঠনের জন্য কাজ করা। আমরা আফগানিস্তানে বিনিয়োগের জন্য এই অঞ্চল ও বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানাই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ডেপুটি শের মোহাম্মদ আব্বাস স্তানিকজাইও অনুষ্ঠানে অংশ নেন।
তিনি বলেন,
ইসলামি ইমারাত অল্প সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবে প্রমাণ করেছে যে ইমারাত সরকার আফগানিস্তানের স্থিতিশীলতা, উন্নয়ন ও অগ্রগতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
“আফগানরা নিজ দেশের মর্যাদা, সম্মান এবং স্বাধীনতা রক্ষার জন্য অভূতপূর্ব ত্যাগ স্বীকার করেছে এবং তারা এখনও যেকোন ত্যাগের জন্য প্রস্তুত। ইসলামী ইমারাত আফগানদের অর্থনৈতিক সমস্যা থেকে মুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ, ঠিক যেভাবে ইমারাত আফগানদের বিদেশী দখলদারিত্ব থেকে বাঁচিয়েছিল।”
তিনি আরও বলেন, যারা জাতিগত, ধর্মীয় ও ভাষাগত কুসংস্কার ও বিভেদের ইন্ধন জুগিয়ে অশান্তি সৃষ্টি করে, তাদের আফগানিস্তানে কোনো স্থান নেই।
এ সময় তিনি ইমারাতের বিরোধীদের উদ্দেশ্যে বলেন, যেহেতু আফগানিস্তানে মানুষ শান্তিতে নাই, তাই আপনাদের উচিত আমাদের জনগণকে নিজেদের দেশে নিয়ে শান্তিতে রাখা। "যদি ইসলামি ইমারাতের নিন্দুকরা আফগানিস্তানকে সাহায্য ও সহযোগিতা করতে না পারে, তাহলে আফগানদের নিজেদের দেশে বসতি স্থাপন করে শান্তিতে জীবনযাপন করতে দিন।”
ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ক্বারী দীন মুহাম্মদ হানিফ বলেছেন,
"আফগানিস্তানের বাইরে যেসব আফগান বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন, তারা যদি তাদের মূলধনের ২০ শতাংশ আফগানিস্তানে বিনিয়োগ করলে নিঃসন্দেহেতারা আফগানিস্তানের অর্থনৈতিক সমস্যা সমাধানে অনেক বড় অবদান রাখবেন। এতে করে আফগানদের অনেক সমস্যা দূর হয়ে যেতো।
নিউ কাবুল সিটি প্রজেক্ট প্রধানত দুটি পর্যায়ে বাস্তবায়ন হবে। প্রতিটি পর্যায়ের কাজ শেষ হতে প্রায় ১৫ বছর সময় লাগতে পারে। প্রথম পর্যায় মোট চারটি ধাপে ডিজাইন করা হয়েছে এবং প্রথম ধাপের কাজ ৫ ভাগে ভাগ করা হয়েছে। যার মধ্যে দ্বিতীয় ভাগের নির্মাণ কাজ শুরু হয়েছে। এই অংশের পরিকল্পনায় রয়েছে, ৭৪০ বর্গকিলোমিটার জমিতে ১২ হাজার মানুষের জন্য ২ হাজার ৩০০টি আবাসিক ইউনিট তৈরি করা হবে। প্রকল্পের এই অংশের নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার।
প্রথম পর্যায়ের দ্বিতীয় ভাগের কাজ নগর উন্নয়ন ও আবাসন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে একটি বেসরকারী নির্মাণ সংস্থা দ্বারা সম্পন্ন হবে। এই প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হবে।copy
04/12/2022
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ
জামিয়া বাইতুস সালাম /স্কুল অফ হোলি কোরআন শিক্ষাপ্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম!
04/12/2022
😡রেগে গেলে যে ইংরেজি বাক্যগুলো প্রয়োজন😀
😡সীমা ছাড়িয়ে যেওনা।
Don’t cross your limit.
😡পিটিয়ে সোজা করে দিবো।
I will make you flat by beating.
😡তুমি নিজেকে কি মনে করো?
What do you think of yourself?
😡গলা নামিয়ে কথা বলো।
Keep your voice down.
😡আমাকে রাগিও না।
Don’t make me angry.
😡আমাকে তোমার মেজাজ দেখিও না।
Don’t show your temper to me.
😡চোখ নামিয়ে কথা বলো।
Keep your eyes down.
😡বাজে কথা বলো না।
Don’t talk nonsense.
😡তুমি কি পাগল হয়ে গেছো?
Have you gone mad?
😡তুমি আমার সাথে রাগ করছো কেন?
Why are you angry with me?
😡তুমি একটা পাগল।
You are a mad.
😡আঙুল নামিয়ে কথা বলো।
Keep your finger down.
😡কি করে নিবি তুই?
What will you do?
😡চুপ করো! আমি কিছু শুনতে চাইনা।
Shut up! i don’t want to hear anything.
😡তোমার মাথা ঠিক আছে তো?
Are you in your sense?
💥 বিশেষ মুল্য ছাড়ে, মাত্র 950 টাকায় পেয়ে যাচ্ছেন 'ঘরে বসে Spoken English' কোর্সটি ➡️
ভর্তি হওয়ার লিংক➡️ https://10ms.io/9rGGtZ
ইংরেজি কিভাবে শিখবেন তা নিয়ে চিন্তিত?🤔 আজই ভর্তি হয়ে যান "Spoken English" কোর্সে💁♂️
সারাজীবন মেয়াদি ( একবার ভর্তি হলে সারাজীবন ব্যবহার করতে পারবেন) এই কোর্স শেষে পাবেন একটি "সার্টিফিকেট" একদম ফ্রি💯
কোর্স মুল্য মাত্র=
এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি কোর্স যেখানে এখন পর্যন্ত প্রায় ১ লাখের অধিক শিক্ষার্থী ভর্তি হয়ে গিয়েছে। 🔥
ঘরে বসে Spoken English Course - Munzereen Shahid
স্পোকেন ইংলিশের প্রতিটি বিষয়ে দক্ষতা বাড়ান টেন মিনিট স্কুলের মুনজেরিন শহীদের ঘরে বসে Spoken English অনলাইন কোর্সটিতে ভর্...