Shiala High School, Raninagar, Naogaon.

Shiala High School, Raninagar, Naogaon.

Share

it’s a school's page

Photos from Shiala High School, Raninagar, Naogaon.'s post 27/08/2024

শিয়ালা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানান অভিযোগ ও প্রধান শিক্ষকের পদত্যাগ

21/12/2023

এসএসসির রুটিন প্রকাশ

গণিত ইশকুল - পড়াশোনা | প্রথম আলো 01/12/2023

💥 শুরু হয়েছে গণিত উৎসবের নিবন্ধন
--------------------------------------
আজ থেকে শুরু হয়েছে সারা দেশে Dutch-Bangla Bank - Prothom Alo গণিত উৎসব 2024-এর নিবন্ধন।

এবার কোন অনলাইন বাছাই হবে না। সরাসরি আঞ্চলিকে লড়তে পারবে যে কেউ। যদি কোথাও আমরা ভ্যেনুতে আসন সংকুলান করতে না পারি তাহলে সেখানে কয়েক ধাপে অলিম্পিয়াড হবে।

Bangladesh Mathematical Olympiad এবার মোট ৩০টি আঞ্চলিক উৎসব।
নিবন্ধন চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

প্রস্তুতি সহায়তার জন্য শুরু হবে লাইভ প্রস্তুতি আলোচনা।

✳️ এছাড়া প্রথম আলোর পড়াশোনা পাতার গণিত ইশকুল (https://www.prothomalo.com/collection/math-school) সেকশনে থাকবে প্রস্তুতি নিয়ে নানা আয়োজন।

যারা নিবন্ধন করবে:

🔸প্রাইমারি - ৩য় থেকে ৫ম শ্রেণি ও সমমান
🔸জুনিয়র - ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও সমমান
🔸সেকেন্ডারি- ৯ম-১০ম ও SSC ২০২৪
🔸হায়ার সেকেন্ডারি - ১১শ-১২শ ও HSC ২০২৪

🔰 জাতীয় পর্বের সম্ভাব্য তারিখ ১ মার্চ

নিবন্ধনের লিংক:
https://online.matholympiad.org.bd/

Bangladesh Mathematical Olympiad 🎉🎊
জয়তু গণিত উৎসব 🎉


গণিত ইশকুল - পড়াশোনা | প্রথম আলো বাংলাদেশসহ বিশ্বের সর্বশেষ সংবাদ শিরোনাম, প্রতিবেদন, বিশ্লেষণ, খেলা, বিনোদন, চাকরি, রাজনীতি ও বাণিজ্যের বাংলা নিউ....

Ninish - A Co-curricular Ed-Tech Platform 29/11/2023

বন্ধুরা, তুমিও কি সেরাদের সেরা হতে চাও? 🏆

চলছে মুজিব অলিম্পিয়াড ২০২৩ এর অনলাইন রেজিষ্ট্রেশন, আর মাত্র ৭ দিন চলবে! তুমি যদি ৩য় থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া কোন শিক্ষার্থী হও তাহলে তোমার জন্যেই এই প্রতিযোগিতা! শিক্ষার্থীরা ৫ টি ক্যাটাগরিতে MCQ পরিক্ষায় অংশগ্রহন করবে। প্রশ্ন থাকবে বঙ্গবন্ধুর জীবন ইতিহাসের উপর। 📢

প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের জন্য থাকছেঃ
১. সকল অংশগ্রহনকারী শিক্ষার্থী সার্টিফিকেট অফ পার্টিসিপেশন পাবে। ✨
২. অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থী মুজিব অলিম্পিয়াড আয়োজক কমিটির নিকট বৃত্তির জন্য আবেদন করতে পারবে ।
৩. আবেদনের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে আলোচনা করে প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৫ জন কে বাৎসরিক বৃত্তি (২০২৪) প্রদান করা হবে। 🎁

প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছেঃ
১. প্রতি ক্যাটাগরি থেকে ৭৫ জন করে সর্বমোট ৩০০ জন কে প্রাথমিক ভাবে বিজয়ী ঘোষণা করা হবে। 📢
২. চূড়ান্ত বিজয়ীদের কে সার্টিফিকেট অফ এপ্রেসিয়েশন, ক্রেস্ট, মেডেল, টি-শার্ট, টিকিট টু ফাইনাল প্রদান করবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. দীপু মনি, এম.পি.
৩. জাতীয় পর্যায়ে বিজয়ীদের জন্য সর্বমোট ৯,০০,০০০/- (নয় লক্ষ টাকা) নগদ অর্থ পুরষ্কার থাকবে 🏆

🗓 ঢাকা জেলার অনলাইন পরিক্ষা: ১লা ডিসেম্বর (শুক্রবার), ২০২৩
অন্যান্য জেলার অনলাইন পরিক্ষা: ৮ই ডিসেম্বর(শুক্রবার),২০২৩

👉রেজিষ্ট্রেশন এর মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে হবে। অনালাইনে রেজিষ্ট্রেশন করা যাবে। রেজিষ্ট্রেশন এর শেষ তারিখ ৩০শে নভেম্বর, ২০২৩। রেজিষ্ট্রেশন ফি ১০০ টাকা।

নিজেকে সেরাদের সেরা প্রমাণ করে পুরস্কার জিততে এখনই রেজিস্ট্রেশন করে নাও এই ওয়েবসাইটের মাধ্যমে: 👉 https://ninish.com/mujibOlympiad23.php

🌟এর পাশাপাশি, শুধু এই পোস্টটি শেয়ার করেও জিতে নিতে পারো ফোন, স্মার্টওয়াচ, নানা রকম গ্যাজেটস সহ আকর্ষণীয় সব পুরস্কার! এজন্যে যে নিয়মগুলো মানতে হবে-

১। এই পোস্টে লাইক দিতে হবে।
২। কমপক্ষে ২ জন বন্ধুকে এই পোস্টের কমেন্টে মেনশন করতে হবে।
৩। এই পোস্টটি তোমার প্রোফাইলে শেয়ার করতে হবে।
৪। শেয়ার করা পোস্টের ক্যাপশনে অবশ্যই ব্যবহার করতে হবে।

বিঃদ্রঃ-উপরের ৪টি নিয়ম ফলো করে তোমার শেয়ারকৃত পোস্টে সবচেয়ে পাওয়া বেশি লাইক ও কমেন্টের ভিত্তিতে বিজয়ী সিলেক্ট করা হবে।

বিস্তারিত জানতে কল করো: 01330370570 নম্বরে📞
ইমেইল: [email protected]


Ninish - A Co-curricular Ed-Tech Platform বাংলাদেশের সর্ববৃহৎ মুজিব উৎসবে অংশ নিয়ে হয়ে উঠুন দেশ সেরা

04/10/2023

✅রসায়নে নোবেল পুরস্কার: ২০২৩

১. মুঙ্গি বাওয়েন্দি (ফ্রান্স)
২. লুইস ই ব্রুস (যুক্তরাষ্ট্র)
৩. অ্যালেক্সি একিমোভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)

⚪অবদান: কোয়ান্টাম ডট টেকনোলজি আবিষ্কার।

(এটির মাধ্যমে ইলেকট্রনিকস পণ্য থেকে শুরু করে স্বাস্থ্যখাতে বিপ্লব আনা যাবে)

Want your school to be the top-listed School/college in Naogaon?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address

Shiala High School, Raninagar
Naogaon
ABADPUKURHAT-5890

Opening Hours

09:00 - 17:00