Focus Mymensingh

Focus Mymensingh

Comments

আমি বিজ্ঞান বিভাগের ছাত্র আমি যুদি মানবিক শাখায় যায়া কোচিং করি তাহলে কি গুচ্ছ সহ সব ভার্সটিতে পরীক্ষা দিতে পারবো কি
ফোকাসের আশেপাশে কি মেস পাওয়া যাবে।ছাএীমেস।
এখানে কেউ শেরপুরের আছো? আমার ছোট ভাই যাবে। দয়া করে ইনবক্সে যোগাযোগ করো।
Focus Mymensingh এর অরিয়েন্টেশন প্রোগ্রামে...
আমাদের উত্তরণ সাংস্কৃতিক সংসদ- ময়মনসিংহ এর কিছু পারফরম্যান্সের স্থিরচিত্র...
ভিডিও আসিতেছে...
যারা ভিডিও করেছেন তারা কমেন্টে দিতে পারেন.
ফ্ল্যাট বাসায় একটি রুম প্রয়োজন।
২জন মেয়ে থাকবো

ঠিকানা: চরপাড়া ধোপাখোলা ফোকাস কোচিং এর আশেপাশে হলে ভালো হয়।
Assalamu Alaikum,
Admission er jonno english,bangla and gk alada private porte cai offline,,,, Mymensingh ee karo jana thakle ba kew porle, plz suggest me..
ফোকাস কি ভার্সিটি ক ইউনিটের জন্যে ভালো হবে?
গুচ্ছ কমিটির মতে কেউ যদি ৫টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করে আর তার যদি ১ম মেরিটে ৪টা বিশ্ববিদ্যালয়ে সাব্জেক্ট আসে তাহলে সেখানে থেকে যেকোন একটায় ভর্তি হবে। এতে করে সে বাকি বিশ্ববিদ্যালয় থেকে বাদ যাবে।আর ১ম মেরিটে সাব্জেক্ট না আসা বিশ্ববিদ্যালয় ২য়/৩য় মেরিটে সাব্জেক্ট আসলে সেখানে চলে যেতে পারবে।এখন কোন বিশ্ববিদ্যালয়ে নরমাল সাব্জেক্ট আসায় ভর্তি না হওয়ার জন্য যেহেতু একেবারে বাদ যাবে তাই অনেকে শুধু ভালো সাব্জেক্ট choise দিবে।এটা কতটা যুক্তিযুক্ত।২য় কথা হলো মনে করেন ৫৪ number এ kobi Nazrul এ ইসলামিক ইতিহাস আসার কথা ২য় মেরিটে।এখন ২জন ৫৪ পেয়ে ১ম জন choise দিল.............,.........., ইসলামিক ইতিহাস, ইসলাম শিক্ষা। ২য় জন দিল........,........,........,ইসলামিক ইতিহাস।১ম মেরিটে ইসলামিক ইতিহাস না আসায় ১ম জন ইসলাম শিক্ষায ভর্তি হলো (মাইগ্রেশন চালু করে)।২য় জন সাব্জেক্ট পেলোনা।এখন ২য় মেরিটে ৫৪ তে ইসলামিক ইতিহাস পাওয়ার কথা ধরেন ইসলামিক ইতিহাস এ সিট খালি আছে ১টা।তো ২য় মেরিট কে ইসলামিক ইতিহাস পাবে। মার্ক যেহেতু same। যে ভর্তি আছে সে মাইগ্রেশনে আগে ইসলামিক ইতিহাস পাবে নাকি ২য় মেরিটে অন্য জনের যে ইসলামিক ইতিহাস পাওয়ার কথা সে পাবে?
ময়মনসিংহ ফোকাস এর আর এক নাম মেহেদী হাসান মাহিন..... ❤️❤️❤️
আসসালামু আলাইকুম। আমি এইচএসসি ২২।আমি D - Unit এ কোচিং করতে চাই। আমার কেমন খরচ হতে পারে তা সম্পর্কে কোনো ধারনা নেই 🙂।
কেউ কি আমাকে দয়া করে খরচ সম্পর্কে জানতে পারবেন প্লিজ???
Focus Mymensingh ❤️❤️
শেরপুর থেকে কোন ছাএী বা ছাএ ফোকাস কোচিং পড়ছেন। মতবাদ চাই
ময়মনসিংহ ফোকাসে কোচিং করলে মানবিক শাখাই কেমন খরচ হয়।
🟢 প্রণালী পড়ুন মানচিত্রের মাধ্যমে
আর কখনো ভুল হবে প্রনালী থেকে আসা প্রশ্ন

Mihir's GK পূর্ণাঙ্গ বই
কোরআন শিক্ষা করা ফরজ।
আমি একজন শিক্ষক মুফতি আবদুল্লাহ
ছাত্র দরকার

A leading University Admission Coaching in Mymensingh City. A Leading University Admission Coaching in Mymensingh.

Operating as usual

02/01/2023

Special English Grammar Class

ইংরেজি গ্রামার স্পেশাল ক্লাস- লাইভ

01/01/2023

প্রিয় শিক্ষার্থীরা ,
আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সবাইকে নতুন বছরের ফুটন্ত গোলাপের শুভেচ্ছা। ❤️

প্রিয় ভাইয়া/আপুরা, আমরা জানি তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরাই অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছো কখন তোমাদের ক্লাস শুরু হবে। তোমাদের এই অপেক্ষা করাটাই আসলে আমাদেরকে অনেক মুগ্ধ করে।

নিশ্চয়ই মন খারাপ করে বসে আছো।
হ্যা, তোমাকেই বলছি, রাগ ভুলে বই-খাতা-কলম নিয়ে বসে পড়, আগামীকাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই। দেখিয়ে দিতে হবে যে তুমিই সেরা!! ❤️

আর হ্যাঁ, ক্লাসের মেসেজ হয়তো সবাই পেয়ে গেছো, কার কখন কোন রুমে কি ক্লাস পড়েছে কমেন্টে জানাতে পারো আমাদের। কেউ ক্লাসের মেসেজ না পেয়ে থাকলেও আমাদেরকে জানাবে অবশ্যই। মেসেজ অনুযায়ী সবাই যথাসময়ে কোচিং এ চলে আসবে কিন্তু ইনশাআল্লাহ। শুভকামনা রইলো তোমাদের জন্য ❤️

পরিশেষে,

ছোট্ট আমাদের ফোকাস পরিবারটা
সজীব থাকুক,
কোলাহল কলরবে মাতিয়ে রাখুক।
তোমাদের হাসিমুখে,
তৃপ্তি এ বুকে,
তাকে নিয়ে দুটি চোখ স্বপ্নে ভাসুক।

ফোকাস ময়মনসিংহ শাখা💚

01/01/2023

নতুন বছর কারো জীবনেই কিছু এনে দেয় না।
না সুখ, না দুঃখ ।

সময়ের সাথে সাথে আমরা শুধু আমাদের সাফল্য কিংবা ব্যর্থতার সম্ভাবনাগুলোকে পার করি। আমাদের কোনো কোনো স্বপ্ন সত্যি হয়ে ধরা দেয়, আবার কোনো কোনো স্বপ্ন কাঁচের মতো ভেঙে ঝুরঝুর ঝরে যায়।

আমরা তো মুসাফির শুধু। সময়ের স্রোতে ভেসে চলি অনুক্ষণ। এ যাত্রা সুখের হোক, সহজ হোক।

পরিশেষে,
প্রভুর দরবারে নত হই বারেবার,
এমন ভুলগুলো হবে নাকো আর।
শুভ হয় যেন আগামীর পথ,
কবুল কর খোদা এই মুনাজাত।

আপনাদের ভালোবাসা 💐
ফোকাস ময়মনসিংহ শাখা 💚

31/12/2022

বিদায় ২০২২

আজকের সূর্যাস্তের মাধ্যমে আরেকটি বছরের সমাপ্তি হয়ে গেলো। আর আগামীকালের ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর। পুরাতন বছরের জরাজীর্ণতাকে পিছনে ফেলে
আজকের রাত শেষে উদয় হবে নতুন বছরের সূর্য।💥

কঠিন সব পরিস্থিতির মধ্যেই রাত পেরিয়ে ভোরের সূর্য পৃথিবীর বুকে নিয়ে আসবে আরেকটি নতুন বছর। আর নতুন বছর নিয়ে মানুষ আশায় বুক বাঁধবে। নতুন ঝলমলে একটি বিশ্ব গড়ার প্রত্যয় নিয়ে পথচলা শুরু করবে।

তাই, একটি নতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন,
এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি,
আর কিছু স্বপ্নিল সৃষ্টি , এই নিয়ে শুরু হোক আগামির দিন, আগামীর পথচলা।

সবশেষ, সবার অনেক দোয়া ও ভালোবাসা চাই।

মেহেদী হাসান মাহিন
পরিচালক, ফোকাস ময়মনসিংহ শাখা 💚

31/12/2022

সঙ্গীত, ফোকাস অনলাইন "গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম" '২০২৩

"অমায়িক ব্যবহার যার মুখে আছে,
পৃথিবীও ঋণী হয় ঠিক তার কাছে"।

ইসলামি সঙ্গীত,
ফোকাস অনলাইন "গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম" '২০২৩

30/12/2022

Focus Online Orientation:2022-23 Session

অফলাইনের পর অনলাইনেও হয়ে গেলো গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৩💚

Photos from Focus Mymensingh's post 30/12/2022

ফোকাস ময়মনসিংহ শাখার "গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে" উপস্থিত অতিথিদের একাংশ 💚❤️

একটি নতুন সকাল , কিছু সুন্দর স্বপ্ন,
এক মুঠো সাদা মেঘ, কিছু মিষ্টি অনুভূতি,
আর কিছু স্বপ্নিল সৃষ্টি , এই নিয়ে শুরু হোক আগামির দিন, আগামীর পথচলা।

স্বপ্নের তুলিতে আঁকা
ফোকাস ময়মনসিংহ শাখা।

30/12/2022

শুক্রবারের নাসীহা..💚💜
কিয়ামতের দিন এক পাপীকে আল্লাহ তা'আলা বলবেনঃ
'আমি কি তোমাকে স্ত্রী-সন্তানাদি দেইনি? তোমার প্রতি কি নানা প্রকারের অনুগ্রহ করিনি? ঘোড়া ও উটকে কি তোমার অধীনস্থ করিনি? তোমাকে কি শান্তি, আরাম, আহার্য ও পানীয় দেইনি?'

সে বলবে, 'হ্যাঁ, হে প্রভু! এ সব কিছুই ছিলো।' তখন আল্লাহ বলবেন, 'তাহলে কি তোমার এ জ্ঞান ও বিশ্বাস ছিলোনা যে তোমাকে আমার সাথে সাক্ষাৎ করতে হবে?' তখন সে বলবে, 'হ্যাঁ, হে প্রভু! এর প্রতি আমার বিশ্বাস ছিলো।'

আল্লাহ বলবেনঃ ' পৃথিবীতে তুমি যেমন আমাকে ভুলে গিয়েছিলে, আজ তেমনই আমিও তোমাকে ভুলে গেলাম।'

(মুসলিম ৪/২২৭৯)

29/12/2022

নোটিশ -
ফোকাস ময়মনসিংহ শাখা আগামীকাল ৩০ শে ডিসেম্বর (শুক্রবার) আমাদের অফিস সকাল ৯ঃ০০ টা থেকে বিকাল ৫ঃ০০ টা পর্যন্ত খোলা থাকবে এবং ভর্তি নেয়াও চলমান থাকবে ইনশাআল্লাহ।

আর যারা এখনো লেকচার শীট নেও নি তারা আগামীকাল অফিসে এসে শীট নিয়ে যেও।

ধন্যবাদ সবাইকে, 💜

Photos from Focus Mymensingh's post 29/12/2022

"ফোকাস ট্যালেন্ট হান্ট এক্সাম'২০২৩ পরীক্ষাতে অংশগ্রহণরত এক ঝাঁক প্রিয় মেধাবীমুখ গুলো..💚❤️

কেমন হয়েছে তোমাদের ট্যালেন্ট হান্ট পরীক্ষা? আশা করি সকলেরই খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ।
আর তোমাদের সবার সাথে ফোকাস ময়মনসিংহ শাখায় দেখা হচ্ছে আগামী ০২ ই জানুয়ারি উদ্ধোধনী ক্লাসে ইনশাআল্লাহ।
আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা.....

আর হ্যাঁ!? হাজারো ভীড়ের মাঝে নিজেকে খুঁজে পাবে তো..?😊😊

28/12/2022

বিভাগ পরিবর্তন (ঢাবির D ইউনিট এখন B ইউনিট)

বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ২০২২-২৩ সেশন থেকে বিভাগ পরিবর্তনের জন্য ডি ইউনিট (D- unit) এর পরিবর্তে বি ইউনিট (B-unit) এর সাথে ঢাবি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আসন সংখ্যা ও পরীক্ষার পদ্ধতি আগের মতই রেখে শুধু ইউনিটের নাম "সামাজিক বিজ্ঞান ( D-unit) বিভাগের পরিবর্তে কলা, আইন, ও সামাজিক বিজ্ঞান অনুষদ ( B- Unit) নামকরণ করা হয়েছে।

অর্থাৎ, এখন থেকে ডি ইউনিট বলতে আর কোন বিভাগ নেই, বিভাগ পরিবর্তন করে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এডমিশন দিতে চাও তারা বি ইউনিটে ভর্তি হয়ে এডমিশন এর প্রিপারেশন নিতে হবে।

তাহলে আর দেরি কেনো!!?
যারা বিভাগ পরিবর্তন করতে চাও দ্রুত ফোকাস ময়মনসিংহ শাখায় চলে আসো!

দেখা হচ্ছে তাহলে বিভাগ পরিবর্তনকারীদের সাথেও ইনশাআল্লাহ..... ❤️💚

28/12/2022

সুপ্রিয় ছোট্ট ভাইয়া ও আপুরা,
আমরা তোমাদের ভর্তি প্রস্তুতি এগিয়ে নিতে আয়োজন করছি 'Road To Dhaka University- A Full Guideline of DU Admission "

দেশসেরা মেধাবী এক্সপার্টদের থেকে পরামর্শ নিবে।
ভর্তি প্রস্তুতিতে অন্যদের থেকে এগিয়ে থাকবে।

তারিখ- ১লা জানুয়ারী,২০২৩
সময়- সন্ধ্যা ৭ টা (অনলাইনে)

কি! মনে থাকবে তো..?🤔

28/12/2022

প্রিয় শিক্ষার্থীরা
আপনাদের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে...
২০২২-২৩ সেশনের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে
'Online Orientation Programme: 2022-23 Session"
Live_On_ fb.com/FocusUAC
সময়-৩০ ডিসেম্বর(শুক্রবার) সন্ধ্যা ৭ টা

28/12/2022

প্রিয় ভাইয়া/আপুরা,
তোমরা কি জানো এডমিশন এর সময়ে একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে চান্স না পাওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে এই দুইটি,

১. ঘুম/আলসেমি
২. অনলাইন আসক্তি

তাই প্রিয়রা, তোমরা কে কে ভাবছো যে, জানুয়ারি ০২ তারিখ থেকে অফলাইনে ক্লাস শুরু হলে তোমার প্রিয় এন্ডোয়েড ফোনটি ইউজ করা বাদ দিবে, অথবা যাদের পক্ষে এন্ডোয়েড ফোন বাদ দেয়া সম্ভব না হলে তোমারা তোমাদের ফোনে শুধু Telegram Apps টা রেখে বাকি Facebook, Messenger, WhatsApp, Youtube এইসব গুলো আগামী চার মাসের জন্য আনস্টল/ডিএক্টিভ করে দিবে?

এমন কে কে আছো?

সেই সাথে অনেকেই হয়তো প্লান করেছে সামনের চারটি মাস ডেইলি ৫-৬ ঘন্টার বেশি কখনোই ঘুমাবে না, সময় আপচয় করবে না। আমি বলি তোমরা তোমাদের নিজেদের প্লান কে শক্ত করে ধরে রাখো কিন্তু। ইনশাআল্লাহ সফল হবে।

তাহলে, এই এডমিশন টাইমে তোমার সবচেয়ে বড় বাঁধা কি হতে পারে জানাবে আমাদের?
সেইসাথে তুমি কি পারবে উক্ত দুইটি কারন কে নিজের আয়ত্তে নিয়ে আসতে..?

ইনশাআল্লাহ তুমি পারবে!! 💚

পরিচালক,
ফোকাস ময়মনসিংহ শাখা ❤️

Photos from Focus Mymensingh's post 27/12/2022

সেই ছোট্টকাল থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ার আজন্ম লালিত স্বপ্ন পূরণের সময় চলে এসেছে। প্রতিদ্বন্দ্বিতার এই রণক্ষেত্রে নিজের জয় নিশ্চিত করতে অধ্যবসায়,নিয়মানুবর্তিতা ও সঠিক পরিকল্পনার কোনো বিকল্প নেই।

ভয় পেয়ো না, স্বপ্ন জয়ের এই বন্ধুর যাত্রায় ফোকাস ময়মনসিংহ শাখা হবে তোমাদের অকৃত্রিম বন্ধু!

হে নবীনরা, তোমাদের স্বাগত জানাই ফোকাস ময়মনসিংহ শাখার ২০২২-২৩ সেশনে।

গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম '২৩ এর কিছু খন্ডচিত্র 💚❤️

26/12/2022

Special English Written Class ( 22-23 Session )

ইংরেজী রিটেনের উপর স্পেশাল ক্লাস 💚
মিস করিও না কেউ বলে দিলাম😐

26/12/2022

এইচএসসি ২০২২ ব্যাচের শিক্ষার্থী অথচ ফোকাসে এখনো ভর্তি হও নাই এমন কে কে আছো দেখতে চাই??

কেননা আমারা জানি, অনেকের ইচ্ছে ফোকাসে কোচিং করার কিন্তু বিভিন্ন কারনে হয়তো ভর্তি হতে পারো নাই এখনো, সেই কারনগুলো সহ বিস্তারিত জানতে চাই।

মনে রাখবে, সদা সর্বদা তোমাদের পাশে পাবে ফোকাস ময়মনসিংহ শাখাকে ইনশাআল্লাহ ❤️

পরিচালক
ফোকাস ময়মনসিংহ শাখা।

Photos from Focus Mymensingh's post 25/12/2022

"আমাদের ফোকাসে সবুজের সমারোহ
হেলালি নিশানের দোল,
আমাদের বাগানে হাজারো তরুতে
ফুটে থাকে অযুত ফুল"।💚

গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রাম '২০২৩ এ উপস্থিত হাজারো শিক্ষার্থীদের একাংশ।

তুমি ছিলে কি আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে..??🤔

ফোকাস ময়মনসিংহ শাখা ❤️

25/12/2022

সুপ্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা...
HSC পরীক্ষা সমাপ্তির মাধ্যমেই তোমরা পদার্পণ করতে যাচ্ছ শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ ধাপ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নামক চরম প্রতিযোগীতাপূর্ণ এক মেধাযুদ্ধে।

তোমরা জেনে থাকবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার নির্দিষ্ট কোনো সিলেবাস নেই। পরীক্ষাগুলো HSC টেক্সট বুক অনুযায়ী হলেও এর বিশাল অংশ থাকে HSC সিলেবাসের বাইরে থেকে। তাই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশসেরা পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে স্বপ্নের সাবজেক্টে ভর্তি হতে যথাযথ প্রস্তুতি ও অভিজ্ঞদের সঠিক গাইডলাইন একান্ত প্রয়োজন।

তাইতো হাজারো শিক্ষার্থীদের মনে একটাই প্রশ্ন? এবার এডমিশন ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে...!??

তোমার কি মনে হয়....!! 🤔🤔

24/12/2022

"তোমাদের ধমনীতে উষ্ণ প্রেরণা
বুকে আঁকা স্বপ্নের সুর,
আধারের জিঞ্জির ছিড়ে ফেলে তোমরা
আনবে আলোমাখা ভোর"। 💚

ইনশাআল্লাহ ❤️

24/12/2022

আর মাত্র ০২ দিন বাকি!!!
২০২২-২৩ সেশনের সর্বশেষ অফার!!
অফারের মেয়াদ আর বাড়ানো হবে না।
২৬ শে ডিসেম্বর পর্যন্ত ২০০০/- টাকা ছাড়ে ভর্তি চলছে...

আর হ্যা, সম্পুর্ন টাকা দুই ধাপেও পরিশোধ করা যাবে।

এই সুযোগ মিস করিও না!! দ্রুত ভর্তি হয়ে যাও ফোকাস ময়মনসিংহ শাখাতে। আসন প্রায় শেষের দিকে।

🔴 ২০২২-২৩ সেশনের ভর্তির বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -

https://www.facebook.com/158405014349657/posts/2041864082670398/

23/12/2022

যারা ইতোমধ্যে ফোকাস ময়মনসিংহ শাখায় ভর্তি হয়েছো তাদেরকে বলছি,

"তুমিও ফুল হও, নিঃশব্দে ফুটো, ছড়াও সুঘ্রাণ।
যেই ঘ্রাণে বিমোহিত হবে পৃথিবী, তুমি হবে চির অম্লান"।

তাহলে আর দেরি নয়,
চলো তবে শুরু করি, নতুন উদ্যমে শুরু হোক পড়াশোনা।

পরিচালক,
ফোকাস ময়মনসিংহ শাখা 💚

22/12/2022

লেকচার শীটের উপর স্পেশাল মেমোরি টেস্ট'২০২২ পরীক্ষার রুটিনঃ

ইংরেজী লেকচার নং০১ঃ (২৬/১২/২০২২)
বাংলা লেকচার নং-০১ঃ (২৭/১২/২০২২)
জিকে লেকচার নং-০১ঃ (২৮/১২/২০২২)

ইংরেজী লেকচার নং-০২ঃ (২৯/১২/২০২২)
বাংলা লেকচার নং-০২ঃ (৩০/১২/২০২২)
জিকে লেকচার নং-০২ঃ (৩১/১২/২০২২)

পূর্ণমানঃ ৩০
সময়ঃ ১৫ মিনিট
মাধ্যমঃ সকল পরীক্ষা অনলাইনে রাত ৮ঃ০০ টায় উক্ত তারিখ গুলোতে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

তুমি প্রস্তুত তো....!?🤔🤔

22/12/2022

২০২২-২৩ সেশনের সর্বশেষ অফার!!
অফারের মেয়াদ আর বাড়ানো হবে না।
২৬ শে ডিসেম্বর পর্যন্ত ২০০০/- টাকা ছাড়ে ভর্তি চলছে...

আর হ্যা, সম্পুর্ন টাকা দুই ধাপেও পরিশোধ করা যাবে।

এই সুযোগ মিস করিও না!! দ্রুত ভর্তি হয়ে যাও ফোকাস ময়মনসিংহ শাখাতে। আসন প্রায় শেষের দিকে।

🔴 ২০২২-২৩ সেশনের ভর্তির বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন -

https://www.facebook.com/158405014349657/posts/2041864082670398/

21/12/2022

লিখিত স্পেশাল ক্লাস ( বাংলা )

লিখিত স্পেশাল ক্লাস ( বাংলা )

Photos from Focus Mymensingh's post 21/12/2022

"ফোকাস ময়মনসিংহ শাখায় আজকে ফোকাস ময়মনসিংহ শাখার ২০২৩ সালের "বাৎসরিক ক্যালেন্ডার-" প্রদান এর শুভ উদ্বোধন করা হলো।❤️

সেই ১৯৮২ সাল থেকে এভাবেই ৪০ টি বসন্ত গত হয়েছে। স্বপ্ন পূরণের প্রতিযোগিতায় ২০২২-২৩ সেশনের নতুনদের নিয়ে আবারো যাত্রা শুরু হচ্ছে ইনশাআল্লাহ।

তো, ভাইয়া/আপুরা, তোমরা তোমাদের লেকচার শীট নেয়ার সময় ক্যালেন্ডারটি অবশ্যই নিয়ে যাবে কিন্তু !🤔

20/12/2022

ব্রেকিং নিউজঃ
ফোকাস ময়মনসিংহ শাখায় ২০২২-২৩ সেশনের ক্লাস শুরু হবে ০২ জানুয়ারি'২৩ থেকে ইনশাআল্লাহ।
আর ভর্তি কার্যক্রম চলবে ২৬ শে ডিসেম্বর পর্যন্ত।

কি! প্রস্তুত তো তুমি...!!?🤔🤔

19/12/2022

গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামঃ ২০২৩

আজ সৃষ্টি সুখের উল্লাসে–
মোর মুখ হাসে মোর চোখ হাসে
মোর টগবগিয়ে খুন হাসে…

গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামঃ ২০২৩
ফোকাস ময়মনসিংহ শাখা ❤️

19/12/2022

প্রিয় ভাইয়া/আপুরা,
বিশ্বকাপ ফুটবল খেলা তো শেষ হয়ে গেলো।তোমাদের কারো কারো প্রিয় দল, প্রিয় খেলোয়াড়ের হাতে সোনার ট্রফি টাও উঠে গেলো। হয়তো অনেকের কাছে এটা বিজয়ের মাসে আরেকটি বিজয়।
তবে মনে রাখবে, কোন কিছুই অতিরঞ্জিত ভালো নয়। তোমরা এবার এডমিশন এর শিক্ষার্থী, তোমাদেরকে স্রোতের সাথে গা ভাসিয়ে দিলে তো চলবে না। সবার সাথে তাল মিলিয়ে আনন্দ উন্মাদনায় হারিয়ে যাওয়া যাবে না।

কেননা, তুমি স্বপ্ন দেখছ ঢাকা বিশ্ববিদ্যালয় জয়ের। তোমার লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই আমাদের এই এডমিশন প্রোগ্রাম ।

কিছুদিন বাদেই তোমার ক্লাস শুরু হতে যাচ্ছে, হাতে সময়ও খুব অল্প। তাই কোনো ধরনের হতাশা বা হীনমন্যতা যেনো তোমাকে ছুঁতে না পারে। অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও পরিশ্রম তোমাকে পৌঁছে দিবে স্বপ্নের বিশ্ববিদ্যালয় আঙিনায়, ইনশাআল্লাহ।

তো আজ থেকে আবার শুরু হোক তোমাদের নতুন করে পথচলা।
স্বপ্ন পূরণের প্লাটফর্মে তোমাকে পাচ্ছি তো?

18/12/2022

অভিনন্দন টিম আর্জেন্টিনা❤️
অভিনন্দন মেসি 💚

18/12/2022

"বৈরি বাতাস পালে মুক্তির গুন তবু টানবোই,
আধাঁরের ভাজ কেটে সকালের সূর্যটা আনবোই"

জানিনা প্রোগ্রাম টা তোমাদের কেমন লেগেছে!? তবে সত্যিই তোমাদের উচ্ছ্বাস দেখে আমরা আপ্লুত। ❤️

Photos from Focus Mymensingh's post 18/12/2022

গ্রান্ড ওরিয়েন্টেশন প্রোগ্রামে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ট্যালেন্ট হান্ট এক্সাম গ্রহন।

তোমাদের উপস্থিত সত্যিই আমাদেরকে আনন্দিত করেছে ❤️

18/12/2022

কানায় কানায় পরিপূর্ণ আমাদের অডিটোরিয়াম
নবীনদেরকে ফোকাস ময়মনসিংহ শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন 💚❤️

18/12/2022

আজকে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের পাশাপাশি এডমিশন ভর্তি কার্যক্রমও চলমান থাকবে ইনশাআল্লাহ।
তাই যারা আজকে ফোকাসে এডমিট হতে চাও তারা ওরিয়েন্টেশন প্রোগ্রামের মাঝে বা প্রোগ্রাম শেষে অফিসে এসে ভর্তি হয়ে যেতে পারবে।

বিস্তারিত জানতেঃ 01616-138960, 01919-138960, 01842-138960

ধন্যবাদ সবাইকে।

17/12/2022

সফট রিমাইন্ডার -

সুপ্রিয় শিক্ষার্থী, আগামীকাল ১৮ই ডিসেম্বর রোজ রবিবার "ফোকাস গ্রান্ড ওরিয়েন্টেশন পোগ্রাম ও ট্যালেন্ট হান্ট এক্সাম" অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

স্থান - এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল, ময়মনসিংহ।

সময় - সকাল ৯ঃ৩০ ঘটিকায়।

বিস্তারিত জানতে- 01616-138960, 01842-138960, 01919-138960

সকলেই যথাসময়ে চলে আসবে আশা করি।
সবার জন্য শুভকামনা 💜❤️

17/12/2022

আপনি কি বাড়িতে থেকে কোচিং করতে চাচ্ছেন?
সরাসরি/অফলাইন কোচিং করা সম্ভব হচ্ছে না?
অনলাইন কোচিংয়ের জন্য প্ল্যাটফর্ম খুঁজছেন?
ফোকাস অনলাইন ব্যাচ হতে পারে আপনার জন্য বেস্ট অনলাইন প্ল্যাটফর্ম...
ফোকাস অনলাইন ব্যাচে যা যা থাকছে ...
১. Zoom App এর মাধ্যমে ইন্টারএকটিভ ক্লাস ।
২. গাইড ও লেকচার শিট সরাসরি কুরিয়ারের মাধ্যমে প্রদান ।
৩. সেরা শিক্ষকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ও সঠিক গাইডলাইন ।
৪. সরাসরি পরিচালকের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ।
৫. অনলাইনে সর্বাধিক পরীক্ষা দেওয়ার সুযোগ ।
৬. লিখিত পরীক্ষার যথাযথ মূ্ল্যায়ন ।
৭. সর্বাধিক সলভ ক্লাসের সুবিধা ।
৮. বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা মডেল টেস্ট ।
ক্লাস মডিউল(বি-ইউনিট) । অন্যান্য ইউনিটেও একই মডিউলে ক্লাস হবে..
প্রশ্নব্যাংক সমাধান - মূল ক্লাস-৩,সলভ ক্লাস-৩ ।
বাংলা মূল ক্লাস-১২, সলভ ক্লাস-১২ ।
ইংরেজি মূল ক্লাস-১২ সলভ ক্লাস-১২ ।
সাধারণ জ্ঞান ( বা. পার্ট ) মূল ক্লাস- ৭, সলভ ক্লাস-৭ ।
সাধারণ জ্ঞান ( আ. পার্ট) মূল ক্লাস-৭, সলভ ক্লাস-৭ ।
মৌলিক বিষয় মূল ক্লাস-২, সলভ ক্লাস-২ ।
লিখিত ক্লাস মূল ক্লাস-৮, সলভ ক্লাস-৪ ।
গাইড মূল ক্লাস-২, সলভ ক্লাস ১ ।
বিশ্ববিদ্যালয় ভিত্তিক মূল ক্লাস-১০, সলভ ক্লাস ৩ ।
Exam Module
Class Test -------- 44
Weekly Test ------ 12
Assessment Test --------09
Guide Test -----------02
Special Model Test --------02
Paper Final ---------------08
Subject Final --------------04
Model Test ---------------18
Surprise Test -------------02
Final Review Test ------------02
Merathon Test -------------02
Toal--------------------------100+
আরো যা যা থাকছে...!!!
🛑অনলাইন ক্লাসে শিক্ষককে সরাসরি প্রশ্নের সুযোগ ।
🛑তাৎক্ষণিক সমস্যার সমাধানের জন্য ক্লাস ভিত্তিক আলাদা মেন্টর ।
🛑রেকর্ডিং ক্লাস,পরীক্ষার আর্কাইভ ।
🛑পরীক্ষার রেজাল্টসমূহের/প্রগ্রেস রিপোর্টের পোর্টফলিও ।
🛑অনলাইন স্পেশাল ব্যাচ ।
🛑অনলাইন ইনটেনসিভ ব্যাচ ।
🛑পরীক্ষাসমূহের ব্যাখ্যাসহ সমাধান ।
FAQ
১) অনলাইন ক্লাস কিভাবে হবে?
উত্তর- জুমে ।
২) ক্লাসে আমি কি শিক্ষককে যত খুশি তত প্রশ্ন করতে পারবো?
উত্তর- জ্বী, অবশ্যই পারবেন ।
৩) পরীক্ষাগুলো কিভাবে হবে?
উত্তর- কাস্টমাইজড ওয়েবসাইটে/সফটওয়্যারে ।
৪) লিখিত খাতা কি মূল্যায়ন করা হয়?
উত্তর- হ্যাঁ । লিখিত খাতা দক্ষ কারেক্টর দ্বারা মূল্যয়ন করা হয় ।
৫) লেকচার শিট/গাইড কিভাবে পাবো?
উত্তর- আপনার বর্তমান ঠিকানায় কুরিয়ারে পাঠানো হবে ।
৬) ক্লাস,পরীক্ষা মিস হলে গেলে কি পরবর্তীতে করা যাবে?
উত্তর- অবশ্যই যাবে ।

17/12/2022

আগামীকালকের কার্যক্রম-

👍 ওরিয়েন্টেশন প্রোগ্রাম
🧶 স্থান - এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, টাউন হল, ময়মনসিংহ।
🧶 তারিখ - আগামীকাল ১৮ ই ডিসেম্বর (রবিবার)
🧶 সময় - সকাল ৯ঃ৩০ ঘটিকায়।

👍 বিশেষ আকর্ষণ
পরীক্ষা - টেলেন্ট হান্ট পরীক্ষা (Talent Hunt Exam)
পূর্ণমান - ৫০ (এম সি কিউ)
সময় - ২০ মিনিট।

তো, আগামীকাল রবিবার সকাল ৯ঃ৩০ মিনিটে।

তুমি আসবে তো...!?🤔

16/12/2022

সুপ্রিয় ২০২২ ব্যাচের ভাইয়া/আপুরা,
তোমরা এখনো যারা ফোকাস ময়মনসিংহ শাখায় ভর্তি হও নাই, তারা খুব দ্রুতই ভর্তি হয়ে যাও!

আসন সংখ্যা কিন্তু খুউব্ব সীমিত! 🙃

16/12/2022

১৬'ই ডিসেম্বর, ২০২২
বিজয়ের ৫১ বছর! 🇧🇩

ফোকাস ময়মনসিংহ শাখার পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা..💚💜

Photos from Focus Mymensingh's post 15/12/2022

"ফোকাস ময়মনসিংহ শাখায় আজকে " স্টুডেন্ট আইডি কার্ড" প্রদান এর শুভ উদ্বোধন করা হলো।❤️

সেই ১৯৮২ সাল থেকে এভাবেই ৪০ টি বসন্ত গত হয়েছে। স্বপ্ন পূরণের প্রতিযোগিতায় ২০২২-২৩ সেশনের নতুনদের নিয়ে আবারো যাত্রা শুরু হচ্ছে ইনশাআল্লাহ।

তো, ভাইয়া/আপুরা, তোমরা তোমাদের "স্টুডেন্ট আইডি কার্ড" নেয়ার জন্য প্রস্তুত তো!??🤔

Videos (show all)

”যাদের মুখে বিজয়ের হাসি” ||  হাবিবুর রহমান আল হাসান ||  ঘ-ইউনিট (মেধাক্রমঃ ২য়) ||  ঢাকা বিশ্ববিদ্যালয় ||
”যাদের মুখে বিজয়ের হাসি” || তানজিদ হাসান আকাশ || ঘ-ইউনিট (১ম স্থান) || ঢাকা বিশ্ববিদ্যালয় || সেশন-২১-২২||
ফোকাসের গ্রান্ড সংবর্ধনা অনুষ্ঠানে গান গেয়ে শুনাচ্ছেন জনপ্রিয় শিশু শিল্পি 'নুসাইবা জাহান নিসা"
”যাদের মুখে বিজয়ের হাসি”। সাবরিন আক্তার কেয়া  খ-ইউনিট (৩য়), ঢাবি ভর্তি পরীক্ষা-২০২১-২২ সেশন।
ফোকাস ময়মনসিংহ শাখার "গ্রান্ড সেলিব্রেশন-২০২২" প্রোগ্রামের "প্রোমো ভিডিও "!
গ্রান্ড সেলিব্রেশন '২০২২
কোরআন শিক্ষা কোর্স
ওরিয়েন্টেশন প্রোগ্রাম -২০২২
সেরাদের মুখে সেরাদের কথা....
সেরা যারা!!...ফোকাস কে নিয়ে কি বলছে তারা...
অজস্র ইতিহাস ও শতবর্ষের সাক্ষী প্রিয় ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়

Location

Telephone

Website

Address


Mojimon Niloy (1st Floor), Dhopakhola Road
Mymensingh
2200

General information

কাগজের ফুলই মৌমাছিকে ডাকে, আসল ফুল মৌমাছিকে ডাকতে যায়না।রঙ্গিন পাঁপড়ি আর মধুর সুবাসে মৌমাছিরাই ফুলের কাছে ভীড় জমায়। আমাদের ছাত্রদের শ্রেষ্ঠ রেজাল্টগুলোই আমাদের ফুল, ফুলের সুবাস। এর ঘ্রাণেই মেধাবীরা ছুটে আসে ফোকাস প্রাঙ্গণে। আমরা বিশ্বাস করি, আমাদের প্রতিটি ছাত্র এক -একটি ব্যানার, ফেস্টুন, প্রসপেক্টাস এবং লিফলেট। আর এটাই আমাদের সাফল্যের পুঁজি।

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Other Educational Consultants in Mymensingh (show all)
Origin Origin
Zilla School Road
Mymensingh, 2250

This is the official page of "Origin Academic and Admission Care"

CPSCM SQUAD CPSCM SQUAD
Momenshahi Cantonment
Mymensingh, 2200

Welcome to the official page of CPSCM SQUAD! This page is owned by "Anonymous Entertainment"

Film & Media Help Desk Jkkniu Film & Media Help Desk Jkkniu
Jatiya Kabi Kazi Nazrul Islam University, Trishal
Mymensingh

Help Desk for Department of Film & Media JKKNIU

Tuition Mymensingh Tuition Mymensingh
Mymensingh

A reliable tuition media that provides quality private teachers from MMC, BAU and Nazrul University

Sheak Nayem Hasan Sheak Nayem Hasan
Seedstore, Valuka
Mymensingh, 2240

Ami Sheak Nayem Hasan.. Digital Marketer

Trust Nursing & Varsity Admission Coaching Trust Nursing & Varsity Admission Coaching
Maskanda Polytechnical More (Maszid Market 3rd Floor)
Mymensingh, 2200

Chase Your Dream to be a Nurse. 💉🩺

Cicada 007 Cicada 007
Mymensingh
Mymensingh, 007

osman

ইযহারুল কোরআন মাদ্রাসা ইযহারুল কোরআন মাদ্রাসা
Mymensingh
Mymensingh, 2200

ইযহারুল কুরআন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠ

Students last chapter SLC Students last chapter SLC
Mymensingh

'SLC' is an online educational platform and our main purpose is to make any difficult Lesson easy.

ILearn BD ILearn BD
Mymensingh

iLearn BD tries to give students assistance in learning lessons. It focuses on Bangladeshi students

Mymensingh Institute Of Modern Technology-MIMT Mymensingh Institute Of Modern Technology-MIMT
265/Maskanda
Mymensingh, 2200