Job's Guideline

Job's Guideline

Share

I just want to encourage those who has a dream, who needs a job & who wants to be a banker.

09/06/2025

আপনি ৫ম নিয়োগে সুপারিশ প্রাপ্ত হয়ে পুনরায় ৬ষ্ঠ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন?
👉কোন কোন ক্ষেত্রে পারবেন??
👉কোন কোন ক্ষেত্রে পারবেন না? বিস্তারিত ভিডিওতে

09/06/2025

যারা কলেজ এবং স্কুল উভয় পর্যায়ে ভাইভা পাশ করেছেন, ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ

08/06/2025

**জেনে রাখুন (আপডেট হয়েছে):**
# New Development Bank
* **সদস্য দেশ: **৯টি [সর্বশেষ - আলজেরিয়া (১৯ মে, ২০২৫)]।
* **মালিকানা: **BRICS ভুক্ত দেশসমূহ।
# BRICS
* **সদস্য দেশ: **১০টি [সর্বশেষ - ইন্দোনেশিয়া (০১ জানুয়ারি, ২০২৫)]।
* BRICS'র কোনো সদর দপ্তর নেই। তবে BRICS'র উদ্যোগে গঠিত ব্যাংক ‘NDB’র সদর দপ্তর চীনের সাংহাইয়ে অবস্থিত।

08/06/2025

ইদ মোবারক 🥰🥰

দীর্ঘ ৬ বছর পর নওমির নানু বাড়িতে ইদের দিন কাটালাম। ৬ বছরে সব বদলে গেছে,বাড়ি ফাকা হয়ে গেছে। আগের মত আর আনন্দমুখর সময় নেই। সময়গুলো এখন নতুন প্রজন্মের। অনেকটা সময় পেরিয়ে আজ আমরা অন্য প্রজন্মে চলে গিয়েছি হয়ত!!!!!

একটা বিষয় আমি সব সময় উপলব্ধি করি,,"" সময় ""!!
সময় এর কাজ সময় এ করতে হয়। ট্রেনে ভ্রমণ করতে হলে ট্রেন ছাড়ার আগেই স্টেশন এ পৌছাতে হবে।নির্দিষ্ট সময় এ না পৌছালে, দেখবেন স্টেশন এ আপনি একা দাঁড়িয়ে আছেন,কোন ট্রেন/মানুষ নেই,,,,,,,,

06/06/2025

ইদ মোবারক, সবাইকে ইদের অনেক অনেক শুভেচছা ❤️❤️❤️❤️

06/06/2025

আপনার যদি সক্ষমতা থাকে,সম্ভব হয়,তাহলে অবশ্যই অবশ্যই নিজের একটা পরিচয় বানানোর চেষ্টা করবেন। দিন শেষ এ আপনি, আমি সবাই গৃহীণি,যেটা একটা valueless work!!!!সত্য কঠিন হলেঊ সত্য!!!!!

তাই এর বাইরেউ নিজের পরিচয় বানান। বাইরে কাজ করা সম্ভব না হলে, বাসায় বসেই যে কাজ গুলো করা যায়, সেগুলো ভাল ভাবে করার চেষ্টা করুন,নিজে কিছু উপার্জন করুন৷ সংসার এ আপনার টাকার প্রয়োজন না থাকলে,
সঞ্চয় করুন/ দান করে দিন।

একটা ছেলেকে জন্ম দিতে, লালনপালন করতে বাবা মার যেমন কষ্ট হয়, একটা মেয়ের ক্ষেত্রেউ same!!! তাই বাবা মার জন্য কিছু হলেউ করুন। একদিন সময় চলে যাবে, দিন ফুরিয়ে যাবে,তাই সময় থাকতেই কিছুনা কিছুত করুন ❤️❤️❤️❤️❤️

06/06/2025
Photos from Job's Guideline's post 05/06/2025

শিক্ষক নিবন্ধন প্রিলি পরীক্ষার সিলেবাস....

05/06/2025

🥰🥰🥰

04/06/2025

প্রিয় শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে....

04/06/2025

১৯ তম নিবন্ধনের জার্নিটা সহজ করতে, সফল হতে আমাদের পেজের সঙ্গেই থাকুন। বিস্তারিত ভিডিওতে
Follow Aminul Sir Page

Photos from Job's Guideline's post 04/06/2025

আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!
আমার একমাত্র ছোট ভাই,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী, ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল ও কলেজ এ মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা,❤🥰🥰🥰
প্রথম চাকরি মানেই অনেক অনুভুতি অনেক আবেগ।❤️❤️

আল্লাহ অর সামনের পথ চলা যাতে আরু সহজ করেন,সবাই দোয়া রাখবেন,,,,,

Want your school to be the top-listed School/college in Mymensingh?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Mymensingh