বালিয়া বহুুমুখী উচ্চ বিদ্যালয়
This page has made to publish good sides of School.
Operating as usual
এস.এস.সি - ২০২৪
পরীক্ষার্থীদের জন্য কিছু দিকনির্দেশনা, OmR Sheet নিয়ে কিছু কথা-
👉 ও এম আর শিট পূরণ করার সময় কলম ব্যবহারে সাবধান হতে হবে বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।
👉 ও এম আর শিটে যে অংশটুকু শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখতে হবে বাকি অংশে কোন চিহ্ন বা কোন কিছু লেখা যাবে না ।
👉 রোল নাম্বার, রেজিস্ট্রেশন নম্বর, বিষয় কোড ও প্রশ্নের সেট ইত্যাদি বিষয়গুলো সুন্দর ভাবে পূরণ করতে হবে কোন কাটাছেঁড়া করা যাবে না।
👉 সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৃত্ত ভরাট করার সময়ের আগে রোল ও রেজিষ্ট্রেশন নম্বর এর খালিঘরে লিখে নিতে হবে বারবার দেখতে হবে কোন ভুল হয়েছে কিনা পরীক্ষার পেপার জমা দেওয়ার আগে একবার দেখে নিতে হবে । কোন প্রকার সমস্যার সম্মুখীন হলে কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলবে।
👉 উত্তর পত্র বা ও এম আর এর কোন অংশে দাগ দেওয়া যাবেনা ।
👉 ও এম আর শিট কোনরকম ভাবে ভাঁজ করা যাবেনা, তাহলে মেশিনে সেটা কাজ করবেনা ।
👉 সর্বোপরি কক্ষে দায়িত্বরত শিক্ষকের সাথে সৌহার্দপূর্ণ ব্যবহার করবে।
বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল
সভাপতিঃ জনাব আবু ইমরান তালুকদার, প্রধান শিক্ষক বালিয়া উচ্চ বিদ্যালয়।
প্রধান অতিথি : বালিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব আবুল কাসেম সরকার।
এবং ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব ওয়াহাব সরকার, জনাব সুমন তালুকদার,জনাব হাফেজ তাজুুল ইসলাম, জনাব উবাইদুল্লাহ পাঠান ও সহকারী শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দ।।
আরো উপস্থিত ছিলেন ফুলপুর আইডিয়াল কলেজের সম্মানিত শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ।।
আমাদের প্রিয় বড় ভাই জনাব লুৎফর রহমান।। ১-১২-১৯৯১ সালে স্কুলে যোগদান করেছিলেন।। ২০২৮ সালে অবসর গ্রহণ করবেন।। সবার কাছে উনি দোয়াপ্রার্থী যেন সুস্থ শরীরে চাকরি জীবন শেষ করতে পারেন।। বর্তমানে তিনি একটু শারীরিক অসুস্থতায় আছেন।।
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী। গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গকে I
S.S.C EXAM ROUTINE 2023
আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে এস.এস.সি পরিক্ষার্থীদের প্রস্তুতিমূলক পরিক্ষা।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Telephone
Website
Address
Mymensingh
2251
Mymensingh, 2200
Government Laboratory High school is one of the top most schools of greater Mymensingh. It is the bi
97/8 Patgudam, Bridge More
Mymensingh, 2200
👉🏻যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে ?
আকুয়া, নাসিরাবাদ কলেজ রোড সংলগ্ন, ময়মনসিংহ
Mymensingh, 2200
All classes of English grammar will be discussed on this page . H.S.C/S.S.C Spoken English .
Mymenshing
Mymensingh, 2410
Meghshimul High School EIIN: 113209 Location: MEGHSHIMUL Mobile: 01403-028240 Type: School
MYMENSINGH
Mymensingh, 2200
This is an education page. Where upload mathematical Problem & Solution.
Success Amar School Road
Mymensingh, 2200
This is Success Amar School Official Page.You Can see Our Update Activists and Collect Our Informati