13/11/2024
জুড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন ও ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জুড়ি উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো: আনোয়ার। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জুড়ী উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব বাবলু সূত্রধর। উপরোল্লিখিত তিন প্রতিযোগিতায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অর্জনসমূহের স্থিরচিত্র।
20/10/2024
এতদ্বারা বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্রীদেরকে আগামী কল্য ২১/১০/২০২৪ ইং রোজ সোমবার স্ব স্ব জন্ম সনদের ফটোকপি সংগে নিয়ে আসার জন্য নির্দেশ দেওয়া গেল। নির্দেশক্রমে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত), জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
16/09/2024
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল ও পুরস্কার বিতরন।
06/08/2024
এতদ্বারা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ০৬ আগষ্ট ২০২৪খ্রিঃ রোজ মঙ্গলবার বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম খোলা থাকবে। সকলকে যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে শ্রেণি কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশ করা হলো।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জুড়ী, মৌলভীবাজার।
16/07/2024
জুড়ী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা।সময়ের আলোচিত বিষয়-
' আদর্শ সমাজ ব্যবস্হাই দুর্নীতি দমনে মূখ্য ' বিপক্ষে অবস্থান নিয়ে জুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ত্বোয়া,আরিয়ানা ও সাত্বিক প্রথম হওয়ার গৌরব অর্জন করে। হাজী ইনজাদ আলী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বাংলাদেশ দুদক কমিশনের মহাপরিচালক একমাত্র মহিলা শিরিন পারভীন সিলেট বিভাগের পরিচালক মোহাম্মদ ইব্রাহিম জুড়ী উপজেলার সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া স্যার সহ অন্যান্য অতিথিবৃন্দ।বিতার্কিকরা তাদের জ্বাজালো বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তুলেন।তাদের প্রতি অনেক অনেক শুভেচ্ছা।।
10/07/2024
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র/ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, প্রসংশাপত্র ও বোর্ডের একাডেমিক ট্রান্সক্রীপ্ট আগামী ১৩ জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ রোজ শনিবার সকাল ১০ ঘটিকা হইতে বিদ্যালয়ের অফিস কক্ষে বিতরণ করা হইবে। ছাত্র/ছাত্রীরা স্বশরীরে উপস্থিত হয়ে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হইল।
প্রধান শিক্ষক।
30/06/2024
এতদ্বারা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গত ২৬/০৬/২০২৪ ইং তারিখ হইতে বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম শুরু হয়েছে এবং আগামী ০৩/০৭/২০২৪ ইং তারিখ হইতে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হইবে।তাই সকল শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রমে উপস্থিত এবং ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে অংশগ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া গেল।
প্রধান শিক্ষক।
13/06/2024
গতকাল "ভূমিসেবা সপ্তাহ -২০২৪" মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান তিনটিই দখল করে নিয়েছে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
১। প্রথম -প্রার্থনা দেবী
২। দ্বিতীয় -প্রত্যয় কলিতা এবং
৩। তৃতীয় - মাহজাবিন ইসলাম
জুড়ী উপজেলার ইউএনও মহোদয়ের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এ সি ল্যান্ড মহোদয়, একাডেমিক সুপারভাইজার, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং শিক্ষার্থীরা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারি শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ও শুভকামনা রইল।
12/05/2024
জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৪ এ মৌলভীবাজার জেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী #বিজয় ইসলাম ভূঁইয়া, শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ # জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এই কৃতিত্বের জন্য জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
12/05/2024
এস এস সি পরীক্ষা- ২০২৪ ইং সনের কেন্দ্র জুড়ী ৫০৭ এর ফলাফল বিবরণী
03/05/2024
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ী হয়েছে। নিচে ইভেন্টের নাম, গ্রুপ ও শিক্ষার্থীর নাম উল্লেখ করা হলো:
৪. ইংরেজি রচনা প্রতিযোগিতা : ক) সৃজন রুদ্র পাল
খ)আফসিন জান্নাত আরিয়ানা
৫. বাংলা কবিতা আবৃত্তি : খ) তাহমিদা তাজনুভা তোহা
৬. বিতর্ক প্রতিযোগিতা (একক): ক) দেবমিতা দে
খ) তাহমিদা তাজনুভা তোহা
৮. রবীন্দ্র সঙ্গীত : ক) প্রিয়ন্তী চন্দ
খ) স্বস্তিকা রানী সুত্রধর
৯. নজরুল সঙ্গীত : খ) স্বস্তিকা রানী সুত্রধর
১১. লোকসঙ্গীত : ক) প্রিয়ন্তী চন্দ
১২. জারীগান (দলভিত্তিক) : অংকিতা ও তার দল
১৩. নির্ধারিত বক্তৃতা (একক):খ) বিজয় ইসলাম ভূঁইয়া
১৪. নৃত্য (উচ্চাঙ্গ): খ) বর্ষা দাশ
১৬. তাৎক্ষণিক অভিনয় : ক) সাত্ত্বিক দে সরকার
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত), শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে তাদের জন্য রইল ঝড়ো বৈশাখীর অপার প্রাণময় শুভেচ্ছা ও অভিনন্দন।
20/04/2024
মাধ্যমিক বিদ্যালয় ০৭ দিন বন্ধ ঘোষণা
ঢাকা, ২০ এপ্রিল, ২০২৪
চলমান তাপদাহে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় আগামী ২১ এপ্রিল, ২০২৪ থেকে ২৭ এপ্রিল ২০২৪ পর্যন্ত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় বন্ধ থাকবে।
হাফছা হাবিবা
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
জুড়ী, মৌলভীবাজার।
14/04/2024
বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ উদযাপন।
13/04/2024
# # # # # # #জরুরী বিজ্ঞপ্তি # # # # # # # #
বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৪/০৪/২০২৪ইং তারিখে বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সকাল ৯ ঘটিকায় সকল ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।
নির্দেশক্রমে
হাফছা হাবিবা
প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত)
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
24/03/2024
অভিনন্দন ও শুভকামনা প্রিয় শিক্ষার্থীরা।
উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা -২০২৪ এ জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিম্নোক্ত বিষয়ে প্রথম স্থান অধিকার করে :-
১। ভাষা ও সাহিত্য : তাহমিদা তাজনুভা তোহা, ১০ম শ্রেণি, খ গ্রুপ।
২।গণিত ও কম্পিউটার: সৃজন রুদ্র পাল,৮ম শ্রেণি, ক গ্রুপ,
৩। গণিত ও কম্পিউটার: আমির হামজা মাহির, ১০ম শ্রেণি, খ গ্রুপ।
৪। দৈনন্দিন বিজ্ঞান: অর্ণব দে, ১০ম শ্রেণি, খ গ্রুপ।
৫। বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ : ফাহমিদা আক্তার, ১০ম শ্রেণি, খ গ্রুপ।
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীর পক্ষ থেকে তাদের জন্য রইল শুভাশিষ অভিনন্দন।