07/06/2023
তাপপ্রবাহের সতর্কবার্তার কারণে মাউশির নির্দেশনায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম থেকে ১০ম শ্রেণির পরীক্ষা এবং ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির মূল্যায়ন পরীক্ষা আগামীকাল ০৮/০৬/২০২৩ খ্রি স্থগিত থাকবে। এছাড়া আগামী ১১/০৬/২৩ হতে পরবর্তী পরীক্ষাসমূহ পূর্বঘোষিত সময়সূচী অনুযায়ী চলবে। ০৮/০৬/২৩ এর পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
01/06/2023
অর্ধবার্ষিক ও প্রাক- নির্বাচনী পরিক্ষার সময়সূচি ২০২৩
28/05/2023
# # # # # # # # # বিজ্ঞপ্তি # # # # # # # # #
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ২৯/০৫/২৩ইং রোজ সোমবার থেকে এসএসসি ব্যবহারিক পরীক্ষা -২০২৩ থাকার কারণে ২৯/০৫/২৩ইং রোজ সোমবার হতে ০১/০৬/২৩ইং বৃহঃবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ০৪ জুন ২০২৩ ইং রোজ রবিবার যথারীতি বিদ্যালয় খোলা থাকবে।
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
19/05/2023
এস এস সি পরীক্ষা ২০২৩ এর কৃষিশিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানের স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি।
17/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এ উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের
প্রধান শিক্ষক #জনাব_সিতাংশু_শেখর_দাস স্যার (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক)
#
সহকারী শিক্ষক #জনাব_বিজন_চন্দ্র_দাশ(শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক)
সহকারী শিক্ষক (গণিত) #জনাব_দীপঙ্কর_দেব_নাথ (শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক)
নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন ।
17/05/2023
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের প্রধান শিক্ষক #জনাব_সিতাংশু_শেখর_দাস স্যার (শ্রেষ্ঠ প্রধান শিক্ষক) নির্বাচিত হওয়া শুভেচ্ছা ও অভিনন্দন ।
14/05/2023
৷৷৷৷৷ @@ জরুরী ঘোষণা @@৷৷৷৷৷৷
07/05/2023
এসএসসি পরীক্ষা ২০২৩ এর ০৯/০৫/২০২৩ইং তারিখের গণিত বিষয়ে বিশেষ পরীক্ষার্থীদের আসন বিন্যাস। কেন্দ্র- জুড়ী ৫০৭, ভেন্যু- তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ।
29/04/2023
এসএসসি পরীক্ষা ২০২৩ এর আসন বিন্যাস
29/04/2023
# # # # # # # # # বিজ্ঞপ্তি # # # # # # # # #
বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ৩০/০৪/২৩ইং রোজ রবিবার থেকে এসএসসি পরীক্ষা ও এসএসসি ব্যবহারিক পরীক্ষা -২০২৩ থাকার কারণে ৩০/০৪/২৩ইং রোজ রবিবার হতে ২৯/০৫/২৩ইং সোমবার পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৩০ মে ২০২৩ ইং রোজ মঙ্গলবার যথারীতি বিদ্যালয় খোলা থাকবে।
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
14/04/2023
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড আগামী ১৬ এপ্রিল রবিবার বিতরণ করা হবে। সকল পরীক্ষার্থীকে উল্লিখিত তারিখে সকাল ১০.০০ ঘটিকায় উপস্থিত থেকে
এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড সংগ্রহ করার নির্দেশ দেওয়া যাচ্ছে।
নির্দেশক্রমে
প্রধান শিক্ষক
12/04/2023
# # # # # # #জরুরী বিজ্ঞপ্তি # # # # # # # #
বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৪/০৪/২০২৩ইং তারিখে বাংলা নববর্ষ ১৪৩০ উদযাপন উপলক্ষে সকাল ৯ ঘটিকায় সকল ছাত্র/ছাত্রীকে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া গেল।
নির্দেশক্রমে
সিতাংশু শেখর দাশ
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
13/03/2023
আলহামদুলিল্লাহ🤲জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহি আজিজি মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক/ শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
🧑🎓আব্দুল্লাহ আল মাহি আজিজি
পিতা: মুজিবুর রহমান আজিজি
গ্রাম: জাঙ্গিরাই, জুড়ী, মৌলভীবাজার।
📚এসএসসি: জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়
14/12/2022
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৩ইং সনের ষষ্ঠ শ্রেণির ভর্তিযোগ্য শিক্ষার্থীদের নামের তালিকা।
07/11/2022
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ জরুরী বিজ্ঞপ্তি ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷
বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে,
আগামী ০৯/১১/২০২২ ডিজিটাল উদ্ভাবনী মেলা জুড়ী উপজেলায় অনুষ্ঠিত হবে। এতে সকলকে মেলায় উপস্থিত হয়ে মেলায় বিভিন্ন বিষয়ে সেবা নেওয়ার আহবান করা যাচ্ছে।
সিতাংশু শেখর দাশ
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
31/10/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের
অদ্য ৩১/১০/২০২২ তারিখের এসেম্বলির স্হির চিত্র।
18/10/2022
৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ জরুরী বিজ্ঞপ্তি ৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ ৷
বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, এস এস সি পরীক্ষা- ২০২২ এর যে সকল ছাত্রছাত্রী তাদের মোবাইল নম্বর এখনও প্রদান করে নাই তারা আগামী ২০/১০/২০২২ ইং তারিখের মধ্যে অবশ্যই বিদ্যালয় চলাকালীন সময়ের মধ্যে মোবাইল নম্বর প্রদানের জন্য নির্দেশ প্রদান করা গেল।
বিষয়টি অতিব জরুরী
নির্দেশক্রমে
সিতাংশু শেখর দাশ
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
13/10/2022
জরুরী বিজ্ঞপ্তি
বিদ্যালয়ের সকল ছাত্র/ছাত্রী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামী ১৬/১০/২০২২ইং তারিখের এস এস সি পরীক্ষা- ২০২৩ এর নির্বাচনী পরীক্ষা বোর্ডের নির্দেশ মোতাবেক স্থগিত করা হইল। বিধায় আগামী ১৬/১০/২০২২ইং তারিখ রোজ রবিবার থেকে বিদ্যালয়ের সকল শ্রেণির শ্রেণি কার্যক্রম যথারীতি চলিবে এবং নির্বাচনী পরীক্ষার রুটিন পরবর্তীতে জানানো হইবে।
নির্দেশক্রমে
সিতাংশু শেখর দাশ
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
28/09/2022
এস. এস. সি পরীক্ষা ২০২২ এর ব্যবহারিক পরীক্ষার রুটিন। পরীক্ষার ভেন্যু- জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
01/09/2022
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক কবির উদ্দিন আহমেদ স্যার। একজন উদ্যমী,সাহসী পরোপকারী মননশীল ব্যক্তিত্বপূর্ণ শিক্ষক ছিলেন। যিনি এক বৎসর পূর্বে আজকের দিনে এই ইহধাম ছেড়ে পরপারে চলে গেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মরহুম এই মেধাবী শিক্ষকের মৃত্যু দিবসে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীর পক্ষ থেকে বিদেহী আত্মার মাগফেরাত ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতবাসী করুন-আমিন।।
22/08/2022
এস এস সি পরীক্ষা ২০২২ এর রুটিন
15/08/2022
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষ্যে উদযাপিত জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের কিছু আলোকচিত্র।
19/07/2022
এতদ্বারা বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের কে জানানো যাচ্ছে যে আগামীকাল 20/07/2022ইং যথারীতি স্কুল খুলবে। বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের স্কুল সময়ে বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলো।
প্রধান শিক্ষক।
02/07/2022
ছুটির বিজ্ঞপ্তি
# # # # # # # # # # # # # # #
এতদ্বারা সকল শিক্ষার্থীদের কে জানানো যাচ্ছে যে আগামীকাল ০৩/০৭/২২ ইং থেকে ১৯/০৭/২২ ইং পর্যন্ত পবিত্র ঈদুল আযহা এবং গ্রীস্মকালীন অবকাশের জন্য সকল শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।আগামী ২০ জুলাই ২২ ইং যথারীতি স্কুল খুলবে।
27/06/2022
জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের ০৩ শিক্ষার্থী ঐশি সূত্রধর, আব্দুল্লাহ আল মাহি ও প্রাঞ্জল দাস প্রেসিডেন্ট স্কাউটস অ্যাওয়ার্ড ২০১৯ গ্রহণ করায় বিদ্যালয়ের পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন।
13/06/2022
মৌলভীবাজার জেলার সহকারী শিক্ষা অফিসার জনাব মোঃ মইনুল হক স্যার আলী আমজদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ায় জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। স্যারের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।
11/06/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের ২০২২ সালের এস, এস, সি পরিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১২/০৬/২০২২ইং রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় এস, এস, সি পরিক্ষার এডমিট কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো।
নির্দেশক্রমেঃ
সিতাংশু শেখর দাস
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
30/05/2022
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আহমেদ জুবায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী এবং অমিষা দাস সৃষ্টি শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে। তাদেরকে অভিনন্দন ও শুভকামনা রইলো।
30/05/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের প্রাক নির্বাচনী/অর্ধবার্ষিক পরীক্ষার সময়সূচি- ২০২২ ইং।
21/05/2022
জাতীয় শিক্ষা সপ্তাহে মৌলভীবাজার জেলার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষার্থী #শাহ_আহমেদ_জুবায়ের, শ্রেষ্ঠ স্কাউটস #অমিষা_দাস_সৃষ্টি। এই কৃতিত্বের জন্য জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
14/03/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণি এবং ২০২২ ইং সনের এস.এস.সি পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ১৫/০৩/২০২২ ইং তারিখ হতে বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সকল ছাত্র ছাত্রীদের বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। নির্দেশক্রমেঃ-
প্রধান শিক্ষক
সিতাংশু শেখর দাস
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
21/02/2022
মহান ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে #জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ে পক্ষ থেকে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনে জাতীয় পতাকা উত্তোলন শেষে ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয় শহীদ মিনারে শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে শ্রদ্বাঞ্জলি অর্পণ করা হয়।
15/02/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের ২০২১ ইং সনে অনুষ্ঠিত এস,এস,সি পরীক্ষায় আটজন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়য়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।
১) মেহেদী হাসান মাহফুজ ২) মোসাঃ সানজিদা জাহান (বিজ্ঞান বিভাগ) ৩) অর্গ দত্ত ৪) তাহমিদুল ইসলাম ৫) মিছবাহ আহমেদ তানিম ৬) আবিদ হাসান জয় ৭) শাহরিয়ার চৌধুরী ৮) সামিয়া আফরিন(ব্যবসায় শিক্ষা বিভাগ)।
09/02/2022
একটি জরুরি বিজ্ঞপ্তি
এতদ্বারা জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ৭ম হইতে ১০ম শ্রেণি ও ২০২২ সনের ও ২০২১ সনের এসএসসি পরীক্ষার্থী সহ শিক্ষার্থীবৃন্দের ও সংশ্লিষ্ট সম্মানিত অভিভাবকবৃন্দের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক শিক্ষার্থীদের ইউনিক আইডি নির্ধারণ সংক্রান্ত ব্যাপারে সংযুক্ত ছক অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শ্রেণি শিক্ষকের সহিত যোগাযোগ করিবার জন্য বিশেষভাবে বলা গেলো।
উক্ত প্রক্রিয়ায় সম্মানিত শিক্ষকমণ্ডলী ও সুপ্রিয় শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক পরিধানসহ যাবতীয় স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করিবার জন্য বিশেষভাবে বলা গেলো।
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।
সংযুক্তিঃ পুরণকৃত তথ্যফরমের সাথে নিম্নলিখিত ডকুমেন্টস সংযুক্ত করতে হবে ।
১ ) শিক্ষার্থীর সদ্য তােলা পাসপাের্ট সাইজের ২ কপি ছবি ( সাদা ব্যাকগ্রাউন্ড রঙ্গিন ছবি , যা সম্মুখভাগ থেকে তােলা যেন দুই চোখ একই সাথে দৃশ্যমান হয় )
২ ) শিক্ষার্থীর অনলাইন জন্ম নিবন্ধন সনদ বাংলা ও ইংরেজি ( Birth Registration Certificate ) এর অনুলিপি।
৩ ) শিক্ষার্থীর মাতা , পিতা এবং প্রযােজ্য ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের অনুলিপি।
৪ ) শিক্ষার্থীর মাতা , পিতা এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিভাবকের জন্ম নিবন্ধনের অনুলিপি যদি থাকে।
৫) শিক্ষার্থীদের পি,এস,সি(৫ম) ও জে, এস,সি(৮ম) পরিক্ষার মার্কশীট।
এমতাবস্থায় , প্রকল্পটির গুরুত্ব ও তাৎপর্য বিবেচনায় এর সফল বাস্তবায়নে আপনার সক্রিয় অংশ গ্রহণ এবং সার্বিক সহযােগিতা কামনা করা হলাে ।
09/02/2022
#জুড়ী_সরকারি_মডেল_উচ্চ_বিদ্যালয়ের ছাত্র- ছাত্রী ও অভিভাবক বৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি ও এস,এস,সি পরিক্ষার্থী ২০২২ সনের অ্যাসাইনমেন্ট নিম্নলিখিত প্রতি সপ্তাহে গ্রহণ ও বিতরণ করা হবে। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক পূর্বে বন্টণকৃত অ্যাসাইনমেন্ট জমাদান ও নতুন অ্যাসাইনমেন্ট গ্রহণের জন্য নির্দেশ দেওয়া গেল।
নির্দেশক্রমে
সিতাংশু শেখর দাস
প্রধান শিক্ষক
জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়।