
আসসালামু আলাইকুম
যারা জাকারিয়া স্যার এর বিরুদ্ধে কথা বলেছেন আজকে তাদের জন্য আমার একটি কথা। নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয় এর সকল শিক্ষককে যদি একটি পাল্লায় উঠানো হয়, অপরদিকে আরেকটি পাল্লায় যদি জাকারিয়া স্যারকে উঠানো হয় তাহলে অবশ্যই জাকারিয়া স্যার এর পাল্লার ওজন বেশি হবে ১০০%। আমরা যারা নাউরী স্কুলে লেখাপড়া করেছি শুধু তারাই জানি জাকারিয়া স্যার এর ভূমিকা কতদূর। স্যার সারাটি জীবন ছাত্র/ছাএীদের পক্ষে ছিলেন, আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমরা নাউরী স্কুলে লেখাপড়া করেছি। আমরা জানি কোন স্যার কি রকম।
ভালোবাসার অপর নাম জাকারিয়া স্যার ( হুজুর স্যার)