গল্পের মাধ্যমে শিখি
Noun আর তার ভাইয়েরা মোট ৮ জন । তাদের বাড়ির নাম হল Sentence ভিলা । সমাজের মানুষ তাদের Parts of speech বলে ডাকে । এক বাড়িতেই (Sentence) তারা ৮ ভাই থাকে । তবে তাদের কাজকর্ম এক না ।
১ম ভাইয়ের নাম হল Noun । তার কাজ হল সব কিছুর নাম বলা । বাড়িতে যা যা দরকার শাকসবজি, গোশত, মাছ সবকিছুর নাম বলা ।
২য় ভাইয়ের নাম হল Pronoun । Noun বাড়িতে না থাকলে সে noun এর কাজ করে দেয় । Noun এর অনুপস্থিতিতে Noun এর সব কাজ Pronoun ই করে ।
৩য় ভাইয়ের নাম হল Adjective । Noun ও Pronoun এর পিছনে গোয়েন্দাগিরি করা । তাদের দোষ-গুণ লিখে রাখাই হল Adjective এর কাজ ।
৪র্থ ভাইয়ের নাম হল Verb । তার কাজ হল সবার কাজ বলে দেওয়া । খাওয়া-দাওয়া, ঘুম, গোসল সব কাজ বলে দেওয়া ।
৫ম ভাইয়ের নাম হলো Adverb । তার কাজ হল ৩য় ও ৪র্থ ভাই (Verb, Adjective) এর নজরদারি করা । তাদের অবস্থা পর্যবেক্ষণ করা । মাঝেমধ্যে সে নিজের অবস্থাও পর্যবেক্ষণ করে ।
৬ষ্ঠ ভাইয়ের নাম হল Preposition । ভাইদের মাঝে সম্পর্কের বন্ধন তৈরি করাই তার কাজ ।
(Noun + Verb+Pronoun, Noun+ Noun)
৭ম ভাইয়ের নাম হল Conjunction । তার কাজ Preposition এর কাজের চেয়ে বড় । সে এক বাড়ির সাথে অন্য বাড়ির আত্মীয়তার সম্পর্ক সৃষ্টি করে এবং তারা সবাই মিলে সেই বাড়িতে দাওয়াত খায় ।
(Sentence + Sentence)
৮ম ভাইয়ের কাজটা খুবই দারুণ ! তার নাম Interjection । সে আনন্দে-দুঃখে সব সময় সবার পাশে থাকে । সবার আবেগ প্রকাশ করাই তার একমাত্র কাজ।
কালেক্টেড।
Dattapara Islamia Alim Madrasa
দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসা, দত্তপাড়া, সদর, লক্ষীপুর।
Operating as usual
ভর্তি চলছে ভর্তি চলছে
দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদ্রাসায়
নূরানী শাখা থেকে আলিম ১ম বর্ষ পর্যন্ত।
সবাইকে আমাদের ক্যাম্পাস ঘুরে দেখার আমন্ত্রণ রইলো।
একনজরে বার্ষিক সামষ্টিক মূল্যায়নের সূচকসমুহ।
দাখিল ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে পঠিতব্য মাদ্রাসার বিশেষায়িত বিষয়সমূহের বার্ষিক পরীক্ষা পূর্বের নিয়মানুযায়ী গ্রহণ করা প্রসঙ্গে।
শিক্ষাগুরুর মর্যাদা
– কাজী কাদের নেওয়াজ
বাদশাহ আলমগীর-
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভী দিল্লীর।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ- শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে মুছে সব করিছেন সাফ্ সঞ্চারি অঙ্গুলি।
শিক্ষক মৌলভী
ভাবিলেন আজি নিস্তার নাহি, যায় বুঝি তার সবি।
দিল্লীপতির পুত্রের করে
লইয়াছে পানি চরণের পরে,
স্পর্ধার কাজ হেন অপরাধ কে করেছে কোন্ কালে!
ভাবিতে ভাবিতে চিন্তার রেখা দেখা দিল তার ভালে।
হঠাৎ কি ভাবি উঠি
কহিলেন, আমি ভয় করি না’ক, যায় যাবে শির টুটি,
শিক্ষক আমি শ্রেষ্ঠ সবার
দিল্লীর পতি সে তো কোন্ ছার,
ভয় করি না’ক, ধারি না’ক ধার, মনে আছে মোর বল,
বাদশাহ্ শুধালে শাস্ত্রের কথা শুনাব অনর্গল।
যায় যাবে প্রাণ তাহে,
প্রাণের চেয়েও মান বড়, আমি বোঝাব শাহানশাহে।
তার পরদিন প্রাতে
বাদশাহর দূত শিক্ষকে ডেকে নিয়ে গেল কেল্লাতে।
খাস কামরাতে যবে
শিক্ষকে ডাকি বাদশা কহেন, ”শুনুন জনাব তবে,
পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে?
বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনে অবহেলা,
নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকাল বেলা”
শিক্ষক কন-”জাহপানা, আমি বুঝিতে পারিনি হায়,
কি কথা বলিতে আজিকে আমায় ডেকেছেন নিরালায়?”
বাদশাহ্ কহেন, ”সেদিন প্রভাতে দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে
নিজ হাতে যবে চরণ আপনি করেন প্রক্ষালন,
পুত্র আমার জল ঢালি শুধু ভিজাইছে ও চরণ।
নিজ হাতখানি আপনার পায়ে বুলাইয়া সযতনে
ধুয়ে দিল না’ক কেন সে চরণ, স্মরি ব্যথা পাই মনে।”
উচ্ছ্বাস ভরে শিক্ষকে আজি দাঁড়ায়ে সগৌরবে
কুর্ণিশ করি বাদশাহে তবে কহেন উচ্চরবে-
”আজ হতে চির-উন্নত হল শিক্ষাগুরুর শির,
সত্যই তুমি মহান উদার বাদশাহ্ আলমগীর।”
শিখন হবে অভিজ্ঞতায়,
মূল্যায়ন যোগ্যতায়।
প্রতিযোগিতা নিজের সাথে,
সহযোগিতা সবার সাথে।
#নতুন_কারিকুলাম 📋
মাদ্রাসার সংশোধিত মূল্যায়ন সময়সূচি
মূল্যায়ন শুরু ০৯/১১/২০২৩।
দত্তপাড়া ইসলামিয়া আলিম মাদরাসার বিদ্যোৎসাহী সদস্য জনাব ইবরাহীম খলিল ইবু আজ সকাল ১০.০০ ঘঠিকায় ঢাকা ইন্টারনেশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওইন্না ইলাহি রাজিউন।
শুভ সকাল
আজ রোববার
বাংলার প্রকৃতিতে এখন হেমন্তকাল
২৯ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
১২ই কার্তিক, ১৪৩০ বঙ্গাব্দ
১৩ই রবিউস সানি, ১৪৪৫ হিজরি
আজকের সূর্যোদয় ভোর ০৬ টা ০২ মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ০৫ টা ২২ মিনিট।
আপনার দিনটি হোক শুভ ও আনন্দময়।
৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবি হেফাজতে ইসলামের ৩০ নভেম্বরের মধ্যে কারাবন্দী সব নেতাকর্মীর মুক্তির দাবি হেফাজতে ইসলামের=========================আগামী ৩০ নভেম্বরের মধ্যে কারা....
‘হেফাজতে ইসলাম আঙুল বাঁকা কিভাবে করতে হয় সেটাও জানে’ ‘হেফাজতে ইসলাম আঙুল বাঁকা কিভাবে করতে হয় সেটাও জানে’Don’t forget to Subscribe, Follow, Share, Comment, like, and stay with us. Online News Portal: https://ww...
স্লোগানে মুখর জাতিসংঘের প্রাঙ্গন | Palestine Protest In Geneva | Jamuna TV সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের কার্যালয়ের সামনে ইসরায়েল হামলার প্রতিবাদ জানিয়ে মিছিল সমাবেশ করেছে বিভিন্ন...
চলো যাই যুদ্ধে ইসরাইলের পণ্যের বিরুদ্ধে । let's go to war against israeli products. চলো যাই যুদ্ধে ইসরাইলের পণ্যের বিরুদ্ধে । let's go to war against israeli products.Asad the hujur biker follow islam support humanity travel &...
আজ ফিলিস্তিনিদের মৃত্যুতে বাংলাদেশে রাষ্ট্রিয়ভাবে শোক পালন | মার্কিন দূতাবাসেও পতাকা অর্ধনম এটিএন বাংলা সংবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ । সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন ATN Bangla===============ATN B...
শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে বৃক্ষ রোপণ কর্মসূচি পালন।
সবার ইচ্ছে তাদের ভিডিও পেইজে দেওয়ার। তাই ইচ্ছে পূরণ করলাম। ইবতেদায়ী ৩য় শ্রেণি।
Today's activity (class 3)
০৫ অক্টোবর
বিশ্ব শিক্ষক দিবসে সম্মানিত সকল শিক্ষককে জানাই বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
সদ্য নিয়োগ প্রাপ্ত প্রভাষক( আরবী) জনাব আব্দুল হালিম কে নিয়োগ পত্র প্রদান করা হলো।
আজ ১ অক্টোবর "আলিয়া মাদ্রাসা শিক্ষা" দিবস।
আলিয়া মাদ্রাসার ২৪২তম বর্ষ। ১৭৮০ সালের এইদিনে কলকাতায় আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের স্মৃতিময় দিন আজ, বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ১২ রবিউল আউয়াল। অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনটি বাংলাদেশসহ বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) হিসেবে পালিত হয়।
৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরে বিখ্যাত কোরাইশ বংশে মহানবী হজরত মুহাম্মদ (সা.) জন্মগ্রহণ করেন। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইহলোক ত্যাগ করেন।
আমি আকাশের দিকে তাকিয়ে স্রষ্টাকে জিজ্ঞেস করলাম_তোমার দাসত্ব করার পরেও কেনো আমার করুন পরিণতি।
তিনি উত্তর দিলেন_তার বন্ধু ছিলো সৃষ্টিকুলের সবেচেয়ে দুঃখী মানুষ।
||শুভ জন্মদিন আল্লাহর রাসুল_ﷺ|🌸
আলিম পরীক্ষার্থী ২০২৩ এর বিদায় অনুষ্ঠান
জাতীয় শোক দিবসে আয়োজিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে সকলে......
Today’s' activity ( class 3)
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল, বিএম, বিএমটি পরীক্ষা পেছানো হয়েছে। এ তিন বোর্ডের পরীক্ষা আগামী ২৭ আগস্ট শুরু হবে। আর ঢাকা, রাজশাহী, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা বোর্ডের এইচএসসি পরীক্ষা যথারীতি ১৭ আগস্ট থেকে শুরু হবে।
এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীদের ৫%প্রনোদনার প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Lakshmipur
Lakshmipur, 3711
Welcome to`Deen-ইসলাম`official page.Our Page uploads Quran recitation,Quran Tilawat,waz mahfil,bangla waz 2021,waz mahfil 2021,Islamic video,islamic lacture,islamic gaidline,educational for you....our videos will be very much helpful.
Nur Bepari, 1 No North Char-ababil Union, Raipur, Chittagong
Lakshmipur
নির্ভুলভাবে ইংরেজি বেসিক শিখানোর প্রচেষ্টা। অথচ যা আমরা ছোটবেলা থেকেই ভুল ভাবে শিখি
Lakshmipur, 3713
Assalamualaikum .. The Page has been opened for Islamic video..�the main purpose of this page is