হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে চলমান তাপদাহ থেকে মুক্তি পেতে মহান আল্লাহ তায়ালার দরবারে বৃষ্টি কামনা করে মোনাজাত করা হয়।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় “এসএসসি ২০০৪ ব্যাচ”
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় “এসএসসি ২০০৪ ব্যাচ”, School, Harinarayanpur, Islamic University, Kushtia.
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ১৮৯১ সালে প্রতিষ্ঠিত। হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাচীন ঐতিহ্যবাহী একটি স্কুল। এই স্কুল কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলাধীন হরিনারায়নপুর বাজার সংলগ্ন অবস্থিত।
Operating as usual
১৩৩ বছরের ঐতিহ্যবাহী হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী মহাসম্মিলন ২০২৪ উপলক্ষে প্রকাশিত 'স্পন্দন' স্মারক প্রকাশনায় আমার লেখা কবিতা "কাছের বন্ধু" প্রকাশিত হয়েছে।
'স্পন্দন' স্মারক প্রকাশনায় আমার লেখা কবিতা প্রকাশের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সম্পাদকমণ্ডলীর সকল সদস্যদের প্রতি। ❤️❤️❤️
প্রাক্তনী মহাসম্মিলন ২০২৪
এসএসসি ২০০৪ ব্যাচ
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
কুষ্টিয়া।
প্রাক্তনী মহাসম্মিলনে ২০০৪ ব্যাচ
প্রাক্তনী মহাসম্মিলন ২০২৪
সফল হোক
সার্থক হোক
এসএসসি ২০০৪ ব্যাচের পক্ষ থেকে প্রাক্তনী মহাসম্মিলনের সফলতা কামনা করছি।
ঐতিহ্যবাহী হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রবেশ গেট, স্কুল ভবন, ছাত্রাবাস, পুরাতন মসজিদ, প্রধান শিক্ষকের বাসভবন, সহকারী শিক্ষকের বাসভবন,,শিক্ষকনিবাস ও শহিদ মিনারের ছবি সমূহ।
আজই রেজিস্ট্রেশনের শেষ দিন।
প্রাক্তনী মহাসম্মিলনের মহাআয়োজনের গুরুত্ব এখনো অনেকে হয়তো বুঝতে পারছেনা।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পরে এযাবৎকালের সবচেয়ে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হতে যাচ্ছে প্রাক্তনী মহাসম্মিলন ২০২৪।
এই মহা জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান দেখে পরে আফসোস করতে না চাইলে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
রেজিস্ট্রেশন লিংক:
https://airtable.com/appOeXkXh4z39TQpl/pagJVvxwSxuca2sf5/form
ধন্যবাদান্তে
মোঃ আব্দুল্লাহ আল মামুন
ব্যাচ প্রতিনিধি ২০০৪
ও সদস্য, রেজিস্ট্রেশন উপকমিটি
Airtable | Everyone's app platform Airtable is a low-code platform for building collaborative apps. Customize your workflow, collaborate, and achieve ambitious outcomes. Get started for free.
প্রাক্তনী মহাসম্মিলনের রেজিস্ট্রেশনের আজকে শেষদিন। যারা এখানো রেজিস্ট্রেশন সম্পন্ন করেননি দ্রুত রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের যে সকল প্রাক্তন শিক্ষার্থী এলাকায় থাকেন তারা নিজেরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে না পারলে নিম্নোক্ত দোকানে গিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।
আগামী ১৩ এপ্রিল ২০২৪ প্রাক্তনী মহাসম্মিলনের রেজিস্ট্রেশনের সময় আর মাত্র ১০ দিন বাকী আছে।
আসুন সবাই দ্রুত রেজিস্ট্রেশন করি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে প্রাক্তনী মহাসম্মিলন প্রাণবন্ত করে তুলি।
ধন্যবাদান্তে
মোঃ আব্দুল্লাহ আল মামুন
এসএসসি ২০০৪ ব্যাচ
'প্রাক্তনী মহাসম্মিলন ২০২৪'
শ্লোগান-
'ফিরে দেখি প্রাণের স্কুল'
তারিখ: ১৩ এপ্রিল, ২০২৪
রেজিষ্ট্রেশন: শতভাগ অনলাইন
কার্যক্রম: রেজিষ্ট্রেশন সামগ্রী বিতরন, জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, আলোচনা ও স্মৃতিচারণ, মজার মজার খেলাধুলা, রাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, সকাল ও দুপুরের আপ্যায়ন।
আয়োজনে: প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, হরিনারায়ণপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়, কুষ্টিয়া।
মহান বিজয় দিবসে হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আলোকসজ্জা।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে অদ্য ১১ জানুয়ারি ২০২৪ তারিখে একটি প্রতিনিধিদল স্কুল কর্তৃপক্ষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আগামী ১৩ এপ্রিল ২০২৪ তারিখে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সম্মিলনের রেজিস্ট্রেশন সম্ভাব্য আগামী ১লা ফেব্রুয়ারি ২০২৪ তারিখ থেকে শুরু করার বিষয়ে আয়োজক কমিটি কাজ করছে।
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জাতীয় সংগীত পরিবেশনা।
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ও সকল শহীদদের প্রতি
বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
আসসালামু আলাইকুম।
আমাদের ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে। পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষ্যে ইতিপূর্বে বেশ কিছু আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এবং এই বিষয়ে আলোচনা চলমান রয়েছে। অনেকে ইতিমধ্যে তাদের ব্যাচ ভিত্তিক সবার নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করেছে। কিন্তু সকল ব্যাচের সবার তথ্য একত্রিত করার জন্য অনুষ্ঠান আয়োজনের সাথে সম্পর্কিত বেশ কয়েকজন মিলে ডিজিটাল মাধ্যমে তথ্য সংগ্রহের উদ্দেশ্যে নিচের গুগল ফর্মটি তৈরি করেছেন। হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সকল সাবেক ছাত্রদেরকে নিচের ফরম পূরণের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে।
EX STUDENT OF HNP HIGH SCHOOL হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে একটি পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের জন্য এই তথ্য সংগ্রহ করা হচ্ছে....
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক আলোচনা।
তারিখ: ৩০ জুন, ২০২৩
রোজ: শুক্রবার
সময়: বিকেল ০৫:০০ ঘটিকা
স্থান: হরিনারায়নপুর হাইস্কুল মাঠ
সবাইকে উপস্থিত থাকতে সবিনয় অনুরোধ করা হলো।
পলাশ সরকার
ব্যাচ-১৯৯৩
হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kushtia
Bheramara
Kushtia, 7040
It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.
Islamic University
Kushtia, 7003
অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
Dangmorka Bazar, Bagoan Road, Daulatpur
Kushtia, 7052
We are here to provide quality education. Now we have PRE-KG, KG, ONE, TWO, THREE, FOUR, FIVE & SIX.
Kushtia, 7000
পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।