👨🎓আপনার সন্তানের ভবিষ্যৎ ও মেধাবিকাশ সমৃদ্ধ করতে চান?
👉তাহলে আপনার ৫-১৫ বছর বয়সের শিশুর মস্তিষ্কের পুরো সম্ভাবনা কাজে লাগিয়ে তাকে অধিক সৃজনশীল, মেধাবী, মনোযোগী, আত্মবিশ্বাসী, সেরা শিক্ষার্থী ও ব্যক্তিত্ব সম্পন্ন করে তুলতে স্মার্ট ব্রেইন- এর অনলাইন অথবা অফলাইন কোর্সে বিজয়ের মাস উপলক্ষে পুরো ডিসেম্বর মাস জুড়ে কুষ্টিয়া শাখায় এডমিশন ফি-তে ৫০% ডিস্কাউন্টে ভর্তি নিশ্চিত করুন!
💢এডমিশন/রেজিস্ট্রেশনের জন্য এখনি এই লিঙ্কে ক্লিক করে ফর্মটি পূরণ করুনঃ https://forms.gle/MQBWF7ym2bYUhA8E9
👨🎓স্মার্ট ব্রেইন কি?
👉স্মার্ট ব্রেইন হল অ্যাবাকাস ও মেন্টাল এরিথমেটিকের সমন্বয়ে একটি সুনিয়ন্ত্রিত মস্তিষ্ক বিকাশের বৈজ্ঞানিক প্রশিক্ষণ; যা মস্তিষ্কের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিত করে।
👨🎓স্মার্ট ব্রেইনের বিশেষত্ব ও উপকারিতাঃ
🎯মনোযোগ, স্মৃতি ও মেধা বিকাশ।
🎯উপস্থিত বুদ্ধি, বিশ্লেষণ ক্ষমতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি।
🎯অধিক সৃজনশীলতা, যুক্তিপ্রবণ মানসিকতা ও উপলব্ধির বিকাশ।
🎯গণিতের প্রতি মনোযোগ সৃষ্টি।
🎯খাতা-কলম ও ক্যালকুলেটর ছাড়াই ৫ মিনিটে ১০০ অঙ্কের সমাধান।
🎯কথা বলার পারঙ্গমতা, সঠিক বিচার-বিবেচনাবোধ ও কল্পনা শক্তির উন্নতি।
🎯ক্লাসে সর্বোচ্চ পারফর্মেন্স।
🎯 স্পর্শ, দর্শন, শ্রবণ, বাচন ও কল্পনা- এ ৫ টি বোধশক্তি বৃদ্ধির মাধ্যমে ব্যক্তিত্বের উন্নয়ন।
🌸 কেন স্মার্ট ব্রেইন?
⭕১৯৯৬ থেকে বিশ্বব্যাপী স্বীকৃত ও সমাদৃত, সদর দপ্তর ব্যাংকক, থাইল্যান্ড।
⭕স্মার্ট ব্রেইনের সফলতা ১৮ টি দেশ অতিক্রম করেছে।
⭕ইউনিক টিচিং মেথড এবং সবচেয়ে উন্নত সংস্করণ।
⭕আন্তর্জাতিক মানসম্পন্ন থাইল্যান্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফাইড প্রশিক্ষক।
⭕ট্রেইনার দ্বারা সার্বক্ষণিক ফলোআপ।
⭕ছন্দে ছন্দে শেখা।
⭕প্রত্যেক লেভেলে অরিজিনাল কোর্স মেটেরিয়ালস।
⭕প্রতিটি ক্লাস মানবিক মূল্যবোধ ও নৈতিক শিক্ষার অনন্য প্লাটফর্ম।
⭕প্রতি ক্লাসে লজিক ও ম্যাথম্যাটিকাল পাজেল নিয়ে গেইম ও শিক্ষামূলক বিনোদনের যোগান।
⭕প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিক চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতায় অংশগ্রহণ।
⭕প্রতি লেভেল শেষে আন্তর্জাতিক সনদ।
🎓আপনার শিশুর শেখার এই শ্রেষ্ঠ সময় যেন কোনভাবেই অপচয় না হয় এবং তার যেন একটি সুন্দর, নিরাপদ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত হয়, তাই আমরা আপনাকে আমন্ত্রন জানাই স্মার্ট ব্রেইন বাংলাদেশের অগ্রযাত্রায় শামিল হতে। আমরা নিশ্চিত এর ফলাফল আপনার শিশুর প্রতি আপনার প্রত্যাশা ছাড়িয়ে যাবে ইনশা’আল্লাহ্!
🏠 যোগাযোগ করুনঃ কুষ্টিয়া ব্রাঞ্চঃ ৬৯/এ লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া,কুষ্টিয়া-৭০০০,
📢হটলাইনঃ 📱 01795861254
অথবা আপনার মোবাইল নাম্বারটি আমাদের ইনবক্স করুন, আমরা দ্রুত আপনার সাথে যোগাযোগ করবো ইনশা'আল্লাহ‼️
👉ওয়েবসাইটঃ www.smartbrainbd.com
Smart Brain Bangladesh-Kushtia
A Complete Brain Development Program for Children.
Operating as usual
‘যুবসমাজের দৃষ্টিতে ভবিষ্যত কুষ্টিয়া’ শীর্ষক আয়োজনে স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড কম্পিটিশন ২০২৩ এর বিজয়ীরা ও স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখার ব্যবস্থাপনা পরিচালকের সাথে কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাহবুবুল আলম হানিফ, এমপি
Reminiscing 3rd Smart Brain Bangladesh National Competition 2023 at Tokyo Square Convention Center on 12 May 2023
৩য় স্মার্ট ব্রেইন বাংলাদেশ ন্যাশনাল কম্পিটিশন ২০২৩ এ অংশগ্রহণ করে সফলতার স্বাক্ষর রেখেছিল আমাদের কুষ্টিয়া শাখার মেধাবী শিক্ষার্থীরাও। রাজধানীর টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে প্রতিযোগিতা শেষে বিজয়দের হাতে চ্যাম্পিয়নশিপ ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড-এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট জনাব সাওার্দ মিত্তারি এবং বিশেষ অতিথি স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স থাইল্যান্ড-এর সম্মানিত নির্বাহী পরিচালক ড. রাংযিয়াপর্ণ মিত্তারি।
এছাড়াও স্মার্ট ব্রেইন বাংলাদেশের চেয়ারম্যান ডাক্তার ক্বারি মুহাম্মাদ রমজান আলী, ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মাদ মিরান হাসান, প্রধান নির্বাহী সানজিদা আফরোজ প্রমি। একই সাথে উপস্থিত ছিলেন অন্যান্য শাখার সম্মানিত পরিচালকবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ীরা থাইল্যান্ডে অনুষ্ঠিত ২১তম ওয়ার্ল্ড চাম্পিয়ানশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২৩ এ অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল
Congratulations
for winning Copper Medal in Level 4 at the Smart Brain World Championship 2023 in Thailand
Moumita Mohajon
Level 4 (Copper Medalist)
Chad Sultana Girl's High School.
Class – 6
Congratulations
for winning Silver Medal in Level 6 Standard at
the Smart Brain World Championship 2023 in Thailand
Md.Ajmain Ejaz Omran
Level 6 (Silver Medalist)
Hasib Dream School College.
Class – 5
𝙲𝚘𝚗𝚐𝚛𝚊𝚝𝚞𝚕𝚊𝚝𝚒𝚘𝚗𝚜 𝚏𝚘𝚛 𝚠𝚒𝚗𝚗𝚒𝚗𝚐 Copper Medal
𝚒𝚗 𝙻𝚎𝚟𝚎𝚕 6 𝚊𝚝 𝚝𝚑𝚎 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐁𝐫𝐚𝐢𝐧 𝐖𝐨𝐫𝐥𝐝
𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝟐𝟎𝟐𝟑 𝚒𝚗 𝚃𝚑𝚊𝚒𝚕𝚊𝚗𝚍
Shomyajit Roy
Student, Class 4
Hasib Dream School College
𝙲𝚘𝚗𝚐𝚛𝚊𝚝𝚞𝚕𝚊𝚝𝚒𝚘𝚗𝚜 𝚏𝚘𝚛 𝚠𝚒𝚗𝚗𝚒𝚗𝚐 𝟓𝐭𝐡 𝐏𝐨𝐬𝐢𝐭𝐢𝐨𝐧 𝚊𝚗𝚍 𝐆𝐨𝐥𝐝 𝐌𝐞𝐝𝐚𝐥 𝚒𝚗 𝙻𝚎𝚟𝚎𝚕 𝟷 𝚂𝚝𝚊𝚗𝚍𝚊𝚛𝚍 𝚊𝚝 𝚝𝚑𝚎 𝐒𝐦𝐚𝐫𝐭 𝐁𝐫𝐚𝐢𝐧 𝐖𝐨𝐫𝐥𝐝 𝐂𝐡𝐚𝐦𝐩𝐢𝐨𝐧𝐬𝐡𝐢𝐩 𝟐𝟎𝟐𝟑 𝚒𝚗 𝚃𝚑𝚊𝚒𝚕𝚊𝚗𝚍
Mehek Zaman Marzia
Student, Class 8
Kushtia Govt. Girls High School.
Congratulations
for winning 3rd Position and Gold Medal in Level 1 Standard at
the Smart Brain World Championship 2023 in Thailand
Afra Anan
Student, School of Laureates International, Kushtia
Student, Smart Brain Bangladesh - Kushtia
পড়ালেখাকে চাপ নয় বরং উপভোগ করাটাই স্মার্ট ব্রাইন প্রোগ্রামের প্রধান বিশেষত্ব।
স্মার্ট ব্রেইন প্রোগ্রামের অনেকগুলো বিশেষত্ব এর মধ্যে একটি প্রধান বিশেষত্ব হচ্ছে, এই প্রোগ্রামের শিশুদের এমনভাবে শেখানো হয় যেন তাদের মস্তিষ্কের উপর কোন চাপ না পড়ে এবং তারা মজার ছলে নতুন বিষয় শিখতে পারে। সেজন্য শিক্ষার্থীরা পড়াশোনাকে চাপ্নমনে করে না বরং উপভোগ করে।
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
মনে আছে তো?
আজ ৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হওয়া নতুন ব্যাচে আপনার সন্তানকে ভর্তি করাতে ভুলবেন না। কারণ, আমরা জানি, আপনিও হতে চান একজন উদ্যমী, মেধাবী ও সক্রিয় বুদ্ধিসম্পন্ন সন্তানের বাবা-মা। আসন সংখ্যা খুবই সীমিত!
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
আপনি কি জানতেন— 'অ্যাবাকাস' কী?
পৃথিবীতে গাণিতীক সমস্যা সমাধানের সূচনাই হয় মূলত এই অ্যাবাকাসের মাধ্যমে। এটি প্রাচীন ও সরল একটি যন্ত্র, যা গাণিতীক সমস্যা সমাধানে আপনাকে সহায়তা করবে। কিন্তু এই সহায়তার পরেও, কাজটা করতে হবে আপনার মস্তিষ্ককে খাটিয়েই। ক্যালকুলেটর সহ অন্যান্য যন্ত্র যান্ত্রিক পদ্ধতিতে গাণিতীক সমস্যার সমাধান দেয়, যেখানে মস্তিষ্কের ব্যবহার খুবই সীমিত। আর সে কারণেই আমরা হয়ে পড়ি নির্ভরশীল এবং আমাদের মস্তিষ্ক দুর্বল ও নিষ্ক্রিয়
এভাবেই 'স্মার্ট ব্রেইন বাংলাদেশ' বেছে নিয়েছে একেবারে সেরা বিষয়গুলোকে, যা দ্বারা বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের কাজগুলো নিখুঁতভাবে সম্পন্ন করা যায়।
মনে করিয়ে দিই— আগামী ৬ অক্টোবর সকাল ১০টা থেকে শুরু হওয়া নতুন ব্যাচে আপনার সন্তানকে ভর্তি করাতে ভুলবেন না। কারণ, আমরা জানি, আপনিও হতে চান একজন উদ্যমী, মেধাবী ও সক্রিয় বুদ্ধিসম্পন্ন সন্তানের বাবা-মা। আসন সংখ্যা খুবই সীমিত!
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
আপনিও তো চান— আপনার সন্তান বিশ্বদরবারে শ্রেষ্ঠত্ব অর্জন করুক
২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কম্পিটিশন ২০২৩ এ বাংলাদেশ ২য় স্থান অর্জন করে। বাংলাদেশ থেকে পদকপ্রাপ্ত ১৯ জনের মধ্যে কুষ্টিয়া শাখার ৫ জনের ২ জন গোল্ড, ১ জন সিলভার ও ২ জন ব্রোঞ্জ পদকপ্রাপ্ত হয় 👏
আবারও মন করিয়ে দিই— আগামী ৬ অক্টোবর ২০২৩, ঠিক সকাল ১০টা থেকে শুরু হচ্ছে 'স্মার্ট ব্রেইন বাংলাদেশ' এর কুষ্টিয়া শাখার পরবর্তী ব্যাচ। আসন সংখ্যা খুবই সীমিত
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
Working with a hand abacus requires focus and concentration. Regular practice can help children develop better attention span and concentration abilities 🧮
আপনার বাচ্চার পড়ালেখা নিয়ে দুশ্চিন্তা করছেন? তাকে বুদ্ধির দৌড়ে এগিয়ে রাখতে চান না?
বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য দীর্ঘ ৩ বছরের অধিক সময় ধরে ডেডিকেটেডভাবে কাজ করে যাচ্ছি আমরা, স্মার্ট ব্রেইন বাংলাদেশ। আমরা জানি— কীভাবে আপনার বাচ্চাকে পড়ালেখার প্রতি আগ্রহী করে তুলতে হয় 😍
আমাদের কুষ্টিয়া শাখায় আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্যাচ, আগামী ৬ অক্টোবর থেকে। আসন সংখ্যা খুবই সীমিত।
🗓️ নতুন ব্যাচ শুরুর তারিখ: ৬ অক্টোবর ২০২৩
🕙 সময়: সকাল ১০:০০টা
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
The Math Master Grand Challenge 2023 আয়োজনের একটি পর্যায়ে কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব Mahbubul Alam Hanif মহোদয় 'স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা'র কিছু মেধাবী বাচ্চার দ্রুত গতিতে গাণিতীক সমস্যা সমাধানের দৃশ্য সরাসরি উপভোগ করেন এবং তাঁর বক্তব্যে উল্লেখ করেন—
"এই ছোটো-ছোটো বাচ্চারা কী অসাধারণভাবে এবং এত দ্রুত সময়ের মধ্যে অংক করে ফেলছে— আমি তো অবাক হয়ে দেখলাম। এই বাচ্চারাই আগামী স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হবে"
Smart Brain প্রোগ্রামের অনেকগুলো বিশেষত্ব এর মধ্যে একটি প্রধান বিশেষত্ব হচ্ছে, এই প্রোগ্রামের শিশুদের এমনভাবে শেখানো হয় যেন তাদের মস্তিষ্কের উপর কোন চাপ না পড়ে এবং তারা মজার ছলে নতুন বিষয় শিখতে পারে। মূলত পড়াশোনাকে চাপ নয় বরং উপভোগ্য করাটাই আমাদের Smart Brain প্রোগ্রামের প্রধান বিশেষত্ব।
অ্যাবাকাস 🧮 প্রশিক্ষণ একটি ব্রেইনের ব্যায়াম যা কার্যকরী স্নায়ুগুলোর মধ্যে যোগাযোগের প্রবাহ বাড়ায় এবং মানসিক ব্লকগুলিকে সরিয়ে দেয় যার ফলে দারুণ ভাবে পুরো মস্তিষ্কের বিকাশ ঘটে।
কম্পিটিশনের এই যুগে, আপনার বাচ্চাকে বুদ্ধির দৌড়ে এগিয়ে রাখতে চান না?
আপনি অবশ্যই চাইবেন, আপনার বাচ্চা অনেক মেধাবী হোক, ক্লাসে তার পারফরমেন্স অন্যদের থেকে দারুণ হোক, কাজে-কর্মে অনেক স্মার্ট হোক। এজন্য তাকে স্কুলের পাশাপাশি ভর্তি করিয়েছেন আরও দুই/তিন জায়গায়। কিন্তু যদি বুদ্ধিভিত্তিক বিকাশটাই না হয়, তাহলে এই আপনার সকল প্রচেষ্টাই তার কাছে হয়ে যাবে ‘এক্সট্রা প্রেসার’
বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টের জন্য ডেডিকেটেডভাবে কাজ করে যাচ্ছি আমরা, স্মার্ট ব্রেইন বাংলাদেশ।
আমাদের কুষ্টিয়া শাখায় আমরা শুরু করতে যাচ্ছি একটি নতুন ব্যাচ। আসন সংখ্যা খুবই সীমিত।
🗓️ নতুন ব্যাচ শুরুর তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৩
🕙 সময়: সকাল ১০:০০টা
☎️ দেরী না করে এখনই কল করুন 01708 633265 নাম্বারে
স্মার্ট ব্রেইন বাংলাদেশ - কুষ্টিয়া শাখা
🏡 ৬৯/এ, একতারা মোড়, লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া, কুষ্টিয়া
🧭 https://maps.app.goo.gl/LwCCnzZJYBFsHeTd7
Smart Brain World Championship International Competition 2023 ✌️
আসসালামু আলাইকুম।
ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে।
আগামী ৯ সেপ্টেম্বর ২০২৩
রোজ শনিবার সকাল ১০টা থেকে স্মার্ট ব্রেইন বাংলাদেশ,কুষ্টিয়া শাখার নতুন ব্যাচে ক্লাস আরম্ভ হতে যাচ্ছে।
আমাদের আসন সংখ্যা সীমিত।
আমাদের ঠিকানা - ৬৯/এ লুৎফর মুন্সি সড়ক, কুঠিপাড়া,কুষ্টিয়া-৭০০০।
মোবাইল-01708633265
01795861254
ধন্যবাদ।
মেহেক জামান মার্জীয়া স্মার্ট ব্রেইন বাংলাদেশ কুষ্টিয়া ব্রাঞ্চের শিক্ষার্থী।
এবং কুষ্টিয়া সরকারি বালিকা বিদয়্যালয়ে অষ্টম শ্রেণিতে অধ্যায়নরত। থ্যাইল্যান্ডের পাতায়াতে অনুষ্ঠিত স্মার্ট ব্রেইন ২১তম ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় অংশ গ্রহন করে Level 1standard থেকে ৬ষ্ঠ স্হান অর্জন করে গোল্ড মেডেল ছিনিয়ে এনেছে। নিজ দেশে ফিরে সে তার বিদ্যায়লের প্রধান শিক্ষকের সাথে শুভেচ্ছা সাক্ষাৎ করে।
স্মার্ট ব্রেইন বাংলাদেশ কুষ্টিয়া ব্রাঞ্চের পক্ষ থেকে মার্জীয়াকে অভিনন্দন এবং আমরা গর্বিত। পুষ্প সুবাসিত জীবন হোক তোমার।
পরিচালক তামান্না শারমিন
স্মার্ট ব্রেইন বাংলাদেশ কুষ্টিয়া ব্রাঞ্চ।
5 Winners of Smart Brain International Competition 2023, From Smart Brain Bangladesh Kushtia Branch
🖤 শোকাবহ আগস্ট 🖤
‘১৫ আগস্ট জাতীয় শোক দিবস’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধাঞ্জলি।
- স্মার্ট ব্রেইন বাংলাদেশ
Alhamdulillah… We are ready! ✌️
Going to participate in the 21st Smart Brain World Championship International Competition 2023 at Nongnooch International Convention and Exhibition Center Pattaya, Thailand. Keep us in your prayers. 🇧🇩
Alhamdulillah…❤️ Finally They are ready to fly ✈️
21st Smart Brain World Championship International Competition 2023. ✌️
Best Of Luck
২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন কম্পিটিশন ২০২৩ এ থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশের প্রতিযোগিরা ।
প্রতি বছরের মতো স্মার্ট ব্রেইন হেডকোয়ার্টার্স, থাইল্যান্ড ২১তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২৩ আয়োজন করতে যাচ্ছে যা ১৩ই আগস্ট ২০২৩ রবিবার থাইল্যান্ডের পাতায়ায় নংনুচ গার্ডেনের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সহ ১৮ টি দেশের ৪০০ টিরও বেশি শাখা থেকে ১২০০'র বেশি শিক্ষার্থী প্রতিযোগিতায় অ্যাবাকাস এবং মেন্টাল অ্যারিথমেটিক-এ তাদের দক্ষতা এবং প্রতিভা প্রদর্শন করবে।
উক্ত কম্পিটিশনে এ বছর সারা বাংলাদেশ থেকে ব্রাঞ্চ কম্পিটিশন এবং ন্যাশনাল কম্পিটিশন থেকে নির্বাচিত ১৯ জন শিক্ষার্থী উক্ত ইন্টারন্যাশনাল কম্পিটিশনে অংশগ্রহন করার উদ্দেশ্যে থাইল্যান্ড যাত্রা করবে ১১ই আগস্ট ২০২৩। তাঁরা সকলের দোয়া প্রার্থী।
উল্লেখ্য যে, গত বছর ২০তম স্মার্ট ব্রেইন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ইন্টারন্যাশনাল কম্পিটিশন ২০২২ বাংলাদেশ থেকে ৩ জন প্রতিযোগী তাঁদের ইন্ডিভিজুয়াল লেভেলে চাম্পিয়ান হয় এবং বাংলাদেশ ১৮ টি দেশের মধ্যে টিম কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ পুরস্কার প্রিন্সেস কাপ অর্জন করে।
Alhamdulillah, Smart Brain Bangladesh Kushtia Branch is thrilled to announce The Math Master Grand Challenge 2023, scheduled for Tuesday, August 08, 2023, at DESHA TRC, Kushtia, starting at 3.30 pm, Insha'Allah.
Kindly ensure that all our cherished contestants and their guardians are present on time.
Thank you.
Smart Brain Bangladesh Kushtia Branch is thrilled to announce The Math Master Grand Challenge 2023, scheduled for Tuesday, August 08, 2023, at DESHA TRC, Kushtia, starting at 3.30 pm, Insha'Allah.
Kindly ensure that all our cherished contestants and their guardians are present on time.
Thank you.
আগামী ৪ঠা আগষ্ট বিকাল ৫.৩০ থেকে স্মার্ট ব্রেইন বাংলাদেশ কুষ্টিয়া ব্রাঞ্চের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে।।আসন সংখ্যা সীমিত
Alhamdulillah, I am fully prepared to partake in the highly anticipated 21st Smart Brain World Championship International Competition of 2023 to represent my country Bangaldesh 🇧🇩, with an unwavering determination to showcase my intellectual prowess on the global stage. ✌️
Please keep me in your prayers! 🤲
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Kushtia
7000
Bheramara
Kushtia, 7040
It's a sister concern of Proceed Education Family. The school is well decorated.
Islamic University
Kushtia, 7003
অনলাইনের মাধ্যমে কুরআন ও সুন্নাহ শিক্ষার বিশ্বস্ত প্রতিষ্ঠান।
Dangmorka Bazar, Bagoan Road, Daulatpur
Kushtia, 7052
We are here to provide quality education. Now we have PRE-KG, KG, ONE, TWO, THREE, FOUR, FIVE & SIX.
Kushtia, 7000
পবিত্র কুর'আন ও সহীহ হাদীসের আলোকে পরিচালিত, একটি যুগোপযোগী মানসম্মত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান।