The Scholar's Foundation, Kushtia

The Scholar's Foundation, Kushtia

Share

কুষ্টিয়ার বে-সরকারি সর্বোচ্চ বৃত্তি প্রদানকারী প্রতিষ্ঠান । একটি স্বেচ্ছাসেবী সংগঠন

Photos from The Scholar's Foundation, Kushtia's post 14/05/2025

বৃত্তি পরীক্ষা ২০২৪ । মোট ১০০ নাম্বার পরীক্ষার মধ্যে সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মাঝে বিশেষ পুরস্কার তুলে দিচ্ছেন ফাউন্ডেশনের পরিচালক সেলিম রেজা এবং অতিথিবৃন্দ।

10/05/2025

Thanks ntv

08/05/2025

বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান২০২৫
তারিখঃ ১০/৫/২৫ শনিবার।
স্থানঃ কুষ্টিয়া হাই স্কুল।
সময়ঃ সকাল ৯:০০

04/05/2025

আগামীকাল আমাদের বৃত্তি প্রাপ্তদের বড় একাংশের পরীক্ষা থাকায় অভিভাবক ও শিক্ষকদের অনুরোধে প্রোগ্রাম টি স্থগিত করা হলো ।

আমরা ইনশাআল্লাহ ছুটির দিনে প্রোগ্রামটি করবো ।
সবাইকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেয়া হবে ইনশাআল্লাহ।

23/04/2025

বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান আগামী ৩ মে ২০২৫ তারিখ নির্ধারণ করা হয়েছিলো। আপাতত ৩ তারিখ হবে না। আগামী ৫ তারিখ বিকেলে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।

07/02/2025

আলহামদুলিল্লাহ॥
বৃত্তি পরীক্ষা ২০২৪ এর ফলাফল প্রকাশিত।

দ্যা স্কলারস্ ফাউন্ডেশন, কুষ্টিয়ার বৃত্তি পরীক্ষা ২৪ এর ফলাফল প্রকাশ হয়েছে । আজ ৭ ফেব্রুয়ারি'২৫ তাং- সকাল ১০:০০ ঘটিকায় ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক সেলিম রেজা বরাবর পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয় ।

যেকোনো প্রয়োজনে ইনবক্সে মতামত প্রকাশ করুন।
https://www.facebook.com/tsfkst1

Photos from The Scholar's Foundation, Kushtia's post 26/12/2024

সকল প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়াকে ধন্যবাদ জানাই।
দ্যা স্কলারস্ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ২০২৪ এর সংবাদ প্রকাশ করার জন্য।

Photos from The Scholar's Foundation, Kushtia's post 25/12/2024

"আলহামদুলিল্লাহ "
কুষ্টিয়ার বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা "দ্যা স্কলারস্ ফাউন্ডেশন" এর উদ্যোগে বৃত্তি পরীক্ষা-২৪ অনুষ্ঠিত।

দ্যা স্কলারস্ ফাউন্ডেশন, কুষ্টিয়ার বৃত্তি প্রকল্পের আওতায় আজ ২৫ ডিসেম্বর বুধবার কুষ্টিয়া জেলার প্রায় দুইশতাধিক প্রতিষ্ঠানের(স্কুল/মাদ্রাসা) এক হাজার ছয়শত জন মেধাবী শিক্ষার্থীদের নিয়ে কুষ্টিয়া জিলা স্কুলে “দ্যা স্কলারস্ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা- ২০২৪” অনুষ্ঠিত হয়।

১৯৯৮ সালে দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যে সংস্থাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে “To Lead The World Be Scholar” স্লোগান কে সামনে রেখে প্রতি বছর ২৫ শে ডিসেম্বর সংস্থাটি বৃত্তি পরীক্ষার আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবছর পূর্ব রেজিস্ট্রেশনকৃত চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের নিজ নিজ পাঠ্যবই বাংলা, ইংরেজি, গণিত ও অতিরিক্ত সাধারণ জ্ঞান সহ সর্বমোট ৪ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা দিয়েছে শিক্ষার্থীরা।

পরীক্ষা চলাকালীন সময়ে "দ্যা স্কলারস্ ফাউন্ডেশন" এর ★পরিচালক- হাফেজ সেলিম রেজা, ★সহঃ পরিচালক- সাকিবুল হাসান (শাওন) ★সদস্য সচিব- আব্দুল্লাহ আল মামুন সাদিক , পরীক্ষা কেন্দ্রর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।

★ এছাড়াও পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন , কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোল্লা মোঃ রুহুল আমিন স্যার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. কামরুল হাসান স্যার এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. এ কে এম মফিজুল ইসলাম স্যার সহ সংস্থাটির সাবেক পরিচালক মাজহারুল হক মোমিন ও মোস্তাফিজুর রহমান ।

শিক্ষার্থীদের মেধা বিকাশে এমন প্রতিযোগিতামুলক উদ্যোগ গ্রহণ করায় সন্তুষ্ট হয়ে কতৃপক্ষকে ধন্যবাদ জানান অবিভাবকবৃন্দ পাশাপাশি শিক্ষার্থীরাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ পেয়ে আনন্দিত।

এক প্রশ্ন উত্তরে সংস্থাটির পরিচালক হাফেজ সেলিম রেজা জানান আসছে বছরের মার্চ মাসের ১ম সপ্তাহে পরীক্ষার ফলাফল প্রকাশ করা হতে পারে এবং ফলাফল প্রকাশের পরপরই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে মেধার ভিত্তিতে শিক্ষার্থীদের এককালিন বৃত্তি, ক্রেস্ট, সম্মাননা প্রদান করা হবে।

উল্লেখ্য দ্যা স্কলারস ফাউন্ডেশন, কুষ্টিয়া থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০০ হাজার শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। দ্যা স্কলারস্ ফাউন্ডেশন, কুষ্টিয়া বৃত্তি প্রকল্প ছাড়াও যোগ্য মানব সম্পদ উন্নয়ন প্রকল্প, স্বাস্থ্য ও ক্রীড়া প্রকল্প, সমাজ বিনিমার্ণ প্রভৃতি প্রকল্প পরিচালনা করে থাকে।

Photos from The Scholar's Foundation, Kushtia's post 24/12/2024

বৃত্তি পরীক্ষা ২০২৪

জিলা স্কুলের একাডেমিক ও প্রশাসনিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মেয়েঃ একাডেমিক ভবন।
ছেলেঃ প্রশাসনিক ভবন।

Want your school to be the top-listed School/college in Kushtia?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Address

Jailkhana More
Kushtia

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00