কুষ্টিয়ার কৃতি সন্তান মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বাংলাদেশের মহামান্য প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হওয়ায় রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ই ই ই বিভাগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।
Rabindra Maitree Department of EEE
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের ই.ই.ই শিক্ষার্থী
Operating as usual
Happy Birthday Our Honorable Sir. 🎂🎁🎉
Prof. DoctorJohurul Islam
Vice-Chairman Sir ( Board of Trustees)
Rabindra Maitree University, Kushtia.
On behalf of the Rabindra Maitree University, Dept. of Electrical and Electronic Engineering , wish you a very happy birthday and send you our best wishes for much happiness in your life.
Maitree University
. of EEE
's Reception
-2021
প্রাণের ক্যাম্পাসে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে বরণ করে নেয়া হয় ইইই বিভাগের নবীন শিক্ষার্থীদের।
ইইই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ আলী এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ইইই বিভাগের প্রভাষক আরিফুল ইসলাম সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহজাহান আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ মামুন, মাননীয় ট্রেজারার, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ড. মোছাঃ ইসমত আরা খাতুন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। প্রফেসর ড. শহীদুর রহমান, ডিন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়। খালিদ হোসাইন জুয়েল, সহযোগী অধ্যাপক, ইইই বিভাগ ইসলামী বিশ্ববিদ্যালয়।
আরো উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ারিং অনুষদের সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে সকল নবীন শিক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে বরণ করে নেন সম্মানিত অতিথি ও শিক্ষকমণ্ডলী।
বিভাগের কো-অর্ডিনেটর মোঃ রমজান আলী সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞ্যাপন করেন।
প্রফেসর মোহাম্মদ আলী স্যার অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন এবং এই আয়োজনে সন্তুষ্টি প্রকাশ করেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Website
Address
Kushtia
7000
Kushtia, 7000
This page is all about Job Preparation more specifically how to Bank Job Preparation . All the education tutorials are in Bengali.
Lutful Haque Lane, Peyaratola Kushtia
Kushtia, 7000
This is best student hostel in Kushtia.
Village:Sonaidanga, Post: Ujangram, Thana: Islamic University, Kushtia Sadar
Kushtia, 7002
This page is for bangla education, Islamic, islamic program and also Quran recitation.
Boalia High School, Daulatpur
Kushtia, 7050
Boalia Secondary School. Established in the 1994. Located in the village of Boalia in Daulatpur upaz
Chewria Khumarkhali
Kushtia, 7000
অস্টম প্রহর হচ্ছে অষ্ট পাঠের পড়া নবম জ্ঞানের ধাঁরা ধরে, দর্শন জ্ঞানের
Keramot Ali Leane, Kalisongkarpur
Kushtia, 7000
This is a private nursing Institute at Kushtia. Bangladesh Nursing & Midwifery Council Approved here Diploma in Nursing science and midwifery course is running from 2016-2017 session.
কুষ্টিয়া জিলা স্কুলের পশ্চিম পাশের গলি।
Kushtia, 7000
"A good teacher is like a candle – it consumes itself to light the way for others"Mustafa Ataturk.