
~শ্যাওলা জমে হালকা ফ্যাকাশে হয়ে যাওয়া হলদে দালান, সামনে দিগন্ত বিস্তৃত মাঠ,পেছনে সেই ঐতিহাসিক তালতলার মেঠোপথ,ধানক্ষেত। স্কুলের সাথে লাগোয়া পুরোনো শিবির। মাঠের এক প্রান্তে অবধারিতভাবে মাথা উঁচিয়ে দাঁড়ানো শহীদ মিনার। তার একপাশে আপন গতিতে উড়ে চলছে জাতীয় পতাকা। সেই মাঠে শহীদ মিনারের সামনে সোজা লাইন ধরে দাঁড়িয়ে একসাথে শপথ পাঠ আর সমস্বরে গাওয়া জাতীয় সংগীত “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি” ❤️🇧🇩❤️।
-৯০ এর দশকে যাদের জন্ম, এই দৃশ্যপটটি কার না চেনা! ভিন্ন ভিন্ন গ্রামের, ভিন্ন ভিন্ন মানুষ, তবু সময়ের সীমারেখা সবারই এক হয়ে যায় হাই স্কুলের স্মৃতি তে এসে। হাফপ্যান্ট ছেড়ে কালো রঙ-এর ফুল প্যান্ট আর সাদা শার্টে হাই স্কুলের আঙিনায় প্রথম পা রাখা। চারপাশে চোখ বুলিয়ে নিয়ে নিজের সাথে নিজের কথোপকথন “এইবার বড় হয়ে গেছি আমি।” ৯০ এর হাই স্কুলের স্মৃতি এইসব বোঝাপড়ার সাথেই যেন যাচ্ছেতাই করতে পারার শৌখিনতায় পরিপূর্ণ। সে সময় হাইস্কুল মানেই তাই, দক্ষিণ জানালার পাশের প্রিয় সিট দখলে নিতে বন্ধুর সাথে মারামারি, ক্লাস ফাঁকি দেয়া, দেয়াল টপকে স্কুল পালানো, সবাইকে লুকিয়ে স্কুলের ছাদে কৈশোরের রঙিন ঘুড়ি নীল আকাশে মেলে ধরাসহ আরো অসংখ্য দুরন্তপনা!🖤
#সংগৃহীত😊