28/01/2022
০৬০৮ খুলনা বিভাগের বন্ধু S M Mamunur Rahman রেক্টাম ক্যান্সারে আক্রান্ত হয় । এবং বন্ধু Urmi Silvia Biswas এর স্বামী দীর্ঘদিন যাবৎ ক্যন্সারে ভুগছে ।
উভয় বন্ধু ০৬০৮ খুলনা বিভাগের বন্ধুদের পাশে থাকার জন্য অনুরোধ জানায় ।
খুলনা বিভাগের বন্ধুরা তাদের অনুরোধে সাড়া দিয়ে সল্পপরিসরে অর্থনৈতিক সহযোগিতার হাত বাড়ায় । বিভিন্ন প্রন্ত থেকে । খুলনার বন্ধুরা ও ০৬০৮ এর অন্যান্য বন্ধুরা অর্থেনৈতির , মানষিক ও বিভিন্ন সহযোগিতা দিয়ে এখনও তাদের পাশে আছে ।
“SSC 06 & HSC 08 STUDENTS OF KHULNA DIVISION”এর বন্ধুদের দেওয়া অর্থ, গত ২৫/১২/২০২১ইং তারিখে ঢাকা বনানীতে S M Mamunur Rahman এবং গত ২৭/১২/২০২১ ইং তারিখে যশোরে Urmi Silvia Biswas বন্ধু দ্বয়ের হাতে চেক এর মাধ্যমে তুলে দেওয়া হয় ।
“সকলে ওদের সুস্থতার জন্য দোয়া করিস।”
সবাই এভাবে বন্ধুদের বিপদে সাড়া দিয়ে বন্ধুত্বের হাতকে আরও শক্ত ও প্রসারিত করব ইন-শা-আল্লাহ্ ।
❤️জয় হোক বন্ধুত্বের❤️
🌹জয়তু ০৬০৮ খুলনা বিভাগ🌹
27/01/2022
‘বিশ্বের সেরা নতুন ভবন’ হিসেবে স্বীকৃতি পেয়েছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ফ্রেন্ডশিপ হাসপাতাল।
বিশ্বে কম খরচে ব্যতিক্রমী নকশায় নির্মিত ভবন ও ভবনের স্থপতিকে এই পুরস্কারে ভূষিত করে যুক্তরাজ্যের রয়্যাল ইনস্টিটিউট অফ ব্রিটিশ আর্কিটেক্টস (রিবা)।
গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।
নূন্যতম সম্পদের সাহায্যে নির্মিত পরিবেশবান্ধব এই ভবনটি স্থপতি ডেভিড চিপারফিল্ড নির্মিত বার্লিনের একটি গ্যালারি এবং ডেনমার্কে উইলকিনসন আইরি নির্মিত ফুটব্রিজকে প্রতিযোগিতায় হারিয়ে এ পুরস্কার জিতেছে।
ছোট ছোট ইটের তৈরি ৮০ শয্যার ফ্রেন্ডশিপ হাসপাতালের নকশা করেছেন স্থপতি কাশেফ মাহবুব চৌধুরী, যিনি এর আগে আগা খান স্থাপত্য পুরস্কারে ভূষিত হয়েছেন। তার স্থাপত্য প্রতিষ্ঠান আরবানা ভবনটি নির্মাণ করেছে।
রিবা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অসাধারণ নকশা ও সামাজিক প্রভাব বিবেচনায় নিয়ে কাশেফ চৌধুরী/আরবানার নকশা করা বাংলাদেশের ফ্রেন্ডশিপ হাসপাতাল ভবনটিকে এই আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হচ্ছে।
গার্ডিয়ান বলছে, জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উচ্চতা ক্রমবর্ধমানভাবে বেড়েই চলেছে। আর এ কারণে আশপাশের শস্যক্ষেতগুলোতে পানি জমে যাওয়ায় সেগুলো চিংড়ির ঘেরে রূপান্তরিত হয়েছে। আর ভূপৃষ্ঠ পানীয় এতো লবণাক্ত হয়ে উঠেছে যে পান করাসহ বেশিরভাগ কাজেই সেটি ব্যবহার করা যায় না। আর তাই বর্ষাকালে বিশুদ্ধ পানির সর্বশেষ ফোঁটাটিও সংরক্ষণের চেষ্টা করেন স্থানীয়রা। আর এ বিষয়ের দিকে নজর দিয়েই কাশেফ মাহবুব চৌধুরী এমন একটি ভবনের নকশা করেন যেটি আসলে বৃষ্টির পানি ধরে রাখার মেশিনে পরিণত হবে। হাসপাতালের প্রতিটি ভবনের ছাদ থেকে এবং চারপাশের আঙিনার সঙ্গে নালার মাধ্যমে খালের সংযোগ করেছেন।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষকে চিকিৎসা সেবা দিতে ২০১৮ সালের জুলাই মাসে চালু হয়েছে ফ্রেন্ডশিপ হাসপাতাল। ২০১৩ সালে নকশা করার পর চার বছরে এর নির্মাণকাজ শেষ হয়।
বিশ্বের ১১টি দেশের ১৬টি ব্যতিক্রমী নতুন স্থাপনা থেকে বাছাই করে তিনটি স্থাপনার সংক্ষিপ্ত তালিকা চূড়ান্ত করে রিবা আন্তর্জাতিক পুরস্কারের পাঁচ সদস্যের জুরি বোর্ড। সেখান থেকেই দ্বিবার্ষিক এ পুরস্কারের চূড়ান্ত বিজয়ী হিসেবে সাতক্ষীরার ফ্রেন্ডশিপ হাসপাতালের নাম ঘোষণা করা হয়েছে।
25/10/2021
মিলনমেলা (২৫/১০/২০২১)
বন্ধুত্ব এমন একটি শব্দ যার সাথে মিশে থাকে,হাসি আনন্দ,সুখ-দু:খ,মান-অভিমান ।
বন্ধু মানে উল্লাসে হারিয়ে যাওয়া । বন্ধু মানে এক রাশ আনন্দঘন মূহুর্ত।
আমদের খুলনা বিভাগের বন্ধন হোক অটুট।
বন্ধুত্ব ছড়িয়ে পড়ুক খুলনা বিভাগের কোনায় কোনায় ।
❤️জয় হোক বন্ধুত্বের❤️
🌹জয়তু ০৬’০৮খুলনা বিভাগ🌹
21/12/2020
প্রাণের বিভাগ খুলনা বিভাগ”
প্রানের বন্ধু ০৬০৮”
লালে লালে রাঙ্গানো ছিল ০৬০৮ মাগুরার প্রোগ্রাম(১৮/১২/২০২০)।
বন্ধুত্ব ছড়িয়ে পড়ুক খুলনা বিভাগের সর্বত্র।
ভ্রাতৃত্ব ছড়িয়ে পড়ুক খুলনা বিভাগের ১০টি জেলার সর্বত্র।
❤️জয় হোক বন্ধুত্বের❤️
🌹জয়তু ০৬০৮ খুলনা বিভাগ🌹
11/12/2020
টিম খুলনা বিভাগ ।
আজ ঢাকাস্থ খুলনা বিভাগের মিলনমেলা সুন্দর ভাবে সম্পন্ন হল ।
শক্ত হোক খুলনা বিভাগের বন্ধুত্বের বন্ধন ।
খুলনার ইউনিটি ছড়িয়ে পড়ুক বাংলাদেশের সর্বত্র ।
❤️জয় হোক বন্ধুত্বের❤️
🌹জয়তু ০৬০৮ খুলনা বিভাগ🌹
02/12/2020
ওগো মা, তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে
তোমার 'পরে খেলা আমার দুঃখে সুখে
তুমি অন্ন মুখে তুলে দিলে
তুমি শীতল জলে জুড়াইলে
তুমি যে সকল-সহা, সকল-বহা, মাতার মাতা
ও আমার দেশের মাটি,
তোমার পরে ঠেকাই মাথা ।
14/11/2020
একটি অত্যন্ত আনন্দের সংবাদ এই যে আগামী ১৮/১২/২০২০ইং তারিখে মাগুরাতে আয়োজন করা হয়েছে ০৬’০৮ ব্যাচ এর বন্ধুদের এক মহা মিলন মেলা । যেখানে উপস্থত হবে খুলনা সহ বাংলাদেশের সকল জেলার ০৬’০৮ বন্ধুরা ।
মাগুরার প্রোগ্রাম সফল হোক ।
❤️জয় হোক বন্ধুত্বের❤️
🌹জয়তু ০৬’০৮ খুলনা বিভাগের🌹
01/11/2020
One part of Team khulna division(SSC’06 & HSC’08) in Dhaka city .
09/10/2020
৯/১০/২০২০ যশোরের মিলনায়তন ।
সকলের সহযোগিতায় ০৬-০৮খুলনা বিভাগের (যশোর) মিলনায়তন অনেক সুন্দর ও সাফল্যমন্ডিত হল ।
♥️জয় হেক বন্ধুত্বের♥️
🌹জয়তু ০৬-০৮ খুলনা বিভাগ🌹
02/10/2020
খুলনা বিভাগের বন্ধুদের আড্ডা ঢাকা TSC মোড়ে ।
আড্ডা ছড়িয়ে পড়ুক খুলনা বিভাগের প্রতিটা জেলার কোনায় কোনায় । শক্ত হোক বন্ধুত্বের বন্ধন ।
♥️জয় হোক বন্ধুত্বের♥️
🌹জয়তু ০৬-০৮ খুলনা বিভাগ🌹
25/09/2020
০৬-০৮ যশোরের প্রগ্রাম আজ সম্পন্ন হল ।
শুভ কামনা যশোরের জন্য ।
জয় হোক বন্ধুত্বের ।
🌹জয়তু ০৬-০৮ খুলনা বিভাগ🌹
20/09/2020
করোনা পরিস্থিতে ত্রান কার্যক্রম সকলে মিলে , ০৬-০৮ খুলনা বিভাগের পক্ষ থেকে ।
সকলের অংশগ্রহণই একটা ভালো কিছু বয়ে নিয়ে আসতে পারে ।
🌹জয়তু ০৬-০৮ খুলনা বিভাগ🌹
19/09/2020
Mirpur er bondhu der shate adda
19/09/2020
18-09-2020 Friday Hatirjheel - হাতিরঝিল
Friends of khulna division in dhaka .