
2021 সালের 2য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ:-
আমাদের পেজে লাইক কমেন্ট করে সবার আগে পোস্ট গুলা দেখে নেন
Operating as usual
2021 সালের 2য় বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশ:-
পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশঃ
অনার্স ১ম বর্ষ ২০২০-২০২১ শিক্ষাবর্ষে সকল পরিক্ষার্থীদের আগামী ১৫/১০/২২ তারিখ থেকে প্রবেশ পত্র বিতারণ করা হবে।
শুধুমাত্র উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীদের রুটিন
২০২১ সালের শিক্ষাবর্ষের নিয়মিত অনিয়মিত যারা ফর্ম ফিলাপ করতে পারেন নাই তাদের জন্য বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণ করার শেষ সুযোগ
বিলম্ব ফি দিয়ে ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশঃ-
২০২১ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার রুটিন প্রকাশঃ-
অনার্স ২য় বর্ষের ( ২০১৯-২০) ফরমপূরণের নোটিশ :
ফরমপূরণ চলবে:
আগামী ২০/০৯/২০২২ খ্রি. থেকে ৩০/০৯/২০২২ খ্রি. পর্যন্ত।
টাকার পরিমাণ : ৫৬৫২ টাকা।
আবেদনপত্রের সাথে যা জমা দিতে হবে:
১. অনলাইনে পূরণকৃত আবেদন ফরম
২. রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি
৩. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
৪. অনলাইনে ফি জমার প্রিন্ট কপি
৫. অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের ২০২০ সালের অনার্স ২য় বর্ষ পরীক্ষার ফলাফলের কপি।
ফরম পূরণের সময় ১৪/৯/২২ হতে ১১/১০/২২ পর্যন্ত । কলেজ কতৃক সময় অনুযায়ি আমাদের ফরম কার্যকম চালু হবে ধন্যবাদ।
২০২১ শিক্ষাবর্ষ এর অনার্স ২য় বর্ষের ফরম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ:-
সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে , আগামিকাল মহান শোক দিবস উপলক্ষে সকল শিক্ষার্থীদেরকে সকাল ৮:৩০ মিনিটের মধ্যে কলেজে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো। সবাই সকাল ৮:৪৫ মিনিটে সাইদুল ইসলাম স্যারের সাথে দেখা করবে। সকাল ৯ টাই পুষ্প রঞ্জক প্রদান। সকলকে অবশ্যই কলেজে সঠিক সময়ে উপস্থিত হয়তে হবে।
১৫ আগস্ট এর কর্মসূচিঃ
অনার্স ১ম বর্ষ ২০২১-২২ এর ক্লাস সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ
আলহামদুলিল্লাহ আমাদের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের আজকের ফুটবল খেলা ছিলো গণীত বিভাগের সাথে সেখানে আমাদের উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষার্থীরা গণীত বিভাগকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয় লাভ করেছে।
আগামী দিনের জন্য সবার কাছে দোয়া কামনা করি যেন তারা আগামী ম্যাচেও জয়যুক্ত হতে পারে।
সংশোধিত নোটিশঃ-
ফুটবল খেলার সময় সূচিঃ-
২৫ তারিখের পরীক্ষা পরিবর্তন করা হয়নি।২৫ তারিখে যথা সময়ে পরিক্ষা অনুষ্ঠিত হবে।
২য় বর্ষের নির্বাচনি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশঃ-
২০১৮-১৯ শিক্ষা বর্ষের অনার্স ২য় বর্ষের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ-
কলেজ কতৃক প্রকাশিত অনার্স ১ম বর্ষের ফর্ম পূরনের সময় সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ-
২বর্ষের ইনকোর্স পরীক্ষার সাজেশন সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ-
উচ্চতর অপুষ্পক উদ্ভিদ ব্যাতিত সকল বিষয়ের সালের প্রশ্ন পড়তে হবে ২০১৮-২০২১ সালের "ক" বিভাগ ও "খ" বিভাগের সকল প্রশ্ন ইনকোর্স পরীক্ষার জন্য সাজেশন।
সকল ২০১৮-১৯ শিক্ষা বর্ষের অনার্স ২য় বর্ষের শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল কলেজ থেকে উত্তরণকৃত বই ডিপার্টমেন্টে জমা দেওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়লো।
২য় বর্ষের ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশঃ-
১ম বর্ষের নির্বাচনি পরীক্ষার রুটিন প্রকাশঃ-
ফর্ম পূরন সংক্রান্ত বিজ্ঞপ্তিঃ-
২০২১সালের ১ম বর্ষের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ১২-৫-২২ থেকে ০৯-০৬-২২ পর্যন্ত ফর্ম পূরন এর সময় প্রকাশিত হয়েছে
অনার্স ২য় ও ৩য় বর্ষের ( ব্যবহারিক পরিক্ষার্থী) শিক্ষার্থীদের আগামীকাল(০৮/০৫/২০২২) সকাল ১০ টায় কলেজে আসার জন্য বলা হলো।
আর যারা প্রোমোটেড হওনি তারা মন খারাপ ও চিন্তা করে এখন আর কিছুই হবে না যা হওয়ার হয়ে গেছে এখন ভালো করে লেখা-পড়ায় মননিবেশ করো। আর আশা রাখো আগামীতে যেন তোমার রেজাল্ট টাই যেনো সব থেকে ভালো হয় তুমিই যেনো ১ম ক্লাস ১ম হয়তে পারো। এমন মন ভাব নিয়ে লেখা-পড়া শুরু করো দেখবে ভবিষ্যৎে তুমিই একজন সফল ব্যক্তি হয়ে গড়ে উঠবে। অতিত কে নিয়ে মন খারাপ করা শুধুই বোকামি অতিতের থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো কিছু করাই একজন জ্ঞানীর কাজ।তাই অতিত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য এখন থেকেই ভালো করে লেখা-পড়া শুরু করে দেও।দেখবে তোমার ভবিষ্যৎ আলোই পরিপূর্ণ হয়ে উঠবে এখন তোমার খারাপ রেজাল্ট দেখে যারা হাসা-হাসি করতেছে তখন তোমার ভালো রেজাল্ট দেখে তারাই তোমাকে বাহ বাহ দিবে।তাই বলছি খারাপ থেকে শিক্ষা নেও মন খারাপ করে লেখা-পড়াই আর করবো না মানুষের সামনে মুখ দেখাতে পারবো না এমন মন ভাব যেনো তোমার তৈরি না হয়।
আজ সন্ধ্যা ৭ টাই প্রকাশিত হবে ২০২০ সালের অনার্স ১ম বর্ষের রেজাল্ট
ইতিহাস পরিবার, একই বন্ধনে আবদ্ধ সবাই। এই বন্ধন কে সুদৃঢ় করতে থাকবো পেজের সাথে।
Assalamualikum. My name is Mohima. I love to learn English as well as to teach!
Welcome to our page. Here we teach SSC, HSC level BUSINESS SUBJECTS, ENGLISH & ECONOMICS. 0172862697