31/10/2024
*মু. তৌহিদুল ইসলাম হলেন বাংলাদেশ স্কাউটস এর এডহক কমিটির সদস্য*
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশনের নব নির্বাচিত সভাপতি ৭৬ ব্যাচের মুহাম্মদ তৌহিদুল ইসলাম বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
গতকাল ৩০-১০-২০২৪ বংগভবন থেকে রাস্ট্রপতির এক পত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য তৌহিদুল ইসলাম এর আগে বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। তৌহিদুল ইসলামের এমন গুরুত্বপূর্ণ ও সন্মানজনক দ্বায়িত্ব লাভ করায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছে।
23/09/2024
*বকেয়া সংক্রান্ত*
আস সালামু আলাইকুম। শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশনের সন্মানিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে এসোসিয়েশনের ১১৪ জন সদস্যের কাছে সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত মোট বকেয়ার পরিমাণ ২,০৪,৭০০ টাকা।
তার মধ্যে ৮৯ জন সাধারন সদস্যের সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বকেয়া ১,১৪,৯৫০/- এবং
২৫ জন আজীবন সদস্যের কাছে বকেয়া ৮৯,৭৫০/-। ইতোমধ্যে বকেয়ার নোটিশ দফতর সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম ১১৪ জন সদস্যের সবাইকে অবহিত করেছেন। আগামী ২৬-০৯-২০২৪ এর মধ্যে তাদের নিজ নিজ বকেয়া পরিশোধ করার অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে এসোসিয়েশনের সকল সদস্যদের সহযোগিতা একান্ত কাম্য।
উল্লেখ্য এসোসিয়েশনের সাধারণ সভা ও নির্বাচন শীঘ্রই অনুষ্ঠিত হবে।
নিবেদক
মোহাম্মদ মাসুদ খান, সাধারণ সম্পাদক, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন, ঢাকা।
11/03/2024
ইফতার মাহফিল ২০২৪
স্থান : শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন
তারিখ : ২২-০৩-২০২৪, শুক্রবার
নিবন্ধনের শেষ তারিখ : ১৮-০৩-২০২৪
08/03/2024
একমাত্র নিবন্ধিত সংগঠন "শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন' আয়োজিত
*ইফতার মাহফিল ২০২৪*
স্থান: বিদ্যালয় প্রাংগন
তারিখ: ২২-মার্চ-২০২৪,
শুক্রবার,
বিকেল: ৫.০০ ঘটিকা
* নিবন্ধন ফি: ২০০ টাকা (ব্যাচ ১৯৭২ থেকে ২০১৪) এবং
* ১০০ টাকা (ব্যাচ ২০১৫ থেকে ২০২৩)।
নাম ও ব্যাচের রেফারেন্স উল্লেখপূর্বক নিবন্ধন ফি পাঠানো যাবে:
বিকাশ ও নগদ এর মাধ্যমে।
নিবন্ধনের শেষ তারিখ: ১৮-মার্চ-২০২৪
বিস্তারিত আসছে....
07/02/2024
"এনালগ দিনগুলো"
শেরেবাংলা নগর বয়েজ স্কুলের ৮৫ ব্যাচের মোহাম্মদ মাসুদ খানের ৩য় বই।
বইটিতে রয়েছে সত্তর-আশি ও নব্বই দশক সময়কালের নানা ঘটনা।
বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ব্যক্তিগত অভিজ্ঞতা লেখক ২৪ টি অধ্যায়ের মাধ্যমে তুলে ধরেছেন।
বইটি পাঠের মাধ্যমে একজন পাঠক সত্তর, আশি ও নব্বই দশকের সময়কে ফিরে পাবেন।
৯৬ পৃষ্ঠার বইটির মূল্য ঃ ৩৫০ টাকা, ২৫% ছাড়ে ২৬২ টাকায়
বইটি পাওয়া যাচ্ছে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলার ৭৭৭ নাম্বার স্টল "হাজারো প্রাণের ঐকতান" এ।
স্টলের অবস্থান বাংলা একাডেমি প্রাংগনে।
29/01/2024
"শোক সংবাদ"
শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক শ্রদ্ধেয় জি. এন. আর. আবুল বাশার স্যার অদ্য ২৯/০১/২০২৪ ইং তারিখ ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন...... মরহুমের নামাজে জানাজা ও দাফন তার নিজ গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।
শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে স্যারের মৃত্যতে গভীর শোক প্রকাশ করছি। পাশাপাশি তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করছি। স্যারের পরিবারের সকলকে মহান রাব্বুল আল আমীন এই শোক কাটিয়ে উঠার শক্তি প্রদান করুক....... আমীন।
28/06/2023
** কমিউনিটি ব্যাংকের ডিএমডি দ্বায়িত্ব পাওয়ায় মো: আব্দুল কাইয়ুম খান কে অভিনন্দন **
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য ৮৮ ব্যাচের প্রকৌশলী মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান (শিপন) গত ২৬ জুন ২০২৩ কমিউনিটি ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক হিসাবে পদোন্নতি পেয়েছেন। এর আগে তিনি একই ব্যাংকে এসইভিপি ও সিআইও হিসাবে কর্মরত ছিলেন।
১৯৯৮ সালে লীডস কর্পোরেশনে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করলেও ২০০৫ সালে তার ব্যাংকিং ক্যারিয়ারের সুচনা হয় ব্রাক ব্যাংকে আইটি ম্যানেজার হিসাবে যোগদানের মাধ্যমে।
পরবর্তীতে তিনি এক্সিম ব্যাংক, স্টান্ডার্ড ব্যাংক ও ব্যাংক এশিয়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দ্বায়িত্ব পালন করেছেন।
কাইয়ুম খান শিপন শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৮ সালে এস এস সি, ১৯৯০ সালে নটেরডাম কলেজ থেকে এইচ এস সি, ১৯৯৭ সালে
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ও ২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে এমবিএ সম্পন্ন করেছেন।
কমিউনিটি ব্যাংকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে পদোন্নতি পাওয়ায় শেরেবাংলা নগর সরকারি বালক উচ বিদ্যালয় আলামনাই এসোসিয়েশন মোহাম্মদ আব্দুল কাইয়ুম খান কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছে।
02/07/2022
**প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ**
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডাঃ কাজী গোলাম রসুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অদ্য (২রা জুলাই, ২০২২) শনিবার বেলা ২.৩০ মিঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমানের সাথে তার দফতরে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রতিনিধি দল প্রধান শিক্ষককে এসোসিয়েশনের উপদেষ্টা পরিষদের সদস্য পদ গ্রহণের একটি প্রস্তাবপত্র প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ উল আলম সোহেল, দফতর সম্পাদক এ কে এম আনোয়ারুল ইসলাম উত্তম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুর রহমান বাপ্পী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ আরিফ হাসান ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মিঠু বড়ুয়া, নির্বাহী পরিষদের সদস্য মনির আহমেদ মিঠু ও মোহাম্মদ আলী রিমন প্রমুখ।
25/04/2022
শেরেবাংলা নগর বয়েজ স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - খবরটিভি
মোঃ লুৎফর রহমান রাব্বিঃ গত ২০ রমজান, ২২ এপ্রিল শুক্রবার, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চবিদ্যালয় এর প্রাক্তন ছাত.....
26/03/2022
**শোক সংবাদ**
অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে, ডাঃ আকরাম পারভেজ (ব্যাচঃ ৭৯), ডাঃ খালিদ হাসান বুলবুল ('৮২) ও ফারুক ইমাম জুয়েল ('৮৫) এর
মাতা অদ্য ২৬/০৩/২০২২ ইং শনিবার ভোর আনুমানিক ৬:২০ মিঃ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। উল্লেখ্য তাদের মা গত ২০-০৩-২০২২ থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।
শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশনের পক্ষ থেকে তার এই মৃত্যুতে শোকাহত। মহান রব্বুল আলামীন তার পরিবারের সকলে এই শোক কাটিয়ে উঠার শক্তি দিন....... আমীন।
আজ বাদ যোহর আগারগাও নিউ কলোনি জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। (তথ্য সূত্রঃ সোহেল -১৯৯০ ব্যাচ)
17/03/2022
**শোক সংবাদ**
১৯৭৮ ব্যাচের Tariq Hossain এবং ১৯৮৯ ব্যাচের Apollo Ashraf Shah 'র মাতা আজ (১৭-০৩-২০২২) ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহ ওয়া ইন্নাইলাহি রাজিউন।
14/03/2022
৯৬ ব্যাচের ফিরোজুল কবির সুমনের বাবা আজ রাত ৩ঃ১৫ মিনিটে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসি করুক।
13/03/2022
আজ ১৩ই মার্চ।
১৯৯২ সালের এইদিনে আমাদের শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৮৪ ব্যাচের ছাত্র মঈন হোসেন রাজু সন্ত্রাস বিরোধী মিছিলে নিহত হন। পরবর্তীকালে রাজু’র স্মৃতিকে ধরে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নির্মিত হয় রাজু ভাস্কর্য ।
রাজু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের ছাত্র।
উল্লেখ্য শহীদ মঈন হোসেন রাজু'র বড় ভাই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী মুনীম হোসেন রানাও ( Muneem Rana) শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এস এস সি ৭৯ ব্যাচের ছাত্র।
আমরা শহীদ মঈন হোসেন রাজু'র বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
25/02/2022
বেকা’র বিশেষ সন্মাননা পদক পাচ্ছেন ৩ সাবেক ক্যাডেট
২০২১ সালের করোনা মহামারীকালে মহত কাজের জন্য ৩ সাবেক ক্যাডেটকে ‘বিশেষ সন্মাননা পদক’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বেক.....