
ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ-২০২৫।
Adamjee Cantonment Public School founded in 1960. Since then It has been serving for the nation in providing quality education.
Operating as usual
ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি শিক্ষাবর্ষ-২০২৫।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে উৎসবমুখর পরিবেশে ও সাড়ম্বরে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়। শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান’ পরিবেশনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়। পাশাপাশি মঙ্গল শোভাযাত্রা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা এবং ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসবের আয়োজন করা হয়। এছাড়াও আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিরতণী অনুষ্ঠিত হয়। ।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদার সাথে উদ্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে সমাবেশ, পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, শপথ পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা (ভলিবল, বাস্কেটবল, টেবিল টেনিস, দাবা), শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে ও মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে ছাত্র, শিক্ষক ও অধ্যক্ষ কর্তৃক আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আবৃত্তি, হামদ্-নাত, নাটিকা মঞ্চায়ন, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বাদ যোহর মসজিদে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদগণের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ যথাযোগ্য মর্যাদার সাথে পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রভাত ফেরি, শহিদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কোরআন তিলাওয়াত, চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪
বর্ণিল আয়োজনে বিপুল উচ্ছ্বাস-উদ্দীপনার মধ্য দিয়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল প্রাঙ্গণে বই উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে মহান বিজয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, শেখ রাসেল দেয়ালিকা, জাতীয় সংগীত পরিবেশন, আলোচনা সভা, মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, কোরআন তিলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
ছাত্র ভর্তি বিজ্ঞপ্তি-শিক্ষাবর্ষ-২০২৪।
আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। এ উপলক্ষে স্কুল প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালিতে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
স্কুল শিক্ষার্থীদের বিসিএসআইআর গবেষণাগার পরিদর্শন কার্যক্রম ২০২৩-২৪ শুরু হয়েছে। এ উপলক্ষ্য আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আফতাব আলী শেখ। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের সন্মানিত অধ্যক্ষ লে. কর্নেল মোঃ মহিবুল আকবর মজুমদার মহোদয়ের নেতৃত্বে উক্ত স্কুলের শিক্ষার্থীরা বিসিএসআইআর-এর গবেষণাগারসমুহ পরিদর্শন করেন।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদ্যাপন উপলক্ষে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে হামদ-নাত পরিবেশন, দোয়া মাহফিল ও মহানবি (সা:) এর সুমহান আদর্শ আলোচনা করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ, ছাত্র ও শিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
৫০তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ ক্যান্টনমেন্ট থানায় আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে ফুটবল, হ্যান্ডবল, কাবাডি, ও দাবা (বালক-বড়) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আজ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, শেখ রাসেল দেয়ালিকা, ঐতিহ্যবাহী ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা, প্রীতি ফুটবল ম্যাচ, শেখ রাসেল দেয়ালিকা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের শিক্ষার্থীরা বঙ্গভবন পরিদর্শন করে। পরিদর্শনকালে বঙ্গভবন তোশাখানা জাদুঘরসহ বিভিন্ন বিষয়ে জ্ঞানার্জন করে। এ সময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ পালন
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩