07/05/2025
“জীবনেরে করো জয়,
তুমি জয় করো সিন্ধু।”
-রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুর,একটি নাম নয়, এক চিরন্তন আলোকবর্তিকা। তিনি আমাদের শিখিয়েছেন কীভাবে ভালোবাসতে হয়, অনুভব করতে হয়, আর কীভাবে শব্দকে করে তোলা যায় প্রাণের ভাষা। তাঁর গান, কবিতা, গল্প, নাটক সবই আমাদের জীবনের অনুষঙ্গ হয়ে রয়ে গেছে যুগের পর যুগ। তিনি আমাদের শিখিয়েছেন ভাবতে, প্রশ্ন করতে, এবং ভালোবাসতে।
গাফা পরিবারের পক্ষ থেকে বিশ্বকবির জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
শুভ রবীন্দ্রজয়ন্তী!
02/05/2025
শুভ জন্মদিন, সত্যজিৎ রায়!
‘পথের পাঁচালী’ আমাদের জীবনের পথ দেখায়,
‘অপরাজিত’ শেখায় না হার মানতে,
‘চারুলতা’ স্পর্শ করে হৃদয়ের সূক্ষ্ম অনুভব, আর ‘হীরক রাজার দেশে’ জাগায় চিন্তার আলো।
গাফা শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে আপনাকে—চিরকাল আমাদের অনুপ্রেরণা ।
01/05/2025
আজ কিংবদন্তি কণ্ঠশিল্পী মান্না দের জন্মদিন। তাঁর গানে বাঙালির আবেগ, প্রেম, বেদনা আর জীবনের দর্শন যেন ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে। তাঁর প্রতিটি সুর, প্রতিটি গানে যেন বয়ে চলে এক অনন্ত সাঙ্গীতিক যাত্রা।
"যদি কাগজে লেখো নাম, কাগজ ছিড়ে যাবে
পাথরে লেখ নাম, পাথর ক্ষয়ে যাবে
হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে.....!“
গাফা'র পক্ষ থেকে এই অসামান্য শিল্পীর জন্মদিনে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। বাংলা সংগীতজগত তাঁর অবদানে চিরঋণী। মান্না দা, আপনি ছিলেন, আছেন, থাকবেন—আমাদের হৃদয়ের মণিকোঠায়।
30/04/2025
১. সংগীতে হাতেখড়ি
"সংগীত গুরুমুখী বিদ্যা" অর্থাৎ সংগীত বিদ্যা অর্জনে গুরু বা শিক্ষকের মুখাপেক্ষী (মুখোমুখি) হওয়ার কথা বলা হয়েছে। আমার মতে সংগীত শিক্ষার মনস্থিরই সঙ্গীতে হাতেখড়ির প্রথম ধাপ। তবে যে বিদ্যা গুরুর কাছে যেয়ে শিখতে হয় বলা যায় তাহাই গুরুমুখী বিদ্যা। থাক সে আলোচনা, সঙ্গীতের হাতেখড়ির বিষয়টি নিয়ে কথা বলা যাক, কোন শিক্ষার্থীকে অ-আ শেখাতে প্রথমেই মা-বাবা কিংবা কোন গৃহশিক্ষক দায়িত্ব নিতে পারেন। কিন্তু সংগীত বিষয়ে যেহেতু সকলের জ্ঞান কিংবা শিক্ষা অর্জন থাকে না সেহেতু সব বাবা-মা কিংবা গৃহ শিক্ষকই এ শিক্ষাদানে পারদর্শী না হওয়াই স্বাভাবিক। তবে বলেছিলাম সংগীত শিক্ষার মনস্থিরই সঙ্গীতের হাতেখড়ির প্রথম ধাপ। কেনই বা নয়, প্রাতিষ্ঠানিক কিংবা গুরুর কাছে না শিখে শুনে-শুনেই সঙ্গীতের মহারথীর সংখ্যাও তো কম নয়। এজন্য সঙ্গীতজ্ঞ ও মনীষীগণ সঙ্গীত অনুভূতি (sense) কে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তবে আমার আলোচনাটা হাতে খড়ির মধ্যেই রাখতে চাই। প্রথম শিক্ষক মা-বাবা যেহেতু সঙ্গীতজ্ঞ নন কিংবা সঙ্গীতে পারদর্শী নাও হয়ে থাকেন সেক্ষেত্রে সংগীতের হাতেখড়ির বিষয়ে মা-বাবা তথা অভিভাবকের ভূমিকা অতীব জরুরী। কারণ এ বিদ্যা অর্জনে ভুল রাস্তায় পথ চলা শুরু করলে উন্নতির চেয়ে অবনতি অবধারিত। অর্থাৎ ভালো গাওয়ায় গলা, সুর,তাল-লয় সমেত সঙ্গীত রসালো নাও হতে পারে কিংবা শ্রোতার মনোরঞ্জন না করে পীড়ার কারণ হতে পারে। তবে একথাও সত্য যে মহান স্রষ্টা পৃথিবীর সব কিছুকে সমান আকার বা শক্তি দিয়ে সৃষ্টি করেননি। সঙ্গীতজ্ঞ গণ বলেছেন সংগীতে হাতেখড়ির জন্য একজন গুণী সংগীত গুরু তথা তালিমদার হতে হবে এ কথার খুবই গুরুত্ব রয়েছে।
শিশু শিক্ষার্থী এ কঠিন বাক্য না বুঝলেও জ্ঞানী মাত্রই বুঝবেন একথা ধরে নেওয়া যায়। প্রথমেই সুরের তালিমে কন্ঠ অনুশীলনের বিকল্প নেই। কোন যন্ত্রে সেটা সমীচীন বা উপযোগী তাও নির্ধারণ জরুরী আবার কোন স্কেলে করবে তাও নির্ধারণ জরুরী। সর্বোপরি, সৃষ্টিকূল প্রাপ্ত কন্ঠকে তালিমের মাধ্যমে আরো শাণিত করাইতো লক্ষ্য, তাহলে প্রথম গুরুজীর প্রথম কাজ হল শিশুর বা শিক্ষার্থীর স্কেল সঠিকভাবে পরিমাপ করা এবং সেখান থেকে স্বর সাধনার যাত্রা শুরু করা। এ কাজটি করার জন্য গুরুজীকে গুরুমুখী বিদ্যা অর্জন করতে হয় অর্থাৎ নিজে সঠিক গুরুর তালিম পেলে সঙ্গীতে হাতেখড়ির শিক্ষার্থীকে সঠিক তালিম দিতে পারবেন।
কলমে : Adv Mozibur Rahman Prodania
25/03/2025
কাজী নজরুল ইসলাম: বিদ্রোহী কবির ইসলামী চেতনা
কাজী নজরুল ইসলাম ছিলেন একাধারে বিদ্রোহী, প্রেমের কবি এবং ইসলামী ভাবধারার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর সাহিত্যকর্মে আমরা দেখতে পাই ঈমানের দৃঢ়তা, ইসলামের মহান আদর্শ, মানবতা ও ন্যায়ের জন্য লড়াই করার চেতনা।
"আমার এ গান গজল, আমার এ গান আজান,
আমার এ গান মোমিনের তকবির!"
এই পঙক্তির মতো তাঁর রচনায় ইসলামী ভাবধারা প্রকাশ পেয়েছে, যেখানে তিনি নবীপ্রেম, তাওহিদের মাহাত্ম্য, ও সাম্যের বাণী উচ্চারণ করেছেন। ইসলামি সঙ্গীত (গজল), হামদ-নাত, ও শৌর্যগাথার মাধ্যমে তিনি মুসলিম সমাজকে জাগ্রত করেছেন।
নজরুলের কলম ছিল নিপীড়িতের মুক্তির হাতিয়ার, আর তাঁর লেখনীতে ছিল সত্য ও ন্যায়ের পক্ষে অকুতোভয় কণ্ঠস্বর। তাঁর ইসলামী চেতনা শুধু ধর্মীয় অনুপ্রেরণা ছিল না, বরং তা মানবতার সেবার এক অনন্য দৃষ্টান্ত।
"জাগো অমুসলিম, জাগো মুসলিম!
এই দুনিয়া এক জাতি, এক প্রাণ, এক দেহ!"
— নজরুলের ইসলামী চেতনা শুধু কাব্যে নয়, বরং তাঁর চিন্তা-চেতনা ও কর্মেও ছিল সুস্পষ্ট। "কেবল মুসলমানের লাগি আসেনি ইসলাম সত্য যে চায় আল্লাহ মানে মুসলিম তারি নাম"শুধু মুসলমানের জন্য ইসলামকে আবদ্ধ করে রাখেন নি নজরুল সত্য ও ন্যায়ের পথে যারা সংগ্রামী তাদেরকে নজরুল মুসলিম বলে আখ্যায়িত করেছেন ।
#নজরুল #ইসলামী_চেতনা #বিদ্রোহী_কবি #গজল #কবিতা
22/01/2025
শিল্পকলা বলতে বিশ্বের বিভিন্ন সমাজ ও সংস্কৃতিতে বিদ্যমান বহুবিধ কিছু কর্মকাণ্ডকে বোঝায় । যেগুলোর মাধ্যমে দেখা, শোনা বা পড়ার যোগ্য কিংবা পরিবেশন করার মত এমন বিশেষ কিছু সৃষ্টি করা হয় । যার মধ্যে সৃষ্টিকারীর কল্পনাশক্তি ও কারিগরি দক্ষতার বহিঃপ্রকাশ ঘটে । সৃষ্ট শিল্পকর্ম বা কলা- কেই শিল্পকলা বলে।
যে ব্যক্তি শিল্পকলা চর্চা করে শিল্পকর্ম সৃষ্টি করেন তাকে শিল্পী বলে।
শিল্পকলা একটি ব্যাপক বিষয়। এর সাথে জড়িয়ে রয়েছে সংগীত, চারুকলা, কারুকলা, নৃত্যকলা, যন্ত্র সঙ্গীত, আবৃত্তি, যোগ ব্যায়াম এবং আরো কত কি!
এইসকল বিষয়ের সম্মেলন ঘটেছে আমাদের গুরুমুখী একাডেমি অফ ফাইন আর্টস (গাফা) - তে ,
২০২৫-২৬শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট)
❤️২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক )
❤️৩.যন্ত্র সঙ্গীত( তবলা,হারমোনিয়াম,গীটার,কিবোর্ড ) ❤️৪. নাচ ( নৃত্য কলা)
❤️৫. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা)
❤️৫.সুন্দর ও দ্রুত হাতের লেখা
❤️৬.যোগ ব্যায়াম (যোগাসন, প্রাণায়াম, রোগারগ্য)
আর বিস্তারিত জানতে আমাদের পেইজে এসএমএস করুন ।
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link
19/01/2025
সৃজন বিদ্যানিকেতন স্কুলে গাফার চিত্রাঙ্কন কর্মশালা।
একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা -র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সাংস্কৃতিমনা ও সাদা মনের মানুষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বিষয়ভিত্তিক মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা করানো ,গল্প বলা ও পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
আপনিও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সাংস্কৃতিবান করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের তথা গাফা''র ।
২০২৫-২৬শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট)
❤️২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক )
❤️৩.যন্ত্র সঙ্গীত( তবলা,হারমোনিয়াম,গীটার,কিবোর্ড ) ❤️৪. নাচ ( নৃত্য কলা)
❤️৫. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা)
❤️৫.সুন্দর ও দ্রুত হাতের লেখা
❤️৬.যোগ ব্যায়াম (যোগাসন, প্রাণায়াম, রোগারগ্য)
আর বিস্তারিত জানতে আমাদের পেইজে এসএমএস করুন ।
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link
03/01/2025
ভর্তি চলছে !! ভর্তি চলছে !!
গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)
Gurumukhi Academy of Fine Arts(GAFA) শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ,যাত্রাবাড়ী, ঢাকা।
Call: 01926-844783 / 01974-758985
২০২৫-২৬শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট)
❤️২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক )
❤️৩.যন্ত্র সঙ্গীত( তবলা,হারমোনিয়াম,গীটার,কিবোর্ড ) ❤️৪. নাচ ( নৃত্য কলা)
❤️৫. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা)
❤️৫.সুন্দর ও দ্রুত হাতের লেখা
❤️৬.যোগ ব্যায়াম (যোগাসন, প্রাণায়াম, রোগারগ্য)
০৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ও ১৫+ বড়দের সুপ্ত প্রতিভা বিকাশের জন্য শিশু কোর্স ২ (দুই) বছর ও বড়দের ৪ (চার) বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং জাতীয় পর্যায়ের কোন শিল্পীর উপস্থিতিতে পরীক্ষায় উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়।
➡️ এছাড়াও শুধু ছবি আঁকা, নাচ, গান, গল্পবলা/আবৃত্তি, মৃৎশিল্প ও ক্রাফ্টিং আলাদা শেখানো হয় তবে সেটা শুধু সপ্তাহে একদিন, প্রতি মাসে ৪ টি ক্লাস।
➡️ এছাড়া ইসলামী সংগীত ,চারু ও কারুকলা, হাতের লেখা কোর্স এর প্যাকেজ ক্লাস সপ্তাহে ১ (এক)দিন বৃহস্পতিবার বিকালে চালু থাকবে।
একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা -র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সাংস্কৃতিমনা ও সাদা মনের মানুষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সাপেক্ষে সপ্তাহে একদিন সকল শাখায় ভর্তি নেওয়া হয়।
আমাদের উপরোক্ত বিষয়ের মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা করানো ,গল্প বলা ও
পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
আপনিও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সাংস্কৃতি বান করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের তথা গাফা''র ।
➡️ ক্লাসের সময়সূচিঃ
বৃহস্পতি , শুক্রবার ও শনিবার বিকাল ৩টা-৬টা।
➡️ ভর্তির নিয়মাবলিঃ
১.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
২.শিক্ষার্থীর জন্মসনদ/ NID কার্ড এর ফটোকপি।
৩. ভর্তি ফরম ১০০ টাকা, ভর্তি ফি ১০০০ টাকা , মাসিক বেতন ৫০০ ও ১০০০ টাকা।
➡️ ঠিকানাঃ
শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন , ঢাকা-১২০৪।
➡️ফোননম্বর:০১৯২৬৮৪৪৭৮৩/০১৭২৫৬১৫১৩০/০১৯৭৪৭৫৮৯৮৫
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link
02/11/2024
গাফা'র নভেম্বরের প্রথম সপ্তাহের সঙ্গীত ও চিত্রাঙ্কন ক্লাসের একাংশ ♥️
18/10/2024
ভর্তি চলছে ! ভর্তি চলছে !!
গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)
Gurumukhi Academy of Fine Arts(GAFA) শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ,যাত্রাবাড়ী, ঢাকা।
Call 0192 - 6844783. 0197- 4758985
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট) ❤️ ২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক ) ❤️যন্ত্র সঙ্গীত ( তবলা হারমোনিয়াম,, গীটার, কিবোর্ড ) ❤️ ৩. নাচ ( নৃত্য কলা) ❤️৪. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা) ❤️৫. তবলা ❤️৬.সুন্দর ও দ্রুত হাতের লেখা ❤️যোগ ব্যায়াম (যোগাসন, প্রাণায়াম, রোগারগ্য)
০৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ও ১৫+ বড়দের সুপ্ত প্রতিভার বিকাশ (নতুন শিক্ষা কারিকুলাম )স্ব-স্ব স্কুলের(শিল্প সংস্কৃতি)পাঠ্যসুচী অনুযায়ী শিশুদের জন্য শিশু কোর্স ২ (দুই) বছর ও বড়দের ৪ (চার) বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং জাতীয় পর্যায়ের কোন শিল্পীর উপস্থিতিতে পরীক্ষা উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়।
➡️ এছাড়াও শুধু ছবি আঁকা, নাচ, গান, গল্পবলা/আবৃত্তি, মৃৎশিল্প ও ক্রাফ্টিং আলাদা শেখানো হয় তবে সেটা শুধু সপ্তাহে একদিন, প্রতি মাসে ৪ টি ক্লাস।
➡️ এছাড়া ইসলামী সংগীত ,চারু ও কারুকলা, হাতের লেখা কোর্স এর প্যাকেজ ক্লাস সপ্তাহে ১ (এক)দিন বৃহস্পতিবার বিকালে চালু থাকবে।
একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা -র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সাংস্কৃতিমনা ও সাদা মনের মানুষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সাপেক্ষে সপ্তাহে একদিন সকল শাখায় ভর্তি নেওয়া হয়।
আমাদের উপরোক্ত বিষয়ের মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা করানো ,গল্প বলা ও
পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
আপনিও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সাংস্কৃতি বান করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের তথা গাফা''র ।
➡️ ক্লাসের সময়সূচিঃ
বৃহস্পতিঃ, শুক্রবার ও শনিবার বিকাল ৩টা-৬টা।
➡️ ভর্তির নিয়মাবলিঃ
১.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
২.শিক্ষার্থীর জন্মসনদ এর ফটোকপি।
৩. ভর্তি ফরম ১০০ টাকা, ভর্তি ফি ১০০০ টাকা , মাসিক বেতন ৫০০ ও ১০০০ টাকা।
➡️ ঠিকানাঃ
শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন , ঢাকা-১২০৪।
➡️ ফোন নম্বর : ০১৭১৫-২৫৮৫৬৮/ ০১৯২৬-৮৪৪৭৮৩/০১৯৭৪-৭৫৮৯৮৫।
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link
02/05/2024
ভর্তি চলছে ! ভর্তি চলছে !!
গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)
Gurumukhi Academy of Fine Arts(GAFA) শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ,যাত্রাবাড়ী, ঢাকা।
Call 0192 - 6844783. 0197- 4758985
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট) ❤️ ২.গান (কন্ঠ সঙ্গীত, ইসলামী, নজরুল, রবীন্দ্র ,লোক, আধুনিক ) ❤️যন্ত্র সঙ্গীত ( তবলা,হারমোনিয়াম,, গীটার, কিবোর্ড ) ❤️ ৩. নাচ ( নৃত্য কলা) ❤️৪. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা) ❤️৫.সুন্দর ও দ্রুত হাতের লেখা ❤️৬.যোগ -ব্যায়াম(যোগাসন,প্রাণায়াম,রোগারগ্য)।
০৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ও ১৫+ বড়দের সুপ্ত প্রতিভার বিকাশ (নতুন শিক্ষা কারিকুলাম )স্ব-স্ব স্কুলের(শিল্প সংস্কৃতি)পাঠ্যসুচী অনুযায়ী শিশুদের জন্য শিশু কোর্স ২ (দুই) বছর ও বড়দের ৪ (চার) বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং জাতীয় পর্যায়ের কোন শিল্পীর উপস্থিতিতে পরীক্ষা উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়।
➡️ এছাড়াও শুধু ছবি আঁকা, নাচ, গান, সুন্দর ও দ্রুত হাতের লেখা,আবৃত্তি/গল্প বলা, মৃৎশিল্প ও ক্রাফ্টিং সপ্তাহে একদিন, প্রতি (বৃহস্পতিবার) মাসে ৪ টি বিশেষ ক্লাস।
➡️ এছাড়া ইসলামী সংগীত ,চারু ও কারুকলা, হাতের লেখা কোর্স এর প্যাকেজ ক্লাস সপ্তাহে ১ (এক)দিন বৃহস্পতিবার বিকালে চালু থাকবে।
একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা-র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সাংস্কৃতিমনা ও সাদা মনের, আদর্শ মানুষ করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সাপেক্ষে সপ্তাহে একদিন সকল শাখায় ভর্তি নেওয়া হয়।
আমাদের উপরোক্ত বিষয়ের মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা সহ যোগ্য করে গড়ে তোলা হয়।শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা ও গ্রুপ প্রজেক্ট/প্রেজেন্টেশন করানো হয়।
পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
আপনি ও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সাংস্কৃতিবান করে গড়ে তোলার দায়ীত্ব আমাদের তথা গাফা''র ।
➡️ ক্লাসের সময়সূচিঃ
বৃহস্পতিঃ, শুক্রবার ও শনিবার বিকাল ৩টা-৬টা।
➡️ ভর্তির নিয়মাবলীঃ
১.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
২.শিক্ষার্থীর জন্মসনদ/এন,আই,ডি ফটোকপি।
৩. ভর্তি ফরম ১০০ টাকা, ভর্তি ফি ১০০০ টাকা , মাসিক বেতন ৫০০ ও ১০০০ টাকা।
➡️ ঠিকানাঃ
শহীদ জিয়া গার্লস স্কুল এন্ড কলেজ, যাত্রাবাড়ী চৌরাস্তা সংলগ্ন , ঢাকা-১২০৪।
➡️ যোগাযোগঃ ০১৯২৬-৮৪৪৭৮৩ ০১৭১৫-২৫৮৫৬৮/০১৯৭৪-৭৫৮৯৮৫।
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link