গাফা'র আজকের ক্লাসে উপস্থিত ছাত্র ছাত্রীদের ইসলামী নজরুল সঙ্গীত "এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী" তালিম দেওয়া হয়েছে,,,,,,,,,,,,
GAFA
শিল্প চর্চা ও শিক্ষায় ব্যতিক্রম প্রতিষ্ঠান গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)।
Operating as usual
মহান স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা "যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা" দেশাত্মবোধক গানের লাইভ রাত ১০টায়। দেখার আমন্ত্রণ রইল.....
ভর্তি চলছে ! ভর্তি চলছে !!
গুরুমুখী ললিতকলা একাডেমী (গাফা)
Gurumukhi Academy of Fine Arts(GAFA)
Call 0192 - 6844783. 0197- 4758985 ২০২৩-২৪শিক্ষাবর্ষে ভর্তি চলছে!!
বিষয় সমুহ:
❤️১. চিত্রাংকন (আর্ট & ক্রাফট) ❤️ ২.গান (কন্ঠ সঙ্গীত) ❤️৩. নাচ( নৃত্য কলা) ❤️৪. আবৃত্তি (শুদ্ধ উচ্চারণ ও উপস্থাপনা) ❤️৫. তবলা ❤️৬.সুন্দর ও দ্রুত হাতের লেখা ।
০৫ থেকে ১৫ বছর বয়সের শিশুদের ও বড়দের সুপ্ত প্রতিভার বিকাশ (নতুন শিক্ষা কারিকুলাম ) স্ব-স্ব স্কুলের (শিল্প সংস্কৃতি) পাঠ্যসুচী অনুযায়ী শিশুদের জন্য শিশু কোর্স ২ (দুই) বছর ও বড়দের ৪ (চার) বছর মেয়াদি সার্টিফিকেট কোর্স এবং জাতীয় পর্যায়ের কোন শিল্পীর উপস্থিতিতে পরীক্ষা উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়।
➡️ এছাড়াও শুধু ছবি আঁকা, নাচ, গান, গল্পবলা/আবৃত্তি, মৃৎশিল্প ও ক্রাফ্টিং আলাদা শেখানো হয় তবে সেটা শুধু সপ্তাহে একদিন, প্রতি মাসে ৪ টি ক্লাস।
➡️ এছাড়া ইসলামী সংগীত ,চারু ও কারুকলা, হাতের লেখা কোর্স এর প্যাকেজ ক্লাস সপ্তাহে ১ (এক)দিন বিকালে চালু থাকবে।
একটি বাস্তবধর্মী সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে গাফা -র সৃষ্টি। ''আনন্দের সাথে শিক্ষা ''-এ ধারণাকে গুরুত্ব দিয়ে শিল্পচর্চার মাধ্যমে শিশুকে সংস্কৃতিমনা করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলোচনা সাপেক্ষে সপ্তাহে একদিন সকল শাখায় ভর্তি নেওয়া হয়।
আমাদের উপরোক্ত বিষয়ের মৌলিক ধারণা দেওয়ার পাশাপাশি ব্যবহারিক দিকগুলো চর্চায় শিক্ষার্থীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠানে ও মিডিয়ায় অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়।
শিশুদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানের সিলেবাস অনুযায়ী ছবি আঁকা চর্চা করানো ,গল্প বলা ও
পরীক্ষায় ভীতি না জাগিয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের প্রতি গুরুত্ব দেওয়া হয় ।
আপনিও আমাদের সাথে যুক্ত করাতে পারেন আপনার শিশুকে। শিশু আপনার তাদের সংস্কৃতি বান করে গড়ে তোলার দায়ীত্ব গাফা''র ।
➡️ ক্লাসের সময়সূচিঃ
বৃহস্পতিবার বিকাল, শুক্রবার সকাল/বিকাল,শনিবার সকাল/বিকাল।
➡️ ভর্তির নিয়মাবলিঃ
১.দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
২.শিক্ষার্থীর জন্মসনদ এর ফটোকপি।
৩. ভর্তি ফরম ১০০ টাকা, ভর্তি ফি ১০০০ টাকা , মাসিক বেতন ৫০০ টাকা।
➡️ ঠিকানাঃ
শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় , যাত্রাবাড়ী , ঢাকা।
➡️ ফোন নম্বর : ০১৭১৫২৫৮৫৬৮/০১৯৭৪৭৫৮৯৮৫
Group link:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share_group_link
যাহরা বিনতে রফিক
রোল: ০৫
ক্লাসে আঁকা ছবি "সকালের দৃশ্য" । আঁকাআঁকি করতে ভালোবাসে সে।
গাফার অর্ধবার্ষিকী'র ফলাফল বিতরণ।
'যে আল্লার কথা শোনে তারি কথা শোনে লোকে' নজরুল সঙ্গীত/শিল্পী: মোঃ মজিবুর রহমান প্রধানীয়া।
গুরুমুখী একাডেমী অব ফাইন আর্টস (গাফা) আয়োজিত সংগীত - চিত্রাংকন কর্মশালা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
শুভ নববর্ষ-১৪২৯সকলকে গুরুমুখী অ্যাক্যাডেমি অফ ফাইন আর্টস (গাফা)র এক বছর পূর্তিতে ফেসবুক লাইভ "গাফার গান আড্ডা'য় সকলকে সঙ্গে থাকার অনুরোধ রইল।
যুক্ত থাকুন গাফার পেইজ:
https://www.facebook.com/GAFA-102383131989009/
যুক্ত থাকুন গাফার গ্রুপ:
https://www.facebook.com/groups/426505214893767/?ref=share
গুরুমুখী অ্যাকাডেমি অফ ফাইন আর্টস(গাফা) সঙ্গীত, নৃত্য, তবলা, গিটার, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রশিক্ষণে এক অনন্য প্রতিষ্ঠান। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত শিল্পীদের সমন্বয়ে গঠিত শিক্ষকমন্ডলী দিয়ে যত্নসহকারে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। ছোটদের জুনিয়র ও বড়দের সার্টিফিকেট কোর্স করানো হয়। বছরে দুইটি পরীক্ষা ছাড়াও জাতীয় শিল্পীগনের উপস্থিতিতে চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হয়। প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ও জাতীয় অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে যোগ্য করে গড়ে তোলা হয়। বেতার টেলিভিশন ও মিডিয়াতে অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয়। ধন্যবাদান্তে, অধ্যক্ষ গাফা।
কাজী নজরুল ইসলামের বিখ্যাত আধুনিক পর্যায়ের গান " গভীর নিশীথে ঘুম ভেঙে যায় কে যেন আমারে ডাকে "।
কন্ঠ: মোঃ মজিবুর রহমান।
কাজী নজরুল ইসলামের বিখ্যাত আধুনিক পর্যায়ের গান " গভীর নিশীথে ঘুম ভেঙে যায় কে যেন আমারে ডাকে "।
উৎসব টেলিফিল্ম আয়োজিত "এসো উৎসবের আড্ডায়" ফেসবুক লাইভ অনুষ্ঠানে অন্যান্য গুণী শিল্পীদের সঙ্গে নানান পর্যায়ের গান নিয়ে থাকছি মোঃ মুজিবুর রহমান সংগীতশিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন। আমাদের সঙ্গে থাকার অনুরোধ করছি। নিরন্তর ভালোবাসা ও ধন্যবাদ।
"হৃদয়ছোঁয়া" আধুনিক গানের গ্লোবাল টিভি লাইভ অনুষ্ঠানে 25 অক্টোবর 2021 রাত ১০টায় এপার- ওপার বাংলার জনপ্রিয় আধুনিক গান নিয়ে থাকছি আমি মুজিবুর রহমান প্রধানীয়া কন্ঠশিল্পী (বেতার ও টেলিভিশন)। সাথে থাকবেন আশা করছি। সবার জন্য রইল শুভকামনা।
শতাব্দি অগ্নিবীণা এর আয়োজনে আজ সোমবারে রাত 9:00 এ নজরুল সংগীত নিয়ে থাকছি আমি মোঃ মজিবুর রহমান প্রধানীয়া (নজরুলসঙ্গীত শিল্পী বাংলাদেশ বেতার ও টিভি) আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। শুভকামনা রইল সবার জন্য।
বাঁশরীর (একটি নজরুল চর্চা কেন্দ্র)বছরজুড়ে নজরুলের বিশেষ আয়োজনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অন্যান্য গুনী শিল্পীদের সাথে গান শোনাতে ১২ অক্টোবর ২০২১ মঙ্গলবার রাত ১০টায় (বাংলাদেশ), ৯:৩০ (ভারত) সময় থাকছি আমি মোঃ মজিবুর রহমান প্রধানীয়া( নজরুল সঙ্গীত শিল্পী) আশা করছি আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন। শুভ কামনা সবার জন্য।
ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/bashorinazrulcenter/
ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCwU15a_wzAp5u-H5jy
সঙ্গীত ,নৃত্য ,তবলা, সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন (চারু ও কারুকলা) বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের এক অনন্য প্রতিষ্ঠান "গুরুমুখী অ্যাকাডেমি অফ ফাইন আর্টস (গাফা)"ঢাকা যাত্রাবাড়ী তে অবস্থিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়- ৩ এ প্রধান কেন্দ্র এবং কোনাপাড়া মান্নান উচ্চ বিদ্যালয়ে শাখা রয়েছে। সপ্তাহে দুদিন ক্লাস হলেও একাডেমির কার্যক্রম সপ্তাহে তিন দিন অর্থাৎ বৃহস্পতি,শুক্র ও শনিবার। উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত বিশেষ শ্রেণীর শিল্পী প্রশিক্ষক কর্তৃক ছাত্র ছাত্রীদের হাতে-কলমে নিবিড় প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে স্কুল-কলেজ তথা মিডিয়াতে প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্য করে গড়ে তোলা হয়। ছোটদের জুনিয়র (দু বছর মেয়াদী) বড়দের সার্টিফিকেট( চার বছর মেয়াদি) কোর্স করানো হয় জাতীয় দিবস সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রিয়ার্সেল /মহড়া সহ বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। বয়স্ক শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। সফলতার সহিত কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
বিশ্ব নজরুল পরিষদ আয়োজিত নজরুলসংগীতের বিশেষ আয়োজনে অন্যান্য গুণী শিল্পীদের সাথে থাকছি আমি মোঃ মজিবুর রহমান প্রধানীয়া নজরুল সংগীত শিল্পী(বাংলাদেশ বেতার ও টেলিভিশন)।
স্বল্পশ্রুত ও স্বল্পগীত গান নিয়ে বাঁশরী'র বিশেষ আয়োজন "বছর জুড়ে নজরুল " সাথে থাকছি আমি মোঃ মজিবুর রহমান প্রধানীয়া নজরুল সংগীত শিল্পী,বাংলাদেশ এবং তনুশ্রী ঘোষ ভারত।পরিকল্পনায়ঃড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান
(সভাপতি, বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র)।
আমাদের সাথে থাকতে ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হোন।
ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/bashorinazrulcenter/
ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCwU15a_wzAp5u-H5jYUAfJg
স্বল্পশ্রুত ও স্বল্পগীত গান নিয়ে বাঁশরী'র বিশেষ আয়োজন "বছর জুড়ে নজরুল " সাথে থাকছি আমি মোঃ মজিবুর রহমান প্রধানীয়া নজরুল সংগীত শিল্পী,বাংলাদেশ এবং তনুশ্রী ঘোষ ভারত।পরিকল্পনায়ঃড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামান
(সভাপতি, বাঁশরী- একটি নজরুল চর্চা কেন্দ্র)।
আমাদের সাথে থাকতে ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত হোন।
ফেসবুক পেইজঃ
https://www.facebook.com/bashorinazrulcenter/
ইউটিউব চ্যানেলঃ
https://www.youtube.com/channel/UCwU15a_wzAp5u-H5jYUAfJg
গত 25 আগস্ট 2021 বাংলাদেশ সময় রাত 10:00 টায় এবং ভারতীয় সময় 9:30 । অন্যান্য জনপ্রিয় শিল্পীদের সাথে লাইভে আসছি আমি মোঃ মজিবুর রহমান (নজরুল সংগীত শিল্পী বাংলাদেশ বেতার ও টেলিভিশন)। প্রিয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম প্রয়াণ দিবসের মাসে কিছু জনপ্রিয় গান নিয়ে হাজির ছিলাম। আশা করি আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের জন্য রইল নিরন্তর ভালোবাসা। ধন্যবাদ।
International Newstar আয়োজিত "দিবোনা ভুলিতে" অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক দীপা দাসের সঞ্চালনায় প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে আমি
মোঃ মজিবুর রহমান (নজরুল সংগীত শিল্পী )থাকছি অন্যান্য গুণী শিল্পীদের সাথে । সবাইকে সাথে থাকার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।
International Newstar আয়োজিত "দিবোনা ভুলিতে" অনুষ্ঠানে ভারতের বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ও গবেষক দীপা দাসের সঞ্চালনায় প্রিয় কবি কাজী নজরুল ইসলামের গান নিয়ে আজ আমি
মোঃ মজিবুর রহমান (নজরুল সংগীত শিল্পী )থাকছি অন্যান্য গুণী শিল্পীদের সাথে । সবাইকে সাথে থাকার জন্য সবিনয় আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।
'অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে' নজরুলের বর্ষার গান ১৯৩৪ সালে শিল্পী: প্রতিভা সেন । "অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে" ojhor dharaya borsa jhore sh**un temero Tate" কাজী নজরুল ইসলামের বিখ্যাত বর্ষার গান ১৯৩৪সালে আদি রেকর্ড...
অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে" ojhor dharaya borsa jhore sh**un temero Tate" কাজী নজরুল ইসলামের বিখ্যাত বর্ষার গান ১৯৩৪সালে আদি রেকর্ড এ শিল্পী: প্রতিভা সেন কন্ঠ:মোঃ মজিবুর রহমান ।
'অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে' নজরুলের বর্ষার গান ১৯৩৪ সালে শিল্পী: প্রতিভা সেন । "অঝোর ধারায় বর্ষা ঝরে সঘন তিমির রাতে" ojhor dharaya borsa jhore sh**un temero Tate" কাজী নজরুল ইসলামের বিখ্যাত বর্ষার গান ১৯৩৪সালে আদি রেকর্ড...
"নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার"গানটি নজরুলের একটি ইসলামী সংগীত। প্রথম শিল্পী হলেন, শ্রদ্ধেয় জনাব আব্বাস উদ্দিন আহমেদ।
কন্ঠ: মোঃ মজিবুর রহমান।
"নাই হলো মা বসন ভূষণ এই ঈদে আমার" নজরুল সংগীত শিল্পী: আব্বাস উদ্দিন সাহেবের কন্ঠে রেকর্ড হয়েছিল
কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত বর্ষার গান মেঘের ডমরু ঘন বাজে গানটি কেদার জয়জয়ন্তী রাগে ত্রিতালে নিবন্ধিত । কন্ঠ: মোঃ মজিবুর রহমান।
"মেঘের ডমরু ঘন বাজে"কাজী নজরুল রচিত কেদার-জয়জয়ন্তী রাগে বিখ্যাত বর্ষার গান কন্ঠ: মোঃমজিবুর র কাজী নজরুল ইসলাম রচিত বিখ্যাত বর্ষার গান মেঘের ডমরু ঘন বাজে গানটি কেদার জয়জয়ন্তী রাগে ত্রিতালে নিবন্ধিত ।
ওগো তারি তরে মন কাঁদে হায়"কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি প্রথম রেকর্ড হয় ১৯৪০ সালে শৈলেশ দত্ত গুপ্তের সুরে মূল শিল্পী বীণা চৌধুরী আধুনিক পর্যায়ের গানটিতে কণ্ঠ দিয়েছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল নজরুল সঙ্গীত শিল্পী মোঃ মজিবুর রহমান।
"ওগো তারি তরে মন কাঁদে হায়"কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি গানটিতে কন্ঠ দিয়েছেন মোঃ মজিবুর রহম ওগো তারি তরে মন কাঁদে হায়"কাজী নজরুল ইসলামের অমর সৃষ্টি প্রথম রেকর্ড হয় ১৯৪০ সালে শৈলেশ দত্ত গুপ্তের সুরে মূল শি...
সঙ্গীত, নৃত্য, চিত্রাংকন প্রশিক্ষণ, প্রচার ও প্রসার।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
Dhaka
Bashati Dream, House 3, Suite C4, Road 20, Gulshan 1
Dhaka, 1212
Elevate your musical journey with Sound of Music! Founded in 2005, we're Bangladesh's one of premier Western classical music school. From piano and guitar to vocal and dance, we nurture talent with international standards. Join us online or offline.
Arts Building , University Of
Dhaka
Both male & female teachers are available.... "Music Learning Institute"
House 2/6, Lalmatia, Penfield School
Dhaka, 1205
Step by Step Piano School is a professional institute to learn piano in Dhaka, Bangladesh. Our goal is to help you grow your piano skills and develop in an easy & effective way. Explore yourself in the world of pianists with our group of expert teachers.
Dhaka
A music academic help centre to provide you the right instructions in learning music.
Dhaka, 1230
Enlisted Artist (Nazrul Sangeet & Modern Song) Bangladesh Betar & Television Full Name, Sumon Mohamm
Dhaka
Beginner or amateur guitarists can find here guitar tips and tricks. This page can helps the beginne
Flat # 202, Building # 12, Japan Garden City, Ring Road 24/A, Mohammadpur, Dhaka/
Dhaka, 1207
This is a non-profitable and violin based institute where students are taught.