Scholarship Aid
আমাদের লক্ষ্য বাংলাদেশী শিক্ষার্থীদ
আমাদের লক্ষ্য
_______________________
আমাদের লক্ষ্য বাংলাদেশী শিক্ষার্থীদের কাছে বিভিন্ন স্কলারশিপের তথ্য পৌঁছে দেয়া। আমাদের দেশ থেকে বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাওয়াদের সংখ্যা এখনো অনেক কম। এর মূল কারণ হলো সঠিক তথ্যের অভাব। তথ্যকে আরো সহজলভ্য করার লক্ষ্যে আমরা শুধু সেসব স্কলারশিপগুলোর আপডেট দিবো যেগুলোতে বাংলাদেশী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। অনেকেই পরিবারের টাকায় বিদেশে পড়তে যান। কেউ কেউ
Operating as usual
👉British Pronunciation শিখুন অর্থসহ।👈
01 Education এজুখেইশন ------- শিক্ষা
02 Basic বেইসিক ----- প্রাথমিক
03 Famous ফেইমাস ----- বিখ্যাত
04 Patient ফেইশেন্ঠ ----- রোগী
05 Payment ফেইমেন্ঠ ----- পেমেন্ট
06 Special স্পেশাল ------- বিশেষ
07 Official অফিশাল ----- দাপ্তরিক
08 Interesting ইন্ঠরেস্টিং ----- মজাদার
09 Station স্টেইশন ----- স্টেশন
10 Women উইমেন ----- নারীরা
11 Woman উম্যান ----- নারী
12 Restaurant রেস্টুরন্ঠ ----- রেস্তোরা
13 Development ডিভেপমেন্ঠ ----- উন্নয়ন
14 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
15 Information ইনফোমেইশন ----- তথ্য
16 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
17 Original অরিজিনাল ----- আসল
18 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
19 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
20 Schedule স্কেজুল ----- সময়সূচী
21 Able এইবল ----- সক্ষম
22 Make মেইখ ----- তৈরি করুন
23 Jewelry জুয়েলরি ----- গয়না
24 Pizza পিঠজা ----- পিজা
25 Police ফুলিশ ----- পুলিশ

Fully Funded University of Michigan Scholarships 2023
APPLY LINK IN FIRST COMMENT
Apply for Scholarships in the United States as All Academic fields are Available for Scholarships. International students from all part of the world are Eligible.
Lots of Benefits which includes full tuition fee, Accommodation as IELTS is OPTIONAL. Scholarships are available for Bachelor Degree, Masters Degree and Doctorate Degree.
@" এর বিভিন্ন ব্যবহার আছে। এর কোনো সিঙ্গেল মানে নেই। ব্যবহার অনুযায়ী এর নাম নির্ধারণ হয়।
যেমন, ই-মেইল অ্যাড্রেস এর ক্ষেত্রে "@" কে "at the rate of" বলার কোনো মানে হয় না। যারা এটা উচ্চারণ করেন, তারা ভুল করেন।
ই-মেইল অ্যাড্রেস এর ক্ষেত্রে উচ্চারণ টি হবে 'at'.
গাড়িটি ৫০ কি.মি গতিতে চলছে এই ক্ষেত্রে "At the rate of" ব্যবহার করা যায়। যেমন, "the car is running '@' 50kmph"
এখানটাতেই আমরা আসলে কোনো কিছুর পরিমাণ সম্পর্কে আলোচনা করছি।
অর্থাৎ, '@' দ্বারা কোনো কিছুর পরিমাণ বোঝানো হয়।
তবে নব্বই এর দশকের মাঝামাঝিতে ই-মেইল এর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার পরে তখন থেকে এর ব্যবহার '@' বা 'at' হিসাবে বহুল প্রচলিত। তার পূর্বে এর ব্যবহার উল্লেখযোগ্য ছিল না।
আফ্রিকাতে '@' দ্বারা 'monkey tail', আমেরিকায় 'puppy', বেলারুশে 'helix', বসনিয়ায় 'crazy A', বুলগেরিয়ায় 'a badly written letter' চায়না তে 'circle A' বুঝানো হতো।
ইংরেজিতে 'lose, loose, lost'—এদের মধ্যে পার্থক্য একটু বিস্তারিতভাবে বলবেন কি কেউ?
1. Loss (উচ্চারণ লস): এটি একটি Noun যার শাব্দিক অর্থ হলো হারানো, ক্ষতি, লোকসান
যেমনঃ They're making a lose in business.
2. Lose (উচ্চারণ লুজ): lose হচ্ছে Loss এর verb। যার অর্থ হলো লোকসান হওয়া, ক্ষতি হওয়া ইত্যাদি।
যেমনঃ Don't lose your confidence. এখানে lose, verb হিসেবে বসেছে।
3. Lost (উচ্চারণ লস্ট): এটি হচ্ছে lose এর past and participle form.
Present-past-past participle= Lose-lost-lost
যেমনঃ Many Bangladeshi lost their lives in 1971 war. এখানে lost, past tense এ ব্যবহৃত হয়েছে।
4. Loose (উচ্চারণ লুস): এটি একটি adjective শব্দ। যার অর্থ ঢিলা, নড়বড়ে আলগা ইত্যাদি।
যেমনঃ Azhar is wearing a loose shirt
মজার কিছু শব্দার্থঃ
☞ MAN= মানুষ→GO=যাওয়া আর
MANGO= আম।
☞ SEA= সাগর→SON= পুত্র আর
SEASON= ঋতু।
☞ SO= সুতরাং→ON=উপরে আর
SOON=শীঘ্রই।
☞ NIGHT=রাত→QUEEN =রানী
NIGHT-QUEEN=রজনীগন্ধা
☞ GO=যাওয়া→AT=প্রতি
GOAT=ছাগল।
☞ FOR=জন্য→GET=পাওয়া
FORGET= ভুলে যাওয়া।
☞ LESS= সামান্য→ON= উপরে
LESSON= পাঠ ।
☞ FAT= মোটা→HER= তার
FATHER=পিতা
পড়া শেষে Done লিখতে ভুলবেন না কিন্তু! ❤️
Sompod Ray
ইংরেজি সঠিক উচ্চারণ যা আমরা প্রায় সময় ভুল করি..
১ । ভুল উচ্চারণ: Invitation -ইনভাইটেশন
সঠিক উচ্চারণ: ইনভিটেইশন
২ । ভুল উচ্চারণ: Nation -নেশন
সঠিক উচ্চারণ: নেইশন
৩ । ভুল উচ্চারণ: Enough -এনাফ
সঠিক উচ্চারণ: ইনাফ
৪ । ভুল উচ্চারণ: Lady -লেডি
সঠিক উচ্চারণ: লেইডি
৫ । ভুল উচ্চারণ: Recitation -রিসাইটেশন
সঠিক উচ্চারণ: রেসিটেইশন
৬ । ভুল উচ্চারণ: Enjoy-ইনজয়
সঠিক উচ্চারণ: এনজয়
৭ । ভুল উচ্চারণ: Preposition-প্রিপোজিশন
সঠিক উচ্চারণ: প্রেপোজিশন
৮ । ভুল উচ্চারণ: Station- স্টেশন
সঠিক উচ্চারণ: স্টেইশন
৯ । ভুল উচ্চারণ: Payment - পেমেন্ট
সঠিক উচ্চারণ: পেইমেন্ট
১০ । ভুল উচ্চারণ: Son--সন
সঠিক উচ্চারণ: সান
Sompod Ray
আজকের idiom — A pig in a poke
অর্থ — কোন কিছু যাচাই না করে ক্রয় করার ফলে ঠকে যাওয়া ।
বাক্যে ব্যবহার —
If you buy a second hand car without proper examination , you may end up buying a pig in a poke.
The dress I bought from a flea market turned out to a pig in a poke.
উৎপত্তি — Poke শব্দটির অর্থ হল বস্তা । ফ্রেঞ্চ শব্দ poque থেকে উৎপত্তি হয়েছিল এই শব্দের । ছোট বস্তা বোঝাতে এখনও এই poke -এর সাথে ette /et সংযুক্ত করে pocket শব্দটি ব্যবহার করা হয়।
এই a pig in a poke Idiom -টির উৎপত্তি হয়েছিল আনুমানিক পঞ্চদশ শতাব্দীতে। তখন বাজারে পশু বিক্রি করার সময় অনেক সময় বিক্রেতা অন্য কোন পশুর পরিবর্তে piglet বা শূকরের বাচ্চাকে বস্তার মধ্যে রেখে দিত।( কারণ শূকরের বাচ্চার দাম তুলনামূলকভাবে অনেক কম ছিল) এরফলে কোন ক্রেতা বস্তার ভিতরটা ভালোভাবে পর্যবেক্ষণ না করে কিনলে সে ঠকে যেত এবং সেই প্রসঙ্গেই মনে করা হয় উৎপত্তি হয়েছিল এই Idiom -এর । এমনকি সেই সময়ে ব্যবসা বানিজ্য সংক্রান্ত একটি ব্রিটিশ নিয়ম ছিল — 'caveat emptor' অর্থাৎ ক্রেতা সজাগ হও।
ধন্যবাদ
Congratulation ও congratulations এর মধ্যে কোনটি সঠিক?
দুইটাই সঠিক। প্রশ্ন হওয়া উচিত ছিল আপনি কখন কোনটা ব্যবহার করবেন।
Congratulations ব্যবহার হয় যখন আপনি কাউকে কোন কিছু অর্জনের জন্য অভিনন্দন জানাতে যাচ্ছেন ।
A: I got a new job.
B: Really, Congratulations!
Congratulation হল কাউকে অভিনন্দন জানানোর মুড বা প্রক্রিয়া।
Mithila sent me a note of congratulation on my election victory.

স্নাতকে স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি
---------------------------------------------------------
স্নাতকে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে কাতারের লুসাইল ইউনিভার্সিটি। এটি কাতারের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ আগস্ট।
‘কাতার স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়া ভ্রমণ খরচ, মাসিক উপবৃত্তি ও আবাসনের সুবিধা প্রদান করা হবে। কাতার সরকার এ স্কলারশিপের অর্থায়ন করবে।
শিক্ষার্থীরা আইন, কলা, অ্যাডমিনিস্ট্রেশন এবং ইকোনমিক্স সায়েন্স অনুষদভুক্ত বিষয়গুলো নিয়ে স্নাতকে অধ্যয়ন করতে পারবেন।
কাতার স্কলারশিপ হল দেশটির বেশ কয়েকটি মর্যাদাপূর্ণ এবং নেতৃস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় কাতার ফান্ড ফর ডেভেলপমেন্ট (কিউএফএফডি) দ্বারা পরিচালিত একটি প্রোগ্রাম।
সুযোগ-সুবিধাসমূহ:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* প্রতি মাসে ৫ হাজার কাতারী রিয়াল প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৮ হাজার টাকা।
* ভ্রমণ খরচ বহন করা হবে।
* বিনামূল্যে আবাসন ব্যাবস্থা করতে হবে।
আবেদনের যোগ্যতা:
* উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* ইংরেজি তে ভালো দক্ষতা থাকতে হবে।
* কাতার স্কলারশিপের জন্য নির্বাচিত হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* পাসপোর্টের অনুলিপি।
* একটি ব্যক্তিগত ছবি।
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* হেলথ কার্ডের কপি।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে।
https://study.getforsa.com/?p=2469

মার্কিন যুক্তরাষ্ট্রে ১ বছরের ফেলোশিপ, আবেদন শেষ ১ মে
-----------------------------------------------------
মার্কিন যুক্তরাষ্ট্রে এক বছরের ফেলোশিপ দিচ্ছে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির মিলকেন ইনস্টিটিউট স্কুল অফ পাবলিক হেলথ। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ মে পর্যন্ত আবেদন করা যাবে।
‘আটলান্টিক ফেলোস ফর হেলথ ইক্যুইটি’ প্রোগ্রামের আওতায় ফেলোশিপে অংশগ্রহণের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে এক বছরের এ ফেলোশিপে অংশগ্রহণ করতে পারবেন।
এ ফেলোশিপ প্রোগ্রামটি শিল্প, আইন, ব্যবসা, একাডেমিয়া, সরকার, সাংবাদিকতা, সামাজিক উদ্যোগ, গবেষণা, মিডিয়া , আবাসন এবং স্বাস্থ্যসেবা বিতরণ বিষয়ে ফোকাস করবে। স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে বিশ্বব্যাপী নেতৃত্ব দক্ষতাকে গুরুত্ব দেয়া হবে।
হল ওয়াশিংটন, ডিসিতে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি হেলথ ওয়ার্কফোর্স ইনস্টিটিউট ভিত্তিক এক বছরের গ্লোবাল ফেলোশিপ প্রোগ্রাম। ফেলোদের অবশ্যই স্বাস্থ্য সম্পর্কিত একটি ক্ষেত্রে সক্রিয়ভাবে কাজ করতে হবে। এ প্রোগ্রামটি প্রতি বছর ১০ জন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ১০ জন আন্তর্জাতিক ফেলো নির্বাচন করবে।
সুযোগ সুবিধাসমূহ:
* ফেলোশিপে অংশগ্রহণের সকল ভ্রমণ খরচ বহন করা হবে।
* এছাড়া ফেলোশিপে অংশগ্রহণের সাথে সম্পর্কিত সকল খরচ বহন করা হবে।
আবেদনের যোগ্যতা:
* ইংরেজি ভালো দক্ষতা থাকতে হবে।
* স্বাস্থ্য বৈষম্য দূরীকরণে বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে চান এমন শিক্ষার্থী।
* বর্তমানে স্বাস্থ্য সংক্রান্ত কাজে নিয়োজিত আছেন।
* বর্তমানে নেতৃত্বে আছেন বা নেতৃত্বের সম্ভাবনা রয়েছে এমন একটি অবস্থানে আছেন।
আবেদন পদ্ধতি:
অনলাইনে ফরম পূরণ করে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://atlanticinstitute.tfaforms.net/4821419
বিস্তারিত জানতে পড়ুন।
https://healthequity.atlanticfellows.org/

মালয় বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, থাকছে টিউশন ফি ও আবাসন সুবিধা
------------------------------------------------------------------
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত প্রাচীন বিশ্ববিদ্যালয় মালয় বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএসে র্যাংকিং অনুযায়ী বিশ্বে ৬৫ তম অবস্থানে দখল করে আছে বিশ্ববিদ্যালয়টি। প্রতিবছর আন্তর্জাতিক শিক্ষার্থীদের টানতে ৫৫০ টিরও বেশি ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। তেমনই স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে মালয় বিশ্ববিদ্যালয়।
বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ আগস্ট। গত ১৫ মার্চ থেকে আবেদন শুরু হয়।
‘স্টুডেন্ট ফিন্যান্সিয়াল অ্যাওয়ার্ড’ এর আওতায় শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি, আবাসন ফি ছাড়াও জীবনযাত্রার আনুসাঙ্গিক খরচগুলো বহন করবে বিশ্ববিদ্যালয়টি।
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ, মালয় স্টাডিজ, পরিবেশ, ভাষা এবং ভাষাবিজ্ঞান, ফার্মেসি, অর্থনীতি এবং প্রশাসন, প্রকৌশল, শিক্ষা, দন্তচিকিৎসা, বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, মেডিসিন, বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, ক্রিয়েটিভ আর্টস এবং আইন নিয়ে পড়াশোন করতে পারবেন।
মালয় বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার একটি প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে দক্ষিণ-পশ্চিমে ৯২২ একর জমির উপর অবস্থিত। ১৯০৫ সালের ২৪ সেপ্টেম্বর সিঙ্গাপুরে কিংডম এডওয়ার্ড কলেজ এবং ৮ অক্টোবর ১৯৪৯ সালে কিংডম এডওয়ার্ড মেডিকেল কলেজ এবং ১৯২৮ সালে রাফেলস কলেজের সাথে মিলিয়ে মালয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধা:
* সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আবাসন ফি প্রদান করা হবে।
* জীবনযাত্রার খরচ প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* যে কোনো দেশের আন্তর্জাতিক ছাত্ররা মালয়া স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তর স্কলারশিপের জন্য স্নাতকে ন্যূনতম ৩.০ সিজিপিএ থাকতে হবে।
* পিএইচডি-র জন্য স্নাতক ডিগ্রির পাশাপাশি স্নাতকোত্তর ডিগ্রি জমা দিতে হবে।
* ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট জমা দিতে হবে।
* ভর্তির সময় শিক্ষার্থীদের অবশ্যই অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও নথিপত্র বিশ্ববিদ্যালয়ে সরবরাহ করতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
* একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
* ইংরেজি ভাষার দক্ষতা সার্টিফিকেট।
* একটি জীবনবৃত্তান্ত বা সিভি।
* দুটি সুপারিশ চিঠি।
* একটি গবেষণা পরিকল্পনা।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।https://maya.um.edu.my/sitsvision/wrd/siw_lgn
বিস্তারিত জানতে পড়ুন।
https://aasc.um.edu.my/universiti-malaya-student-financial-aid
Academic Administration & Services Centre (AASC) Academic Administration & Services Centre (AASC)

স্নাতকোত্তরে স্কলারশিপ নিয়ে পড়ুন অস্ট্রেলিয়ায়
---------------------------------------
স্নাতকোত্তরে আংশিক স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন (ইউডব্লিউএ)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৩ জুলাই।
ইউডব্লিউএ গ্লোবাল এক্সিল্যান্স স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীদের দুই বছর মেয়াদী স্নাতকোত্তর কোর্সের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। শিক্ষার্থীদের ২ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ২৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
শিক্ষার্থীরা ক্লিনিকাল নিউরোসাইকোলজি, ফার্মেসি, ইন্ডাস্ট্রিয়াল এন্ড অরগ্যানাইজ্যাশনাল সাইকোলজি, ক্লিনিকাল সাইকোলজি, ক্লিনিক্যাল এক্সারসাইজ, ফিজিওলজি, ক্লিনিক্যাল অডিওলজি, পডিয়াট্রিক সার্জারি, পডিয়াট্রিক মেডিসিন, ক্লিনিক্যাল ডেন্টিস্ট্রি, ঔষধ, ডেন্টাল মেডিসিন ও সোশ্যাল ওয়ার্ক বিষয়ে স্নাতকোত্তরে অধ্যয়ন করতে পারবেন।
ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসটি রাজ্যের রাজধানী পার্থ এ অবস্থিত।
সুবিধাসমূহ:
* শিক্ষার্থীদের ২ বছরের কোর্সের জন্য টিউশন ফি বাবদ মোট ২৪ হাজার অস্ট্রেলিয়ান ডলার মওকুফ করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১৫ লাখ টাকা।
আবেদনের যোগ্যতা:
* স্কলারশিপের আবেদন করতে প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার পেতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* প্রোগ্রামভেদে শর্তাবলীর ভিন্নতা রয়েছে। সেগেুলো পূরণ করতে হবে।
* আইইএলটিএস এ ন্যূনতম ৭ স্কোর পেতে হবে।
* আবেদন ফি বাবদ ১৬০ অস্ট্রেলিয়ান ডলার দিতে হবে যা প্রায় ১১ হাজার বাংলাদেশী টাকা।
প্রয়োজনীয় নথিপত্র:
* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* স্টেটমেন্ট অব পারপাস।
* রেফারেন্স লেটার দুইটি।
* আবেদনকারীর সিভি।
* আইএলটিএস/পিটিই/টোয়েফল স্কোর (একাডেমিক)।
* অন্যান্য পেপারস (যদি থাকে)।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন
https://www.uwa.edu.au/study/How-to-apply

মুক্তিযোদ্ধার উত্তরাধিকারী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ভারত
--------------------------------------------------
বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরুপ প্রতিবছর মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীদের বৃত্তি প্রদান করে ভারত সরকার। চলতি বছর মোট ১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থীকে এই বৃত্তি দেয়া হবে। গত ২৭ মার্চ ঢাকায় ভারতীয় হাইকমিশনের ওয়েবসাইটে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৬ সালে মুক্তিযোদ্ধার উত্তরাধিকারীদের জন্য ‘মুক্তিযোদ্ধা বৃত্তি প্রকল্প’ শুরু করে ভারত সরকার। প্রাথমিকভাবে উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের প্রতিবছর ২৪ হাজার টাকা করে ৪ বছর এবং উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীদের ১০ হাজার টাকা করে ২ বছর বৃত্তি হিসেবে দেওয়া হতো। কোভিড-১৯ মহামারির সময়ও ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের ধারাবাহিকতায় এই বৃত্তি অব্যাহত ছিল। এটি বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণ ও সরকারের সঙ্গে বন্ধুত্বের প্রতি ভারতের সরকার ও জনগণের চিরস্থায়ী অঙ্গীকারের প্রতিফলন।
২০১৭ সালের এপ্রিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে বর্তমান বৃত্তি প্রকল্প ঘোষণা করা হয়। নতুন বৃত্তি প্রকল্পের অধীন পরবর্তী ৫ বছরে ১০ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হবে। উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ২০ হাজার টাকা এবং স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা করে বৃত্তির পরিমাণ ধার্য করা হয়। এখন পর্যন্ত ১৯ হাজার ৮২ জন শিক্ষার্থী এই প্রকল্পের আওতায় উপকৃত হয়েছেন এবং এ লক্ষ্যে ৪৪ কোটি ৯৯ লাখ টাকা ব্যয় হয়েছে। ভারত সরকার ২০২২-২৩ সাল থেকে আরও ৫ বছরের জন্য বৃত্তি প্রকল্পটি নবায়ন করেছে।
চলতি বছর উচ্চমাধ্যমিক এবং স্নাতক পর্যায়ের মোট ১ হাজার ৪৯৭ জন শিক্ষার্থী (৫০১ জন উচ্চমাধ্যমিক ও ৯৯৬ জন স্নাতক পর্যায়ের) এই প্রকল্পের আওতায় বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন। মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশের সব এলাকা থেকে শিক্ষার্থীদের চিহ্নিত করেছে। ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার (ডিবিটি) পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্টে বৃত্তির সমপরিমাণ টাকা সরাসরি জমা হবে।
প্রিয় শিক্ষার্থী,
ইংরেজি সঠিক উচ্চারণের চর্চায় আজ আমরা ভাউয়েল এর লুকায়িত রহস্য আলোচনা করবো।

স্কলারশিপ নিয়ে স্কটল্যান্ডে পিএইচডির সুযোগ
-----------------------------------------------
ইউরোপের দেশ স্কটল্যান্ড। ছোট হলেও ইতিহাসের কালক্রমে আধুনিক বিশ্বে দেশটির বিরাট প্রভাব রয়েছে। স্কটিশ উদ্ভাবকরা শিল্প-বিপ্লবকে চালিত করে এমন প্রযুক্তি উদ্ভাবনে ভূমিকা রেখেছেন। সেখানকার দার্শনিকেরা গণতন্ত্র, মুক্তবাক, লিঙ্গ ও সামাজিক সমতাসহ বেশকিছু রাজনৈতিক মতাদর্শ গঠনে সহায়তা করেছেন।
সব মিলিয়ে স্কটল্যান্ড একাডেমিক গবেষণা ও নতুনত্বের অন্যতম একটি কেন্দ্র। আর তাইতো ইউরোপে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের অন্যতম পছন্দ স্কটল্যান্ড। দেশটির স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের ৫৮ শতাংশই দেশের বাইরের। এর একটি বড় অংশই আবার স্কলারশিপ নিয়ে পড়তে গেছেন সেখানে।
জ্ঞান-বিজ্ঞানে বহু অবদান রাখা এই দেশটিতে স্কলারশিপ নিয়ে পড়ার সুযোগ দিচ্ছে স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়। ‘ডিসেকটিং জেনেটিক ডাইভার্স অব অবেসিটি-রিলেটেড মেটাবোলিক ডিজিসেস’ এর উপর পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবরের মধ্যে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের বছরে প্রায় ২৫ লক্ষ টাকা বিভিন্ন ভাতা বাবদ দেয়া হবে। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর।
এডিনবার্গ বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের সবচেয়ে সেরা এবং প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। চারুকলা, মানবিক এবং কম্পিউটার বিজ্ঞানের কোর্সে এর সুখ্যাতি রয়েছে।
সুবিধাসমূহ:
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* আবেদন করতে কোনো ফি লাগবে না।
* বার্ষিক উপবৃত্তি ও আর্টিকেল প্রসেসিং ভাতা বাবদ ২০ হাজার ৬০০ পাউন্ড প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ২৪ লক্ষ টাকা।
* এছাড়াও ভ্রমণ ভাতা বাবদ ৪০০ প্রাউন্ড প্রদান করা হবে।
যোগ্যতা:
* কম্পিউটার আর্কিটেকচার এবং মেশিন লার্নিং বিষয়ক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।
* সি, সি ++ এবং পাইথনে দক্ষ হতে হবে।
* কম্পিউটার বিজ্ঞান বা সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
* ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে।
যেভাবে আবেদন করতে হবে:
আবেদনকারীদের প্রথমে এডিনবার্গ স্কুল অফ ইনফরম্যাটিক্সে পিএইচডি ডিগ্রি প্রোগ্রামে ভর্তি হতে হবে। এর পরে প্রার্থীদের অনলাইন ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://www.ed.ac.uk/studying/postgraduate/degrees/index.php?r=site/bySubject&sid=9
বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
https://www.ed.ac.uk/informatics/postgraduate/apply

পিএইচডি করুন অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে
----------------------------------------------------------
পিএইচডি করতে ইচ্ছুক এমন শিক্ষার্থীদের জন্য ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ সকল দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত।
এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা জিরো ডাইমেনশনাল সিমেট্রি এর উপর পিএইচডি করতে পারবেন। নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন ফি লাগবে না। এছাড়া উপবৃত্তি ও স্বাস্থ্য ভাতা বাবদ বছরে প্রায় ৩০ হাজার ডলার প্রদান করা হবে। ইংরেজি ভাষায় দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে।
নিউক্যাসল বিশ্ববিদ্যালয় নিউ সাউথ ওয়েলস এ অবস্থিত অস্ট্রেলিয়ান একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং অনুসারে এ বিশ্ববিদ্যালয়টি ২০৭ তম স্থানে রয়েছে।
সুবিধাসমূহ:
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* চার বছরের জন্য সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* উপবৃত্তি বাবদ বছরে ২৮ হাজার ৫৯৭ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমান সাড়ে ২৪ লক্ষ টাকা। মোট সাড়ে ৩ বছর এ টাকা প্রদান করা হবে।
* এছাড়া স্থানান্তর ভাতা ও স্বাস্থ্য ভাতা বাবদ ১ হাজার ৫০০ ডলার প্রদান করা হবে।
যোগ্যতা:
* স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণী থাকতে হবে।
* প্রার্থীকে অবশ্যই গণিতের শিক্ষার্থী হতে হবে।
* জিরো ডাইমেনশনাল সিমেট্রি বিষয়ে নিউক্যাসেল বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে হবে।
* আবেদনকারীদের অবশ্যই (টপোলজিক্যাল) গ্রুপ থিওরি, কম্পিউটেশনাল বীজগণিত, গ্রাফ থিওরি, এবং কম্বিনেটরিক্সে দক্ষতা প্রদর্শন করতে হবে এবং প্রোগ্রামিং দক্ষতা থাকতে হবে।
* ইংরেজি ভাষায় দক্ষতার সার্টিফিকেট প্রদান করতে হবে।
* ইংরেজি ভাষায় লিখিত ও মৌখিকভাবে দক্ষদের অগ্রাধিকার দেয়া হবে।
যেভাবে আবেদন করতে হবে:
শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে। https://www.newcastle.edu.au/study/research/phd-scholarships/phd-scholarships/zero-dimensional-symmetry

যুক্তরাষ্ট্রে গ্লোবাল স্কলারস প্রোগ্রামে অংশ নেয়ার সুযোগ
---------------------------------------------------------
ইয়েল ইয়াং গ্লোবাল স্কলারস (ওয়াইওয়াইজিএস) এর আওতায় দুই সপ্তাহব্যাপী প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে যুক্ত্ররাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এ সামিটে অংশ নিতে পারবেন। আবেদন করা যাবে আগামী ৩ নভেম্বর পর্যন্ত।
১৫০টিরও বেশি দেশ থেকে ২ হাজারের অধিক শিক্ষার্থী প্রতিবছর এই সামিটে অংশ নিয়ে থাকে। এ সামিটের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। এছাড়া গ্লোবাল এই সামিটে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের একাডেমিক ও সাংগঠনিক দক্ষতাও বাড়াতে পারবেন।
প্রতি বছর সশরীরে হলেও করোনা মহামারীর কারণে এবছর প্রোগ্রামটি অনলাইনে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক থাকলে ইয়েল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও সেটি হতে পারে।
সুবিধাসমূহ:
* ৬ হাজার ৩০০ ডলার প্রদান করা হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা।
* সফলভাবে প্রোগ্রাম শেষ করার পর অংশগ্রহণকারীদের দেয়া হবে সনদ।
আবেদনের যোগ্যতা:
* ২০২২ সালের জুলাইয়ের ১৯ তারিখের মধ্যে আবেদনকারীর বয়স ন্যূনতম ১৬ বছর পূর্ণ হতে হবে।
* ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
* নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেলের হতে হবে।
* পূর্বে অংশগ্রহণকরীরা আবেদনের যোগ্য হবেন না।
* ৬০ ডলার ফি দিয়ে আবেদন করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
ইয়েল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে লগ ইন করুন এখানে। https://apply.globalscholars.yale.edu/apply/?sr=c7636b52-8c5c-4410-aa2d-f9ff967d0e54

উচ্চশিক্ষার গন্তব্য যখন নেদারল্যান্ড, মিলবে ফুল-ফ্রি স্কলারশিপ
-----------------------------------------------------------------
উত্তর-পশ্চিম ইউরোপের দেশ নেদারল্যান্ড। যাকে অনেকে হল্যান্ড নামেও চেনে। জীবনধারণ এবং শিক্ষার জন্য হল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচনা করা হয়। উদ্ভাবনী শিক্ষা ব্যবস্থার জন্য দেশটির সমাদর রয়েছে বিশ্বব্যাপী। উচ্চশিক্ষার ক্ষেত্রে বরাবরই আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়।
স্নাতকোত্তরে অধ্যয়নের জন্য নেদারল্যান্ডের গ্রোনিঞ্জেন বিশ্ববিদ্যালয়ের দেওয়া এরিক ব্লমিংক স্কলারশিপ তেমনই একটি। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।
এ স্কলারশিপের অধীনে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এছাড়াও উপবৃত্তি, আবাসন খরচ, বিমানে যাতায়াতের খরচ ও স্বাস্থ্য বীমাসহ নানা ধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
ডাচ শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান মন্ত্রণালয় এবং ডাচ রিসার্চ ইউনিভার্সিটির অর্থায়নে দেওয়া এ বৃত্তির মেয়াদ ১ বা ২ বছর। নেদারল্যান্ডের নাগরিক অধ্যাপক এরিক ব্লমিংকের নামানুসারে দেয়া এ ফান্ড মূলত উন্নয়নশীল দেশের মেধাবী শিক্ষার্থীদের সহায়তার জন্য গঠিত।
১৬১৪ সালে প্রতিষ্ঠিত গ্রোনিঞ্জেন বিশ্ববিদ্যালয় নেদারল্যান্ডের অন্যতম প্রাচীন একটি বিশ্ববিদ্যালয়। এগ্রিগেট র্যাংকিং অব টপ ইউনিভার্সিটির তালিকায় এ বিশ্ববিদ্যালয়টি নেদারল্যান্ডে তৃতীয়, ইউরোপে ২৫তম এবং বিশ্বের মধ্যে ৭৭তম অবস্থানে রয়েছে।
সুবিধাসমূহ:
* টিউশন ফি লাগবে না।
* বিমানে যাতায়াতের খরচ।
* আবাসন খরচ।
* বই ভাতা।
* স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকে চমৎকার একাডেমিক সাফল্য।
* পছন্দের প্রোগ্রামে ভর্তির প্রয়োজনীয়তা অনুসারে ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে।
* কোর্স চলাকালীন পুরো সময় নেদারল্যান্ডে অবস্থান করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আবেদন করতে ও বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে।
https://www.rug.nl/education/scholarships/eric-bleumink-fund?lang=en

স্কলারশিপ নিয়ে জার্মানিতে করুন স্নাতকোত্তর
----------------------------------------------
জার্মানির অটো ভন গুয়েরিক বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর করার সুযোগ দিচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি। প্রকৌশল ও গণিত নিয়ে পড়া সকল বাংলাদেশী ও আন্তর্জাতিক শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত।
দেড় বছর মেয়াদী এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের প্রতি মাসে ৮৬০ ডলার প্রদান করা হবে।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল থিওরি বা গণিতে স্নাতক শেষ করেছে এমন শিক্ষার্থীরা এ স্কলারশিপের আবেদন করতে পারবেন। এছাড়া স্নাতকোত্তর শেষে ডক্টরাল গবেষক হিসেবে যোগদানের সুযোগ রয়েছে।
এ স্কলারশিপের আওতায় সাধারণত শিক্ষার্থীরা ইংরেজি ও জার্মান ভাষায় কোর্সগুলো সম্পন্ন করতে পারবেন। ইংরেজি ভাষায় কেমিক্যাল এন্ড এনার্জি ইঞ্জিনিয়ারিং এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন টেকনোলজি বিষয়ে অধ্যয়ন করা যাবে।
১৯৯৩ সালে প্রতিষ্ঠিত অটো ভন গুয়েরিক বিশ্ববিদ্যালয় জার্মানির মাগডেবার্গ অবস্থিত। জার্মান পদার্থবিজ্ঞানী ও মাগডেবার্গর সাবেক মেয়র অটো ভন গুয়েরিক এর নামানুসারে এ প্রতিষ্ঠানের নামকরণ করা হয়।
আর ম্যাক্স প্ল্যাঙ্ক সোসাইটি জার্মানির একটি অলাভজনক বেসরকারী গবেষণা ইনস্টিটিউট। এটি ১৯১১ সালে কায়সার উইলহেম সোসাইটি নামে প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৪৮ সালে সাবেক প্রেসিডেন্ট ম্যাক্স প্ল্যাঙ্ক এর নামানুসারে এর নামকরণ করা হয়। এ সোসাইটির অর্থায়ন করে জার্মান সরকার।
সুবিধাসমূহ:
* বৃত্তি চলাকালীন প্রতিমাসে ৮৬০ ইউরো করে দেয়া হবে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় ৮৫ হাজার টাকা।
* যে কোন দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* স্নাতকোত্তরের থিসিস চলাকালীন রিসার্চ সহকারী হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ।
* স্নাতকোত্তর শেষ করে ডক্টরাল গবেষক হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে হবে।
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতার সার্টিফিকেট জমা দিতে হবে।
* কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং বায়ো ইঞ্জিনিয়ারিং, সিস্টেম এবং কন্ট্রোল থিওরি বা গণিতে স্নাতক করতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://www.mpi-magdeburg.mpg.de/4193399/application-form
বিস্তারিত জানতে ঘুরে আসুন এই লিংক থেকে।
https://www.mpi-magdeburg.mpg.de/4191421/scholarships

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে নটিংহাম বিশ্ববিদ্যালয়
---------------------------------------------------
স্নাতকোত্তরে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্যের নটিংহাম বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ কয়েকটি কমনওয়েলথভূক্ত দেশ এবং আফ্রিকা মহাদেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০২২ সালের ২০ মে পর্যন্ত।
এ স্কলারশিপের আওতায় একাডেমিক সাফল্যের উপর ভিত্তি করে শতভাগ বা তার অর্ধেক টিউশন ফি মওকুফ করা হবে। প্রতিবছর নটিংহাম বিশ্ববিদ্যালয় নিজেই এ বৃত্তির মাধ্যমে মোট ১০৫ জনকে সেখানে পড়ার সুযোগ দিয়ে থাকে।
প্রকৌশল অনুষদ, মেডিসিন ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান অনুষদ এবং সামাজিক বিজ্ঞান অনুষদের যে কোনো বিষয় নিয়ে শিক্ষার্থীরা স্নাতকোত্তর করতে পারবেন।
যুক্তরাজ্যের নটিংহামে অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি ১৮৮১ সালে নটিংহাম বিশ্ববিদ্যালয় কলেজ নামে প্রতিষ্ঠিত হয়েছিল। পরে ১৯৪৮ সালে রাজকীয় চার্টারের মাধ্যমে বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়।
সুযোগ-সুবিধা:
* যে কোন দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* এ স্কলারশিপের আওতায় শতভাগ অথবা ৫০ ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
আবেদনের যোগ্যতা:
* স্নাতকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
* যুক্তরাজ্যে পড়েছেন এমন শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবেন না।
* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://mynottingham.nottingham.ac.uk/psp/psprd/EMPLOYEE/EMPL/h/?tab=PAPP_GUEST
বৃত্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এই লিংকে।
https://www.nottingham.ac.uk/pgstudy/funding/developing-solutions-masters-scholarship

স্নাতক পড়ুন যুক্তরাষ্ট্রের টেইলর বিশ্ববিদ্যালয়ে
------------------------------------------------
জ্ঞান-বিজ্ঞানে বিশ্বকে নেতৃত্ব দেয়া যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নেয়ার স্বপ্ন পৃথিবীর প্রায় সব প্রান্তের শিক্ষার্থীদেরই। আর দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ও নানা ধরনের স্কলারশিপ দিয়ে থাকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। যুক্তরাষ্ট্রের টেইলর বিশ্ববিদ্যালয় স্নাতক শ্রেণিতে পড়তে তেমনই একটি বৃত্তি দিচ্ছে।
বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
এ স্কলারশিপ নিয়ে শিক্ষার্থীরা টেইলর বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয় নিয়ে অধ্যয়ন করতে পারবেন। বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ১০ হাজার ডলার করে প্রদান করা হবে।
১৮৪৬ সালে প্রতিষ্ঠিত যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা রাজ্যে অবস্থিত টেইলর বিশ্ববিদ্যালয় একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি এ রাজ্যের মধ্যে র্যাংকিংয়ে সেরা অবস্থানে রয়েছে।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* কানসাস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা পছন্দের যে কোন বিষয় নিয়ে পড়তে পারবেন।
* এ স্কলারশিপের আওতায় ১০ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ৮ লক্ষ টাকা।
আবেদনের যোগ্যতা:
* উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে।
* বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে ভর্তি হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে।
* এসিটি অথবা এসএটি স্কোর জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। https://tayloradm.force.com/application/s/login/?ec=302&startURL=%2Fapplication%2Fs%2F
স্কলারশিপটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই লিংক থেকে।
https://www.taylor.edu/admissions/how-to-apply/

কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ে স্নাতকের সুযোগ
------------------------------------------------------
স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে স্নাতক করার সুযোগ দিচ্ছে কানসাস ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১ নভেম্বর।
এ স্কলারশিপের আওতায় সাড়ে ১০ লক্ষ টাকা পাওয়ার মতো সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে আগে সম্পূর্ণ অর্থ পরিশোধ করে ভর্তি হতে হবে। যদি একাডেমিক সিজিপিএ ৩.৫ এর উপরে থাকে, তাহলে এ স্কলারশিপ প্রদান করা হবে।
কানসাস বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের কানসাসে অবস্থিত সম্পূর্ণ অলাভজনক একটি বেসরকারি প্রতিষ্ঠান। এটি ১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়।
সুযোগ-সুবিধাসমূহ:
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
* এ স্কলারশিপের আওতায় ১২ হাজার ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। বাংলাদেশী টাকায় যার পরিমাণ প্রায় সাড়ে ১০ লক্ষ টাকা।
* শিক্ষার্থীরা কানসাস বিশ্ববিদ্যালয়ে যে কোন বিষয় নিয়ে পড়তে পারবেন।
আবেদনের যোগ্যতা:
* বিশ্ববিদ্যালয়ের যে কোনো একটি বিষয়ে আগে ভর্তি হতে হবে।
* ন্যূনতম ৩.৫ সিজিপিএ ধরে রাখতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬.৫, টোয়েফল আইবিটি তে ৭৯ অথবা টোয়েফল পিবিটি তে কমপক্ষে ৫৫০ স্কোর তুলতে হবে।
* এসিটি অথবা এসএটি স্কোর জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://kwes.acck.edu/ICS/Students/International_Admissions.jnz

এমবিএ করুন কানাডার উইন্ডসোর বিশ্ববিদ্যালয়ে
----------------------------------------------------
ব্যবসায় প্রশাসন নিয়ে স্নাতকোত্তর করতে স্কলারশিপ দিচ্ছে কানাডার উইন্ডসোর বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের সুযোগ পেতে পারেন। আবেদন করা যাবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।
এ স্কলারশিপের আওতায় প্রতি মাসে ১০ ভাগ পুরুষ শিক্ষার্থী ও ১০ ভাগ নারী শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আর বাকীদের ৫০ভাগ টিউশন ফি মওকুফ করা হবে। প্রতি মাসে টিউশন ফি বাবদ ৭৫ ডলার করে দিতে হবে।
দুই বছর মেয়াদী এ কোর্সে মোট টিউশন ফি লাগবে ১ হাজার ৮০০ ডলার। এ কোর্সে মোট ৪৮ ক্রেডিট পড়তে হবে।
উইন্ডসোর বিশ্ববিদ্যালয় কানাডার অন্টারিও তে অবস্থিত একটি পাবলিক রিসার্চ ইউনিভার্সিটি।
সুযোগ-সুবিধা:
* প্রতি মাসে ১০ ভাগ পুরুষ শিক্ষার্থী ও ১০ ভাগ নারী শিক্ষার্থীর সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
* আর বাকীদের ৫০ভাগ টিউশন ফি মওকুফ করা হবে।
* যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা:
* আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রদান করতে হবে।
* টোয়েফল আইবিটি তে ন্যূনতম ৭১, টোয়েফল পিবিটি তে ন্যূনতম ৫৩০ অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে।
* পাসপোর্টের কপি, লেটার অব রিকমেন্ডেশন ও ব্যক্তিগত বায়োডাটা জমা দিতে হবে।
আবেদন প্রক্রিয়া:
অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।
https://scholarships.windsoruniversity.us/?_gl=1%2A1dqutjq%2A_ga%2AMTA2MzM2NTUzOS4xNjM0NDA2MDMw%2A_ga_6XEWT1VF3T%2AMTYzNDQwNjAyOS4xLjEuMTYzNDQwNjA5MS4w%2A_ga_FKCX1CX4P6%2AMTYzNDQwNjAyOS4xLjEuMTYzNDQwNjA4Ny4w&_ga=2.29823167.1436694111.1634406033-1063365539.1634406030
প্রিয় শিক্ষার্থী,
তোমরা তোমাদের যে কোন তথ্য কিংবা স্কলারশিপ নিয়ে কোন ধরণের সমস্যার সম্মুখীন হলে বা আবেদন করতে সমস্যা হলে আমাদের পেজের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফ্রিতে আপনাদের আবেদন করে দিবে এবং সেই সাথে ফ্রি সেমিনারের মাধ্যমে বাইরের দেশে যাওয়ার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করতে হয় সেগুলোর বিস্তারিত আলোচনা করবো।
বিঃদ্রঃ কোন প্রকার এজেন্সির খপ্পরে পরে কিংবা লেনদেন থেকে বিরত থাকুন ।। আপনি যেই বিশ্ববিদ্যালয়ে পড়তে চান সেই বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী ছাত্রছাত্রীদের থেকে প্রয়োজনী সহায়তা নিতে পারেন।
ধন্যবাদ
এডমিন কতৃপক্ষ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Telephone
Website
Address
House #2B, Road #12, Mirpur Road, Dhanmondi, Dhaka/
Dhaka, 1209
As the country’s largest skills development center, BSDI has been working since 2003 to develop th
Luxmibazar Campus: 3/1, Nobodip Bosak Lane, Luxmibazar, Dhaka-1100, Bangladesh. Addmission Hot Line :01191791067 Lalmatia Campus: 6/5, Lalmatia, Block#F, Kazi Nazrul Islam Road, ( Physical More, Behin
Dhaka
Our mission is to make skilful & educated manpower by giving world standard education. We provide ea
Concord Royal Court (3rd Floor), House: 40, Road: 27 (old) 16 (new), Dhanmondi
Dhaka, 1209
Embark on your academic journey overseas with Executive Study Abroad.
House 17, Level-2 (F-4), Road 14, Sector-13, Uttara
Dhaka, 1230
Dream Abroad Educational Consultancy (DAEC) place for interested people those who dream of studying
Tongi, Gazipur
Dhaka
Certified Digital Marketer with 4year+ Experience. Expert in Facebook ads & Google Merchant center 💥
Siddeshwari
Dhaka
Facilitate the students to get admission for higher study to overseas Universities and colleges.
Ka, 74, Shahjadpur, Gulshan, Dhaka. 1212
Dhaka, 1212
Greenhouse tutorial is an uncompromising endeavour for the academic and moral development of our nex
Dhaka
We leading CPA marketing education agency that helps individuals and businesses develop the skills