বিসিএস, ব্যাংক, প্রাইমারি, NTRCA সহ যেকোনো সরকারি-বেসরকারি চাকরি প্রস্তুতির জন্য লাইফটাইম গাইডলাইন কোর্স চালু করতে চাচ্ছি আগ্রহীরা ইনবক্সে মেসেজ দিন
কোর্স ফি মাত্র ৫০০/- (চাকরি পাওয়া অবধি সার্ভিস পাবেন)
এমন গাইডলাইন কোর্স একমাত্র আমিই চালু করতেছি!!
নগদ ----01789- 26 44 95
বিকাশ --01849- 26 44 95
Imteyaz Sir
President of IJC
Chairman & CEO of IJC24.Com
Businessman
Teacher
Singer
Operating as usual
হাই ভোল্টেজ আপডেট-
👉বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেন্চুরি- মুশফিকুর রহিম (৬০ বলে ১০০)
👉 বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ রান -৩৪৯
সূচক:
১। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩
👍 সবচেয়ে সুখী দেশ-ফিনল্যান্ড।
👍 সবচেয়ে কম সুখী দেশ - আফগানিস্তান।
👍 বাংলাদেশের অবস্থান ১১৮ তম।
👍 ২০ মার্চ আন্তর্জাতিক সুখ দিবস। জাতিসংঘের উদ্যোগে ২০১৩ সাল থেকে দিবসটি উদ্যাপন করা শুরু হয়।
সম্মেলন-
👍 এলডিসির পঞ্চম সম্মেলন ২০২৩ সালে অনুষ্ঠিত হয় -দোহা, কাতার
👍 G- 7 এর ২০২৩ সালে ৪৯তম সম্মেলন অনুষ্ঠিত হবে-হিরোশিমা, জাপান
👍 ২০২৩ সালে জি-২০ ১৮তম সম্মেলন হবে- জম্মু ও কাশ্মীর, ভারত
👍 ২০২৪ সালে জি-২০ এর ১৯ তম সম্মেলন অনুষ্ঠিত হবে -ব্রাজিল
👍 ২০২৫ সালে জি- ২০ এর ২০তম সম্মেলন অনুষ্ঠিত হবে -দক্ষিণ আফ্রিকা
👍 ২০২৩ সালে BRICS এর ১৫ তম সম্মেলন অনুষ্ঠিত হবে -দক্ষিণ আফ্রিকা
👍 ২০২৩ সালে কমনওয়েলথের 27 তম সম্মেলন অনুষ্ঠিত হবে -সামোয়া
👍 ২০২৩ সালের NAM এর ১৯ তম সম্মেলন হবে - উগান্ডা।
কালেক্টেড
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
“ও তো জজের মেয়ে, তোরা কি?” বাণীতে বগুড়া জেলা গার্লস স্কুলের শিক্ষিকা! জজের মেয়ে আরো এক ধাপ এগিয়ে ফেসবুক স্টোরি দিয়ে সহপাঠীদের বললো “বস্তির মেয়ে”! ক্লাসরুম ঝাড়ু দেয়াকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। জজের মেয়ে তাই তিনি রুম ঝাড়ু দেবেন না!! উনার সাথে এগুলা যায় না!! অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ করলে পুরস্কার হিসেবে প্রতিবাদী ছাত্রীর মা’কে ক্ষমা চাইতে হয় জজ সাহেবার পা ধরে!! পাছে না আবার সাইবার ক্রাইমে মামলা হয়ে যায়!!!
আমিও একজন সাবেক জজ সাহেবের ছেলে। জেলা স্কুলে পড়াকালীন নিয়মিত কর্মসূচীর অংশ হিসেবে শুধু ক্লাসরুম ঝাড়ু নয়, বরং স্কুলের বারান্দা, মাঠ এমনকি শৌচাগার পরিচ্ছন্নতা কার্যক্রমেও নিয়মিত অংশ নিয়েছি। কখনো মনে হয়নি “আমি জজের ছেলে, বাকি সব বস্তির পোলাপান”। বরং ঐ বন্ধুদের সাথে মিশেছি, ঘুরেছি, পিকনিক করেছি, গান গেয়েছি এবং এখনও যোগাযোগ রেখেছি। তাদের মধ্য থেকে অনেকেই জজ হয়েছেন, অনেকে আমার মতো আইনজীবী ও শিক্ষক।
নৈতিক শিক্ষা শুধু পরিবার থেকে আসে না। শিক্ষা-প্রতিষ্ঠান থেকেও আসে।
বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসমিন কোন জমিদার ফ্যামিলির সন্তান সেটা আমারও জানার খুব ইচ্ছে ...!!
বাংলাদেশে পড়াশোনা করাটা কি লস প্রজেক্ট? এমন ভাবনার সময় এসেছে। ১৫-২০ বছর ধরে পড়াশোনা করে ১০-১২ হাজার টাকা বেতনের চাকরি পেতে জুতার তলা ক্ষয় হয়ে যায়! অন্যদিকে বাদাম বিক্রেতা, চা বিক্রেতা,রিকশাওয়ালা মাসে ২৫-৩০ হাজার টাকা ইনকাম করে। বাদাম বিক্রেতা, চা বিক্রেতার প্রতি কোনো বিদ্বেষ প্রকাশ করতেছি না। আমি অশিক্ষিত-শিক্ষিতের তুলনা করলাম। এত বছর ধরে সময় ব্যয় করে, টাকা ব্যয় করে পড়াশোনা করে লাভ কী হলো? যদি সংসারই ঠিকমতো না চলে!
তাহলে কি পড়াশোনার করার উদ্দেশ্য শুধুই টাকা ইনকাম? নাকি সুন্দর লাইফস্টাইল পাওয়া? নাকি অন্যকিছু?
তুমি ক্যারিয়ারে নিজেকে যে পজিশনে নিতে পারবা -তার ওপরই তোমার লাইফস্টাইল,সম্মান নির্ভর করবে। তোমার সন্তান, পরিবার সে অনুযায়ী সমাজে মূল্যায়ন পাবে। তিক্ত হলেও এটাই সত্যি কথা।
.
::বিসিএস নতুন প্রিলি প্রার্থীদের সমস্যা::
১. প্রথমবার বলে সিরিয়াস থাকেন না। মনে মনে বলেন পরেরবার সিরিয়াস হব। ৩১তম প্রিলির আগে আমি ব্যস্ত ছিলাম সার্ক ট্যুর নিয়ে (শেষ পর্যন্ত ট্যুরটাও হয়নি), বন্ধু আতিক ছিল প্রিলির ৩-৪ মাস আগে টানা লাইব্রেরিতে। ফলাফল আমি কাট নম্বরের কাছাকাছি গিয়ে প্রিলি ফেল আর আতিক ৩১তম তে এডমিন।
২. শুরুতেই পান্ডিত্য। এই বই না, ঐ বই। প্রিলির সাথে সাথে রিটেন প্রস্তুতি নিবে কি নিবে না। নিজের প্রতি ওভার কনফিডেন্স ও ওভার এক্সাইটমেন্ট। পড়ার চেয়ে শো-অফ বেশি। আমি ঠিক একারণেই ৩১তম বাঁশ খেয়েছি।
৩. মডেল টেস্ট নম্বর কম পেলে হতাশ হয়ে যাওয়া। আস্তে আস্তে নম্বর বাড়বে সেই বিশ্বাস রাখতে হবে।
৪. কনফিউশন তথ্য নিয়ে বেশি সময় নষ্ট করা।
৫. বর্তমান সমস্যা ভাই রিটেন পড়বো! প্রিলি সিলেবাস ১০০% শেষ করলে এমনিতেই লিখিত ৪০-৫০% এগিয়ে থাকা যায়। ১০০ পেয়ে প্রিলি টেকা আর ১৪০ পেয়ে প্রিলি টেকা এক জিনিস না। বেসিক যত স্ট্রং হবে, লিখিত প্রস্তুতি তত সহজ হবে। প্রিলির ডেট দেখে সিদ্ধান্ত নিন। ডেটের আগে প্রিলি থেকে ফোকাস নষ্ট করবেন না।
যেকোনোভাবেই হোক দৈনিক ১০ ঘণ্টা বের করে টেবিলে বসুন। একবার প্রিলি টিকে গেলে পরের বিসিএসগুলো সহজ হয়ে যাবে।
Collected
পড়তে ভালো লাগে না!!! ১০ মিনিট পড়লেই মনে হয় অনেকক্ষণ যাবত টেবিলে? তাহলে এই উপায়গুলো আপনার জন্যই।
পড়াশোনাতে মনোযোগী হওয়ার কতিপয় উপায় :
** নিজ নিজ ধর্মীয় প্রার্থনা করে পড়া শুরু করা। যেমন : সূরা শুনলে ব্রেইন ওয়েভের কারণে পড়া তাড়াতাড়ি আত্মস্থ হয়।
**টেবিলে বসে পড়ার অভ্যাস করুন। সোফাসেট, বিছানাপত্রতে পড়তে পড়তে ঘুম আসবে অবধারিত।
**সহজ বিষয় দিয়ে পড়া শুরু করা। ক্রমান্বয়ে জটিলে যাওয়া।
**লাল, নীল, সবুজ কালিতে দাগিয়ে পড়ুন। মনে করুন - সবুজ কালি হলো অতীব গুরুত্বপূর্ণ লাইন, লাল কালি গুরুত্বপূর্ণ আর নীল কালি দিয়ে দাগানো লাইন আপনার আবার না পড়লেও চলবে।
**ধরুন - ঘণ্টা দুয়েক টানা পড়ালেখার পর বিরতি নিবেন।
** পরিমিত পরিমাণ পানি খাওয়ার অভ্যাস করুন।
**জোরে জোরে পড়ার অভ্যাস করুন। তাতে ঝিমুনি আসবে না।
**নিজ কৌশল বানিয়ে একটু কঠিন পড়াগুলোও আয়ত্তাধীন করে নিন।
তাহলে ধরে নিন,প্রাইমারিতে পাস করতে হলে,,
ছেলে ৮০ এর মধ্যে ৬৫-৭০
মেয়ে ৫০-৫৮। এই টার্গেট নিয়ে পড়াশোনা করেন। 💥
বর্তমানে উপজেলা -৪৯৫ টি
বর্তমানে থানা - ৬৫৪ টি
পৌরসভা -৩৩০ টি
ইউনিয়ন পরিষদ -৪৫৭১
পোষ্য কোটার মত অশ্লীল কোটাও এবার প্রাইমারি শিক্ষক নিয়োগ সার্কুলারে থাকতেছে। সকল কোটা নিপাত যাক, মেধাবীরা চাকরি পাক।
"monitoring" শব্দটির বাংলা পরিভাষা হচ্ছে_
পর্যালোচনা
পরিবীক্ষণ
পরিদর্শন
পর্যবেক্ষণ
#পত্রিকার_হাইভোল্টেজ_সাম্প্রতিক
★বিশ্বের সেরা কারখানা এখন বাংলাদেশের
★যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের সর্বশেষ তালিকায় বিশ্বের শীর্ষ ১০০ টির মধ্যে ৫২ টি বাংলাদেশের
★ বিশ্বসেরা পরিবেশবান্ধব কারখানা হিসেবে ইউএসজিবিসির সনদ পেয়েছে - ময়মনসিংহের ভালুকায় অবস্থিত - গ্রিন টেক্সটাইল
★ সমুদ্রগামী জাহাজ পরিচালনায় শীর্ষ এখন - এমজিআই
★বাংলাদেশের প্রথম জাহাজ ( কার্গো)- বাংলার দূত ( ১৯৭২ সালে যাত্রা)
★ বর্তমান জার্মান চ্যান্সেলর - ওলাফ শলৎজ ভারতে আসছেন ২৫ ফেব্রুয়ারি
★ ইউক্রেন -রাশিয়ার যুদ্ধে বর্ষপূর্তি হয় - ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
★ রাশিয়া- ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তিতে (২৪ ফেব্রুয়ারি, ২০২৩) দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে, ১২ দফা শান্তি পরিকল্পনা প্রস্তাব করেছে - চীন
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
***একবছরে বিসিএস শেষ করার পরিকল্পনা***
# #প্রথমেই সাধুবাদ যানাচ্ছি যে পিএসসি একবছরের মধ্যেই একটি বিসিএস শেষ করার পরিকল্পনা করছে। যদি সেটি বাস্তবায়ন করতে তারা সত্যিই আগ্রহী হন তাহলে কিছু বিষয় ভেবে দেখতে পারেন।যেমন:-
***একই দিনে দুটি সার্কুলার দেওয়া যেতে পারে। একটি বিসিএস জেনারেল ও অন্যটি বিসিএস বিশেষায়িত ক্যাডার(শিক্ষা+টেকনিক্যাল)।
***বিশেষায়িত ক্যাডারের পরীক্ষা হবে বিশেষ বিসিএসের আদলে। শুধু প্রিলি ও ভাইভা নিতে হবে। কারন একজন ওই বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে ২০০০+ নম্বরের পরীক্ষায় পাশ করে ৫বছর ধরে পড়ে এসেছে সেখানে একদিনে ২০০ নম্বরের বিষয়ভিত্তিক পরীক্ষার আবার প্রয়োজন আছে বলে মনে হয়না। যেমন ডাক্তারদের দরকার হয়না লিখিত দেওয়ার।
***বিসিএস জেনারেল ক্যাডার পরীক্ষা হবে একদম বিজেএস-এর আদলে। পদের বিপরীতে ৫গুণ প্রার্থী টেকানো হতে পারে, এতে একবছরেই প্রিলি😋,লিখিত ও ভাইভা শেষ করে চূড়ান্ত ফল দেওয়া যাবে।
***শিক্ষক নিয়োগ ফর্মুলা:
:বিশ্ববিদ্যালয় শিক্ষক :-শুধু ভাইভা(নিয়োগ প্রক্রিয়া সবাই জানেন)
:হাইস্কুল :-শুধু প্রিলি+ভাইভা
:প্রাইমারি :-সেটাও প্রিলি+ভাইভা
***এখানে দেখা যাচ্ছে কেবল কলেজ শিক্ষক হতে ৪/৫বছর অপেক্ষা করতে হচ্ছে। ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক সংকটও রয়ে যাচ্ছে। ডাক্তার নিয়োগের মতো একটি জাতির পথপ্রদর্শক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও দ্রুত হওয়া উচিত।
***পিএসসি যদি বিষয়গুলো বিবেচনা করে তাহলে নিয়োগ প্রক্রিয়া আরো দ্রুত ও স্বচ্ছভাবে একবছরে শেষ করা সম্ভব হবে।
---এটি নিয়ে আলোচনা, সমালোচনা করা যাবে। এতে আরো ভালো পথ বের হবে। একবছরে বিসিএস শেষ হলে হাজার হাজার প্রার্থীর মূল্যবান সময়ের অপচয় হবেনা আর রাষ্ট্র দক্ষ, মেধাবী কর্মকর্তা অবলীলায় পাবে।
শেনজেন চুক্তি হচ্ছে-
ক)বাণিজ্য চুক্তি
খ)অবাধ চলাচল চুক্তি
গ)কর হ্রাস চুক্তি
ঘ)মৈত্রী চুক্তি

বিশ্ব ব্যাংকের ১৪তম প্রেসিডেন্ট হতে যাচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক অজয় বাঙ্গা। ১৯৫৯ সালে ভারতের পুনেতে জন্ম নেয়া ও দিল্লি সেন্ট স্টিফেনস কলজের অর্থনীতির ছাত্র অজয় বাঙ্গা কখনো সরকারি চাকুরি করেননি। নেসলে ইন্ডিয়ায় কর্মরত বাঙ্গা যুক্তরাষ্ট্রে পারি জমান ১৯৯৬ সালে। এর পর ধীরে ধীরে এ পর্যন্ত আসা!
#তিনি বিসিএস ক্যাডার নন
#তিনি সরকারি চাকুরিজীবী নন
👉👉সাম্প্রতিক:
> বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে?
উত্তর : মোঃ সাহাবুদ্দিন চুপ্পু- (২২তম)। (জেলা : পাবনা, উপজেলা : সদর, গ্রাম: শিবরামপুর)।
> বিদায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আত্মজীবনী গ্রন্থ কোনটি?
উত্তর : আমার জীবননীতি আমার রাজনীতি।
> একুশে পদক ২০২৩ লাভ করেছেন-
উত্তর : ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান।
> একুশে পদক ২০২৩ কোন দুটি প্রতিষ্ঠান লাভ করেছেন
উত্তর : বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় জাদুঘর।
> বর্তমানে বাংলাদেশের দ্রুততম মানব ও মানবী কে?
উত্তর : দ্রুততম মানব : ইমরানুর রহমান, দ্রততম মানবী : শিরিন আক্তার (১০০ মিটার স্প্রিন্টে)।
> সম্প্রতি সিরিয়া ও তুরস্কে স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি কত তারিখে সংঘটিত হয়?
উত্তর : ৬ ফেব্রুয়ারি, ২০২৩ ইং ।
> ৬ ফেব্রুয়ারি, ২০২৩ সিরিয়া ও তুরস্কে সংঘটিত স্মরণকালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পটি ছিল?
উত্তর : ৭.৮ মাত্রার।
> সম্প্রতি নিউজিল্যান্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড়টির নাম?
উত্তর : গ্যাব্রিয়েলা।
> বর্তমানে বাংলাদেশে মাথাপিছু আয়?
উত্তর : ২,৭৯৩ মার্কিন ডলার।
> বর্তমানে বাংলাদেশে মাথাপিছু জিডিপি কত
উত্তর : ২,৬৮৭ মার্কিন ডলার।
> বর্তমানে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত?
উত্তর : ৭.১০% । (কৃষিতে প্রবৃদ্ধি : ৩.০৫%, শিল্পতে প্রবৃদ্ধি : ৯.৮৬%, সেবাতে প্রবৃদ্ধি : ৬.২৬%)।
> বর্তমানে বাংলাদেশে জিডিপিতে অবদান কত?
উত্তর : কৃষি খাত ১১.৬১% (মৎস্য ২.৫৩%), শিল্প খাত ৩৬.৯২%, সেবা খাত ৫১.৪৮%।
> দেশের প্রথম পাতাল রেল MRT-1 এর নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
উত্তর : ২ ফেব্রুয়ারি, ২০২৩। (দৈর্ঘ্য-৩১.২৪১ কিমি) > দেশের প্রথম 'স্মার্ট' উপজেলা' কোনটি?
উত্তর : মাদারীপুরের “শিবচর উপজেলা। (উদ্বোধন করা হয়েছে - ৩১ জানুয়ারি, ২০২৩)। > দেশের প্রথম ডিজিটাল ক্যাশলেস ইউপি সেবা চালু হয় কোথায়?
উত্তর : পঞ্চগড়ে।
>> প্রথমবারের মতো অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : বাংলাদেশ।
> দেশে প্রথম মরণোত্তর কিডনি দানকারী ব্যক্তি কে?
উত্তর : সারা ইসলাম।
> দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধন করা হয়?
উত্তর : ২৮ ডিসেম্বর, ২০২২।
> মেট্রোরেলের লোগোর ডিজাইনার কে?
উত্তর : আলী আহসান, চারুকলা, ঢাবি।
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
“ক্রীতদাসের হাসি” উপন্যাসের লেখক-
ক. আহসান হাবীব
খ. সৈয়দ ওয়ালী উল্লাহ
গ. শওকত ওসমান
ঘ. আবুল ফজল
#বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩ টি আত্মজীবনী সম্পর্কে বিস্তারিত....
🔷অসমাপ্ত আত্মজীবনী🔷
→ইংরেজি সংস্করণ: The Unfinished Memoirs
→প্রথম প্রকাশ: জুন ২০১২ সালে
→রচনাকাল:১৯৬৬-৬৯ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ অবস্থায়।
→বইটিতে বঙ্গবন্ধু ১৯৫৫ সাল পর্যন্ত ঘটনা তুলে ধরেন
→প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করা হয়।
→১ম অনূদিত হয় ইংরেজিতে(১৮ জুন ২০১২)।
→প্রকাশক:মহিউদ্দিন আহমেদ।
→প্রচ্ছদ: সমর মজুমদার।
→পৃষ্ঠা: ৩২৯টি।
🔷কারাগারের রোজনামচা 🔷
→ইংরেজি সংস্করণ: Prison Diaries
→প্রথম প্রকাশ: মার্চ ২০১৭ (বাংলা ফাল্গুন ১৪২৩)।
→ভূমিকা লেখেন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
→নামকরণ করেন: শেখ রেহেনা।
→ঘটনাবলি: ১৯৬৬-৬৮ সালের কারাস্মৃতি।
→১ম অনূদিত ইংরেজি ভাষায়( মার্চ ২০১৭) অনুবাদক ড.ফকরুল আলম।
→প্রকাশক:মোবারক হোসেন।
→অর্থায়ন:সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় (অর্থবছর ২০১৬/১৭)।
→পৃষ্ঠা: ৩৩২
🔷আমার দেখা নয়াচীন🔷
→প্রকাশিত ২০২০ সালের একুশে গ্রন্থমেলায়।
→বইটি প্রকাশ করেছে "বাংলা একাডেমি"।
→বাংলা ও ইংরেজি ভাষায় এক সাথে প্রকাশিত।
→বইটির সম্পদনার দায়িত্বে অধ্যাপক শামসুজ্জামান খান।
→ভূমিকা লিখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
→ঘটনা: ১৯৫২-৫৭ সালের দুবার চীন সফরের অভিজ্ঞতার কথা।
→নামকরণ: বঙ্গবন্ধু নিজেই ডায়রিতে চীন সফরের অভিজ্ঞতার কথা লিখে 'আমার দেখা নয়া চীন' নামকরণ করেন।
→৩টি বইয়েরই ইংরেজি অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফকরুল আলম।
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
বাংলাদেশ বিষয়াবলী mcq
♦কাজী নজরুলের জন্ম কত সালে?
উত্তর: ১৮৯৯ সালের ২৫ শে মে
♦কত সালে ফেসবুক আবিষ্কার হয়?
উত্তর: ২০০৪ সালে
♦রেডিও কে আবিষ্কার করেন?
উত্তর: মার্কনী
♦চর্যাপদ কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯০৭ সালে
বিসিএস সাধারণ জ্ঞান
♦তাজমহল কত সালে নির্মিত হয়?
উত্তর: ১৬৫৩ সালে
♦তাজমহল কোথায় অবস্থিত?
উত্তর: ভারতের আগ্রায়
♦সূর্যোদয়ের দেশ কোনটি?
উত্তর : জাপান
♦মসজিদের শহর কোনটি?
উত্তর: ঢাকা
♦কোন মুসলিম পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কার পান?
উত্তর: আব্দুস সালাম
♦নিষিদ্ধ শহর কোনটি?
উত্তর: লাসা
♦চীনের দুঃখ কি?
উত্তর: হোয়াংহো নদী
♦সার্কের প্রথম উদ্যোগতা কে?
উত্তর: জিয়াউর রহমান
♦পৃথিবীর সবচেয়ে বড় খাল কি?
উত্তর: সুয়েজ খাল
♦সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তর: নেপালের কাঠমান্ডুতে
♦আধুনিক রসায়ন শাস্ত্রের জনক কে?
উত্তর: জাবির ইবনে হাইয়ান
♦OIC এর সদর দপ্তর কোথায়?
উত্তর: জেদ্দা, সৌদিআরব
♦ কে সর্বপ্রথম সৌরজগৎ আবিষ্কার করেন?
উত্তর: কোপারনিকাস
♦ কে সর্বপ্রথম এভারেস্ট জয় করে?
উত্তর: তেনজিং এবং হিলারি
সাধারন জ্ঞান প্রশ্ন ও উত্তর | General Knowledge Questions and Answers
♦ সুলতানি আমলে বাংলার রাজধানী কোথায় ছিলো?
উত্তর: সোনারগাঁ
♦ বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজ-উ-দ্দৌলা
♦ বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি কে?
উত্তর: এ.এস.সায়েম
♦ বাংলাদেশের কোন জেলাকে শষ্যভান্ডার বলা হয়?
উত্তর: বরিশাল জেলা
♦ইসলামী রেনেসাঁর কবি কে?
উত্তর: ফররুখ আহমদ
♦'বিশ্বনবী' গ্রন্থের লেখক কে?
উত্তর: গোলাম মোস্তোফা
♦"টাইমস" পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়?
উত্তর: লন্ডন (ব্রিটেন)
♦বাসস কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর: বাংলাদেশ
♦স্কাউট এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: লর্ড ব্যাডন পাওয়েল
♦স্কাউট এর মহাসম্মেলন এর নাম কি?
উত্তর: জাম্বুরী
♦তিতুমীর এর আসল নাম কি?
উত্তর: সৈয়দ মীর নিসার আলী
♦ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কতটি ভাষায় সুপন্ডিত ছিলেন?
উত্তর: ১৮ টি
♦মহাকবি শেখ সাদী কোন দেশের কবি?
উত্তর: ইরানের
♦কোন প্রানী প্রথম মহাশূন্য ভ্রমন করেন?
উত্তর: লাইকা নামক কুকুর
♦হোসেন শহীদ সোহরাওয়ার্দী কত সালে পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর: ১৯৫৬ সালে
♦ ও.আই.সি কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৬৯ সালে
♦ ভারত কে আবিষ্কার করেন?
উত্তর: ভাস্কো-ডা-গামা।
পড়ার শেষে ডান লিখে উৎসাহিত কর
collected
সংগৃহীত।।।
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত

আমি ৩৫তম বিসিএস প্রথম দেই। ননক্যাডার থেকে সরকারি হাইস্কুলে প্রায় ৩ বছর চাকুরী করি। তখন ৩৫ এর অনেক নামি-দামি ক্যাডার আমার ফ্রেন্ডলিস্টে ছিলো।
এর পর ৩৬,৩৭ একই অবস্থা......
যথারীতি নামি-দামি ক্যাডাররা অনেকই আমাকে আনফ্রেন্ড করে দিলো।.....এ নিয়ে আমার কষ্ট বা জিদ বা ক্ষোভ কিছুই হয়নি। ফেসবুকে ১০/১৫ জন ফ্রেন্ড কমলে কিছুই যায় আসে না।
এরপর ৩৮তম বিসিএস এ শিক্ষা ক্যাডার পেলাম। বন্ধু সংখ্যা কিঞ্চিৎ বাড়লো। সবাই বললো, মেয়েদের জন্য এটাই ভালো... কিন্তু দামতো আর বাড়লো না।.....কি একটা অবস্থা!!!
এরপর ৪০তম বিসিএস এ পুলিশ হলাম। বিশ্বাস করেন রাতারাতি দাম বেড়ে গেলো। আত্মীয়স্বজন নিয়মিত আম্মা কে ফোন দেয়। আমি নিজেও সবজায়গায় এক্সট্রা খাতির পাই....ইনবক্সে প্রচুর ম্যাসেজ আসে।দরকার নাই, তারপরও আমার খোঁজ নেয়!!!....কি একটা অবস্থা!!!
প্রচুর ফ্রেন্ড রিকোয়েস্ট আসে......🥲
কিন্তু বুঝতে পারছি না আমি তো একজনই
সেই আমিই তো এই আমি🙄
আমার মেধা আগে যেমন ছিলো এখনো সেইম আছে....
আমিও সেই সেইম মানুষ আছি, আগে থেকে আমার ব্যাবহার একদমি বদলায় নাই......আমার সিজিপিএও সেইম আছে🤭
আমিই সেই মাধ্যমিকের শিক্ষক, আমিই সেই সরকারি কলেজের লেকচারার, আমিই পুলিশ।
পরিবর্তন হয়েছে আপনাদের......
পচন ধরেছে আপনাদের চিন্তা ভাবনায়....
পচন ধরেছে আপনাদের মূল্যবোধে।.......
হ্যা,
আপনাদেরকেই বলছি....
যারা আমাকে আগে অবজ্ঞা করেছিলেন
আর এখন এক্সট্রা খাতির জমাতে চাচ্ছেন।
আপনাদের আত্মউন্নয়ন জরুরী। সুযোগ পেলেই আপনারা আবার আমার সমালোচনা করবেন।
ইসমেত জাহান তোড়া
৩৮তম বিসিএস শিক্ষা
৪০তম বিসিএস পুলিশ
আগামী ১০ মার্চ অনুষ্ঠিতব্য ব্যাংকের পরীক্ষার জন্য তথ্যগুলো নোট করে রাখুন। ১/২ নম্বর কমন পাবেন ইনশাআল্লাহ। :)
Year: 2021-22
GDP growth rate = 7.10 percent
Per capita income = $2,793
GDP (at constant prices) = Tk. 3,03,51,496 million
share of GDP (at constant prices)
i) Service sector = 51.48 percent
ii) Industry sector = 36.92 percent
iii) Agriculture sector = 11.61 percent
growth rate of GDP (at constant prices)
i) Industry sector = 9.86 percent
ii) Service sector = 6.26 percent
iii) Agriculture sector = 3.05 percent
by: Ajgar Ali
👉👉হাইভোল্টেজ_সাম্প্রতিক, যে কোনো চাকরির পরিক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ।
★ ২২তম রাষ্ট্রপতি- সাহাবুদ্দিন চুপ্পু
★ ১২তম গভর্নর- আব্দুর রউফ তালুকদার
★১৩তম সিইসি- কাজী হাবিবুল আউয়াল
★২৪তম মন্ত্রী পরিষদ সচিব- মাহবুব হোসেন
★ ১৬তম জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি -আব্দুল মুহিত
★ ১৪তম পিএসসির চেয়ারম্যান - সোহরাব হোসেইন
★ ১৬তম অ্যাটর্নি জেনারেল - আমিন উদ্দিন
সংগ্রহে, Sh Sakil
♦সংখ্যা ১৪ নিয়ে বিশেষ পোস্ট।♦
-
© শহীদ বুদ্ধিজীবী দিবস- ১৪ ডিসেম্বর।
-
© বিশ্ব ডায়াবেটিস দিবস- ১৪ নভেম্বর।
-
© পানামা খালের গভীরতা- ১৪ মিটার।
-
© চীনের প্রতিবেশী দেশ- ১৪ টি।
-
© পবিত্র কোরআনের সূরা সংখ্যা ১১৪ টি।
-
© পাকিস্তানের স্বাধীনতা দিবস- ১৪ আগষ্ট।
-
© সনেটে পংক্তি বা লাইন থাকে- ১৪টি।
-
© বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মোট
উপন্যাস- ১৪টি।
-
© মনমোহন সিং ভারতের- ১৪তম প্রধানমন্ত্রী
ছিলেন।
-
© কুরআনে মোট সিজদার আয়াত- ১৪টি।
-
© জাতিপুঞ্জ চুক্তিতে মোট- ১৪টি দফা ছিল।
. 'ক্ষমার যোগ্য' -এর বাক্য সংকোচন -----
ক্ষমার্হ
ক্ষমাপ্রার্থী
ক্ষমা
ক্ষমাপ্রদ
"সব্যসাচী" কার উপাধি?
কাজী নজরুল ইসলাম
মাইকেল মধুসূদন দত্ত
সামছুল আলম
সামছুল হক
বাংলাদেশের সকল কিছুর সংখ্যাঃ
______________________________
০১. বিভাগ - ৮ টি
০২. জেলা - ৬৪ টি
০৩. সিটি কর্পোরেশন - ১২ টি
০৪. উপজেলা - ৪৯২টি (সর্বশেষ- শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ)
০৫. পৌরসভা - ৩২৯ টি (সর্বশেষ- তাড়াশ, সিরাজগঞ্জ)
০৬. থানা - ৬৫০ টি (সর্বশেষ- হাতিরঝিল)
০৭. ইউনিয়ন - ৪৫৬২ টি
০৮. গ্রাম - ৮৭১৯১ টি
০৯. শিক্ষা বোর্ড - ১১ টি
১০. শিক্ষা স্তর - ৪ টি
১১. সরকারি (পাবলিক) বিশ্ববিদ্যালয় - ৪৫ টি
১২. সরকারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় - ১০ টি (সর্বশেষ- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বি.)
১৩. সরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয় - ৪ টি (সর্বশেষ- সিলেট মেডিকেল বি.)
১৪. টেক্সটাইল বিশ্ববিদ্যালয় - ১ টি
১৫. কৃষি বিশ্ববিদ্যালয় - ৫ টি (সর্বশেষ- খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়)
১৬. নদী বন্দর - ৩২ টি (সর্বশেষ- রূপপুর নদীবন্দর)
১৭. সমুদ্র বন্দর - ৩ টি (সর্বশেষ- পায়রা সমুদ্র বন্দর)
১৮. স্হল বন্দর - ২৩ টি (সর্বশেষ - বাল্লা, হবিগঞ্জ)
১৯. গ্যাস ক্ষেত্র - ২৭ টি
২০. সার কারখানা - ১৫ টি
২১. সরকারি সার কারখানা - ৮ টি
২২. সরকারি বস্ত্র কল - ১৮ টি
২৩. সরকারি চিনি কল - ১৫ টি
২৪. চা বাগান - ১৬৭ টি
২৫. সরকারি পাটকল - ২৬ টি, চালু - ১৮ টি
২৬. পরিবেশ আদালত - ৩ টি
২৭. আবহওয়া কেন্দ্র - ৪ টি
২৮. আন্তর্জাতিক বিমানবন্দর - ৪ টি
২৯. মোট তফসিলি ব্যাংক- ৫৯টি (সর্বশেষ- কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড)
৩০. বাংলাদেশ সিভিল সার্ভিসের বর্তমান ক্যাডার সংখ্যা - ২৬ টি (১৫ নভেম্বর '১৮ ইকোনমিক ক্যাডার বিলুপ্ত করা হয়)।
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
চীনের দুঃখ বলা হয় কাকে?
(ক) নীলনদকে (খ) সিন্ধু নদকে
(গ) লোহিত সাগরকে (ঘ) হোয়াংহো নদীকে
বানান শুদ্ধিকরন :
০১| বিদোষী = বিদুষী
০২| সহযোগীতা = সহযোগিতা
০৩| শিরচ্ছেদ = শিরশ্ছেদ
০৪| মনোকস্ট = মনঃকষ্ট
০৫| অপরাহ্ন = অপরাহ্ণ
০৬| দূরাবস্থা = দুরবস্থা
০৭| ষ্টেশন =স্টেশন
০৮| মুহুর্ত = মুহূর্ত
০৯| উপযোগীতা = উপযোগিতা
১০| কল্যান = কল্যাণ
১১| জীবীকা = জীবিকা
১২| স্বরস্বতী = সরস্বতী
১৩| গীতাঞ্জলী = গীতাঞ্জলি
১৪| পিপিলিকা = পিপীলিকা
১৫| ব্যপ্ত = ব্যাপ্ত
১৬| মুখস্ত = মুখস্থ
১৭| সংস্কৃতিক = সাংস্কৃতিক
১৮| অন্তভুক্ত =অন্তর্ভুক্ত
১৯| ঐক্যতান = ঐকতান
২০| উপরোক্ত = উপর্যুক্ত
২১| দ্বন্দ= দ্বন্দ্ব
২২| ভূবন = ভুবন
২৩| বিভিষিকা = বিভীষিকা
২৪| আলচ্যমান = আলোচ্যমান
২৫| পুরান = পুরাণ
২৬| ঝরণা = ঝরনা
২৭| বৈচিত্র= বৈচিত্র্য
২৮| দৈন্যতা = দৈন্য/দীনতা
২৯| পুরষ্কার = পুরস্কার
৩০| স্নেহাশীস = স্নেহাশিস
৩১| বয়জেষ্ঠ্য = বয়োজ্যেষ্ঠ
৩২| দূরাদৃস্ট = দুরাদৃষ্ট
৩৩| কর্মজীবি = কর্মজীবী
৩৪| আকাংখা = আকাঙ্ক্ষা
৩৫| প্রতিযোগীতা = প্রতিযোগিতা
৩৬| সন্যাসী = সন্ন্যাসী
৩৭| বহিস্কার = বহিষ্কার
৩৮| জগত = জগৎ
৩৯| মনীষি = মনীষী
৪০| শান্তনা = সান্ত্বনা
৪১| মন্ত্রীত্ব = মন্ত্রিত্ব
৪২| বুদ্ধিজীবি = বুদ্ধিজীবী
৪৩| ইতিমধ্যে = ইতোমধ্যে
৪৪| ভৌগলিক= ভৌগোলিক
৪৫| মুমুর্ষু = মুমূর্ষু
৪৬| শ্রদ্ধান্ঞ্জলী = শ্রদ্ধাঞ্জলি
৪৭| উত্তারায়ন = উত্তারায়ণ
৪৮| ঋন = ঋণ
৪৯| ইদানিংকাল = ইদানীং
৫০| সম্বর্ধনা = সংবর্ধনা
সংগৃহীত।।।
#পড়া শেষে ওকে লিখতে ভূলবেন না।
#সংগৃহীত
আমি ভিষণ অসুস্থ 😥😥
দোয়া করবেন সবাই
কবি রবিন্দ্রনাথ ঠাকুর তার কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
(ক)বসন্ত (খ)তাসের দাস
(গ) ডাকঘর (ঘ) শেষের কবিতা।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Website
Address
Chittagong
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
An English Course Provider Specialized Private Program for Varsity & Medical Admission & HSC English
Chittagong, G.P.O4000
অভিজ্ঞ প্রাইভেট টিচার বাসায় পেতে, যোগাযোগ :01811-536844
Chittagong, 4000
We provide the best and expert home tutor from CU, CMC, CUET, NU in Chittagong city. Please let us k
Chittagong
It's a Korean language page As there r so many kdrama fans in world wide and they r much fascinated
Chittagong, 4310
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students