বিজ্ঞপ্তি :
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হাসান বাবু ভাই এর সহধর্মিণীর নামাযের জানাজা আজ বাদে মাগরীব দারোগা বাড়িতে অনুষ্ঠিত হবে। সকলকে যথাসময়ে জানাযায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
নিবেদক
মোঃ হাশেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
Kattali Nurul Hoque Chowdhury High School Alumni Association
We represent the ex students of Kattali Nurul Hoque Chowdhury High School.
Operating as usual
শোক সংবাদ।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রানপ্রিয় বড় ভাই জনাব এমদাদুল হাসান বাবুর সহধর্মিণী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো এমদাদুল হাসান বাবু ভাই এবং তার সন্তানদের এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।
বি:দ্র: জানাযার সময় স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নিবেদক
জনাব মোঃ হাশেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।

২০১৮-২০২৩ দীর্ঘ পাচঁটি বছর। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এইতো সেদিন আমাদের বিদ্যালয়ের পুনর্মিলনী করেছিলাম। দেখতে দেখতে পাচঁটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেই সময় যারা বলতো পুনর্মিলনীর পর তোমাদের আর খবর থাকবে না। কেউ কারো খবর রাখবে না। তাদের উদ্দেশ্য বলতে চায়। এই দীর্ঘ পাচঁ বছর পরেও আমরা সবাই একসাথে আছি। কেউ কারো থেকে দূরে সরে যাই নাই। হয়ত জীবনের তাগিদে কেউ কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কিন্তু আত্মার বন্ধনটি এখনো আগের মত অটুট আছে। ভালোবাসি সবাইকে আগের মতই। ভালোবাসা অবিরাম।
শোক সংবাদ
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র "স্বাধীনতা '৭১" এর সম্মানিত সদস্য বিশ্বাস পাড়া নিবাসী জনাব মো: জিয়াউল করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
জানাযা নামাযের সময় পরবর্তীতে জানানো হবে।

গুটি গুটি পায়ে ১১বছর পার করলো প্রিয় সংগঠন "অদম্য-২০০০"
প্রতিষ্ঠার পর থেকে এই ১১বছরে আমরা পথ দেখিয়েছি অনেক সংগঠনকে, পাশে থেকে এগিয়ে নিয়ে গিয়েছি অনেক স্বপ্নকে। "অদম্য-২০০০" আজ এক বিশাল মহীরুহ।
এগিয়ে যাক প্রাণের সংগঠন এইভাবে যুগের পর যুগ।
শুভকামনা প্রিয় "অদম্য-২০০০"
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সুচী:
# সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন।
#সকাল ১১টায় আলোচনা সভা।
স্থান: ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন।
সকলকে যথাসময়ে ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
নিবেদক
মোহাম্মদ হাশেম আলী চৌধুরী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
এবং
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অপ্রতিম-১৯ এর ৪ জন কৃতি শিক্ষার্থী ২০২২ সালের অনুষ্ঠেয় এম বি বি এস কোর্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে অভিনন্দন ।
১। উম্মে সুমাইয়া-চট্টগ্রাম মেডিকেল কলেজ
২। নাহিদ --------চট্টগ্রাম মেডিকেল কলেজ
৩। তমাশ্রী মজুমদার- সিলেট মেডিকেল কলেজ
৪। ফারজানা আক্তার -শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর

কাট্টলী স্কুলের কৃতীছাত্র শিল্পপতি মোঃ নাসির উদ্দিন আর নেই, সর্বত্র শোকেরছায়াঃ
কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কৃতীছাত্র, বিশিষ্ট শিল্পপতি, প্যাসিফিক জিন্স'র সত্ত্বাধিকারী, বাংলাদেশ সরকার কর্তৃক ১২ বার বিজনেস পারসন অব দি ইয়ার হিসাবে সম্মানিত হওয়া, বিশিষ্ট দানবীর মোহাম্মদ নাসির উদ্দিন, আমাদের প্রিয় নাসির ভাই আর নেই ( ইন্না......রাজেউন)।
সোমবার বাংলাদেশ সময় ৩ঃ১৫ মিনিটে ব্যাংককের একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। আগামী ২ মার্চ বুধবার সকাল সাড়ে ৯ টায় সিইপিজেড কেন্দ্রীয় মসজিদে প্রথম, বাদ জোহর নগরীর জমিয়তুল ফালাহ চত্বরে দ্বিতীয় এবং বাদ আছর নিজবাড়ি দক্ষিণ ছলিমপুরে তৃতীয় নামাজে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মোহাম্মদ নাসির উদ্দিনের মৃত্যুতে কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী সমিতি, স্কুল পরিচালনা পর্ষদ, মোহাম্মদ জামান হেড মাস্টার স্মৃতি সংসদ, সাংসদ দিদারুল আলম, সাবেক মন্ত্রী ডাঃ আফসারুল আমিন ও আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাবেক মেয়র এম মনজুর আলম, সাবেক ডেপুটি মেয়র এম আবু নাসের চৌধুরী, চবি সাবেক উপাচার্য প্রফেসর ড.ইফতেখার উদ্দিন চৌধুরী, কাট্টলী সচেতন নাগরিক সমাজ, কাট্টলী ইয়ুথ কাউন্সিলসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। মোহাম্মদ নাসির উদ্দিনের মৃত্যু সংবাদে ছলিমপুর, কাট্টলী, ফৌজদারহাট, সীতাকুণ্ডসহ চট্টগ্রামের সর্বত্র শোকের ছায়া নেমে আসে।
ছবিতে প্রিয় নাসির ভাই কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনীর অনুষ্ঠানের ফরম পূরণ করছেন, ঠিক তখনি ছবিটি ক্যামরাবন্দী করি। ২০১৮ সালের ২৮ জুলাই নাসির ভাইয়ের ঘনিষ্ট বন্ধু সাবেক ডেপুটি মেয়র এম আবু নাসের চৌধুরী আমাদের নিয়ে যান সিইপিজেডে নাসির ভাইয়ের প্যাসিফিক জিন্স কারখানায়।
এই পুনর্মিলনী অনুষ্ঠানে প্রয়াত নাসির ভাইই সবচেয়ে বড় অনুদান দেন। যা আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করতে হবে।
আল্লাহ মরহুম মোহাম্মদ নাসির উদ্দিনকে জান্নাতবাসী করুণ।
পোস্ট কৃতজ্ঞতায়: Saifuddin Saki

মহান ভাষা দিবসে শহীদদের স্মরণে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ও মহম্মদ জামান হেডমাস্টার স্মৃতি সমিতির আজকের শ্রদ্ধাঞ্জলি।

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ব্যাচ -২০২১ এর নামকরন ও লগো উন্মোচন আগামীকাল শুক্রবার বিকাল ৪টায় ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন মাঠে অনুষ্ঠিত হবে। কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ এতে আমন্ত্রিত।
নিবেদক
একুশের ঐক্য

It's now easier to send Kattali Nurul Hoque Chowdhury High School Alumni Association a message.

কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের গর্ব,আমাদের সকলের প্রিয় মুখ ডাঃ আরাফাত আকবর ৪২তম বিসিএস(স্বাস্থ্য) এ মনোনীত হওয়ায় কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
প্রিয় শ্রদ্ধাভাজন,সদা হাস্যময়ী,বিনম্র ব্যক্তিত্বের অধিকারী জনাব সাইফুদ্দীন সাকী ভাইয়ের জন্মতিথীতে অনেক অনেক শুভ কামনা....
আলী ইমাম স্যার আর নেই!
দেরিতে খবরটা শুনে অবাক লাগছে। গত ১/৭/২১ইং চলে গেলেন না ফেরার দেশে। তিনি কাট্টলী নূরুল হক চৌধুরী ঊচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় ইংরেজী বিভাগে শিক্ষকতা করেছেন।
আল্লাহ্ আলী ইমাম স্যার কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সাধারন সম্পাদক জনাব এমদাদুল হাসান বাবু ভাইয়ের মমতাময়ী মাতা সন্ধ্যা ৬ ঘটিকায় ইন্তেকাল করিয়াছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অদ্য রাত্রি ১১ ঘটিকায় আজম ফতেহ জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমার নামাজে জানাজা অনুষ্টিত হবে।
আমরা প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি।

আল্লহামদুল্লিলা
চট্টগ্রাম জেলায় মোট ৬৬২ স্কুল তার মধ্যে ৪৪ টি A গ্রেড প্রাপ্ত স্কুল রয়েছে। বিগত বছর গুলোর ধারাবাহিকতায় আমাদের স্কুল A গ্রেড প্রাপ্ত স্কুল গুলোর মধ্যে ২৪ তম অবস্থানে ।

আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই এবং আমাদের খুবই কাছের একজন মানুষ, বাতিঘর এর সম্মানিত সদস্য এবং সবার প্রিয়মুখ জনাব সাইফুদ্দিন সাকী ভাইয়ের একমাত্র বড় ভাই জনাব মহিউদ্দিন আহমেদ চৌধুরী কিডনী জটিলতা এবং করোনা আক্রান্ত হয়ে বর্তমানে পার্কভিউ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছে। জনাব সাইফুদ্দিন সাকী ভাই প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিবারের সকলের নিকট উনার ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন। আমরা সকলে দোয়া করবো যাতে মহান রাব্বুল আলামীন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব মহিউদ্দিন আহমেদ চৌধুরীকে সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে দেন। আমিন।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি ও মোহাম্মদ জমান হেডমাস্টার স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
স্থানঃ ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর শহীদ মিনা চত্বর।
সময়ঃ সকাল ৯ঃ৩০ঘটিকা।
সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানানো হলো

অভিনন্দন! অভিনন্দন!
চট্টগ্রামের ঐতিহ্যবাহী এলাকা"নতুন মনছুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ" এর ত্রি-বার্ষিক নির্বাচনে অদম্য-২০০০ এর সভাপতি মোঃকফিল উদ্দিন পিন্টু বিনা প্রতিদ্বন্দ্বিতায় "অর্থ সম্পাদক " পদে নির্বাচিত এবং অদম্য-২০০০ এর সহ-সমাজ কল্যান সম্পাদক মোঃজিল্লুর রহমান "সহ-সভাপতি" পদে নির্বাচিত হওয়ায় অদম্য-২০০০ পরিবারের পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।
শুভেচ্ছান্তেঃ
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী ব্যাচ ২০১৭,২০১৯,২০২০ অর্থাৎ "স্মরণীয় বর্নের অপ্রতিম পরিচয়" কর্তৃক মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন এবং "স্মরণীয়-২০২০" এর নামকরন ও লগো উন্মোচন অনুষ্টানের আয়োজন করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। আপনাদের উপস্থিতি প্রাক্তনদের আরেকটি মিলন মেলায় পরিনত হবে।
অনুষ্ঠান সূচীঃ
বিকাল ৩ঘটিকা হইতে ব্যাচ ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিকাল ৫ঘটিকায় আলোচনা সভা।
সন্ধ্যা ৬টায় স্মরণীয় -২০ এর নামকরন ও লগো উন্মোচন।
সন্ধ্যা ৭ঘটিকায় ব্যান্ড শো।
স্থানঃ ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন।
সময়ঃ ২৬শে মার্চ, শুক্রবার, বিকাল ৩ঘটিকা হইতে।
সকলকে স্বাস্থ্যবিধি মেনে এবং মাস্ক পরিধান করে অনুষ্ঠান স্থলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ রইলো।
ধন্যবাদ।

“অসাম্প্রদায়িক চেতনায় মিলিত হোক সকল প্রাণ” এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবারও উদযাপিত হতে যাচ্ছে অদিতি সঙ্গীত নিকেতন আয়োজিত এবং উদ্যম’৯৫ ব্যাচের সার্বিক ব্যবস্হাপনায় ৩দিনব্যাপী অদিতি বসন্ত উৎসব’১৪২৭।
আগামী ১৭,১৮,১৯শে মার্চ রোজ বুধ,বৃহস্পতি ও শুক্রবার কাট্টলী সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গনে প্রতিদিন বিকাল ৪ঘটিকা হইতে রাত ১০ ঘটিকা পর্যন্ত অনুষ্টান চলবে।
বিদ্যালয়ের সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পরিবারসহ অনুষ্টানে উপস্হিত থেকে অনুষ্টান উপভোগ করার আমন্ত্রণ রইল।
শুভেচ্ছান্তে
মিনহাজ উদ্দিন রাসেল টুনটু দাশ বিজয়
আহবায়ক প্রতিষ্ঠাতা
বসন্ত উদযাপন পরিষদ অদিতি সঙ্গীত নিকেতন
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ(এডহক) এর সদস্য নির্বাচিত হওয়ায় কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ব্যাচ "বাতিঘরের" সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ নুরু উদ্দীন এবং প্রাক্তন ব্যাচ "উদ্দীপ্ত-৮৪" এর সম্মানিত সদস্য এবং বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক জনাব মকছুদুল করিম-কে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।

একুশ মানে মাথা নত না করা।
একুশ মানে মাথা উঁচু করে বাঁচতে শিখা।
মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস উপলক্ষে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে ভাষা শহীদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ।
আগামী ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।সকলকে ২১শে ফেব্রুয়ারী যথাসময়ে ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেনে উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
পুষ্পস্তবক অর্পণ সকাল ১০ঘটিকায়।
আলোচনা সভা সকাল ১০:৩০ ঘটিকায়।
নিবেদক
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৮০বছরে পদার্পণ।
(১৯৪১-২০২১) সুনামের সহিত আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ আজ স্বমহিমায় ভাস্বর।
আমরা গর্বিত আমরা এই বিদ্যাপীঠে পড়াশোনা করতে পেরেছি।
এভাবে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী আমাদের প্রাণপ্রিয় বিদ্যাপীঠ সগৌরবে মাথা উঁচু করে চারিদিকে শিক্ষার আলো বিলিয়ে যাবে।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন দুইজন ছাত্র এবারের সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছে। নির্বাচিত কাউন্সিলরবৃন্দ যথাক্রমে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড থেকে নির্বাচিত জনাব জহুরুল আলম জসীম এবং ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড থেকে নির্বাচিত জনাব অধ্যাপক মোহাম্মদ ইসমাইল।
নির্বাচত কাউন্সিলরবৃন্দকে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমতির পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত সভাপতি জনাব হাশেম আলী ভাই অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পারিবারিক সুত্রে খবর পাওয়া গিয়েছে উনি বর্তমানে আল্লাহর রহমতে ভালো আছেন। উনার আরো কিছু শারীরিক পরীক্ষা নীরিক্ষা বাকি আছে। সকলে উনার জন্য দোয়া করবেন।
সদালাপী, বিনয়ী,দানবীর, এই মাটির মানুষটিকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে দিন। আমীন।
আসসালামু আলাইকুম...
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল শহিদ ও সকল মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আগামী ১৬ই ডিসেম্বর রোজ বুধবার "কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি" এর পক্ষ হতে স্বাস্থ্যবিধি মেনে ছোটখাটো আলোচনা সভা ও পুষ্প অর্পণের আয়োজন করা হয়েছে।
এতে সকল প্রাক্তন ছাত্র-ছাত্রীর উপস্থিতি একান্ত কাম্য.....
স্থানঃ ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল।
সময়ঃ সকাল ৯.৩০টা
শুভেচ্ছান্তে,
মোঃ হাশেম আলী
সভাপতি,
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
ও
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক,
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
কাট্টলী নূ হ চৌ,উচ্চ বিদ্যালয়ের
অদম্য ৭১এর মেধাবী ছাত্র মো ছালেহ জহূর চৌঃ, পিতা ডাঃ মো কবীর আহমেদ চৌঃ, গতকাল ২১/১১/২০২০ এপোলো হাস্পাতালে ইন্তেকাল করেছে, আমরা এক উজ্জ্বল নক্ষত্রকে হারালাম,আমরা তার আত্মার শান্তি কামনা করি।আল্লাহ তার সমস্ত গুনাহ মাফ করে বেহেস্ত নসীব করুন।

বই হোক প্রাণ। নবীন-প্রবীণ সকলের জন্যই বই তথ্যের সমাহার। অবসরে,ভ্রমণে, একাকিত্বে, বিষণ্নতায়,হতাশায় বই হোক সঙ্গী। বইয়ের ভেতর দিয়ে বিস্তৃত এই ভুবনকে দেখা যায়,জানা যায়,উপলব্ধি করা যায়। বই হোক মই,বই হোক সফলতার চাবিকাঠি,বই হোক মনের ক্ষুধা দূরকারী। বইয়ের কথা ছড়িয়ে পড়ুক।
"কামরুল'স ডায়েরি" বইটি হাতে পেতে আজই যোগাযোগ করুন নিম্নোক্ত নাম্বারে-
০১৮৫২৮২০৬৪৪।
ধন্যবাদ 💗

প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী’র ২য় বর্ষপূর্তির খন্ডচিত্র...

দেখতে দেখতে দুটো বছর পেরিয়ে গেলো। সেই তারুন্যের উচ্ছাস, প্রানের বন্ধন, এগিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা।
প্রাণের পুনর্মিলন।
আজ আমাদের পুনর্মিলনীর ২য় বর্ষপূর্তি। স্মৃতির পাতার হিরন্ময় হয়ে থাকবে অক্টোবরের ২৬ এবং ২৭ এই দুটি তারিখ। আজ আমরা ছোট পরিসরে স্বাস্থ্যসুরক্ষা মেনে পালন করে করতে যাচ্ছি পুনর্মিলনীর ২য় বর্ষপূর্তি। বিকেলে সবাই চলে আসুন ফয়েজ আলী প্রাঙ্গনে। মেতে উঠি প্রাণের উচ্ছাসে।
মাস্ক পরিধান বাধ্যতামূলক।

আবারো মেতে উঠতে ইচ্ছে করছে প্রাণের উচ্ছাসে। কিন্তু বিধিবাম। করোনাকালীন এই সময়ে নিয়মের বেড়াজালে হয়ত অনেক কিছুই সম্ভব নয়। তাই এইবার আর বড় পরিসরে পুনর্মিলনীর বর্ষপূর্তি করা সম্ভব হচ্ছে না। তাই বলে কি থেমে থাকবে কাট্টলীয়ান্স? মোটেও না। ছোট পরিসরে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আমরা পালন করতে যাচ্ছি কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর ২য় বর্ষপূর্তি। তারুন্যের অপ্রতিরোধ্য চক্রের আয়োজনে অনুষ্ঠিত হবে বর্ষপূর্তির অনুষ্ঠান। সকল স্বাস্থ্যবিধি মেনে সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
স্থানঃ ফয়েজ আলী মেমোরিয়াল কিন্ডারগার্টেন প্রাঙণ।
সময়ঃ ২৬শে অক্টোবর, সোমবার, বিকাল ৩ঃ৩০ঘটিকা হতে।

,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,শোক সংবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,
দক্ষিন কাট্টলী পাঠান পাড়ার আবদুল আলী হাটের বিশিষ্ট ব্যাবসায়ি আলম হার্ডওয়াডের মালিক। কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ব্যাচ ৮০ সেতুবন্ধনের বন্ধু মোঃ ফরিদুল আলম আজ সকালে ইন্তেকাল ফরমাইয়াছেন।
ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহে রাজেউন।
আমরা কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে মরহুমের আত্বার মাগফেরাত কামনা করছি,,এবং শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,শোক সংবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ১৯৭২ ব্যাচের প্রাক্তন ছাত্র বিশিষ্ট সমাজ সেবক শ্রীযুক্ত বাবু চন্দন দত্ত আজকে সকলে মৃত্যু বরণ করেন।
আমরা কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী সমিতির পক্ষ থেকে মরহুমের আত্বার শান্তি কামনা করছি,,এবং শোক সম্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
ঈদ মোবারক

করোনা ভাইরাস প্রতিরোধে উদ্যম’৯৫ এর বন্ধুদের উদ্দ্যোগে আয়োজিত করোনা সচেতনতার কার্যক্রম উদ্ধোধন করেন আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) জনাব মোস্তাফিজুর রহমান। সাথে উদ্যমের বন্ধুরা.....

করোনা ভাইরাস(কোভিড ১৯)প্রতিরোধে আমরা আছি আপনাদের পাশে...

সকল প্রাক্তন শিক্ষার্থীগণ আমন্ত্রিত ....

মধ্যবিত্ত
লেখক রুহুল আমিন মেলায় উপস্থিত আছেন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Website
Address
Foyej Ali Chy. KG School, Colonel Hat
Chittagong
Zakir Hossain Road
Chittagong, 1207
upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong
Worst School In the WORLDDD!!!
Chittagong
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
2no Gate
Chittagong, 4209
তালিম, তারবিয়াত ও দাওয়াহ আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390
This is an non Government madrasah. managed by the help of all muslim.
Chittagong, 4350
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like y