
উনার আত্মার সদগতি কামনা করছি
We represent the ex students of Kattali Nurul Hoque Chowdhury High School.
Operating as usual
উনার আত্মার সদগতি কামনা করছি
একটি শোক সংবাদ
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত ক্রীড়া সম্পাদক জনাব মিনহাজ উদ্দিন দোলন এবং ৮০ব্যাচের সম্মানিত সদস্য রিয়াজউদ্দিন বাবুর মমতাময়ী মাতা আজ সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। আজ বাদ মাগরিব মুন্সিপাড়াস্থ নিজ বাড়িতে উনার নামাযের জানাযা অনুষ্ঠিত হবে। উনার জানাজায় অংশ গ্রহণ করে উনার আত্মার মাগফেরাত কামনা করুন।
হাসেম আলী চৌধুরী৷ এমদাদুল হাসান বাবু
সভাপতি সাধারণ সম্পাদক।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
একটি শোক সংবাদ
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি এবং বাতিঘরে (৭০ব্যাচ) এর সম্মানিত সদস্য আলহাজ্ব মুহাম্মদ ইসহাক আজ সকাল ৭-০০ টার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন) আজ বাদ জোহর উনার নামাজে জানাজা মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উনার জানাজায় অংশ গ্রহণ করে উনার আত্মার মাগফেরাত কামনা করুন।
হাসেম আলী চৌধুরী৷ এমদাদুল হাসান বাবু
সভাপতি সাধারণ সম্পাদক।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
বিজ্ঞপ্তি:
আগামী ২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে মহান ভাষা শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
সময়: ২১শে ফেব্রুয়ারী সকাল ১০ঘটিকায়।
স্থান: ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন শহীদ মিনার।
সকলকে যথাসময়ে উপস্তিত থাকার জন্য অনুরোধ জানানো হলো।
মোঃ হাসেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
ও
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
প্রিয় প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।
নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা। আমরা পেয়েছি লাল সবুজের পতাকা। আমরা পেয়েছি বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবার পরিচয়।
প্রিয় প্রাক্তনবৃন্দ প্রতিবারের মত এইবারো ১৬ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষ্যে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির আয়োজনে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।
সময় :
১৬ই ডিসেম্বর, শনিবার
সকাল ১০ঘটিকা
স্থান:
ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর শহীদ মিনার বেদিতে।
নিবেদক
মো: হাসেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
একটি শোক সংবাদ:
উওর কাট্টলী মুন্সিপাড়া নিবাসী "মরহুম জামশেদ আহমেদ চৌধুরীর"-দ্বিতীয় পুএ সর্বজন পরিচিত বীর মুক্তিযোদ্ধা এবং কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত উপদেষ্টা জনাব ইমতিয়াজ উদ্দীন চৌধুরী পাশা ভাইয়ের ছোট ভাই ইফতেখার উদ্দীন চৌধুরী (প্রকাশ ওমর) আজ দূপুর ১২ টায় শেষ নিঃশাস ত্যাগ করেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিয়ুন।
উনার মৃত্যুতে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি গভীরভাবে শোকাহত।
জানাযার নামাজ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
শোকজ্ঞাপনে:
মোঃ হাসেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
ও
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
বিজ্ঞপ্তি :
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব এমদাদুল হাসান বাবু ভাই এর সহধর্মিণীর নামাযের জানাজা আজ বাদে মাগরীব দারোগা বাড়িতে অনুষ্ঠিত হবে। সকলকে যথাসময়ে জানাযায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।
নিবেদক
মোঃ হাশেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি
শোক সংবাদ।
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের প্রানপ্রিয় বড় ভাই জনাব এমদাদুল হাসান বাবুর সহধর্মিণী দুরারোগ্য ব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে কলকাতার একটি হাসপাতালে মৃত্যুবরন করেছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আমরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছি। আল্লাহ যেনো এমদাদুল হাসান বাবু ভাই এবং তার সন্তানদের এই শোক সইবার শক্তি দান করেন। আমিন।
বি:দ্র: জানাযার সময় স্থান পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
নিবেদক
জনাব মোঃ হাশেম আলী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
২০১৮-২০২৩ দীর্ঘ পাচঁটি বছর। কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে এইতো সেদিন আমাদের বিদ্যালয়ের পুনর্মিলনী করেছিলাম। দেখতে দেখতে পাচঁটি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে। সেই সময় যারা বলতো পুনর্মিলনীর পর তোমাদের আর খবর থাকবে না। কেউ কারো খবর রাখবে না। তাদের উদ্দেশ্য বলতে চায়। এই দীর্ঘ পাচঁ বছর পরেও আমরা সবাই একসাথে আছি। কেউ কারো থেকে দূরে সরে যাই নাই। হয়ত জীবনের তাগিদে কেউ কেউ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। কিন্তু আত্মার বন্ধনটি এখনো আগের মত অটুট আছে। ভালোবাসি সবাইকে আগের মতই। ভালোবাসা অবিরাম।
শোক সংবাদ
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র "স্বাধীনতা '৭১" এর সম্মানিত সদস্য বিশ্বাস পাড়া নিবাসী জনাব মো: জিয়াউল করিম কিছুক্ষণ আগে ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না-লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
জানাযা নামাযের সময় পরবর্তীতে জানানো হবে।
গুটি গুটি পায়ে ১১বছর পার করলো প্রিয় সংগঠন "অদম্য-২০০০"
প্রতিষ্ঠার পর থেকে এই ১১বছরে আমরা পথ দেখিয়েছি অনেক সংগঠনকে, পাশে থেকে এগিয়ে নিয়ে গিয়েছি অনেক স্বপ্নকে। "অদম্য-২০০০" আজ এক বিশাল মহীরুহ।
এগিয়ে যাক প্রাণের সংগঠন এইভাবে যুগের পর যুগ।
শুভকামনা প্রিয় "অদম্য-২০০০"
২১শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান সুচী:
# সকাল ১০টায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন।
#সকাল ১১টায় আলোচনা সভা।
স্থান: ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন।
সকলকে যথাসময়ে ফয়েজ আলী চৌধুরী মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে উপস্থিত হওয়ার জন্য বিনীত অনুরোধ জানানো হলো।
নিবেদক
মোহাম্মদ হাশেম আলী চৌধুরী
সভাপতি
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
এবং
এমদাদুল হাসান বাবু
সাধারণ সম্পাদক
কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি।
কাট্টলী নূরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অপ্রতিম-১৯ এর ৪ জন কৃতি শিক্ষার্থী ২০২২ সালের অনুষ্ঠেয় এম বি বি এস কোর্সের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির পক্ষ থেকে অভিনন্দন ।
১। উম্মে সুমাইয়া-চট্টগ্রাম মেডিকেল কলেজ
২। নাহিদ --------চট্টগ্রাম মেডিকেল কলেজ
৩। তমাশ্রী মজুমদার- সিলেট মেডিকেল কলেজ
৪। ফারজানা আক্তার -শেখ হাসিনা মেডিকেল কলেজ জামালপুর
Worst School In the WORLDDD!!!
A kindergarten school which is ruled by Chittagong City Corporation
আমাদের ৩টি বিভাগে ভর্তি চলছে ✨ হিফজুল কুরআন বিভাগ ✨ প্লে গ্রুপ থেকে ৭ম শ্রেণি ✨ কুরআন শিক্ষা কোর্স
This is an non Government madrasah. managed by the help of all muslim.
A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.
চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।
সুপ্ত মেধার বিকাশ ঘটাতে ক্যাডেট ভর্তির সর্ববৃহৎ Coaching Center "Cadet Care Bangladesh"halishar Br.