10/11/2024
অকস্মকাম (বিণ) অলস, নিষ্কর্মা, জড়, নিষ্ক্রিয়, কাজ করিতে অনিচ্ছুক, অনুৎসাহী, অকর্মী। (বিপ) কৰ্ম্মকাম।
অকস্মজ (বিণ) অকর্মজ, কর্মফল দ্বারা অনুৎপন্ন, অকর্মসম্ভূত, কর্ম দ্বারা সংঘটিত হয় না এমন। (মিল্কিন্দ প্রশ্ন) অকস্মজ আকাস, অকস্মজ নিব্বান।
সম্পূর্ণ পড়ুনঃ
অ- বর্ণের অভিধান - ২
অকতাগস [ অকত+আগস] পাপ না করিয়া। => আগু, আগস । অকতাভিনিবেস (বিণ) অমনোযোগী। => কতাভিনিবেস । অকত্তব্ব (বিণ) অকর্তব্য, অনুচিত,...
10/11/2024
১। কখগঘঙ অ আ হ-ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ; এজন্য ইহাদিগকে কণ্ঠ্যবর্ণ (কন্ঠজা-Gutturals) বলে।
২। চছজ ঝ ঞয ইঈ-ইহাদের উচ্চারণ স্থান তালু; এজন্য ইহাদিগকে তালব্যবর্ণ (তালুজা-Palatals) বলে।
৩। পফবভ ম উ উ-ইহাদের উচ্চারণ স্থান ওষ্ঠ; এজন্য ইহাদিগকে ওষ্ঠ্যবণ (ওটঠজা- i.abials) বলে।
8। ট ঠ ড ঢ ণর ল-হহাদের উচ্চারণ স্থান মুদ্ধা, এজন্য ইহাদিগকে মুদ্ধন্য বর্ণ (মুদ্ধজা-Linguals) বলে।
৫। ত থ দ ধনলস-ইহাদের উচ্চারণ স্থান দন্ত; এজন্য ইহাদিগকে দন্ত্য বর্ণ (দন্তজা-Dentals) বলে।
৬। এ-ইহার উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু; এজন্য ইহাকে কণ্ঠ- তালব্য (কণ্ঠ-তালুজ বর্ণ--Gutturo-palatals) বলে
৭। ও-হহার উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ; এজন্য ইহাকে (কণ্ঠ্যৌষ্ঠ্য- বর্ণ কণ্ঠোটঠজে- Gutturo-labial) বর্ণ বলে।
৮। ব (অন্তঃস্থ।-ইহার উচ্চারণ স্থান দন্ত ও ওষ্ঠ; এজন্য ইহাকে দন্তৌষ্ঠ্য (দন্তোটঠজো-Dento-labial) বলে।
সম্পূর্ণ পড়ুনঃ
বর্ণের উচ্চারণ স্থান
১। কখগঘঙ অ আ হ-ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ; এজন্য ইহাদিগকে কণ্ঠ্যবর্ণ (কন্ঠজা-Gutturals) বলে। ২। চছজ ঝ ঞয ইঈ-ইহাদের উচ্চারণ .....
04/11/2024
অ- বর্ণমালায় স্বরবর্ণের আদ্যক্ষর বা আদ্যবর্ণ। ইহার উচ্চারণ স্থান কণ্ঠ, এইজন্য ইহাকে কণ্ঠজ বর্ণ বলে। পদান্বয়ী অব্যয়। 'আ' এর ব্যবহার উপপদরূপে বা সংক্ষিপ্তভাবে এবং দ্বিত্ব ব্যঞ্জনের পূর্বে বসে, যথা- ১. অক্কোসতি (সংস্কৃত শব্দ-আক্রোশ);২. অকখাতি (সংস্কৃত শব্দ-আখ্যা)
অ বর্ণের অভিধান-১
অ- বর্ণমালায় স্বরবর্ণের আদ্যক্ষর বা আদ্যবর্ণ। ইহার উচ্চারণ স্থান কণ্ঠ, এইজন্য ইহাকে কণ্ঠজ বর্ণ বলে। পদান্বয়ী অব্...
04/11/2024
১। পালি ভাষাতে সর্বমোট একচল্লিশটি বর্ণমালা রহিয়াছে। তন্মধ্যে স্বরবর্ণ আটটি এবং ব্যঞ্জনবর্ণ তেত্রিশটি।
স্বরবর্ণ (Vowels)
অ আ ই ঈ উ উ এ ও
ব্যঞ্জনবর্ণ (Consonants)
ক খ গ ঘ ঙ
চ ছ জ ঝ ঞ
ট ঠ ড ঢ ণ
ত থ দ ধ ন
প ফ ব ভ ম
য র ল ৰ স হ
ল ং
Read More:
পালি বর্ণমালা (The Alphabet)
১। পালি ভাষাতে সর্বমোট একচল্লিশটি বর্ণমালা রহিয়াছে। তন্মধ্যে স্বরবর্ণ আটটি এবং ব্যঞ্জনবর্ণ তেত্রিশটি। স্বরবর.....
04/11/2024
বৈদিক ভাষায় ভারতীয় আর্যদের সাহিত্যকীর্তি ও দেবদেবীর বন্দনাগীতি রচিত। ইহার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় বেদ, উপনিষদ ও ব্রাহ্মণে। ইহাদের রচনাকাল আনুমানিক খ্রিস্টপূর্ব ১৫০০ অব্দে। বৈদিক ভাষাকে পাণিনি প্রভৃতি বৈয়াকরণেরা ব্যাকরণের শৃঙ্খলে আবদ্ধ করিয়া একটা লিখিত শিষ্ট ভাষার সৃষ্টি করেন ইহাই বর্তমানে সংস্কৃত ভাষা নামে অভিহিত। ইহাকে সংস্কৃত, 'পরিমার্জিত ও শৃঙ্খলাবদ্ধ করিয়া লইয়াছেন বলিয়া 'সংস্কৃত' বলা হয়। পালি মধ্য স্তরের ভাষার অন্তর্গত। প্রাচীন প্রাকৃত বা তদানীন্তন কথ্য ভাষা হইতে ইহার উৎপত্তি। ইহার উৎপত্তিকাল সঠিকভাবে নির্ধারণ করা না হইলেও খ্রিস্টপূর্ব ৮০০ হইতে ৬০০ অব্দে বলিয়া অনুমান করা যাইতে পারে। বৈদিক আর্য ভাষার সহিত সংস্কৃতের ভাষায় যে রূপ সম্পর্ক প্রাকৃত ভাষার সহিতও পালি ভাষার সেইরূপ সম্পর্ক। বৈদিক ভাষায় যেইরূপ দেবদেবীর বন্দনামূলক গীতি সাহিত্য রচিত বলিয়া উহাকে দেব ভাষা বলা হয়; সেইরূপ পালিভাষাকেও দেব ভাষা বলা যায়।
সম্পূর্ণ পড়ুনঃ https://leranpali.blogspot.com/2024/11/blog-post_04.html
Learn Pali
'পালি' শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে বহু গবেষণা হইয়াছে। এই গবেষণার ধারা এতই বিক্ষিপ্ত যে উহার মধ্য ....
04/11/2024
সাধারণ মানুষের বিশ্বাস ভগবান বুদ্ধের বাণী ও ধর্মোপদেশ যে ভাষায় রক্ষিত ও প্রতিপালিত হইয়াছে সেই ভাষাকে 'পালি ভাষা' বলে। অথবা ভগবান বুদ্ধের উপদেশ এই ভাষায় পাঠ ও রক্ষিত এই অর্থে 'পালি' বলিয়া কথিত হয়। পাঠ > পালি > পাল > পালি ব্যাকরণের ব্যুৎপত্তিগত অর্থানুসারে 'সদ্দথং পালেতী'তি পালি'- যাহা শব্দার্থকে পালন অথবা রক্ষা করে উহারই নাম পালি।
'পল্লী' ভাষা পালি ভাষা। 'পল্লী' শব্দ হইতে 'পালি' শব্দের' উৎপত্তি হইয়াছে বলিয়া কেহ কেহ অনুমান করিয়া থাকেন।
সম্পূর্ণ পড়ুনঃ
পালি শব্দের উৎপত্তি
'পালি' শব্দের প্রকৃত অর্থ সম্পর্কে পণ্ডিতদের মধ্যে বহু গবেষণা হইয়াছে। এই গবেষণার ধারা এতই বিক্ষিপ্ত যে উহার মধ্য ....
03/11/2024
পালি শব্দের মূল অর্থঃ
'পালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং পালিভাষার উৎপত্তি সম্বন্ধে পণ্ডিতমহলে বিশেষ মতভেদ আছে। পঙক্তি, বীথি, শ্রেণী প্রভৃতি অর্থে 'পালি' শব্দের প্রয়োগ আছে। 'পালি' শব্দ প্রথমতঃ বৌদ্ধশাস্ত্রের মূলশাস্ত্রকে এবং পরে মূলশাস্ত্রের সঙ্গে সম্বন্ধযুক্ত যে কোনও গ্রন্থকে বোঝাতে ব্যবহৃত হোত। এমন কথাও অনেকে বলেন যে মূলশাস্ত্র 'পালি' বলে, যে ভাষায় ঐ মূল বা 'পালি' লেখা হয়েছিল তাকেই কালক্রমে পালিভাষা বলা হল।
সম্পূর্ণ পড়ুনঃ
ভারতীয় আর্যভাষার স্তর ও শ্রেণীবিভাগ-পালি শব্দের অর্থ, পালি ভাষার উৎপত্তি-প্রাকৃত শব্দের অর্থ-
ভাষার ইতিবৃত্ত এবং শ্রেণীবিন্যাস অনুসারে পালি এবং প্রাকৃত ভাষাসমূহ মধ্য ভারতীয়-আর্যভাষার (Middle Indo-Aryan) অন্তর্গত। ভার...
02/11/2024
বিষয়বস্তু ও বিভিন্ন সূত্র হইতে প্রাপ্ত তথ্যাদি বিশ্লেষণ করিয়া বিমলা চরণ লাহা পালি ত্রিপিটকের গ্রহগুলির নিম্নলিখিত কালক্রম (chronology) নির্দেশ করিয়াছেন:
১। বর্তমান ত্রিপিটকের সকল গ্রন্থের বিভিন্ন অনুচ্ছেদে পুনঃ পুনঃ উল্লিখিত বৌদ্ধ ধর্মতত্ত্ব সম্পর্কীয় সাধারণ উক্তি বা বিবরণ।
২।দুই বা ততোধিক গ্রন্থে প্রাপ্ত একই কাহিনী।
৩। শীলসমূহ, প্রস্তাবনা ব্যতীত পারায়নবঙ্গ ও অট্ঠকবঙ্গের কবিতাগুলি, শিক্ষাপদসমূহ।
৪। দীঘনিকায়ের প্রথম খন্ড, মজঝিমনিকায়, সংযুত্তনিকায়, অঙ্গুত্তর- নিকায় এবং পাতিমোখের প্রাচীন ১৫২টি নিয়ম।
৫। দীঘনিকায়ের ২য় ও ৩য় খন্ড, থের-থেরীগাথা, জাতক, সুত্তবিভঙ্গ, পটিসম্ভিদামঙ্গ, পুষ্পলপঞঞত্তি, বিভঙ্গ।
৬। বিনয় মহাবঙ্গ ও চুল্লবঙ্গ, ২২৭ টি নিয়ম সমন্বিত সম্পূর্ণ পাতিমোক্খ, বিমানবন্ধু, পেতবন্ধু, ধম্মপদ এবং কথাবন্ধু।
৭। চুল্লনিন্দেস, মহানিন্দেস, উদান, ইতিবৃত্তক, সুত্তনিপাত, ধাতুকথা, যমক ও পট্ঠান।
৮। বুদ্ধবংস, চরিয়াপিটক ও অপদান।
৯। পরিবারপাঠ।
১০। খুন্দক পাঠ।
Read Full:
Learn Pali - পালি ইতিহাস -২
বৈয়াকরণিকেরা এই মৌখিক ভাষার নাম দিয়াছেন প্রাকৃত এবং আধুনিক পণ্ডিতগণ ইহাকে মধ্য ভারতীয় আর্য ভাষা নামে আখ্যাত ও শ্...
02/11/2024
আমরা বুদ্ধবচনের নয়টি অঙ্গের (নবঙ্গ সসাসন) উল্লেখ দেখিতে পাই। নয়টি অঙ্গ হইল-১। 'সুত্ত' (সূত্র) অর্থাৎ গদ্যে ধর্মোপদেশ; ২। 'গেয়া' অর্থাৎ গদ্য ও পদ্যে মিশ্রিত ধর্মো- পদেশ; ৩। 'বেয্যাকরণ' (ব্যাকরণ) অর্থাৎ ব্যাখ্যা বা টীকা। বৌদ্ধ সংস্কৃত ও পালি নিদান কথায় ভবিষ্যদ্বাণী অর্থে বেয্যাকরণ শব্দটি প্রযুক্ত হইয়াছে। ৪। 'গাথা' অর্থাৎ ছন্দোবদ্ধ রচনা বা কবিতা; ৫। 'উদান' অর্থাৎ সারবান সংক্ষিপ্ত আবেগময় উক্তি; ৬। ইতিবৃত্তক অর্থাৎ 'ইহা ভগবান বলিয়াছেন' এইরূপ উক্তি আরম্ভ করিয়া ক্ষুদ্র ভাষণ; ৭। 'জাতক' অর্থাৎ বুদ্ধের অতীত জীবনের কাহিনী; ৮। 'অব্ভূতধৰ্ম্ম' (অদ্ভুত ধর্ম') অর্থাৎ অলৌকিক ক্রিয়ার বিবরণ; ৯। 'বেদল্ল' অর্থাৎ প্রশ্নোত্তর বা কথোপকথনে ধর্মোপদেশ।
Read full:
Learn Pali - পালি ইতিহাস ১
ত্রিপিটক ও পালিভাষার ক্রমবিকাশ প্রাক্-বুদ্ধ ভারতের ইতিহাস বৈদিক এবং বেদোত্তর সাহিত্যের ভিত্তিতে অনুমান নির্ভর....
01/11/2024
ত্রিপিটক ও পালিভাষার ক্রমবিকাশ
প্রাক্-বুদ্ধ ভারতের ইতিহাস বৈদিক এবং বেদোত্তর সাহিত্যের ভিত্তিতে অনুমান নির্ভরশীল হইয়া রচিত হইয়াছে। বৌদ্ধ সাহিত্য হইতেই প্রথম ঐতিহাসিক ঘটনা সমূহের অনেকটা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়। বৌদ্ধ সাহিত্য শুধু বুদ্ধকালীন ভারতের নহে প্রাক্-বুদ্ধ ভারতের সামাজিক, অর্থনৈতিক, ধর্মীয় ও দার্শনিক অবস্থার উপর যথেষ্ট আলোকপাত করে। প্রকৃতপক্ষে বৌদ্ধ সাহিত্যের সূচনা হয় গৌতম বুদ্ধের ধর্মচক্র প্রবর্তনের সময় হইতে। বুদ্ধের পরিনির্বাণের অনতিকাল পরেই তদীয় শিষ্যগণ বুদ্ধবাণী সংগ্রহ করিয়া সংরক্ষণের জন্য সচেষ্ট হন। পণ্ডিতেরা মনে করেন, গৌতম বুদ্ধ আনুমানিক ৪৮৩ খৃষ্ট পূর্বাব্দে পরিনির্বাণ লাভ করিয়াছেন। বৌদ্ধ ঐতিহ্যমতে তিনি ৮০ বৎসর জীবিত ছিলেন। এই হিসাবে তাঁহার জন্ম হয় খৃঃপুঃ ৫৬৩ অব্দে। উনত্রিশ বৎসর বয়সে সমস্ত রাজৈশ্বর্ষ' ও ভোগ- বিলাস ত্যাগ করিয়া সিদ্ধার্থ গৌতম সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং উরুবিলে (বুদ্ধ গয়া) বোধিতর মূলে ছয় বৎসর তপস্যান্তে পরম সত্যজ্ঞান উপলব্ধি করিয়া ও মানুষের দুঃখমুক্তির উপায় উদ্ভাবন করিয়া জগতে বুদ্ধ রূপে খ্যাত হইলেন। তারপর দীর্ঘ ৪৫ বৎসর উত্তর ভারতের বিভিন্ন স্থানে পরিভ্রমণ করিয়া ধর্ম প্রচার করিলেন। কালক্রমে বুদ্ধের ধর্ম' সমগ্র ভারতে এবং এশিয়ার বিভিন্ন দেশে এত বিস্তৃতি লাভ করিয়াছিল যে এই ধর্ম পৃথিবীর প্রধান ধর্মগুলির মধ্যে একটি বিশিষ্ট স্থান অধিকার করিয়াছে।
Se more: https://sites.google.com/view/pali-language-leran/%E0%A6%AA%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%B9%E0%A6%B8/%E0%A6%AA%E0%A6%B2-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%B9%E0%A6%B8-%E0%A7%A7?authuser=0
01/11/2024
নমস্কার,
আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে বিভিন্ন বই থেকে সংগ্রহ করে পালি বিষয়ে সামান্য জ্ঞান শেয়ার করি সুতরাং আমার ভূল হইতে পারে, তাই ভূল গুলা ধরিয়ে দিয়ে আমাকে সহায়তা করবেন, এটায় আমার কাম্য থাকবে।