Chunati:: চুনতি

চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন ঐতিহাসিক একটি গ্রাম। চট্রগ্রাম জেলার লোহাগাড়া উপজেলাধীন একটি ঐতিহাসিক আদর্শ গ্রামের নাম " চুনতি "।

Operating as usual

06/04/2023

শোক সংবাদ!
টেকনাফের বিশিষ্ট ব্যাবসায়ী মোঃ জিয়াউল হক হঠাৎ অসুস্থ হয়ে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন
তার গ্রামের বাড়ি চুনতি মিরিখীল মৌলভী পাড়া।

Photos from Chunati:: চুনতি's post 23/02/2023

চুনতিতে "একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩" অনুষ্ঠিত।
===============================

Copy from - Channel Ctg-চ্যানেল সিটিজি

“যুক্তির সমরে মুক্তির মিছিল” এই প্রতিপাদ্য নিয়ে চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের যৌথ উদ্যোগে একুশে বিতর্ক প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে ।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গত ২০ ও ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চুনতি লাইটহাউস নলেজ সেন্টারে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভাষার জন্য আত্মবলিদানকারী বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে প্রতিযোগিতার সূচনা করা হয়।

এ প্রতিযোগিতায় ৬টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করে, চুনতি হাকিমিয়া কামিল (অনার্স-মাস্টার্স) মাদ্রাসা, চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা, চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও বীর বিক্রম জয়নুল আবেদীন উচ্চ বিদ্যালয়।

যুক্তি তর্কের প্রাণবন্ত প্রতিদ্বন্দ্বিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার আপ হয় চুনতি ফাতেমা বতুল মহিলা মাদ্রাসা দল।

বিজয়ী দলের হাতে শিরোপা তুলে দেন চুনতি লাইটহাউসের সভাপতি ও ওয়ার্ল্ড ব্যাংক এর লীড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিষ্ট মিসেস সুরাইয়া জান্নাত খান (এফ.সি.এ) ও চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর দ্বীন মোহাম্মদ মানিক।

দু-দিন ব্যাপী এ বিতর্কে মডারেটরের দায়িত্ব পালন করেন চুনতির তিনজন কৃতি সন্তান যথাক্রমে চট্টগ্রাম কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হামিদুল হোসাইন সিদ্দিকী, বিতার্কিক, লেখক ও সংগঠক রোটারিয়ান ছাইফুল হুদা ছিদ্দিকী ও চুনতি লাইটহাউসের নির্বাহী কমিটির সদস্য কসশাফুল হক শেহজাদ।

বিচারকের দায়িত্ব পালন করেন স্বনামধন্য বিতর্ক সংগঠন "দৃষ্টি" চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাইফুদ্দীন মুন্না, সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার, যুগ্ম-সম্পাদক রিদোয়ান আলম আদনান, চুনতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক রুকন উদ্দিন খান, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া সাহেল, চুনতি লাইটহাউসের সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থি রুবাব মিসওয়ার।

পুরষ্কার বিতরণপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন “জ্ঞানার্জনের সৃজনশীল একটি মাধ্যম হিসেবে শিক্ষার্থীদের জন্য বিতর্ক চর্চার ভূমিকা অপরিসীম”। গ্রাম পর্যায়ে এ ধরণের একটি বিতর্ক সহায়ক পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়ায় তাঁরা চুনতি লাইটহাউস ও ক্লাব একাত্তরের প্রশংসা করেন। আয়োজকদের পক্ষ থেকে আগামিতে এ ধরনের আয়োজন চলমান রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

বিচারকমন্ডলীর রায়ে চূনতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জারিফ আযহান সিদ্দিকী “একুশে বিতর্ক প্রতিযোগিতা ২০২৩” এর সেরা বিতার্কিক এবং মেহেরুন্নেসা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রোকসানা আক্তার ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন।

15/02/2023

চট্টগ্রামের ঐতিহ্যবাহি চুনতি হাকিমিয়া কামিল (অনার্স - মাস্টার্স) মাদ্রাসার ২১৩ তম বার্ষিক সভা, আগামীকাল ১৬ই ফেব্রুয়ারি ২০২৩ ইং (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

27/10/2022
27/10/2022
27/10/2022
Photos from Chunati:: চুনতি's post 20/10/2022

চুনতি বনপুকুর এলাকায় ভ য়া ব হ সড়ক দূ র্ঘ ট না
গাড়ির ভিতরে এখনো অনেক মানুষ বের হতে পারে নাই, আল্লাহ সবাইকে হেফাজত করুক।

20/09/2022

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির ঐতিহাসিক ১৯ দিন ব্যাপী আন্তর্জাতিক সীরতুন্নবী (সঃ)মাহফিলের প্রবর্তক শাহ মাওলানা হাফেজ আহমদ রহ. প্রকাশ শাহ সাহেব কেবলার ৪০ তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর)।

এ উপলক্ষে চুনতি সীরত ময়দানে ইছালে সাওয়াব মাহফিলের আয়োজন করা হয়েছে।

এদিন, ফজরের নামাজের পর খতমে কোরআন, খতমে তাহলীল, খতমে বুখারী শরীফ, বাদে জোহর মোনাজাত এবং আছরের নামাজের পর হতে রাত ১০টা পর্যন্ত দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদগণ আলোচনা পেশ করবেন।

উক্ত মাহফিলে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন, সিরাত মাহফিল পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক শাহজাদা আবদুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত এবং শাহজাদা তৈয়বুল হক বেদার।

10/09/2022

ফলাফল....
চুনতি উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচনে
অবিভাবক সদস্য নির্বাচনে
১ নং নুরুল হুদা ৪০০ ভোট
২ নং নজরুল হুদা ৩১৬ ভোট
৩নং নেজাম উদ্দিন ৩১৫ ভোট
৪নং নুরুছাফা ৩০৭ ভোট।

28/08/2022

হারানো বিজ্ঞপ্তি!

নাম- মো শোবাইব।
পিতা - আবদুর রশিদ
ঠিকানা - কুমিরাঘোনা, বড়হাতিয়া, লোহাগাড়া।

ছেলেটি গত ৮ দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।

যদি কেউ ছেলেটার খোঁজ পেয়ে থাকেন তাহলে নিম্নোক্ত নাম্বারে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ করুন - ০১৮৩৪-৫৬৭৫১৬।

23/08/2022

হারানো সংবাদ হারানো সংবাদ হারানো সংবাদ

চুনতি আশ্রয়ন প্রকল্পের নাছির মাঝির মেয়ে ও চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাসমিন আক্তার তানিয়া, স্কুল শেষে বাড়ি ফেরার সময় হারিয়ে গেছে।
কোন সহৃদয়বান ব্যক্তি যদি খোঁজ পেয়ে থাকেন তার বাবার নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল।
মোবাইল নাম্বার ঃ ০১৮১৫-০৮-৮৬-৩৫

14/08/2022

অভিনন্দন 🎉

শাকিলা সুলতানা মিতু।
পুলিশ কমিশনার বন্দর
সিএমপি ডিসি হিসাবে যোগদান।

চুনতি ডিপুটি বাড়ির কৃতি সন্তান চুনতি মহিলা কলেজের উপাধক্ষ্য অধ্যাপক আলহাজ আমিন খান জুনু মিয়া সাহেবের সুযোগ্য কন্যা "শাকিলা সুলতানা মিতু " পুলিশ কমিশনার বন্দর সিএমপি ডিসি হিসাবে নিয়োগ পাওয়ায় অভিনন্দন ও শুভ কামনা রইল।

02/08/2022

ইন্না-লিল্লাহী ওয়াইন্না ইলাইহী রাজিউন,
চুনতী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হেলালুদ্দীন নোমান সাহেবের মেঝ ভাই জনাব, ফারুক স্যার কিছুক্ষণ আগে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করেছেন ।
©

16/06/2022

হীরক জয়ন্তী উৎসব ২০২২ সফল হউক।

02/06/2022
26/05/2022

শোক সংবাদ!!!

চুনতি ৪ নং ওয়ার্ড নিবাসী জনাব নুরুল ইসলাম (প্রকাশ গুরা মিয়া) আজ দুপুর ২ টায় নিজ বাসভবনে ইনতেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

19/05/2022

#শোক_সংবাদ
চুনতি হাজির পাড়া নিবাসী জনাব হাবিবুর রহমান সওদাগর আজ সকাল ৬ টায় ইন্তেকাল করছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...
আজ বাদে জোহর চুনতী বড় ও ছোট মিয়াজী জামে মসজিদ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

27/04/2022

শোক সংবাদ

চুনতির ঐতিহাসিক ও আন্তর্জাতিক সীরাতুন্নবী (সঃ) মাহফিল এর প্রবর্তক হযরত আলহাজ শাহ মৌলানা হাফেজ আহমদ "শাহ সাহেব কেবলা (রঃ) " এর ছোট ভাই চুনতি ইউছুপ মন্জিল নিবাসী জনাব আলহাজ মৌলানা হাফেজ নেছার আহমেদ আজ বার্ধক্য জনিত কারণে অসুস্থ হয়ে ইনতেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন।
আল্লাহ পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন আমিন।
👉আজ আছরের নামায পর ঐতিহাসিক সীরাতুন্নবী সঃ মাহফিল মাঠে নামাজে জানাজা অনুষ্টিত হবে।

23/04/2022
01/04/2022
27/03/2022

চুনতি হেফজখানার ছাত্র Minhajul İslam এর ছোট ভাই আরফাতুল ইসলাম আজ সকালে চুনতি হেফজখানা থেকে আর বাড়িতে ফেরেনি,
এখনো তার সন্ধান পাওয়া যায়নি, কেউ দেখে থাকলে একটু দয়া করে নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো যাচ্ছে ।
👉 01537324763

05/03/2022

😂😂😂

22/02/2022

চুনতি ডেপুটি বাড়ি নিবাসী জনাব এরশাদ উল্লাহ খান গতকাল রাত ১২ টায় চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজেউন। আজ সকাল ১০ টায় কাজেম আলী হাই স্কুল এবং বাদ আছর চুনতি ডেপুটি পাড়া মসজিদে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হইবে। আল্লাহ উনাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

চুনতি ডেপুটি বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির ৫ম বর্ষপূর্তি ও চেক বিতরণ অনুষ্ঠান উদযাপন | চ্যানেল 26/01/2022

চুনতি ডেপুটি বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির ৫ম বর্ষপূর্তি ও চেক বিতরণ অনুষ্ঠান উদযাপন | চ্যানেল চুনতি ডেপুটি বাজার ব্যাবসায়ী সমবায় সমিতির ৫ম বর্ষপূর্তি উপলক্ষে চেক বিতরণ অনুষ্ঠান ২০২২ উদযাপন। #চুনতি_বাজার ...

19/01/2022

শোক সংবাদঃ

চুনতি ইউনিয়ন এর ৬ নং ওয়ার্ড এর অন্তর্গত চুনতি বহদ্দারহাট বাড়ি নিবাসী "জনাব আবুল ফজল" (প্রকাশ বাদল) লোহাগাড়া উপজেলায় সমবায় অফিসার মহিউদ্দিন মুখির ও কুতুবউদ্দিন এর আব্বাজান আজ ভোর ৫ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বাদে আছর চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসার মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

03/01/2022

"একটি শোক সংবাদ"

আধুনগর সুফি মিয়াজি পাড়া নিবাসী মরহুম ইলিয়াছ সওদাগরের ছোট ছেলে লতিফ উল্লাহ ইন্তেকাল করেছেন," ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন "

তিনি চকরিয়ায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে (০৩/০১/২০২২ রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিট) এর সময় ডাকাতের চুরিকাঘাতে আহত হয়ে মৃত্যু বরণ করেন।

আল্লাহ মরহুম ভাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন, আমিন।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

Chittagong
4000
Other Schools in Chittagong (show all)
Ispahani Public School & College Ispahani Public School & College
Zakir Hossain Road
Chittagong, 1207

upload photos of ur IPSC lyf...& dont 4get 2 invite more & more friends...:)

Radiant School & College Radiant School & College
Campus-1: 3 Zakir Hossaun Road, South Khulshi. Campus-2: House No. 1, Road No. 1, South Khulshi
Chittagong

Worst School In the WORLDDD!!!

Purba Bakalia City Corporation Kindergarten Purba Bakalia City Corporation Kindergarten
Chittagong

A kindergarten school which is ruled by Chittagong City Corporation

SSC BATCH 2023&2024 SSC BATCH 2023&2024
East MOHORA
Chittagong, 670781

Darsul Quran Madrasah Darsul Quran Madrasah
2no Gate
Chittagong, 4209

Darsul Quran Madrasah offers 3 programs: 1) Islamic School 2) Sahih Al-Quran Learning 3) Hifzul Quran

Tahseenul Uloom Madrasah Tahseenul Uloom Madrasah
4 Number Word Paschim Boroghona, Banshkhali
Chittagong, 4390

This is an non Government madrasah. managed by the help of all muslim.

Edu Care Pre Cadet School Edu Care Pre Cadet School
Chittagong, 4350

A Trusted Educational Academy For your Child.We provide Them A 1st class education service As like your home.Our All Teacher Are very Friendly and Responsible to tech they are student.

TV sajib Gaming TV sajib Gaming
খাগড়াছড়ি
Chittagong, মাবাবারদোয়া

MES Coders Club MES Coders Club
MES Collage
Chittagong, 4225

চাম্বল উচ্চ বিদ্যালয়,বাঁশখালী,চট্টগ্রাম চাম্বল উচ্চ বিদ্যালয়,বাঁশখালী,চট্টগ্রাম
পূর্ব চাম্বল, চাম্বল, বাঁশখালী, চট্টগ্রাম
Chittagong, ৪৩৯০

চাম্বল উচ্চ বিদ্যালয়,চাম্বল বাঁশখালী চট্টগ্রাম।

Naherpur High School Naherpur High School
নাহেরপুর, পোষ্টঃ মহাজনহাট, মিরসরাই
Chittagong, 018195026

CADET CARE Chittagong Branch.g CADET CARE Chittagong Branch.g
Road 02, House 01, Block H, Halishahar Housing Estate
Chittagong, 4216

সুপ্ত মেধার বিকাশ ঘটাতে ক্যাডেট ভর্তির সর্ববৃহৎ Coaching Center "Cadet Care Bangladesh"halishar Br.