
ABUL BASAR
assalamu alaikum wrahmathullah
welcome to the official Facebook fan page of ABUL BASAR বিশ্বের সমস্ত মুসলমানদের ঐক্য চাই।
Operating as usual


এই পৃথিবী তো থাকার জায়গা নয় !! সুতরাং এই পৃথিবীতে এত অহংকার করে কি লাভ।

বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়।
সূরা হুদ -- আয়াত নং- ১০

দুনিয়াতে সব চেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সব চেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা ।

পাথর হইও না, পাথরে যে কখনও ফুল ফুটে না। মাটি হয়ে যাও, তোমার বুকে ধৈর্যের ফুলের বাগান হবে।
-আল্লামা রুমী (রহ)

পৃথিবীতে সবাই ধোয়া তুলসী পাতা শুধু তুলসি গাছে যে পানি দেয় সেই খারাপ ।
ড. বিলাল ফিলিপ্স এর উক্তি গুলো বেশ ভালো লাগলো।
উনার কিছু উক্তিঃ-
🖊১/ 'আপনার জীবনের জন্য আপনার পরিকল্পনা থেকে আল্লাহর পরিকল্পনাই
উত্তম।
🖊২/ 'যেখানে আপনি আল্লাহর নিকট প্রার্থনা করছেন, সেখানে চিন্তিত হওয়ার কোন মানে হয় না । প্রয়োজন শুধু একটু ধৈর্যধারণ করা...।'
🖊৩/ 'আপনি কি মনে করছেন এমন কেউ নেই যাকে আপনার ব্যক্তিগত কথা ও দুশ্চিন্তাগুলো শেয়ার করবেন? তাহলে আপনি শ্রেষ্ঠ শ্রবণকারীর আল্লাহ্ তা'আলাকেই ভুলে গেছেন।'
🖊৪/ 'আপনি যা ই করেন না কেন এই দুনিয়ার মানুষদের সন্তুষ্ট করতে পারবেন না। তাই দুনিয়ার সকল মানুষদের খুশি করার মিথ্যা আশা ছেড়ে তাদের সৃষ্টিকর্তাকে খুশি করতে চেষ্টা করুন।'
🖊৫/ 'ফর্সা আর সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে উঠতে প্রয়োজন আল্লাহর আনুগত্য ও উত্তম চরিত্র।'
🖊৬/ 'আল্লাহর পক্ষ হতে নির্ধারিত প্রতিটা বিষয়ই আপনার প্রতি সুবিচার। প্রয়োজন শুধু আপনাকে তাঁর প্রতি আস্থাশীল ও নির্ভরশীল হওয়া এবং তাঁরই উপর ভরসা করা।'
🖊৭/ 'আপনি যত বেশি আল্লাহর উপর ভরসা করবেন, আপনার পক্ষে ধৈর্যধারণ
ততোবেশি সহজ হবে।'
🖊৮/ 'একাকীত্ব সবসময়ই একটু বিরক্তিকর মনে হয় । তবে যে তাঁর প্রভুর (আল্লাহর) আনুগত্য করে করে সে কখনো একাকীত্ব অনুভব করে না।'
🖊৯/ 'মুসলিম হিসেবে জন্মগ্রহণের চেয়ে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করতে পারাটাই অধিক গুরুত্বপূর্ণ।'
🖊১০/ 'এমন কাউকে ভালোবাসা উচিত নয় যে আল্লাহকেই ভালোবাসতে জানেননা।'
🖊১১/ 'আমরা অনেক সময় ধরে কোন মানুষকে প্রভাবিত করেও তার খুব কমই দৃষ্টি আকর্ষণ করতে পারি, অথচ আমরা এমন এক সত্তাকে (আল্লাহকে) ভুলে থাকি যে কিনা সবসময়ই আমাদের প্রতি দৃষ্টি রাখেন।'
🖊১২/ 'সবচেয়ে কষ্টসাধ্য বিষয় হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এমন কিছু
বর্জন করা যা আপনি ভালোবাসেন। তবে মনে রাখবেন আল্লাহ সবসময়ই কোন কিছুর পরিবর্তে এর চেয়ে উত্তম কিছু দিয়ে থাকেন।'
🖊১৩/ 'এমন কারো সঙ্গী হোন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়।'
🖊১৪/ 'যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই।'
🖊১৫/ 'যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না, তখন এতটুকু মনে রাখুন আল্লাহ্ আপনাকে বুঝেন।'
🖊১৬/ 'নিজেকে দুশ্চিন্তামুক্ত রাখতে প্রতিটা বিষয়ে আল্লাহর উপর ভরসা করুন। কেননা আপনার জন্য কোনটি কল্যাণকর তা তিনিই ভালো জানেন।'
🖊১৭/ 'যেখানে এক নিমিষেই পেছনের সকল অন্যায় থেকে পরিত্রাণ পেয়ে একটি সুন্দর আগামীর আশা করা যায় সেখানে নিরাশ হওয়ার কোন প্রশ্নই আসে না । প্রয়োজন শুধু সত্যকে মেনে নেয়ার সৎসাহস।'
🖊১৮/ 'যেখানে রসূলুল্লাহ্ (সা:) প্রতিদিন ৭০ বারের অধিক আল্লাহর নিকট ক্ষমা
প্রার্থনা করতেন, সেখানে আমরা অন্তত দুই-একবার করছিতো?'
🖊১৯/ 'যে কেউ আল্লাহর নিকট নিজেকে সমর্পণ করবে সে কিছুই হারাবে না।'
🖊২০/ 'সত্যিকার সফল তখনই হবেন, যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন।'
কপি পোস্ট
রব থেকে তুমি যতই দূরে যাবে, দুনিয়ার কষ্ট যন্ত্রনা তোমাকে ততই জড়িয়ে নিবে।
শমছে তাবরেইজ (রহ)

আল্লাহ তায়ালা, আমাদের সকল প্রকার ভুল ক্ষমা করে আমাদের সকলের কুরবানী কবুল করুন।

সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা।

''সততা হল জ্ঞানী হওয়ার বইয়ের প্রথম অধ্যায়।''

একজন বললো এটা নাকি মানাবে, কেমন লাগছে আমায় !!!!!

ধৈর্য খুব তেতো কিন্তু এর ফল খুব মিষ্টি।

বিখ্যাত হওয়ার চেয়ে বিশ্বস্ত হওয়া উত্তম।
হযরত মুহাম্মদ (সাঃ)
বেশিরভাগ ব্যার্থ পুরুষ হাল ছেড়ে দেওয়ার আগে বুঝতেই পারে না তারা সফলতার ঠিক কতটুকু কাছাকাছি ছিল।

যে সৎ ব্যক্তি অসৎ ব্যাক্তির পেছনে ঘোরে, সে সত্যি করুণার পাত্র।

পাপের কাজ করে লজ্জিত হলে, পাপ কমে যায়। আর পূণ্যকাজ করে গর্ববোধ করলে পূণ্য বরবাদ হয়ে যায়!
-হযরত আলী (রা:)

চক্ষু নিয়ন্ত্রণ ব্যতীত, পাপ নিয়ন্ত্রণ অসম্ভব।
-ইমাম গাজ্জালী (রহ.)
অহংকার অন্তরে প্রবেশ করতে দিও না, কেননা অহংকার মানুষকে ভুল পথে পরিচালিত করে।
হযরত আবু বকর (রা)

বিদ্যা সহজ , শিক্ষা কঠিন । বিদ্যা আবরণে, শিক্ষা আচরনে।।

সহজে জেতার আনন্দ কোথায়? বাধা যত বিশাল, বিজয়ের আনন্দও ততোই বাঁধভাঙ্গা!
~পেলে

মানুষ সিজদাহ অবস্থায় মৃত্যু চায়। কিন্তু মসজিদে নামাজ পড়তে যায় না।

কখনো ভেঙে পড়োনা। পৃথিবীর যা কিছু হারিয়ে যায় অন্য কোন রূপে সেটি আবার ফিরে আসে জীবনে।
-রূমি

Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chittagong
4217
Jamal Khan
Chittagong
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
Chittagong
An English Course Provider Specialized Private Program for Varsity & Medical Admission & HSC English
Chittagong, G.P.O4000
অভিজ্ঞ প্রাইভেট টিচার বাসায় পেতে, যোগাযোগ :01811-536844
Chittagong, 4000
We provide the best and expert home tutor from CU, CMC, CUET, NU in Chittagong city. Please let us k
Chittagong
It's a Korean language page As there r so many kdrama fans in world wide and they r much fascinated
Chittagong, 4310
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students