
-Test 24
CQ & MCQ Solution
Its a Learning Platform.
Operating as usual
-Test 24
CQ & MCQ Solution
পদার্থবিজ্ঞান সম্পূর্ণ নতুন ব্যাচের সময়সূচি:
ওরিয়েন্টেশন ক্লাস(ফ্রী ক্লাস):
✍️ ১৪, ১৬, ১৮- ই সেপ্টেম্বর
📅 শনি, সোম, বুধবার
⏰ বিকেল: ০৪-০৫টা
✍️ ১৫, ১৭, ১৯ - ই সেপ্টেম্বর
📅 রবি, মঙ্গল, বৃহস্পতিবার
⏰ বিকেল: ০৪-০৫টা
🏆সুপ্রিয় এইচএসসি'𝟐5 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ১ম বর্ষের বার্ষিক পরীক্ষা সেই জুলাইতে শেষ হয়েছে, সেই থেকে তোমরা অনেক কিছুর প্রত্যক্ষ সাক্ষী,সবচেয়ে বড় কথা তোমরা এই সময়ের মধ্যে আমাদেরকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। তোমাদের এই অবদান জাতি কখনও ভুলবে না।
কিন্তু ইন্টারমিডিয়েট লাইফ খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে ইতোমধ্যে তোমাদের অনেকের কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষা অক্টোবর মাসে অনুষ্ঠিত হওয়ার নোটিশ দেয়া হয়েছে, বুঝায় যাচ্ছে সময় অনেক কম, তোমাদের মধ্যে হয়তো অনেকই আছো এখনো ২য় বর্ষের পড়ালেখা শুরু করো নাই।
আবার ১ম বর্ষের পড়াও পুরোপুরি শেষ করতে পারোনি। তোমরা সবাই জানো যে, ইন্টারমিডিয়েট লাইফে অনেক কম সময় পাওয়া যায় HSC পরীক্ষার প্রস্তুতি নিতে। আবার HSC পরীক্ষার পরে প্রস্তুতি নিতে হয় Admission পরীক্ষার জন্য। অর্থাৎ ইন্টারমিডিয়েট লাইফে তোমার পড়াশোনার ওপর নির্ভর করে তোমার HSC পরীক্ষা এবং Admission পরীক্ষা কেমন হবে কিংবা তুমি কোথায় ভর্তি হতে পারবে।
🕛যেহেতু উভয় ক্ষেত্রে কম সময় পাওয়া যায়, তাই আর দেরি না করে তোমাদের এখন থেকে ২য় বর্ষের পড়াশোনা শুরু করে দিতে হবে। এমনভাবে পড়তে হবে যেন admission এর প্রস্তুতিও হয়ে যায়।।আর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান বিষয়টা অনেকের কাছে খুব কঠিন লাগে ঠিকমতো বেসিক বুজতে না পারার কারণে।পদার্থবিজ্ঞান আসলেই অনেক সহজ, যদি তুমি বেসিকটা ঠিকমত ধরতে পারো তাহলে এপ্লিকেশনটাও সহজ হয়ে যাবে।
তাই তোমাদের পদার্থবিজ্ঞানের প্রস্তুতি ভালোভাবে এগিয়ে নিতে আমি সাখাওয়াত স্যার শুরু করতে যাচ্ছি,
“এইচএসসি'𝟐5 পদার্থ বিজ্ঞান ব্যাচ”।
👉কোর্সের সাথে যা যা থাকবে,
✍️থিউরি ক্লাস(সব চেয়ে বেশি ক্লাস)
✍️প্র্যাকটিক্যাল ক্লাস
✍️চাপটার্ভিত্তিক কনসেপ্ট থিওরী বুক
✍️চাপটার্ভিত্তিক টাইপভিত্তিক প্র্যাকটিস বুক
✍️চাপটার্ভিত্তিক 𝐂𝐐 ও 𝐌𝐂𝐐 বুক
✍️চাপটার্ভিত্তিক Admission বুক
📌 প্রতিটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ টপিক শেষে 𝐂𝐐 ও 𝐌𝐂𝐐 এক্সামের ব্যবস্থা।
📌 এক্সাম সমূহ একাডেমিক স্ট্যান্ডার্ড, এডমিশন (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি) স্ট্যান্ডার্ড হয়ে থাকে।
📌 সু-বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
📌 অফলাইনের পাশাপাশি ফ্রিতে অনলাইনেও ক্লাস করার বিশেষ সুবিধা(লাইভ এবং জুমে)।
📌 আসন সংখ্যা খুবই সীমিত
তাই আর দেরী না করে এখনই ভর্তি হয়ে যাও “এইচএসসি'25 পদার্থবিজ্ঞান ব্যাচ” এ।
👉 দ্রুত যোগাযোগ কর নিম্নোক্ত নাম্বারে
☎️ +8801717661107
⛳ ফিজিক্স ক্যাম্প(Physics Camp), কে..বি. প্লাজা(৫ম তলা) গুলজার মোড়,চকবাজার,চট্টগ্রাম।
(বি. দ্র.
১. কোর্স ফি প্রতিমাসের শেষে মাসিক ফির(আনুমানিক ১৫০০/২০০০ টাকা) আকারে দেয়া যাবে, যাতে করে শিক্ষার্থীদের উপর বেশি চাপ না পড়ে।
২. নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যক্ষ অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের জন্য কোর্স ফি এর সর্বোচ্চ ১০০% পর্যন্ত ছাড় রয়েছে।)
পদার্থবিজ্ঞান সম্পূর্ণ নতুন ব্যাচের সময়সূচি:
ওরিয়েন্টেশন ক্লাস(ফ্রী ক্লাস):
✍️ ১৪, ১৬, ১৮- ই সেপ্টেম্বর
📅 শনি, সোম, বুধবার
⏰ বিকেল: ০৫-০৬টা
✍️ ১৫, ১৭, ১৯ - ই সেপ্টেম্বর
📅 রবি, মঙ্গল, বৃহস্পতিবার
⏰ বিকেল: ০৫-০৬টা
🏆সুপ্রিয় এইচএসসি'𝟐𝟔 ব্যাচের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের SSC 24 পরীক্ষা সেই ফেব্রুয়ারিতে শুরু, সেই থেকে তোমরা অনেক কিছুর প্রত্যক্ষ সাক্ষী,সবচেয়ে বড় কথা তোমরা এই সময়ের মধ্যে আমাদেরকে এক নতুন বাংলাদেশ উপহার দিয়েছো। তোমাদের এই অবদান জাতি কখনও ভুলবে না।
কিন্তু তোমরা এখন এক নতুন শিক্ষা জীবনে পদার্পণ করেছো।ইতোমধ্যে তোমাদের কলেজের ক্লাস শুরু হয়েছে।তোমাদের মধ্যে হয়তো অনেকই আছো এখনো পড়ালেখা শুরু করো নাই। তোমরা সবাই জানো যে, ইন্টারমিডিয়েট লাইফে অনেক কম সময় পাওয়া যায় HSC পরীক্ষার প্রস্তুতি নিতে। আবার HSC পরীক্ষার পরে প্রস্তুতি নিতে হয় Admission পরীক্ষার জন্য। অর্থাৎ ইন্টারমিডিয়েট লাইফে তোমার পড়াশোনার ওপর নির্ভর করে তোমার HSC পরীক্ষা এবং Admission পরীক্ষা কেমন হবে কিংবা তুমি কোথায় ভর্তি হতে পারবে।
🕛যেহেতু উভয় ক্ষেত্রে কম সময় পাওয়া যায়, তাই আর দেরি না করে তোমাদের এখন থেকে ইন্টারমিডিয়েট লাইফের পড়াশোনা শুরু করে দিতে হবে। এমনভাবে পড়তে হবে যেন admission এর প্রস্তুতিও হয়ে যায়।।আর এইচএসসিতে পদার্থ বিজ্ঞান বিষয়টা অনেকের কাছে খুব কঠিন লাগে ঠিকমতো বেসিক বুজতে না পারার কারণে।পদার্থবিজ্ঞান আসলেই অনেক সহজ, যদি তুমি বেসিকটা ঠিকমত ধরতে পারো তাহলে এপ্লিকেশনটাও সহজ হয়ে যাবে।
তাই তোমাদের পদার্থবিজ্ঞানের প্রস্তুতি ভালোভাবে এগিয়ে নিতে আমি সাখাওয়াত স্যার শুরু করতে যাচ্ছি,
“এইচএসসি'𝟐𝟔 পদার্থ বিজ্ঞান ব্যাচ”।
👉কোর্সের সাথে যা যা থাকবে,
✍️থিউরি ক্লাস(সব চেয়ে বেশি ক্লাস)
✍️প্র্যাকটিক্যাল ক্লাস
✍️চাপটার্ভিত্তিক কনসেপ্ট থিওরী বুক
✍️চাপটার্ভিত্তিক টাইপভিত্তিক প্র্যাকটিস বুক
✍️চাপটার্ভিত্তিক 𝐂𝐐 ও 𝐌𝐂𝐐 বুক
✍️চাপটার্ভিত্তিক Admission বুক
📌 প্রতিটি অধ্যায় এবং গুরুত্বপূর্ণ টপিক শেষে 𝐂𝐐 ও 𝐌𝐂𝐐 এক্সামের ব্যবস্থা।
📌 এক্সাম সমূহ একাডেমিক স্ট্যান্ডার্ড, এডমিশন (মেডিকেল, ইঞ্জিনিয়ারিং এবং ভার্সিটি) স্ট্যান্ডার্ড হয়ে থাকে।
📌 সু-বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম।
📌 অফলাইনের পাশাপাশি ফ্রিতে অনলাইনেও ক্লাস করার বিশেষ সুবিধা(লাইভ এবং জুমে)।
📌 আসন সংখ্যা খুবই সীমিত
তাই আর দেরী না করে এখনই ভর্তি হয়ে যাও “এইচএসসি'২৬ পদার্থবিজ্ঞান ব্যাচ” এ।
👉 দ্রুত যোগাযোগ কর নিম্নোক্ত নাম্বারে
☎️ +8801717661107
⛳ ফিজিক্স ক্যাম্প(Physics Camp), কে..বি. প্লাজা(৫ম তলা) গুলজার মোড়, চকবাজার,চট্টগ্রাম।
(বি. দ্র.
১. কোর্স ফি প্রতিমাসের শেষে মাসিক ফির(আনুমানিক ১৫০০/২০০০ টাকা) আকারে দেয়া যাবে, যাতে করে শিক্ষার্থীদের উপর বেশি চাপ না পড়ে।
২. নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যক্ষ অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের জন্য কোর্স ফি এর সর্বোচ্চ ১০০% পর্যন্ত ছাড় রয়েছে।)
1st paper Chattogram board
আজকের পরীক্ষা কেমন হয়েছে সবার?
সবাই তো ৯০+ পাওয়ার কথা।
চট্টগ্রাম বোর্ডে এর চেয়ে সহজ প্রশ্ন কখনও হয়নি এর আগে।
2024
ICU Batch
Special Program
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
আসসালামু আলাইকুম,
সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ২০২৪ সনের এইচএসসি পরীক্ষার্থী তোমরা সবাই জানো তোমাদের সামনে আর বেশি সময় নেই, সর্বোচ্চ আড়াই মাস সময় পাবে, জুনের ৩০ তারিখে তোমাদের পরীক্ষা আরম্ভ হবে। অতীতে যাই কিছু করে থাকো না কেন আগামী আড়াই মাস সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়টা জান প্রাণ দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে হবে এবং গুছানো আকারে একটি সঠিক গাইডলাইন মেনে তোমাদের সিলেবাস সম্পূর্ণ করতে পারলে তোমাদের রেজাল্ট ভালো করা সম্ভব। এই সময়টা যারাই কাজে লাগাবে তারাই ভালো করবে। 🌟💥💯💫প্রতিটা সাবজেক্ট পরীক্ষার জন্য সমান গুরুত্বপূর্ণ তাই প্রতিটা সাবজেক্টই তোমার আলাদা করে সময় দিতে হবে। তোমাদের মধ্যে অনেকেই আছে পদার্থ বিজ্ঞানের প্রস্তুতি এখনো শূন্যের কোটায় সমসাময়িক পরীক্ষাগুলোতে তোমাদের উত্তরপত্র গুলো দেখলে সেটাই বোঝা যায়। শুধুমাত্র পদার্থবিজ্ঞানে যাদের ঘাটতি আছে বলে মনে করো তোমাদের জন্য পরীক্ষা পূর্ববর্তী পদার্থ বিজ্ঞানের একটি স্পেশাল ব্যাচ ✍️Physics ICU Batch 2024✍️ শুরু করতে যাচ্ছি আগামী ⏰06/04/2024 ⏰তারিখ শনিবার থেকে। তুমি যদি এই ব্যাচে শেষ পর্যন্ত সব কিছু ঠিকঠাক ভাবে শেষ করতে পারো তবে পদার্থবিজ্ঞানে A+ নিশ্চিত ইনশাআল্লাহ।
প্রতিটি অধ্যায় খুঁটিনাটি সব পড়ানো হবে, মূলত চার স্টেপে প্রতিটি অধ্যায় শেষ করা হবে।
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿
***Topic wise basic concept
***Basic math
***Details CQ analysis
***MCQ analysis
***Model test
✍️✍️ প্রতিটি চ্যাপ্টারের গুছানো স্পেশাল নোট প্রদান করা হবে।✍️✍️
🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
অনলাইন এবং অফলাইন 2 টা ব্যাচ হবে।
অনলাইন zoom + Facebook live এ হবে। আর
অফলাইন ব্যাচ কলেজ/চকবাজার ব্রাঞ্চ এ হবে।
💻💻অনলাইন কোর্স ফি ৩০০০ টাকা।
✍️✍️অফলাইন কোর্স ফি ৫০০০ টাকা।
তোমরা চাইলে এককালীন/কিস্তিতেও পরিশোধ করতে পারবে। আমাদের কলেজের মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শর্তসাপেক্ষে টিউশন ফি ছাড় দেওয়া হবে।
তোমরা যারা অনলাইনে কিংবা অফলাইনে ভর্তি হতে চাও তারা ন্যূনতম 1000 টাকা সেন্ড করে নিম্নোক্ত রেজিস্ট্রেশন ফরম পূরণ করে ভর্তি নিশ্চিত করবে।
💰💰Bkash/Nogod -01717661107
💰💰Rocket 017176611074
🌐🌐 Registration link :
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScA1ezaG7ccP65c_maiw0D0ThYKs_joScKptqaDyiIJjQSIoQ/viewform?usp=sf_link
♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
A ইউনিট ভর্তি পরীক্ষার ফলাফল (Roll 100001-129240) প্রথম অংশ- https://drive.google.com/file/d/1I7yJG1p7D34A5nUZd0SyZDELhF6Q2Aed/view?usp=sharing
(Roll 129241-153219)
দ্বিতীয় অংশ- https://drive.google.com/file/d/1kJ4gjizSb6X4MH-ItpU7zx1YcutdHfa0/view?usp=sharing
(Roll 153220-174776)
তৃতীয় অংশ- https://drive.google.com/file/d/13_pcK7P_5H2BbCsjSI_cYOtrm0yRfhc4/view?usp=sharing
(Roll 174777-199521)
চতুর্থ এবং সর্বশেষ অংশ- https://drive.google.com/file/d/1BJExuO1dOumSxNadwJqvtVfN7CSdFs2P/view?usp=sharing
syllabus
💥🌿💥🌿💥🌿💥🌿🌻🌿🌻🌿🌻🌿🌟🌿🌟🌿
🌻🌻🌻HSC-24💥💥💥
Physics Restart Batch
Online & Offline Batch
⏰ক্লাস শুরু:
আগামী রবিবার (২১জানুয়ারী)
সকাল ১০টা(অফলাইন)
রাত ১০টা(অনলাইন)
⏰শিডিউল :
রবি-মঙ্গল-বৃহস্পতি-শুক্র সকাল ১০টা(অফলাইন)
রবি-মঙ্গল-বৃহস্পতি-শুক্র রাত ১০টা(অনলাইন)
🖋️কোর্স প্ল্যান:
পদার্থবিজ্ঞান ১ম পত্র ও ২য় পত্র উভয়ই এমনভাবে পড়ানো হবে যাতে HSC Exam এ Physics এ 90%+ নম্বর নিশ্চিত হয়।
সকল পরীক্ষা অফলাইনে হবে।
💰কোর্স ফি:
৮০০০/- (অফলাইন)
৫০০০/- (অনলাইন)
📍লোকেশন :
১.অফলাইন ব্যাচ কলেজ ক্যাম্পাসে পড়ানো হবে।
২.অনলাইন ব্যাচ Zoom/Facebook live এ পড়ানো হবে।
বি. দ্র.: সকল প্রয়োজনীয় শিক্ষা উপকরণ প্রদান করা হবে।
☎️বিস্তারিত যোগাযোগ: 01717661107
💥💥🌿🌿💥💥🌿🌿🌻🌻🌿🌿🌻🌻🌿🌿🍄🍄
এবার সবাই ভালোভাবে প্রস্তুতি নাও।
-Test 24
CQ & MCQ Solution
https://drive.google.com/file/d/16z2P2SLXfjV3f5-9v0m9hFAwxte29ISM/view?usp=drivesdk
কি অবস্থা কেমন কাটলো তোমাদের নবীন বরণ প্রোগ্রাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দুই দিন ব্যাপী বর্ণাঢ্য নবীন বরণ অনুষ্ঠান সুশৃংখলভাবে সফলভাবে সম্পন্ন করার জন্য। তোমরা সন্তুষ্ট হলেই আমরা খুশি।
আদর্শ গ্যাস (টাইপ -১- বোর্ড প্রশ্নের সমাধান )
আদর্শ গ্যাস (টাইপ-১-গানিতিক সমস্যা সমাধান)
আদর্শ গ্যাস নোট (গ্যাসীয় সূত্র পর্যন্ত)
1st Year Final 2023
Physics 1st Paper
CQ and MCQ Solution
https://drive.google.com/drive/folders/1hk3mT7Fr2ki8Lt0otRzzJzw0Oty1LF5K
Practical
2023
01.স্ফেরোমিটারের সাহায্যে গোলীয় তলের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় ।
Online tuition for classes 9-12 (National Curriculum). One-to-one care on Higher Mathematics & Physics.
An English Course Provider Specialized Private Program for Varsity & Medical Admission & HSC English
অভিজ্ঞ প্রাইভেট টিচার বাসায় পেতে, যোগাযোগ :01811-536844
We provide the best and expert home tutor from CU, CMC, CUET, NU in Chittagong city. Please let us k
It's a Korean language page As there r so many kdrama fans in world wide and they r much fascinated
This page will play an important role in Secondary Education in Sitakunda Upazila. All the students