04/04/2024
কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ (রবিবার) দিনব্যাপী বিদ্যালয়ের খেলার মাঠে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদ এর সম্মানিত সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ৯নং উত্তর ওয়ার্ড কাউন্সিলর জনাব জহুরুল আলম জসিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম-৪ আসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব এস এম আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম সিটি কর্পোরেশন, ১০নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর জনাব, ডক্টর নেছার আহম্মদ মন্জু, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব শামসুল আরেফিন, জনাব গোলাম রাব্বানী-অফিসার ইনচার্জ, আকবরশাহ্ থানা, সিএমপি, সম্মনিত অভিভাবক সদস্য জনাব এ কে এম ইলিয়াস খান, জনাব যাচমা বেগম, চট্টগ্রাম নেছারিয়া কামিল মাদরাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস জনাব আলহাজ্ব আল্লামা এনামুল হক সিকদার প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব, মোঃ ওমর ফারুক। এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত বক্তৃতা, দৌড় প্রতিযোগিতা, দীর্ঘ লম্ফ, ব্যাঙ লাফ, দড়ি লাফ, বর্ষা-চাকতি-গোলক নিক্ষেপ, আবৃত্তি, দলীয় অভিনয়, নাটক, নৃত্য ও চমকপ্রদ ইভেন্ট যেমন খুশি তেমন সাজসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
26/03/2024
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার চূড়ান্ত লড়াই যেদিন শুরু হয়েছিল, আজ সেই স্মৃতিময় ২৬ মার্চ। আমাদের গৌরবময় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।
কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত ৫৩তম স্বাধীনতা দিবস উদযাপন🇧🇩❤️
17/03/2024
আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী। সারাদেশে দিনটি জাতীয় শিশু কিশোর দিবস হিসাবে উদযাপিত হচ্ছে। স্বাধীন বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির অবিসংবাদিত এই নেতা ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু কিশোর দিবস উপলক্ষ্যে কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত কর্মসূচির একাংশ।
12/03/2024
রোজায় খোলা থাকছে স্কুল
পবিত্র রমজানে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ আজ মঙ্গলবার এই আদেশ দেন। এর ফলে রমজানে স্কুল খোলা রাখার সরকারি সিদ্ধান্ত বহাল থাকছে।
21/02/2024
বাংলা হলো রাষ্ট্র ভাষা, পূর্ণ হলো সকলের আশা।
জানাই সালাম সব ভাষা শহীদের প্রতি,
হৃদয়ের তরে স্মৃতি ভাসে ৫২র প্রভাত ফেরী।
14/02/2024
ফেব্রুয়ারি ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা-২০২৪।
গত (১২/০২/২০২৪) #কৈবল্যধাম_হাউজিং_এস্টেট_বঙ্গবন্ধু_উচ্চ_বিদ্যালয়ের ২০২৪ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #পরিচালনা_পর্ষদ এর সম্মানিত #সভাপতি ও #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর #জনাব_জহুরুল_আলম_জসিম। আরো উপস্থিত ছিলেন #অভিভাবক_সদস্য_জনাব_ইলিয়াস_খান, #জনাব_যাচমা_বেগম,
বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, বিদ্যালয়-এর #সম্মানিত_প্রধান_শিক্ষক_জনাব_মোঃ_ওমর_ফারুক, সহকারী প্রধান শিক্ষক আলহাজ্ব আরিফ বিল্লাহ্, শ্রীমতি নিবেদিতা দাশগুপ্তা, আমেনা বেগম, শ্রী পলাশ দে, আব্দুল্লাহ্ আল মামুন রাসেল প্রমুখ।
বক্তারা শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যত কামনা এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
30/01/2024
শিক্ষার্থীদের প্রাত্যহিক সমাবেশের চিত্র
17/01/2024
অভিনন্দন ও শুভ কামনা রইলো ♥️
01/01/2024
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১ জানুয়ারি) দেশ জুড়ে ‘পাঠ্যপুস্তক উৎসব-২০২৪’ পালিত হচ্ছে। ২০২৪ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিনামূল্যে নতুন বই।
সেই লক্ষ্যে #গণপ্রজাতন্ত্রী_বাংলাদেশ_সরকারের নির্দেশনা অনুযায়ী #কৈবল্যধাম_হাউজিং_এস্টেট_বঙ্গবন্ধু_উচ্চ_বিদ্যালয়-কর্তৃক ‘পাঠ্যপুস্তক উৎসব-২০২৪’ আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #পরিচালনা_পর্ষদ এর সম্মানিত #সভাপতি ও #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর
#জনাব_জহুরুল_আলম_জসিম। আরো উপস্থিত ছিলেন #অভিভাবক_সদস্য_জনাব_ইলিয়াস_খান, #সম্মানিত_প্রধান_শিক্ষক_জনাব_মোঃ_ওমর_ফারুক-এর সভাপতিত্ত্বে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ২০২৪ শিক্ষাবর্ষে ৩ কোটি ৮১ লাখ ২৮ হাজার ৩২৪ জন শিক্ষার্থীর জন্য ৩০ কোটি ৭০ লাখ ৮৩ হাজার ৫১৭ কপি বই ছাপা হচ্ছে। এক্ষেত্রে ব্যয় ধরা হয়েছে ১৪০০ কোটি টাকা। প্রথম, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ছাপানো হয়েছে ৫ কোটি ৩৮ লাখ ৩ হাজার ৪২৩ কপি বই। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির বই সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ১ হাজার ২৭৪টি। প্রাক-প্রাথমিকের জন্য ৬১ লাখ ৯৩ হাজার ৮৭৮ কপি বই ছাপা হয়েছে।�ষষ্ঠ শ্রেণিতে মোট বই ৬ কোটি ৪৫ লাখ ৪৮ হাজার ৩০৮ কপি, সপ্তম শ্রেণিতে ৪ কোটি ৪৫ লাখ ৫৭ হাজার কপি, অষ্টম শ্রেণির জন্য ৫ কোটি ৩৪ লাখ ৮৪ হাজার ২৭১ কপি এবং নবম শ্রেণির জন্য ৫ কোটি ৬ লাখ ৮৪ হাজার ৫৭৩ কপি বই ছাপা হচ্ছে। অন্যদিকে, ক্ষুদ্র নৃগোষ্ঠীর (পাঁচটি ভাষায় রচিত) শিশুদের জন্য এবার মোট ২ লাখ ৫ হাজার ৩১ কপি বই ছাপা হচ্ছে।
16/12/2023
কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় এর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় স্কুল মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনে ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের অভিনন্দন ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #পরিচালনা_পর্ষদ এর সম্মানিত #প্রতিষ্ঠাতা_সভাপতি ও #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর #জনাব_আলহাজ্ব_মোঃ_জহুরুল_আলম_জসিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, #অত্র বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য #জনাব_এ_কে_এম_ইলিয়াস_খান,
#অভিভাবক_সদস্য_জনাব_যাচমা_বেগম, #প্রধান_শিক্ষক_জনাব_মোঃ_ওমর_ফারুক।
এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাকিব খন্দকার, মোঃ জাহাঙ্গীর আলম আরিফ, নিবেদিতা দাশগুপ্তা, আমেনা বেগম, শায়লা আক্তার, আবদুল্লাহ্ আল মামুন রাসেল, পলাশ দে, অংকন চক্রবর্তী, মোঃ আবদুল করিম, শ্রাবন্তী সাহা, সুফিয়া আক্তার, রাজিয়া বেগম, ফাহমিদা সুলতানা, মাহমুদা আক্তার প্রমুখ।
এসময় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত #প্রতিষ্ঠাতা_সভাপতি ও #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর #জনাব_আলহাজ্ব_মোঃ_জহুরুল_আলম_জসিম ছাত্র-ছাত্রীদের মাঝে রেজাল্ট কার্ড বিতরণ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
16/12/2023
কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় স্বশ্রদ্ধচিত্তে স্মরণ করছে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের এবং বীরাঙ্গনা মা-বোনদের যাদের আত্মত্যাগের বিনিময়ে আমাদের দেশ বাংলাদেশ🇧🇩
মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন🎈
13/11/2023
২০২৪ সালের ভর্তি বিজ্ঞাপন
08/11/2023
হৈ-হুল্লোড়, আড্ডা, খাবারের আয়োজন, ফটোসেশন, মনমাতানো গান, নাচ ও আবৃত্তি পরিবেশনের সমন্বয়ে ক্লাস পার্টি আয়োজন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ক্লাস পার্টি উপলক্ষ্যে নানা রঙের বেলুন, ফুল দিয়ে ক্লাস রুমগুলোকে সুসজ্জিত করে এবং নিজ পছন্দ অনুযায়ী ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে। প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ জহুরুল আলম জসিম ও অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সম্মানিত দাতা সদস্য জনাব, এ.কে.এম ইলিয়াস খান ক্লাস পার্টি উদ্বোধন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন, সারা বছর ধরে তারা এই ক্লাস পার্টির জন্য অপেক্ষা করে থাকে। বছর জুড়ে পড়ালেখা করতে করতে যখন তারা ক্লান্ত হয়ে পড়ে তখন এই ক্লাস পার্টির আনন্দ ও মজা তাদের নতুন করে লেখাপড়া করার শক্তি ও প্রেরণা যোগায়। অতিথিরা বলেন, লেখাপড়ার পাশাপাশি আনন্দ অনুষ্ঠানও মানুষের মনের বিকাশ ঘটায়। কারণ আনন্দহীন শিক্ষা শিক্ষার্থীদের যেমন মেধার বিকাশ ঘটায় না, তেমনি সে রকমের শিক্ষা ছাত্র-ছাত্রীরা বেশিক্ষণ মনেও রাখতে পারে না। এই আনন্দ শিক্ষার্থীদের নতুন ক্লাসে ভালভাবে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে যেন উৎসাহ যোগায়। ক্লাস পার্টির বর্ণিল এই উৎসবে গান, নৃত্য, অভিনয়, কোনোটিই বাদ যায়নি।
31/08/2023
কৈবল্যধাম হাউজিং এস্টেট বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় আন্তঃশ্রেনি ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৬ ফাইনাল খেলা (২৯.০৮.২৩) সকাল ১১টায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত ফাইনাল খেলায় যমুনা (৮ম) এবং মেঘনা (৯ম) মুখোমুখি হয়। নির্ধারিত সময় এবং পরবর্তীতে অতিরিক্ত সময়ের মধ্যে কোনো দলই গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে টিম মেঘনা (৯ম) ৩-১ গোলে টিম যমুনাকে (৮ম) পরাজিত করে ২০২৩সালের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #পরিচালনা_পর্ষদ এর সম্মানিত #প্রতিষ্ঠাতা_সভাপতি ও #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর #জনাব_আলহাজ্ব_মোঃ_জহুরুল_আলম_জসিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, #অত্র বিদ্যালয়ের সম্মানিত দাতা সদস্য #জনাব_এ_কে_এম_ইলিয়াস_খান,
#অভিভাবক_সদস্য_জনাব_যাচমা_বেগম, #প্রধান_শিক্ষক_জনাব_মোঃ_ওমর_ফারুক।
অনুষ্ঠান শেষে সম্মানিত প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিগণ বিজয়ী দলের কোচ, টিম ম্যানাজার ও খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন।
উক্ত অনুষ্ঠানে ফুটবল খেলার পুরস্কার বিতরণী ছাড়াও বিদ্যালয়ের সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আন্তঃক্লাস বির্তক প্রতিযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, সুন্দর হাতের লেখা, কেরাম প্রতিযোগিতাসহ অন্যান্য ইভেন্টসমূহে বিজয়ীদের পুরস্কার দেয়া হয়।
21/08/2023
আগ্রহী প্রার্থীগণ আবেদন করতে পারেন।
15/08/2023
১৭ মার্চ, ১৯২০ সাল।সেইদিনে জন্ম নিয়েছিলেন একজন মহান নেতা,যার পদচারণায় ও নেতৃত্বদানে প্রতিষ্ঠিত হল আজকের এই বাংলাদেশ।তারই ৪৮তম শাহাদাত বার্ষিকীতে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচি।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন #৯নং_ওয়ার্ড_কাউন্সিলর_ও_সভাপতি_গভর্ণিং_বডি_কৈবল্যধাম_হাউজিং_এস্টেট_বঙ্গবন্ধু_উচ্চ_বিদ্যালয়, জনাব আলহাজ্ব_মোঃ_জহুরুল_আলম_জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, নাজিম উদ্দিন (বীরশ্রেষ্ঠ শহীদ রুহুল আমিন-এর সুযোগ্য নাতি) জনতা ব্যাংক, কর্ণেলহাট শাখার সম্মানিত ব্যবস্থাপক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন প্রতিষ্ঠান প্রধান জনাব, মোঃ ওমর ফারুক। আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকগণ ও শিক্ষার্থীবৃন্দ।এ সময় ৯নং ওয়ার্ড কাউন্সিলর শিক্ষার্থীদের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন-
“১৯৭৫ সালের এ মাসেই বাঙালি হারিয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
পঁচাত্তরের ১৫ই আগস্ট কালরাতে ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ দিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই ঘৃণ্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর সহোদর শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাত, ভাগ্নে শেখ ফজলুল হক মনি, তার সহধর্মিণী আরজু মনি ও কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও আত্মীয়-স্বজন।
সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করার পর গোটা বিশ্বে নেমে আসে তীব্র শোকের ছায়া এবং ছড়িয়ে পড়ে ঘৃণার বিষবাষ্প।”
উক্ত অনুষ্ঠানে চিত্রাংকন, কবিতা আবৃত্তি এবং রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থাদের মাঝে পুরস্কার বিতরণ করেন সম্মানিত অতিথিগণ।
অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব মো: আরিফ বিল্লাহ্।
14/08/2023
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকীতে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
07/08/2023
অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারনে আগামীকাল বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।
26/07/2023
এস.এস.সি ফলাফল প্রকাশ বিজ্ঞপ্তি-২০২৩ খ্রিঃ
07/06/2023
৬ষ্ঠ - ১০ম শ্রেণির সাথে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তীব্র তাপদাহজনিত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সরকারি নির্দেশনা মোতাবেক আগামীকাল বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩ ইং তারিখে এ সকল শ্রেণির নির্ধারিত পরীক্ষা ও মূল্যায়ন স্থগিত করা হলো। স্থগিত পরীক্ষা/মূল্যায়নের নতুন সূচি শীঘ্রই জানিয়ে দেয়া হবে।
05/06/2023
তীব্র তাপদাহের কারণে আগামীকাল ০৬/০৬/২০২৩ইং হতে ০৮/০৬/২০২৩ইং পর্যন্ত নার্সারি থেকে ৫ম শ্রেণির (প্রাথমিক শাখা) শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।
১১/০৬/২৩ ইং হতে যথারীতি চলবে।
16/05/2023
স্থগিত পরীক্ষার রুটিন
এসএসসি ২০২৩
13/05/2023
আগামী রবিবার ও সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে।
12/05/2023
রবিবারের বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সূত্র: বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
17/06/2022
এসএসসি ও সমমান পরীক্ষা-2022 স্থগিত প্রসঙ্গে নোটিশ।
এ পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।