Naherpur High School

Naherpur High School

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Naherpur High School, School, নাহেরপুর, পোষ্টঃ মহাজনহাট, মিরসরাই, Chittagong.

Operating as usual

08/08/2023

বিশেষ বিজ্ঞপ্তি ----------নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর সকল ছাত্র ছাত্রী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছ যে অতি বৃষ্টির কারণে সরকারী নির্দেশ মোতাবেক আগামী কল্য ৯ই আগস্ট ও পরশু ১০ইআগস্ট, বুধ ও বৃহস্পতিবার স্কুল বন্ধ থাকিবে এবং আগামী ১৩ই আগস্ট রবিবার স্কুল খোলা হইবে এবং যথারীতি ক্লাশ চলিবে। সকল ছাত্র ছাত্রী দের কে বাড়িতে নিয়মিত লেখা পড়া করার জন্য নির্দেশ দেয়া গেল। ---প্রঃশিঃ ।

29/04/2023

নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর ২০২৩ ইং সনের এস এস সি পরীক্ষার্থীদের সীট বিন্যাস-কেন্দ্র- মহাজন হাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজ, দক্ষিণমূখী ৪ তলা ভবনে সকল পরীক্ষার্থীর সীট।

14/10/2022

আগামী ১৮ই অক্টোবর কে সরকার (শিক্ষা মন্ত্রণালয়- মাউশি) "শেখ রাসেল " দিবস ঘোষণা করেছেন। ঐ তারিখে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন কল্পে নাহেরপুর উচ্চ বিদ্যালয়ে নিম্নোক্ত কর্মসূচী গ্রহণ করা হয়েছে ঃ- ১)আলোচনা সভা ২)কবিতা আবৃত্তি ৩)রচনা প্রতিযোগিতা ৪)চিত্রাংকন ৫) পুরস্কার বিতরণ ৬)দোয়া মাহফিল ও মুনাজাত। নাহেরপুর উচ্চ বিদ্যালয়ের সকল ছাত্র /ছাত্রী কে উক্ত তারিখে যথাসময়ে উপস্থিত হয়ে অনুষ্ঠানে উল্লেখিত কর্মসূচিতে অংশ গ্রহণ করার জন্য নির্দেশ দেওয়া গেল। নির্দেশক্রমে---- প্রধান শিক্ষক ।

27/08/2022

নোটিশ ঃ- নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর ২০২২ ইং সালে ৬ষ্ঠ,৭ম,ও ৮ ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র ছাত্রীর আচরণিক ও পড়ালেখার অগ্রগতি নিয়ে -আগামী ২৯শে আগস্ট, সোমবার, সকাল ১০ঘটিকার সময় বিদ্যালয়ে- শিক্ষক,কমিটি ও অভিভাবক সমন্বয়ে মতবিনিময় উপলক্ষে "অভিভাবক সমাবেশ "অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশে সন্মানিত সকল অভিভাবকদের কে যথাসময়ে উপস্থিত হাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। --প্রধান শিক্ষক।

25/07/2022

নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর ২০২২ খ্রিঃ ৯ম ও ১০ম শ্রেণীতে অধ্যয়নরত সকল ছাত্র-ছাত্রীর সন্মানিত অভিভাবকদের সদয় অবহিত করছি যে,আসছে ২৬শে জুলাই রোজ মঙ্গলবার সকাল ১১ঘটিকার সময় ছাত্র -ছাত্রীদের লেখা পড়ার অগ্রগতি নিয়ে মতবিনিময় উপলক্ষে "অভিভাবক সমাবেশ " আহবান করছি ৷ উক্ত সভায় আপনি একজন সচেতন অভিভাবক হিসেবে উক্ত তারিখে যথাসময়ে উপস্থিত হাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। -----ধন্যবাদান্তে---মোহাম্মদ নুরুল হক, -প্রধান শিক্ষক,_---নাহেরপুর উচ্চ বিদ্যালয়, মীরসরাই, চট্টগ্রাম।

04/07/2022

"একটি শোক সংবাদ "--নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর চলতি২০২২ খ্রিঃ এস,এস,সি পরীক্ষার্থী সাজ্জাদ হোসেন ইমন।পিতা ছালেহ আহমদ, গ্রাম -মরগাং,। আজ সন্ধ্যা ৭টায় বারইয়ার হাট পৌর গরুর বাজার থেকে রেললাইনের মাঝপথ দিয়ে হেঁটে বাড়িতে আসার সময় অসাবধানতা বশতঃ ট্রেন দূর্ঘটনায় মৃত্যু বরণ করেছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। নাহেরপুর উচ্চ বিদ্যালয় এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করছি। ভবিষ্যতে সকল কে রেললাইন ও সড়কপথে অধিক সতর্কতার সঙ্গে চলাফেরা অনুরোধ করছি

22/06/2022
22/06/2022

নাহেরপুর উচ্চ বিদ্যালয় টি ১৯৮৪ ইং সালে মরহুম লুৎফে আলী চৌধুরী সাহেবের দানকৃত জায়গায় বসারত আলী ও ডোমখালী বিষুমিয়া সড়কের পাশে ৪নং ধুম,৫নং ওচমান পুর ও ৩নং জোরারগঞ্জ -এই তিনটি ইউনিয়নের সংযোগ স্হলে নাহেরপুর চৌধুরীপরিবারের সদস্যদের আপ্রাণ চেষ্টায় এবং এলাকার দানবীর, শিক্ষানুরাগী,সমাজ সেবক, কৃষক,শ্রমিক,মেহনতি মানুষের ঐকান্তিক প্রচেষ্টায় এলাকর নারী শিক্ষা প্রসারে, দেশের শিক্ষিতের হার বৃদ্ধি কল্পে এই বিদ্যালয় টি প্রতিষ্ঠা করা হয়। বিদ্যালয়টি সুন্দর ও শিক্ষাবান্ধব মনোরম পরিবেশে অবস্থিত। বিদ্যালয়ের উন্নয়ন কাজ - নতুন ভবন উর্ধমুখী সম্প্রসারণ চলছে -------------------------–--------

22/06/2022

চলছে শ্রেণির কার্যক্রম।

Want your school to be the top-listed School/college in Chittagong?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Address

নাহেরপুর, পোষ্টঃ মহাজনহাট, মিরসরাই
Chittagong
018195026