Nur's Fashion World

Nur's Fashion World

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nur's Fashion World, Chandpur Sodor, Chandpur.

"Nur's Fashion World - আপনার জন্য সেরা ডিজাইনের বোরকা, শাড়ি, থ্রি-পিস ও লেডিস ব্যাগের অনবদ্য সংগ্রহ নিয়ে এসেছে। আমাদের সঙ্গে থাকুন এবং ফ্যাশনের নতুন দিগন্ত explore করুন।" Nur's Fashion World আপনাদের জন্য নিয়ে এসেছে আধুনিক ফ্যাশন ও ঐতিহ্যের নিখুঁত সমন্বয়। বোরকা, শাড়ি, থ্রি-পিস, এবং লেডিস ব্যাগের অনন্য সংগ্রহ নিয়ে আমরা আছি আপনার স্টাইলকে আরও অনন্য করতে। প্রতিটি পণ্যে রয়েছে উৎকৃষ্ট মান, আকর্ষণীয

05/06/2025

🌙✨ আরাফার দিনের শ্রেষ্ঠ তাসবিহ
🕋 ৯ জিলহজ্জ | আরাফার দিন | দোয়া কবুলের শ্রেষ্ঠ মুহূর্ত

📿
لَا إِلَـٰهَ إِلَّا ٱللَّهُ وَحدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ ٱلمُلكُ وَلَهُ ٱلحَمدُ، وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

📚 অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। রাজত্ব একমাত্র তাঁরই, প্রশংসাও শুধুমাত্র তাঁরই প্রাপ্য। তিনি সকল কিছুর উপর সর্বশক্তিমান।”

💬 রাসূলুল্লাহ ﷺ বলেন:

“আরাফার দিনে আমার এবং পূর্ববর্তী নবীদের দোয়া ছিল— এই তাসবিহ।”
— তিরমিজি, হাদিস: 3585

🤲 এই দিন বারবার এই দোয়াটি পাঠ করুন:
🔹 পাপ মোচনের আশায়
🔹 জাহান্নাম থেকে মুক্তির কামনায়
🔹 জান্নাতের প্রার্থনায়
🔹 হৃদয় নিঃসৃত ভালোবাসা ও তাওহীদের স্বীকৃতিতে

📌 বিশেষ দ্রষ্টব্য:
এই দিনটি বছরে একবার আসে। আপনার জবানকে এই পবিত্র তাসবিহ দিয়ে ভিজিয়ে রাখুন।

🔄 শেয়ার করে অন্যদেরকেও আমলের সুযোগ করে দিন।

29/05/2025

🌐 Exciting News! 🛍️

Alhamdulillah! Our e-commerce website is now ready! 🎉
We’re working on the final touches to make your shopping experience even better.
Official launch right after Eid-ul-Azha! ✨

Get ready to shop your favorite items online—easily, quickly, and from anywhere in the world.
Stay connected, stay excited! 💻📱

Photos from Nur's Fashion World's post 23/05/2025

KROMA (Pakistani) - লাক্সারি আনস্টিচড এমব্রয়ডার্ড কালেকশন

প্রোডাক্ট ডিটেলস (থ্রি পিস)

1. ডিজিটাল প্রিন্টেড লন, বোরিং দমন ও এমব্রয়ডার্ড ফ্রন্ট – জামার সামনের অংশ

2. ডিজিটাল প্রিন্টেড লন – হাতার কাপড়

3. ডিজিটাল প্রিন্টেড লন – পেছনের অংশ

4. ডিজিটাল প্রিন্টেড পিওর চেক লন – ওড়না (দোপাট্টা)

5. ডাই ক্যামব্রিক কটন – পায়জামা/সালোয়ার

বিশেষ অফার চলছে!
সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সুবিধা!

এক্সক্লুসিভ ডিজাইন ও উন্নতমানের কাপড়ে তৈরি এই কালেকশন এখনই সংগ্রহ করুন।

অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

22/05/2025

Royal Vibes in Arong Essence – ফ্যাশনে থাকুক শিকড়ের সুবাস!

ট্র্যাডিশন আর ট্রেন্ড যখন একসাথে হাত মেলায় —
তখনই জন্ম নেয় আমাদের Arong-Inspired Premium Three-Piece Collection!

নজরকাড়া ডিজিটাল প্রিন্ট, সুচিকর্ণ কারচুপি আর সফট অথচ স্টাইলিশ ফেব্রিক —
প্রতিটি সেটেই ছোঁয়া আছে রুচিশীলতা, আরাম আর রাজকীয় লুকের।

পার্টি লুক হোক, ক্যাজুয়াল ডে আউট, বা ঈদের ঝলক — সব একসাথে এক সেটেই!
লিমিটেড কালেকশন, একবার চলে গেলে আর পাবেন না!

অর্ডার করতে এখনই ইনবক্স করুন!
ডেলিভারি সারাদেশে।



20/05/2025

Royal Vibes in Arong Style – তোমার ফ্যাশনে থাকুক বাংলার ঘ্রাণ!

যেখানে ট্র্যাডিশন মেলে মডার্ন ট্রেন্ডের সাথে —
সেখানে তৈরি হয় আমাদের Arong Inspired Premium Three-Piece Collection!

চিকন কারচুপির কাজ, রিচ ডিজিটাল প্রিন্ট, সফট ফেব্রিক আর এক্সক্লুসিভ ডিজাইন —
সব কিছুই এখন তোমার হাতের নাগালে, ঘরে বসেই!

Party look, Casual vibe বা Eid glam – এক সেটেই সব কিছু!
লিমিটেড স্টক — আগে আসলে আগে পাবেন!
অর্ডার করতে ইনবক্স করুন এখনই!

Delivery available in whole Bangladesh



18/05/2025

🌟 লাল আর সাদার মোহনীয় কম্বিনেশনে অনন্য থ্রি পিস 🌟

লালের মধ্যে সাদা কম্বিনেশনের এই অসাধারণ থ্রি পিস, দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। এমন নজরকাড়া ডিজাইন আপনি কোথাও পাবেন না, এটা আমরা নিশ্চিত! 👗❤️

✅ ইউনিক ডিজাইন
✅ প্রিমিয়াম কোয়ালিটি ফেব্রিক
✅ আরামদায়ক ও ফ্যাশনেবল

স্টক সীমিত! অর্ডার করতে ইনবক্স করুন এখনই। ✉️

13/05/2025

🌟 মার্শাল (পাকিস্তানি লোন) থ্রি পিস - ফ্যাশনে আনুন রাজকীয় ছোঁয়া! 🌟

প্রিমিয়াম পাকিস্তানি লোনের অদ্বিতীয় কালেকশন, যেখানে মিশে আছে নরম, আরামদায়ক ফেব্রিক আর ট্রেন্ডি ডিজাইন।
🥻 স্মার্ট লুক + আরামের গ্যারান্টি!
🎨 ভ্যারাইটি কালার ও আকর্ষণীয় ডিজাইন।
✨ পারফেক্ট ফর যেকোনো অনুষ্ঠান বা ডেইলি স্টাইল।

🔥 স্টাইলের সাথে কম্প্রোমাইজ নয়, এবার ফ্যাশনে হোক নতুন মাত্রা!

📌 স্টক সীমিত, অর্ডার করতে এখনই ইনবক্স করুন।
📦 ডোরস্টেপ ডেলিভারি সারা বাংলাদেশে।

✅ অর্ডার করতে কল করুন!

🔖

🌸 আপনার স্টাইলে আনুন নতুনত্ব, থাকুন সবসময় আকর্ষণীয়! 🌸

21/01/2024

কাস্টমার রিভিউ

11/01/2024
04/01/2024

Client Satisfaction,,,

Want your school to be the top-listed School/college in Chandpur?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Chandpur Sodor
Chandpur
3600