06/02/2025
স্নাতক (পাস ও অনার্স)/সমমান শ্রেণিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসায়/সমমান পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তিকৃত/অধ্যয়নরত ১ম বর্ষের অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সহায়তার অনলাইন আবেদন দাখিল করার জন্য শিক্ষাথীদেরকে উদ্ভদ্ধ করনে সকলের সহযোগিতা কামনা করছি। https://www.eservice.pmeat.gov.bd/admission -এ লিংকে প্রবেশ করে অনলাইেন আবেদন করতে হবে
সেবা সংশ্লিষ্ট তথ্য প্রয়োজনীয় কাগজপত্র
শিক্ষার্থীর ছবি*
শিক্ষার্থীর স্বাক্ষর*
শিক্ষার্থীর জন্ম নিবন্ধন সনদ*
অভিভাবকের জাতীয় পরিচয়পত্র *
শিক্ষা প্রতিষ্ঠানপ্রধানের সুপারিশ (নির্ধারিত ফর্মে) *
পিতা মাতা/অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র/সুপারিশ (১৩ থেকে ২০ তম গ্রেড এর সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত/সাংবিধানিক প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীর সন্তানগণের ক্ষেত্রে প্রযোজ্য) *
ভর্তি সহায়তা প্রাপ্তির সময়সীমা
আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে ৩০ (ত্রিশ) কর্মদিবসের মধ্যে অর্থ প্রেরণ করা হয়।
শিক্ষার্থী ভর্তি সহায়তার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হলে তার মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানিয়ে দেয়া হয়।
12/09/2024
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (পাস) ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি
10/09/2024
জরুরি বিজ্ঞপ্তি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমে ২য় ও সর্বশেষ রিলিজ স্লিপে অনলাইন আবেদন ১১ সেপ্টেম্বর বিকাল ৪টা থেকে শুরু হয়ে ২৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
08/08/2024
দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ এর ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের অরিয়েন্ট ক্লাশ
02/05/2024
আগামী ১৮ অক্টোবর ‘শেখ রাসেল দিবস-২০২৪’ উপলক্ষ্যে অনূর্ধ্ব ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে ‘শেখ রাসেল পদক ২০২৪’ প্রদান করার জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।
আবেদনের ক্ষেত্র সমূহ :
১. শিক্ষা (ব্যক্তি)
২. বিজ্ঞান ও প্রযুক্তি (ব্যক্তি)
৩. ক্রীড়া (ব্যক্তি)
৪. প্রতিভাবান বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোর (ব্যক্তি)
৫. শিল্পকলা ও সংস্কৃতি (ব্যক্তি)
৬. ক্ষুদে প্রোগ্রামার (ব্যক্তি)
৭. ক্ষুদে উদ্ভাবক (ব্যক্তি)
৮. ক্ষুদে লেখক (ব্যক্তি)
৯. ডিজিটাল স্কুল (প্রতিষ্ঠান)
১০. ডিজিটাল এক্সিলেন্স (প্রতিষ্ঠান)
বিস্তারিতঃ www.doict.gov.bd , www.sheikhrussel.gov.bd
আবেদনের লিংকঃ https://award.sheikhrussel.gov.bd
19/03/2024
২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে অনার্স ১মবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি বিজ্ঞপ্তি
18/03/2024
অনার্স ১ম বর্ষে ভর্তি কার্যক্রম শুরু (2023-2024 শিক্ষাবর্ষে )
ভর্তি হইতে ইচ্ছুক ছাত্র/ছাত্রী কলেজে এসে সরাসরি/অনলাইনে ফরম পূরণ করে ভর্তি হতে পারবে।
ভর্তি সংক্রান্ত যোগাযোগ:
সমাজবিজ্ঞান বিভাগ- 01920542552
রাষ্ট্রবিজ্ঞান বিভাগ- 01672680617
ইসলামের ইতিহাস বিভাগ- 01708390121
হিসাববিজ্ঞান বিভাগ: 01939566389
ব্যবস্থাপনা বিভাগ: 01811121546
অফিস: 01614295231
অধ্যক্ষ: 01309105403
08/02/2024
“বার্ষিক শিক্ষা সফর ২০২৪”
স্থানঃ শীতাকুন্ড, ইকোপার্ক, বঙ্গবন্ধু টানেল, প্রতেঙ্গা সী-বিচ
তারিখ: ১৫ ফেব্রুয়ারী ২০২৪খ্রি. রোজ বৃহস্পতিবার
শুভেচ্ছা ফি ১,১০০/- (এক হাজার একশত টাকা)
আগামী ১৩ ফেব্রুয়ারী ২০২৪খ্রি. রোজ মঙ্গলবার দুপুর ২টার মধ্যে নিন্মলিখিত শিক্ষক মহোদয়ের নিকট জমা দিয়ে টিকেট সংগ্রহ করার জন্য নির্দেশ প্রদান করা হলো:-
06/02/2024
দোল্লাই নোয়াবপুর সরকারি কলেজ এর বার্ষিক “শিক্ষা সফর ২০২৪”
28/01/2024
নোটিশ
সতর্কীকরণ বিজ্ঞপ্তি