*যারা নবম ও দশম শ্রেনিতে উঠবে তাদের বিভাগ নির্বাচিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু কথা---*
✅যারা ভবিষ্যতে *ডাক্টর, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে চাও তারা অবশ্যই বিজ্ঞান বিভাগ নিবে।*
✅ বিজ্ঞান বিভাগে বেশিরভাগ বিষয়েই গাণিতিক সমস্যা আছে। তাই গণিতে যারা ভালো তারা বিজ্ঞান বিভাগ নিলে ভালো হবে।
✅ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের optional subject ( 4th sub) হিসেবে উচ্চতর গণিত /জীববিজ্ঞান থাকে। যারা ভবিষ্যতে ডাক্তার হতে চাও তারা উচ্চতর গণিতকে optional sub করলে ভালো হবে।
✅অন্যদিকে যাদের ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা এবং গণিত বিষয় খুব ভালো লাগে তারা জীববিজ্ঞান কে optional subject করবে।
✅ *optional subject আসলে কি????*
এই বিষয় টা এমন যে এটাতে কেউ যদি খারাপ করে তাতেও কোনো সমস্যা হয়না। এটিতে ফেল করলেও সমস্যা হয়না । কিন্তু এটাতে ভালো করলে বোনাস গ্রেড পয়েন্ট যোগ হয়। যার ফলে অন্য মেজর বিষয় কোনোটায় A+ না পেলে এই বোনাস গ্রেড পয়েন্ট যোগ হয়ে সব মিলিয়ে জিপিএ -৫ চলে আসে।
✅ আর অন্যদিকে যারা গণিত বিষয়ে সমস্যা বেশি লাগে তারা ব্যবসায় বিভাগ নিতে পারবে।
✅ সর্বোপরি কোনো বিভাগই কম পড়া নেই। সব বিভাগের ভালো ভাবে পড়লে ভালো কিছু করা যায়।
✅বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ও সুযোগ-সুবিধা বেশি পেয়ে থাকে।
তারা যেকোনো বিষয়ে পড়তে পারে।
✅ সর্বোপরি বিভাগ নির্বাচন টা ভালোভাবে করবে।
যেকোনো সমস্যা হলে আমাকে কল দিয়ে জানতে পারবে।
ধন্যবাদ
আল আমিন'স কেয়ার
AL AMIN'S CARE
Assalamu Alaikum,
Heartiest congratulations and best wishes to all from Al Amin's Care.
Operating as usual

২০২৫ সালের স্কুলের ছুটির তালিকা প্রকাশ।
সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ শিক্ষাবর্ষে সাপ্তাহিক ও অন্যান্য ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকা সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, শিক্ষা বোর্ড চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
প্রকাশিত তালিকায় থাকা দীর্ঘ ছুটিগুলো হলো- পবিত্র রমজানের ছুটি শুরু হবে ২ মার্চ থেকে। ঈদুল ফিতর, জুমাতুল বিদা, স্বাধীনতা দিবসসহ কয়েকটি ছুটি মিলিয়ে সেসময় টানা ২৮ দিন স্কুল বন্ধ থাকবে। দীর্ঘ ছুটির পর ৮ এপ্রিল পুনরায় ক্লাস শুরু হবে।
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশেও টানা ১৫ দিন সরকারি-বেসরকারি স্কুলে ছুটি থাকবে। এ ছুটি শুরু হবে ১ জুন, চলবে ১৯ জুন পর্যন্ত। দুর্গাপূজায় এবার ৮ দিন ছুটি রাখা হয়েছে। অবশ্য এ ছুটির মধ্যে লক্ষ্মীপূজা, ফাতেহা-ই-ইয়াজ দহমসহ বেশ কয়েকটি ছুটি পড়বে।
অন্যদিকে প্রতিবছরের মতো এবারও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের হাতে সংরক্ষিত তিনদিন ছুটি রাখা হয়েছে। প্রতিষ্ঠানপ্রধান যখন প্রয়োজনে এ ছুটিগুলো দিতে পারবেন। এর বাইরে বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক দিবস ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে নিয়ম মেনে ছুটি থাকবে।

📢📢ভর্তি চলছে.... ভর্তি চলছে
শিক্ষাবর্ষ-২০২৫ এ ্রেনি_থেকে_১০ম_শ্রেনিতে #সকাল_ও_বিকাল ব্যাচে ভর্তি চলছে।
✅নতুন বছর নতুন উদ্যমে আল আমিন'স কেয়ার আগামী ০৪ জানুয়ারি ২০২৫ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
আমাদের অনন্যসাধারণ বৈশিষ্ট্যসমূহ:
➡️অভিজ্ঞ ও দক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চুয়েটের মেধাবী শিক্ষার্থী দ্বারা পাঠদান।
➡️ Auto face Attendance এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি অভিভাবকদের জানানো।
➡️নিয়মিত ক্লাস ও সাপ্তাহিক পরীক্ষা।
➡️ দূর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা কেয়ার।
➡️ নিয়মিত অভিভাবক-শিক্ষক সমাবেশ।
➡️সম্পূর্ণ প্রতিষ্ঠান CCTV আওতাধীন।
✅প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত। তাই সুবিধাজনক ব্যাচে নিজের আসন নিশ্চিত করতে অতি দ্রুত ভর্তি হয়ে যাও।
🏠যোগাযোগ : বাসা-৩৭০, রোড-১৪, বি ব্লক, চান্দগাও আবাসিক এলাকা।
📲মোবাইল: 0 1821-345963, 01826-579434

এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা এনেছিলেন যারা এবং সেই সাথে নতুন বাংলাদেশ পুনর্জন্মের জন্য যারা জুলাই-আগস্টে শহীদ হয়েছেন তাদের প্রতি রইল আল আমিন'স কেয়ারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।
বিজয় আমাদের অহংকার- সবাইকে মহান বিজয়ের শুভেচ্ছা।


এসএসসি -২৫ ব্যাচের বোর্ড পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
পরীক্ষা শুরু :১০ ই এপ্রিল ২০২৫
ফাইনাল মডেল টেস্ট -২০২৪ এর ভালো ফলাফলকারীদের পুরস্কার বিতরণের কিছু মুহুর্ত.....

সিসিএ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪র্থ শ্রেনি থেকে ১০ম শ্রেনির শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা -২০২৪ এর ফর্ম আল আমিন'স কেয়ার থেকে সংগ্রহ করা যাচ্ছে।
যারা এখনো ফর্ম সংগ্রহ করেননি তারা অতি দ্রুত অফিস থেকে সংগ্রহ করুন।
পরীক্ষার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৪

আসসালামু আলাইকুম,
ভর্তি চলছে.... ভর্তি চলছে
শিক্ষাবর্ষ-২০২৫ এ ১ম শ্রেনি থেকে ১০ম শ্রেনিতে সকাল ও বিকাল ব্যাচে ভর্তি চলছে।
নতুন বছর নতুন উদ্যমে আল আমিন'স কেয়ার আগামী ০৪ জানুয়ারি ২০২৫ থেকে শিক্ষা কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
প্রতিটি ব্যাচে আসন সংখ্যা সীমিত। তাই সুবিধাজনক ব্যাচে নিজের আসন নিশ্চিত করতে অতি দ্রুত ভর্তি হয়ে যাও।
যোগাযোগ : বাসা-৩৭০, রোড-১৪, বি ব্লক, চান্দগাও আবাসিক এলাকা।
মোবাইল: 0 1821-345963, 01826-579434

আল আমিন'স কেয়ারের সম্মানিত এডমিন প্যানেল, সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দদের জন্য আল আমিন'স কেয়ার কর্তৃক চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেস্টুরেন্ট সুলতান'স ডাইনে আয়োজিত ডিনারের কিছু মুহুর্ত ❤️❤️

✅ শিক্ষাবর্ষ -২০২৪ এর Best Students Award পেলেন ষষ্ঠ শ্রেনির মেধাবী শিক্ষার্থী সাবিত সানিয়াত চৌধুরী।
✅আল আমিন'স কেয়ারের পক্ষ থেকে তোমাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

✅চট্টগ্রামে একমাত্র ব্যাতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান আল আমিন'স কেয়ারেই ৫ম শ্রেনি থেকে ৯ম শ্রেনির প্রতিটি ক্লাসে CR( Class Representatives) রয়েছে।
তারা শিক্ষাবর্ষ -২০২৪ এ তাদের CR এর দায়িত্ব যথাযথভাবে পালন করায় আল আমিন'স কেয়ার কর্তৃক তাদেরকে পুরস্কৃত করা হয়।
✅আমরা বিশ্বাস করি এই দায়িত্ব পালন তাদের পরবর্তী শিক্ষা জীবন ও জীবনের প্রতিটি প্রতিটি ক্ষেত্রেই তাদেরকে সাহায্য করবে।
✅আল আমিন'স কেয়ারের পক্ষ থেকে প্রতিটি ক্লাসের CR দের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।

#ফাইনাল_মডেল_টেস্ট -২০২৪ এর ৯ম শ্রেনির পুরস্কার বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের তালিকা
💁♂️১ম : নাবিলা খানম স্নেহা
🎓জিপিএ -৫:০০
স্কুল: সিডিএ পাবলিক স্কুল এণ্ড কলেজ
💁♂️২য়: মো: ইফাজুর রহমান জিয়ান
🎓জিপিএ -৪:৭১
স্কুল: হাজেরাতজু স্কুল এণ্ড কলেজ
💁♂️৩য়: ফায়েজ আলম
🎓জিপিএ -৪:৭১
স্কুল: নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়
💁♂️৪র্থ: মাশরুরা আক্তার মাহিয়া
🎓জিপিএ -৪:৬৪
স্কুল: বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

#ফাইনাল_মডেল_টেস্ট -২০২৪ এর ৮ম শ্রেনির পুরস্কার বিজয়ী মেধাবী শিক্ষার্থীদের তালিকা
💁♂️১ম : আসমা আদিফা আফরিন
🎓জিপিএ -৫:০০
স্কুল: কাপাসগোলা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়
💁♂️২য়: হাবিব হাসনাইন রহমান
🎓জিপিএ -৫:০০
স্কুল: জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা
💁♂️৩য়: সামিয়া জাহান মাইশা
🎓জিপিএ -৪:৮৬
স্কুল: চট্টগ্রাম রেসিডেন্সিয়াল স্কুল এণ্ড কলেজ
💁♂️৪র্থ: সোহান হক
🎓জিপিএ -৪:৬৪
স্কুল: নুরুল ইসলাম পৌর বালিকা উচ্চ বিদ্যালয়
💁♂️৫ম: সাদমান হোসাইন
🎓জিপিএ -৪:৪৩
স্কুল: সিডিএ পাবলিক স্কুল এণ্ড কলেজ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Chandgaon
4212
Opening Hours
Monday | 08:00 - 21:00 |
Tuesday | 08:00 - 21:00 |
Wednesday | 08:00 - 21:00 |
Thursday | 08:00 - 21:00 |
Friday | 08:00 - 20:00 |
Saturday | 08:00 - 21:00 |
Sunday | 08:00 - 21:00 |