আসালামুআলাইকুম,
#একটি_মানবিক_আবেদনঃ
দেশের এই ক্রান্তিলগ্নে বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগ থেকে ফান্ড তৈরি করছি। আমরা আমাদের সাধ্যমতো তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আমাদের এই কাজে আপনারা যারা পাশে থাকতে চান তারা সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। এই মূহুর্তে আপনাদের একটু সহযোগিতার জন্য বন্যার্ত মানুষরা পথ চেয়ে আছে।
সহযোগিতার জন্যঃ
তোফাজ্জল হোসেন আরিফ
01735-182462 (বিকাশ এবং নগদ) পার্সোনাল
আনোয়ার সাদাত
01767-264264(বিকাশ) পার্সোনাল
দয়া করে পাঠিয়ে লাস্ট নাম্বার এবং পরিমানটা একটু জানিয়ে দিবেন।
Department of Accounting- BGC
Please like, comment and share this page. Any suggestion and comments are highly appreciated. college, Brahmanbaria
এই পেজটি হিসাববিজ্ঞান পরিবারের সকল সদস্যদেরি একত্রিত করতে এবং তাদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভাব বিনিময় করতে সাহায্য করবে। বিভাগের বিভিন্ন কর্মকান্ড, আদেশ নির্দেশ ইত্যাদি জানতে ও এই পেজ সহায়তা করবে। এই পেজ সম্পর্কিত যোকোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। প্রয়োজনে যোগাযোগ-
হিসাববিজ্ঞান বিভাগ
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া।
This page is intended to interconnected the members of our accounti
Operating as usual
আগামীকাল ০৮ আগস্ট ২০২৪ তারিখে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ২০২৪-২৫ সেশনের উচ্চ মাধ্যমিক শ্রেণির ক্লাস শুরু হবে।
আগামী ৬ ফেব্রুয়ারী ২০২৪, রোজঃ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হবে। সকল এথলেট/খেলোয়াড় প্রস্তুত হও।
মো: ফজলে রাব্বী সুমন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ২০১২-১৩ সেশনের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সড়ক দুর্ঘটনায় আহত হয়ে প্রায় একবছর ধরে চিকিৎসাধীন আছে।
জীবন বাচানোর জন্য প্রতিদিন মানুষের মাথার থেকে যে হরমোন নি:সৃত হয় সেই হরমোন উৎপাদন বন্ধ হয়ে গেছে যার চিকিৎসা অনেক ব্যয় বহুল।
চিকিৎসা খরচ চালাতে গিয়ে ছেলেটা অসহায় হয়ে গিয়েছে।
বিভাগের শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা সাধ্যমত সহযোগিতা করলে সে উপকৃত হবে। বিভাগের শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা হয়তোবা তার জন্য পর্যাপ্ত হবে না কিন্তু সে মানসিক শান্তি অনুভব করবে।
ফজলে রাব্বি সুমন এর বিকাশ নাম্বার ---01777313112
বগইর মডেল স্কুল এন্ড কলেজ- এর কলেজ সেকশনের প্রভাষক পদে নিয়োগ লাভে আগ্রহীরা আবেদন করতে পার।
সরস্বতী পূজার নিমন্ত্রণ
রিলিজ স্লিপের আবেদন অনার্স_১ম_বর্ষ(২০২১-২২)
✅ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম_রিলিজ_স্লিপের অনলাইন আবেদন আগামী ১৬/০৮/২০২২ তারিখ বিকাল ৪টায় শুরু হয়ে ২৫/০৮/২০২২ তারিখ রাত ১২টা পর্যন্ত চলবে।
➡️ যে সকল আবেদনকারী
ক) মেধা তালিকায় স্থান পায়নি;
খ) মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি
গ) মেধা তালিকায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
⚠️ কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
Too many BBA graduates? We must ask ourselves if this path truly benefits the students, or only the institutions.
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ এর এইচএসসি ২০২১ ব্যাচের ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে তাদের তালিকা। এই সংখ্যা আরও বাড়তে পারে।
তোমাদের অভিনন্দন জানাই। তোমাদের জীবন সুন্দর ও মঙ্গলময় হোক। শুভকামনা রইল।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির মেধাতালিকা প্রকাশ সোমবার
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধাতালিকা আগামী সোমবার (২০ জুন) প্রকাশিত হবে। আর ২৭ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
বুধবার (১৫ জুন) দুপুরে এ তথ্য জানান জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুল-এর ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন
তিনি বলেন, আমরা শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরির কাজ শুরু করেছি। ৫ লাখের বেশি শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। তালিকা তৈরিতে তাই কিছুটা সময় লাগবে।
আগামী ২০ জুন মেধাতালিকা প্রকাশ করা হবে। আর ২৭ জুনের মধ্যে তাদের ভর্তি শেষ করা হবে। এরপর জুলাইয়ের শুরুতে ক্লাস শুরু হবে।
জানা গেছে, ২০২১-২২ শিক্ষাবর্ষে বিজ্ঞান, মানিবক ও ব্যবসায় শিক্ষা শাখার তিন ইউনিটে ৫ লাখ ১৪ হাজার ২৬২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন। এর মধ্যে বিজ্ঞানে ১ লাখ ৭৪ হাজার ৫৯১ জন, ব্যবসায় শিক্ষা শাখায় ১ লাখ ৬ হাজার ১৮৮ এবং মানবিকে ২ লাখ ৬০ হাজার ৪৮৫টি আবেদন পড়েছে।
ভর্তি ফরম সতর্কতার সাথে পূরণ করতে হবে। অন্যথায় জটিলতা তৈরি হতে পারে।
শুভ জন্মদিন জাতির পিতা
যে সকল শিক্ষার্থী দ্বিতীয় কোটা লিস্টে মাস্টার্স নিয়মিত কোর্সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হয়েছে তাদের ভর্তি আগামী ২১/১২/২০২১ এবং ২২/১২/২০২১ তারিখে চলবে।
ভর্তির ক্ষেত্রে পূর্বের যাবতীয় নিয়ম বলবৎ থাকবে
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Brahmanbaria
3400
Wset Medda
Brahmanbaria
You tube: https://youtube.com/channel/UCbIJwOAvSnM2OAg-vj7oy3g
Shahbazpur 2nd Gate, Shahbazpur, Shahbazpur, Sarail
Brahmanbaria, 3431
α plαcє σf єхcєllєncє whєrє ѕtudєntѕ αrє cαrєd. σnє σf thє вєѕt lєαrnín
1020/15 Bypass Road, Datiara (Beside CJM Court/LGED Office)
Brahmanbaria, BRAHMANBARIA-3400
CSE Dept. staffed with skilled faculties and equipped with state-of-the-art infrastructures.