28/02/2024
অসাধারণ দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সাথে শৃঙ্খলাপূর্ণ কাজের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণ এবং জেলার আইন-শৃংখলা নিয়ন্ত্রনে রাখতে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ শাখাওয়াত হোসেনকে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)-এ ভূষিত করেন।
Annada Govt. High School, BNCC Platoon এর পক্ষ থেকে স্যারকে শুভেচ্ছা ও অভিনন্দন 💐💐💐
20/02/2024
মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা। আন্তর্জাতিক ভাষা দিবসের অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।
Annada Govt. High School, BNCC Platoon এর পক্ষ থেকে সকল ভাষা শহিদ দের স্মরণ করছি এবং তাদের আত্নার মাগফিরাত কামনা করছি।
06/02/2024
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান -২০২৪
প্রধান অথিতি হিসেবে আসন গ্রহণ করেন -
জনাব এস এম শান্তুনু চৌধুরী
-অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও
আইসিটি),ব্রাহ্মণবাড়িয়া।
সভাপতি- জনাব ফরিদা নাজমিন
- প্রধান শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ
বিদ্যালয়,ব্রাহ্মণবাড়িয়া।
অনুষ্ঠানটিতে অত্যন্ত সুন্দরভাবে ভলেনটিয়র এর দায়িত্ব পালন করেন BNCC কিছু চৌকস সদস্য।
ধন্যবাদ জ্ঞাপন করছি -
ক্যাডেট মোহাম্মদ হাসিবুল মেহরাব
ক্যাডেট নুর
ক্যাডেট রাকিব
ক্যাডেট নোমান
যারা অত্যন্ত সুন্দরভবে দায়িত্ব পালন করেছেন।
05/02/2024
অনুষ্ঠিত হয়ে হলো ঐতিহ্যবাহী #অন্নদা_সরকারি_উচ্চ_বিদ্যালয়ের ১৫০ তম বার্ষীক ক্রীড়া প্রতিযোগীতা-২০২৪।
অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে আসন গ্রহন করেন
জনাব মোহাম্মদ হাবিবুর রহমান
- জেলা প্রশাসক, ব্রাহ্মণবাড়িয়া
বিশেষ অথিতিবৃন্দ :
জবাব মোহাম্মদ শাখাওয়াত হোসেন
- পুলিশ সুপার,ব্রাহ্মণবাড়িয়া।
মিসেস নায়ার কবির
-মেয়র, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা
জবাব মোহাম্মদ জুলফিকার হোসেন
-জেলা শিক্ষা অফিসার, ব্রাহ্মণবাড়িয়া
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন:
জনাব ফরিদা নাজমিন
- প্রধান শিক্ষক, অন্নদা সরকারি উচ্চ
বিদ্যালয়।
অনুষ্ঠানটি শুরু হয় BNCC এর সুসজ্জিত একটি দলের চৌকস কুচকাওয়াজ এর মধ্য দিয়ে। প্যারেট কমান্ডার হিসেবে নেতৃত্বে ছিলেন : ক্যাডেট সার্জেন্ট রাইসুল ইসলাম সিহাব।
তাছাড়া কুচকাওয়াজ এবং ভলেনটিয়র এর দায়িত্ব অত্যন্ত সুন্দরভাবে পরিচালনা করেছেন:
কর্পোরাল সালমান, ক্যাডেট মোহাম্মদ হাসিবুল মেহরাব, কর্পোরাল হরিজিৎ পাল, আবু সাদ লস্কর, ক্যাডেট রাকিব,জুনাইদ আল হাসান অপূর্ব, কর্পোরাল বায়েজিদ।
BNCC এর সকল সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি, যাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে।
04/02/2024
১৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার শেষ মূহুর্তের প্রস্তুতি।
সহযোগিতায়:
- ক্যাডেট সার্জেন্ট রাইসুল ইসলাম সিহাব
- ক্যাডেট মোহাম্মদ হাসিবুল মেহরাব
- ক্যাডেট রাকিবুর রহমান
- ক্যাডেট তানজিমুল
- ক্যাডেট মাজিদ
30/01/2024
১৫০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কে সামনে রেখে প্রস্তুতিমূলক আজকের ক্লাসের স্থিরচিত্র
ক্লাসটি পরিচালনায় ছিলেন:
ক্যাডেট সার্জেন্ট: Raisul Islam Shihab
তাছাড়া আরও ছিলেন: মোহাম্মদ হাসিবুল মেহরাব, হরিজিৎ পাল,সালমান খান, তুরাগ,তানভীর,বায়েজিদ।
21/01/2024
নবীন ক্যাডেট ভর্তি কার্যক্রম-২০২৪
ক্লাসটির নেতৃত্বে ছিলেন ল্যান্স কর্পোরাল সোহরাব স্টাফজি🤍
31/12/2023
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় BNCC প্লাটুনের পক্ষে থেকে সকলকে জানাই ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।
27/12/2023
বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিন:
শিক্ষাগত যোগ্যতা - SSC বা সমমান পরীক্ষায় নূন্যতম জিপিএ ৩.০০।
📝বয়স: ১৭ থেকে ২০ বছর (০৯/০২/২০০৫ থেকে ০৯/০২/২০০৮) এবং টেকনিক্যাল ট্রেডে ১৭ থেকে ২১ বছর (০৯/০২/২০০৪ থেকে ০৯/০২/২০০৮)
➡️উচ্চতা: পুরুষ প্রার্থীর জন্য নূন্যতম ৫ ফুট ৫ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর জন্য নূন্যতম ৫ ফুট ১ ইঞ্চি (সংশোধিত)
⚠️ওজন: ৪৯.৯০ কেজি বা ১১০ পাউন্ড (ছেলে) এবং ৪৭ কেজি বা১০৪ পাউন্ড (মেয়ে)
⚠️বুকের মাপ: ৩০"/৩২" (ছেলে) এবং ২৮"/৩০" (মেয়ে)
✅আবেদন শুরু: ১০ জানুয়ারি ২০২৪
❌আবেদন শেষ: ১৫ ফেব্রুয়ারী ২০২৪
সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে।
Everyone
16/12/2023
বাংলাদেশে ১৬ই ডিসেম্বরের ঐতিহাসিক তাৎপর্যের প্রতি গভীর শ্রদ্ধার সাথে প্রতিফলন, একটি দিন যা আমাদের জাতির ত্যাগ ও স্থিতিস্থাপকতার প্রতীক। এই দিনে, আমরা সেই বীর আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাই যারা আমাদের স্বাধীনতার জন্য সবকিছু দিয়েছেন, আমাদের সকলের মধ্যে ঐক্য ও কৃতজ্ঞতা জাগিয়েছেন। সকল বাংলাদেশীকে Annada Govt. High School, BNCC Platoon এর পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।
এরই সাথে সাথে, বিজয় দিবস উপলক্ষে কুচকাওয়াজ প্রদর্শন অনুষ্ঠানে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের BNCC প্লাটুনের ক্যাডেটরা বড় দলে ২য় স্থান হওয়ার গৌরব অর্জন করে।
Everyone
08/12/2023
আজ ৮ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস।
৮ ডিসেম্বর বিনাযুদ্ধেই মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশ করে ব্রাহ্মণবাড়িয়াকে মুক্ত ঘোষণা করে। ওই দিন সকাল ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের দক্ষিণ পূর্বাঞ্চলের কাউন্সিলের চেয়ারম্যান জহুর আহমেদ চৌধুরী।