বিড়ালে আইভারমেকটিন বিষক্রিয়া :
Special Thanks to Md. Nure Alam sir.
Bangladesh Veterinary Post Graduate Institute - BVPGI
A Centre of excellence for Training of Field Vets
Operating as usual

ওলিওর নিউটার অপারেশন

বিশেষ ঘোষনাঃ
.
.
.
🌹
🎀 ০৮-১৫ ডিসেম্বর ব্যাচ, ৮ দিন, ফি ১৪ হাজার টাকা।
রেজিষ্ট্রেশন এর শেষ তারিখঃ ০৫ ডিসেম্বর ২০২৩।
রেজিঃ ফি দিয়ে মোবাইলে কনফার্ম করলেই হবে।
অবশ্যই আগের দিন রাতেই এসে পৌঁছাতে হবে কেননা পরের দিন সকাল ৮ টা থেকেই সেশন আরম্ভ হবে ও কোন সেশন মিসিং হলে রিকভারি সম্ভব নয়।
Hands on Training on-
🥇Veterinary Field Surgery.
🥈Clinical Management of Pet.
✍️কোর্স ফি-১৪০০০ টাকা।
(থাকা, খাওয়া, কোর্স ফি, নাশতা, চিকিৎসা সামগ্রী, লাইভ এনিমেল, ল্যাব ইকুয়েপমেন্ট ইত্যাদি বাবদ)।
◑ রেজিস্ট্রেশন ফি- ১০০০ (কোর্স ফি থেকে বাদ যাবে, না আসলে অফেরতযোগ্য) টাকা।
◑ রেজিশট্রেশন ফি পাঠাবার নাম্বার 01972804104(বিকাশ,নগদ,
রকেট -০ যোগ করতে হবে)
◑ গুগল ফর্মে পেমেন্ট অপশন পাবেন, সেখানে অবশ্যই পেমেন্ট ডিটেইলস দিতে হবে (পেমেন্ট এর স্ক্রিনশট)।
✍️রেজিষ্ট্রেশন সম্পন্ন হলে ফিরতি মেইল পাবেন সেখানে ব্যাচ ওয়াইজ হোয়াটস আপ গ্রুপ জয়েনিং লিংক পাবেন এবং সেখানে জয়েন করবেন।
🎁 না পেলে/ সমস্যা হলে 01754844027, +8801772626745 নাম্বারে যোগাযোগ করবেন।
◑ সম্ভাব্য সকল ফিল্ড সার্জারি ডেমোনস্ট্রেশন ও হাতে করার সুযোগ থাকবে।
◑ ডেইরি ও পেট এর ফিল্ডের কমন ক্লিনিক্যাল কেসগুলো ম্যানেজম্যান্ট করার স্ট্যান্ডার্ড প্রসিডিউর আলোচনা করা হবে।
☞ আমাদের আবাসন ফ্যাসিলিটি (ছেলে-মেয়ে আলাদা ব্যবস্থা আছে) সর্বোচ্চ ২৫ জন। (মূলত ছাত্রদের স্ট্যান্ডার্ড এর আবাসন ফ্যাসিলিটি, তাই মেনে ও মানিয়ে নিতে হবে, ম্যানেজমেন্ট সর্বোচ্চ চেস্টা করছে মানোন্নয়ন করতে)।
🌗 সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজ করার মানসিকতা থাকতে হবে।
♦️ যারা আসবেননা তারা অযথা রেজিস্ট্রেশন করবেননা।
♦️ ভেটেরিনারিয়ান না হলে, পেমেন্ট করলেও রেজিস্ট্রেশন কনফার্ম ধরা হবেনা।
☎️জরুরি প্রয়োজনে কল +8801772626745।
📌Registration Link- (দেয়া হবে)
❎ Our Google Map Link- https://goo.gl/maps/zpUqb9zK8vH1j46w8
Bangladesh Veterinary Post Graduate Institute, Sadar, Brahmanbaria.

Fungal infection in cat

লুনার নিউটার অপারেশন সফলভাবে সম্পন্ন হল।

রোগীর নাম: রোমিও
ওজন: ৫ কেজি
সমস্যা : ফাংগাল ডার্মাটাইটিস

কোষ্ঠকাঠিন্য বিড়ালের একটি কমন সমস্যা। ঔষধ প্রয়োগে ভালো না হলে স্যালাইন ওয়াশের মাধ্যমে এই সমস্যা সমাধান করতে হয়।

Performing Neuter at BVPGI.

প্রাণীর প্রতি নির্দয় হবেন না, সদয় হোন। ছবির কুকুরটিকে পিটিয়ে মেরে ফেলল পাষানের দল।

LIFE LESSON
1. Don’t lend money to your family. Give it.
2. Never shake a hand while sitting down.
3. Stop telling people more than they need to know.
4. Never eat the last piece of something you didn't buy.
5. Don't throw your friend under the bus to impress someone.
6. Never insult the cooking when you are the guest.
7. Don't use the urinal next to an occupied one.
8. Don't take out your phone during a conversation.
9. Never take credit for work you didn't do.
10. Listen, nod, and most of all make eye contact.
11. Don't make fun of your friend in front of his kids.
12. Never let emotions overpower you.
13. Never beg for a relationship.
14. Dress well no matter what the occasion.
15. Never kick a man when he is already down.
Veterinary doctor
Keep following
https://veterinarydoctor12.blogspot.com/

Invitation for Intern Batch
সুপ্রিয় ভেটেরিনারিয়ান বৃন্দ,
ইইতিমধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যাল, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যাচ সফলতার সাথে ইন্টার্নিশিপ প্লেসমেন্ট সম্পন্ম করেছেন।
আমাদের সীমিত সামর্থ্যানুযায়ী ডেইরি, পোল্ট্রি, পেট ক্লিনিক্যাল কেসগুলো হেন্ডেল ও লাইভ এনিমেল ডেমুন্সট্রেশন ও ফিল্ড ডায়াগনস্টিক ফ্যাসিলিটি ফ্যাসিলিটেট করার সর্বোচ্চ চেস্টা করছি।
ব্যাচ মেইনটেইন করতে আমাদের ছাত্রদের কথা বিবেচনা করে ম্যানেজমেন্ট মিনিমাম মেইন্টেইনেন্স কস্ট নির্ধারণ করেছেন।
আমাদের খরচের খাতগুলো আপনার সদয় বিবেচনার জন্য দিচ্ছি।
মাসিক খরচঃ
১. আবাসিক ফ্যাসিলিটি, ক্লাস রুম (৪ ইউনিটের বিল্ডিং, ওটি রুম) ভাড়া, গ্যাস + বিদ্যুৎ - মাসে ৫০ হাজার +/-।
২. একজন ফুল্টাইম ভেটেরনারিয়ান ম্যানেজার, বুয়া, সাপোর্ট স্টাফ আবাসিক আছেন তাদের স্যালারি, খাবার বাবদ খরচ ৬০ হাজার (মিনিমাম)।
মোটঃ
মাসে মোট ১ লাখ ১০ হাজার।
দৈনিক প্রায় ৩৫০০ টাকা।
অর্থাৎ ১৫ জন স্টুডেন্ট হলে ২৩০ টাকা পার ডে।
৩. বর্তমান সময়ে দ্রব্যের উর্দ্ধমূল্যের কারনে প্রশিক্ষনার্থী দের তিন বেলা খাবার কোন ভাবেই ডেইলি ২৫০ টাকার নিচে হয়না।
৪. ট্রেনার অনারিয়াম:
প্রতিদিন ৩০০০ টাকা ধরলেও প্রতিজন ১৫ জন ট্রেনি হলে ২০০ টাকা।
৫. প্রতি ব্যাচে একটা গরু ২ দিন রাখলে আমাদের খরচ ৬ হাজার টাকা।
- ২ টা ছাগল ১০ হাজার টাকা।
- ৪ টা খরগোশ ৩২০০ টাকা।
মেডিসিন, ক্যামিক্যাল, স্নেক্স মিলে ১০ হাজার এর কমে কোন ভাবেই হয় না।
সাথে পরিবহন খরচ যোগ হবে।
মোট~ ৩০ হাজার টাকা।
১৫ জন হলে পার হেড ২০০০ টাকা।
৭ দিনের ব্যাচ হলে পার ডে ৩০০ টাকা।
✅ তাহলে প্রতিদিনকার খরচ দাড়াচ্ছে -
২৩০+২৫০+২০০+৩০০= ৯৮০ টাকা।
স্পিকার অনারিয়াম বাদ দিলে - ৬৮০ টাকা।
হ্যা আমাদের এক্সপার্ট গন নাম মাত্র সম্মানি কিংবা বিনা সম্মানিতে সময় দিয়ে যাচ্ছেন।
আমরা বর্তমান সময়ে পার ডে পার স্টুডেন্ট ৭০০ টাকা অফার করছি।
সব মিলে আমরা খুব চ্যালেঞ্জিং। শুধুমাত্র পেশার স্বার্থে স্ট্রাগল করে যাচ্ছি।
যদি কোন ভার্সিটি এসব খরচ নিজ দায়িত্বে নিজেরা খরচ করবেন তাহলে আমরা কোন টাকা ছাড়াই ট্রেনিং করিয়ে দেবো।
আপনাদের সদয় বিবেচনা আশা করি।
বিঃদ্রঃ ইন্টার্নিশিপ ভাতা বাজেট হয়তোবা এখানের প্রয়োজনীয় খরচের চেয়ে কম। কিন্তু এখানে মাত্র ৭/১৫ দিন থাকবেন। বাকি সময় এত খরচ হবেনা। একটু সেক্রিফাইস করে ম্যানেজ করে নিলে ছাত্রদের উপকার হবে ওটা সুনিশ্চিত বলা যায়।

Highlights of Intern Batch Group C of BSMRAU

Intern Batch of BSMRAU,Group C.They are learning Spay and Neuter Technique.

C-section in a cow with Hydropertonium.We found a abnormal calf with congenital anomalies (absence of nose,single eye).After few minutes the calf died due to hypoxia.
Performed by: Dr.Nur M Shafy,LEO,BBARIA SADAR,Dr.Premananda Das,BVPGI and Intern Students of BSMRAU,Gazipur

We are feeling proud that renowned Professor Dr. Nasrin Sultana Joyena Sir kindly attend Bangladesh Veterinary Post Graduate Institute - BVPGI and delivered her presentations to our trainees.
The trainees were too much exited to Learn directly from the legendary Expert about reproductive health management of Dairy cattle.
Thanks sir from our management and hope Your continuous guidance.
ব্রাক কৃত্রিম প্রজনন, ব্রাক ডেইরি ও ফুড প্রগ্রাম ও বিভিন্ন স্থানে কর্মরত ভেটেরিনারিয়ান দের নিয়ে চলমান প্রশিক্ষণ কার্যক্রম ভিজিট করেন ডাঃ মতিউর রহমান, ম্যানেজার, ব্রাক কৃত্রিম প্রজনন।
তিনি সবার সাথে মত বিনিময় করেন এবং সবার প্রশিক্ষণের মতামত শুনে সন্তুষ্টি প্রকাশ করেন।

"One small step for man,
but giant leap for Profession"
Our first corporate batch.
Working veterinarian of BRAC Artificial Insemination Enterprise and
BRAC Dairy & Food Project are now in Bangladesh Veterinary Post Graduate Institute for Eight days training on veterinary surgery (Post Graduate Training in Surgery - PGT, Surgery).
Dr.Md.Matiur Rahman, Manager, Livestock Services & Training, BRAC Artificial Insemination Enterprise visited our Training Programme. He was Very much enthusiastic about this Training programme and highly appreciate our activities.
He also inputted some valuable suggestions. Hope these will boost up our Institutional Quality.
We also agreed about an MOU for furthermore specialized training activities for continues professional development of all veterinarians working in BRAC and sister concerned institutions.
Thanks Dr.Md.Matiur Rahman for your utmost professionalism and dignified support.
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Brahmanbaria
3400