
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী এক বছরের জন্য ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠে এক টুকরো ঝিনাইদহ পরিবার।
Operating as usual
আসসালামু আলাইকুম,
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী এক বছরের জন্য ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি বরিশাল বিশ্ববিদ্যালয় এর পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হলো।
Assalamu Walaikum,
Jhenaidah District Students Welfare Association organized welcome and farewell ceremony-2025. Respected teachers were present on the programme, and motivational speaker was Engineer Md. Saiful Islam Sir, and President and General Secretary of Jhenaidah District Students Welfare Association and all the students of Barishal University of Jhenaidah District were present.
At the outset thanks to our honorable teachers for giving time in their busy schedules and also to all the students from Jhenaidah district who came to Barishal University, whose attendance was very impressive.
thanks,
Jhenaidah District Students Welfare Society, Barisal University.
Assalamu Alaikum
For the information of all, it is to be informed that on Monday 13th January 2025, Jhenaidah District Student Welfare Association has organized Fresher and Farewell Reception-2025. All the students of Jhenaidah District of Barisal University are invited.
Venue: Jibananda Das Conference Room, Barisal University.
Timings: 2.00 PM to 7.00 PM
Thank you
President,
Jhenaidah District Student Welfare Association.
December 17, 2024
"Annual Banquet and Floral Greetings to 13th Batch-2024"
Today's program was completed in a festive atmosphere. Thanks to everyone for their spontaneous participation to make today's event a success. These days will be memories.
আলহামদুলিল্লাহ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ সকল প্রকার দলীয় ছাত্র রাজনীতি নিষিদ্ধ।
আশা করি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ
অভিনন্দন & শুভ কামনা সকলের জন্য❤️
আপনাদের নেতৃত্বে আগামী বাংলাদেশ সকলের জন্য একটি আবাসযোগ্য ভূমি হবে ইনশাআল্লাহ।
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী যদি চলমান কোটা সংস্কার আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের উপর প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে হামলায় জড়িত থাকে, তবে আমরা ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাকে ঘৃণা ভরে বর্জন করবো এবং তাকে জেলার সকল কার্যক্রম এবং এসোসিয়েশন থেকে অবাঞ্চিত ঘোষণা করা হবে।
সিদ্ধান্তে,
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি
বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামীকাল ৩১ মে , ২০২৪ ইং তারিখ রোজ শুক্রবার সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনায় একটি সভার আয়োজন করা হয়েছে।
উক্ত সভায় এসোসিয়েশনের সার্বিক অগ্রগতি এবং ১২ম ব্যাচের নবীনবরণ নিয়ে আলোচনা করা হবে।
সভায় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির ১ম থেকে ১১ম ব্যাচের সদস্যদের উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।
সময়ঃ বিকাল ৪:৩০ ঘটিকা
স্থানঃ মুক্তমঞ্চ, বরিশাল বিশ্ববিদ্যালয়
ধন্যবাদ 💙
আমাদের শ্রদ্ধেয় শিক্ষকগণের নির্দেশনায় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির ১ম-১২ম ব্যাচের সকল শিক্ষার্থীর তথ্য সংগ্রহ করতে চাচ্ছি। নিচে গুগল ফর্মের লিংক দিয়েছি সবাই এই লিংকে গিয়ে নিজ নিজ তথ্য দিয়ে আমাদের কাজে সাহায্য করবেন।
আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
ধন্যবাদ
লিংক:
BU Jhenaidah Zila Students Information. This form collects information about all students of the Jhenaidah Zila at the University of Barishal. The information provided here will be kept confidential.
ইফতার ও দোয়া মাহফিল ২০২৪।
স্থান: টিএসসি ২য় তলা
আয়োজনে: ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়
আসসালামুআলাইকুম।
শ্রদ্ধেয় বড় ভাই/আপু (১ম-৬ষ্ঠ ব্যাচ) যারা বরিশাল আছেন তাদের কাছে বিনীত অনুরোধ রইলো আমাদের জেলা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আগামীকাল ১৬/৩/২০২৪ তারিখের ইফতার মাহফিলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য।
আপনাদের উপস্থিতি আমাদের একান্ত কাম্য।
অনুরোধক্রমে,
আবুল কাশেম জিহাদ
সভাপতি
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়।
গতকাল আমরা ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের জেলার শিক্ষকদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া স্যারকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছি এবং আমাদের এবছরের ইফতার ও দোয়া মাহফিলে স্যারকে আমন্ত্রণপত্র দেওয়ার মাধ্যমে আমন্ত্রণ জানিয়েছি।
এসময় আমাদের মাননীয় উপাচার্য মহোদয় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির উপদেষ্টামণ্ডলী ও ছাত্রছাত্রীদের সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়াসহ আমাদের অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর Minarul Islam Minar ভাই ইন্তেকাল করেছেন..
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মহান আল্লাহ রাব্বুল আলামিন ভাইয়ের সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।..
আমিন
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন..
শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় তিনি পরলোক গমন করেন..
ভাইকে যতটুকু জানি, তিনি খুবই শিক্ষার্থীবান্ধব একজন মানুষ ছিলেন,সবসময় যেকোনো শিক্ষার্থীর সমস্যায় তিনি সাহায্যের জন্য যথাসাধ্য চেষ্টা করতেন.
২০২১-২২ শিক্ষাবর্ষের নবীনবরণ ও বার্ষিক সাধারণ সভা...
উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলাস্থ সন্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ এবং ঝিনাইদহ জেলা হতে আগত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি,বরিশাল বিশ্ববিদ্যালয়ের সকল দায়িত্বশীল ভাই এবং বোনেরা..
সকলকে অনেক অনেক ধন্যবাদ🧡
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি, বরিশাল বিশ্ববিদ্যালয়।
১৬ জুন, ২০২৩
''বার্ষিক বনভোজন -২০২৩''
উৎসবমুখর পরিবেশে আজকের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে আজকের
অনুষ্ঠানকে সাফল্য মণ্ডিত করার জন্য সকলকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ জানাচ্ছি Towkir Ahammed কে সঠিক ভাবে সব কিছু ম্যানেজ করার জন্য।
এই দিন গুলোই স্মৃতি হয়ে থাকবে।
আসসালামু আলাইকুম
সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামী ০৯ই জুন ২০২৩ ইং রোজ শুক্রবার, ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে ২০২১-২০২২ সেশনে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণবরণ প্রসঙ্গে এবং এসোসিয়েশন এর অনন্য কিছু গুরুত্বপূর্ণ ব্যাপারে আলোচনা সভার আয়োজন করা হবে ।উক্ত সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ জেলাস্থ সকল শিক্ষার্থী আমন্ত্রিত।
স্থান: ৬ দফা চত্তর, বরিশাল বিশ্ববিদ্যালয়
সময়: বিকাল ৫ ঘটিকা।
ধন্যবাদান্তে
সভাপতি,
ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ সমিতি
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন😥
ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি,বরিশাল বিশ্ববিদ্যালয় ’র সভাপতি রেজোয়ান আনজুম রিফাত ভাইয়ের পিতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোকার্তে : ঝিনাইদহ জেলা ছাত্র কল্যাণ সমিতি,বরিশাল বিশ্ববিদ্যালয়।
""" ইফতার ও দোয়া মাহফিল -২০২৩ """
""""ববির বুকে ঝিনাইদহের এক অংশ""
যদিও বিভিন্ন ব্যস্ততার কারণে অনেকেই জয়েন করতে পারেন নাই, তবুও সবাইকে অনেক মিস করেছি..
সবাই থাকলে প্রোগ্রামটা আরো সুন্দর হতো...
আশা করি, আগামিতে সকল,সিনিয়র,জুনিয়র,বন্ধুগণ এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকদের নিয়ে আরো সুন্দরভাবে প্রোগ্রাম আয়োজন করবো ইনশাল্লাহ...
সবাইকে অনেক ধন্যবাদ , আজকের প্রোগ্রামে উপস্থিত হয়ে প্রোগ্রামটি সফল করার জন্য❤️❤️
বিশেষ করে, ধন্যবাদ জানায় ,
সভাপতি Anzum Rifat ভাই &
সেক্রেটারি Tahasanul Emon ভাইকে