আসসালামু আলাইকুম
নেছার মহল দারুস সুন্নাত এতিমখানা। Nesar Mahol Darussunnat Eatimkhana
নেছার মহল দারুস সুন্নাত এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং
Operating as usual

আপনারা সকলে আমন্ত্রিত
#ডায়রিয়া ও #চিকিতসা পদ্ধতি
স্যার আমার ডাইরিয়া হইসে, ভালো হইতেসে না।
-ঔষধ খেয়েছেন কোন?
-জ্বি স্যার, ফিলমেট খাইসি..
-আর?
-এমোডিস ও খাইসি..
-আর?
-জিম্যাক্স খাইসি..
-আর?
-জক্স ও খাইসিলাম একটা..
-আর?
-ইমোটিল নিয়া আসছি, এখনো খাই নাই, তবে কাল রাইতে রস্টিল ট্যাবলেট খাইসিলাম একটা..
- মাশাল্লাহ.. আর কিছু?
- না স্যার আর কিছু না। তয় শইলডা দুর্বল হই গেছে। এট্টু ভিটামিন খাওয়া লাগতে পারে মনে হইতেসে..
-বাহ, ভেরী গুড আইডিয়া। তা কয়দিন হইলো ডাইরিয়া???
-গতকাল দুপুর থেকে শুরু হইসে, আজ সন্ধ্যা পার হইয়ে যাইতেসে। এখনো কমতেসে না। ৮-৯ বার টয়লেট গেছি। স্যার এখন কি করবো?
- এখন বাসায় যাবেন, এরপর সব ঔষধ জানালা দিয়ে ফেলে দিবেন বাইরে।
-হ্যা স্যার?? কি কইলেন সার?
-জ্বী, সব ফেলে দেন। আর আমি চিকিৎসা বলে দিচ্ছি এখন, মন দিয়ে শুনুন।
এরপর তাকে চিকিৎসা দেওয়া হলো।
▒▒▒ ▒▒▒ ▒▒▒
যারা কষ্ট করে এই লেখা পড়ছেন তাদের কেউ কেউ হয়ত জানতে চাচ্ছেন যে চিকিৎসাটা আসলে কি দিয়েছিলাম?
তার আগে বলতে চাই,
উনার মত আপনারাও যদি জেনে থাকেন যে ফিলমেট, ফ্লাজিল, এমোডিস, মেট্রো, জক্স, ইমোটিল এগুলো যত পারেন তত খাওয়াটাই ডাইরিয়ার ক্ষেত্রে আসল করনীয়,
তাইলে সেটা ভুল জানেন।
সঠিক কি করনীয় তা বলে দিচ্ছি আমি, কিন্তু তার আগে আপনাদের জন্য,
" বলুন তো?
কোন সেই পৃথিবীর সেরা হাসপাতাল যেখানে ডাইরিয়ার চিকিৎসা খুব ভালো হয়? যেখানে পৃথিবীর বিভিন্ন স্থান থেকে বিদেশী চিকিৎসক রা এসে এসে চিকিৎসা শিখেন? রিসার্চ করেন?"
গর্ব সহকারে উত্তরটা দিয়ে দেই,
সেই সেরা যায়গাটা আমাদের দেশে। জায়গার নাম ICDDR'B (International Centre for Diarrhoeal Disease Research, Bangladesh)..
অর্থাৎ আমাদের বিখ্যাত "মহাখালী কলেরা হাসপাতাল.."
৫৮ বছর পুরানো সেই প্রতিষ্ঠানে প্রতিদিন শত শত ডাইরিয়ার রোগী যায়।
যদি কখনো সেখানে রোগী হয়ে বা রোগী নিয়ে যান,
তাহলে দেখবেন তারা তাদের এত এত রোগীদের সাধারনত ঐসব ফিলমেট, মেট্রো, এমোডিস, ইমোটিল ইত্যাদির কোনটাই দেয় না।
শুধু তাই ই না, সচরাচর তারা এন্টিবায়োটিক-ই দেয় না। এন্টিবায়োটিক ছাড়াই হাজার হাজার ডাইরিয়ার রোগী তারা ভালো করছে এবং সুনামের সাথেই করছে।
আমার ফ্রেন্ড এর কাকা ওখানে ভর্তি হয়ে ঝগড়া করে এসেছে। ভর্তির দ্বিতীয় দিন ওদের সাথে বিশাল হইচই করে বলেছেন,
" হুমুন্দির ফুতেরা কি চিকিৎসা দেয়? হাগতে হাগতে শেষ হইলাম, আমাকে একটাও এন্টিবায়োটিক দিলো না, হ্যাতেরা কোন চিকিৎসা জানে নি??"
আমার কপাল খারাপ যে ঠিক ঐ সময় আমি উনাকে দেখতে গিয়েছিলাম। উনি হুবহু উপরের কথাগুলোই বলেছিলেন। লজ্জায় মাথা কাটা যায় এমন অবস্থা..
আপনাদের কি মনে হয়? উনারা বেকুব?
ICDDR'B এর ডাক্তার রা চিকিৎসা জানেন না?
যেখানে আপনার বাসার সামনে ফার্মেসী তে গিয়ে ডাইরিয়া হয়েছে বলার আগেই একটা ফিলমেট/ফ্লাজিল বা ইমোটিল গিলায় দেয়, সেখানে এতবড় প্রতিষ্ঠান, দেশ বিদেশের সবাই এক নাম এ চিনে, সেখানে ওরা সেই সব ঔষধ পারতপক্ষে দেয়ই না কেন??
নিশ্চই যুক্তি আছে।
▒▒▒ ▒▒▒ ▒▒▒
যাক,
অনেক ভ্যান ভ্যান করেছি। এবার ডাইরিয়া হলে সঠিক ক্ষেত্রে করনীয় কি সেটা বলে দিচ্ছি..
সুস্থ্য স্বাভাবিক মানুষ আপনি।
একদিন মনের অজান্তে বাইরের খাবার বা জীবানুযুক্ত খাবার বা পানি খেয়েছেন,
আপনার পেটে ভুটভাট শুরু হয়েছে..
কিছুক্ষন পর শুরু হলো ডাইরিয়া.. পানির মত পায়খানা.. ডাইরেক্ট লাইন..সাথে বমি..সাথে জ্বর জ্বর ভাব।
এই রোগটিকে আমরা আমাদের ভাষায় বলি "গ্যাসট্রোএনটেরাইটিস"..
এই ডাইরিয়াটাই আপনাদের বেশী হয় এবং আপনারা অস্থির হয়ে যান বস্তা বস্তা এন্টিবায়োটিক খেয়ে ডাইরিয়া কে "যায়গামত ব্রেক কষাতে"..
আসলে যেটা আপনাদের বুঝতে হবে, এটাকে ব্রেক কষানো টা মূল চিকিৎসা না।
এ সময়ে মূল চিকিৎসা হলো শরীরের পানি ঠিক রাখা।
আবার বলি,
এ সময় মূল চিকিৎসা হলো শরীরের পানি ঠিক রাখা।
ডাইরিয়ার তীব্রতা ১-৫ দিনের মাঝে সাধারনত নিজে থেকেই কমে যাবে। আপনি শুধু শরীরে পানি ঠিক রাখেন।
আপনার যা যা করতে হবে তা হলো,
১.ওরাল স্যালাইন খাবেন, প্রতিবার পায়খানা হবার পর ১ গ্লাস করে।
২. ঘরের বাইরে বানানো কিছু খাবেন না
৩.দুধ এবং দুধের তৈরী কিছু খাবেন না।
৪.ফল ও ফলের রস খাবেন না।
৫.যদি কোন ধরনের ভিটামিন জাতীয় ঔষধ খেতে থাকেন, সেটা বন্ধ করে দিবেন।
৬. ডাইরিয়া ব্রেক কষানোর জন্য কখনোই ইমোটিল জাতীয় ঔষধ (গ্রুপ - লোপেরামাইড) খাবেন না। সাবধান।
৭. ভাত মাছ রেগুলার সব খাবার স্বাভাবিক যেমন খেতেন তেমনই খাবেন।
উপরে যেই ৭ টা কথা বললাম, ডাইরিয়ার চিকিৎসার মূল অংশ ঐটাই।
বাকি থাকে এন্টিবায়োটিক এর প্রসংগ।
সে ক্ষেত্রে সুজোগ করে একবার ডাক্তারের পরামর্শ নিবেন। তিনি কোন এন্টিবায়োটিক যদি সাজেস্ট করে থাকেন, তাহলে সেটি ই খাবেন।
▒▒▒ ▒▒▒ ▒▒▒
ার্জেন্সী_হাসপাতালে_ভর্তি_লাগবে?
-যদি পর্যাপ্ত স্যলাইন খেতে না পারেন, বমি বেশী হয়..
-যদি আলাদা করে প্রস্রাব হওয়া বন্ধ হয়ে যায় (পায়খানার সময় তো প্রস্রাব হয় ই, আলাদা করে শুধু প্রস্রাব এর কথা বলেছি)
-যদি হাত পা ব্যথা বা কামড়ানো টাইপ কষ্ট শুরু হয়..
-প্রচন্ড নিস্তেজ হয়ে যায়।
উপরের বর্নিত জিনিসগুলো হলে হয়তো হাসপাতালে ভর্তি লাগতে পারে
(বিদ্রঃ মহাখালী কলেরা হাসপাতাল ২৪ ঘন্টা এ কাজে নিয়জিত।)
আর হ্যা, আপনি হয়তো জোয়ান তাগড়া মানুষ। ডাইরিয়া হলে স্যালাইন খেয়ে টেয়ে ম্যানেজ করে ২-৩ দিনের মাঝে হয়তো সুস্থ্য হলেন। ডাক্তার হয়তো দেখানোর প্রয়োজন হলো না।
কিন্তু যদি বাসার বৃদ্ধ এবং একেবারে শিশুদের যদি সামান্য ডাইরিয়াও হয়, সেটার জন্যেও একবার অন্তত ডাক্তার দেখাবেন।
▒▒▒ ▒▒▒ ▒▒▒
পরিশেষে,
এতবড় লেখায় আমার আসল মেসেজ বুঝতে পেরেছেন তো?
ছোট করে আবার বলি,
আপনার এবং আপনার আপনজনকে ডাইরিয়া হলে প্রথমে ঔষধের চাইতে স্যালাইন খেতে উৎসাহী করুন।
ডাইরিয়া হলে বস্তা বস্তা ঔষধ খেয়ে ওটাকে ব্রেক কষানোর জন্য অস্থির হবার দরকার নেই।
ভেতরের তৈরী দুষিত জিনিস বেরিয়ে যেতে দিন।
আপনি স্যালাইন খেয়ে শরীরে পানির পরিমান ঠিক রাখেন।
খাবারের নিয়মগুলো মানেন।
এইটুকু তেই আপনি ৮০% নিরাপদ।
এরপর ডাক্তার যদি মনে করেন যে এন্টিবায়োটিক লাগবে, সেটা যদি দেয়, তাইলে খাব...,,,
Source:ICDDRB

ফজরের নামাজের ফজিলত ও গুরুত্ব ও ফজিলত
প্রতিটি মুসলিমের সর্বপ্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ঈমান। এরপরেই পাঁচ ওয়াক্ত নামাজ। ঈমানের পর নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে মধ্যে এশা ও ফজরের জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি।
এশা ও ফজরের— এ দুই সময়ে মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে জামাতদুটিতে যথেষ্ট অবহেলা ও গাফিলতি হয়ে থাকে। এজন্য হাদিসে এর প্রতি বিশেষভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করা হয়েছে।
উবাই ইবনে কাব (রা.) থেকে বর্ণিত, ‘একবার মহানবী (সা.) আমাদের ফজরের নামাজ পড়িয়েছেন। সালাম ফিরিয়ে জিজ্ঞেস করেছেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তারপর আরেকজনের নাম নিয়ে জিজ্ঞেস করেন, অমুক কি আছে? লোকেরা বলল, নেই। তিনি বললেন, এ দুই নামাজ (এশা ও ফজর) মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। তোমরা যদি জানতে যে এই দুই নামাজে কী পরিমাণ সওয়াব নিহিত রয়েছে, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তাতে আসতে।’ (আবু দাউদ, হাদিস : ৫৫৪)
ফজরের দুই রাকাত সুন্নতের গুরুত্ব
সুন্নত নামাজগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফজরের সুন্নত।
হাদিসে এর প্রভূত ফজিলত বর্ণিত হয়েছে, যা অন্য সুন্নতের ক্ষেত্রে হয়নি। এক হাদিসে এসেছে, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘ফজরের দুই রাকাত (সুন্নত) দুনিয়া ও দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে উত্তম।’ (মুসলিম, হাদিস : ৭২৫)
আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত হাদিসে মহানবী (সা.) বলেছেন, ‘শত্রুবাহিনী তোমাদের তাড়া করলেও তোমরা এই দুই রাকাত কখনো ত্যাগ কোরো না।’ (আবু দাউদ, হাদিস : ১২৫৮)
ফজর-এশা জামাতে পড়ার গুরুত্ব ও সওয়াব
রাতের এ দুই নামাজের সময় মানুষ সাধারণত ব্যস্ত থাকে। পরিবারের সঙ্গে সময় কাটায় ও বিশ্রাম করে। ফলে জামাত দুটিতে যথেষ্ট অবহেলা হয়। গাফিলতি ও প্রকাশ পেয়ে থাকে। এ জন্য হাদিসে এর প্রতি বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে।
এক হাদিসে এসেছে, ‘যে ব্যক্তি এশা ও ফজর জামাতের সঙ্গে পড়ল, সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল।’ (মুসলিম, হাদিস : ৬৫৬)
কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, শত শত মুসলমান অলসতা-অবহেলায় সময় কাটায়। সুযোগ থাকা সত্ত্বেও নামাজ আদায় করে না। আর যারা নামাজি— তাদের মধ্যে অনেকে ফজরের নামাজ নিয়মিত পড়তে পারেন না। যারা নিয়মিত পড়েন, তাঁদের মধ্যেও অনেকে ফজরের জামাতে শরিক হতে পারেন না।
আল্লাহ তাআলা আমাদেরকে তওফিক দান করুন।


#জরুরী_নিয়োগ_বিজ্ঞপ্তি
ক্রমিক পদবী
১. এডমিন ম্যানেজার (২জন)
২. একাউন্টেন্ট (২জন)
৩. গ্রাফিক ডিজাইনার (২জন)
৪. এসিস্টেন্ট. ব্রাঞ্চ ম্যানেজার (১২জন)
৫. অপারেটর/ডেলিভারীম্যান (২০জন)
৬. ড্রাইভার (২০জন)
#আবেদনের_শর্তাবলী:-
১/ সকল পদের জন্য সৎ, নিষ্ঠাবান, অধুমপায়ী, নামাজী ও কুরিয়ার সার্ভিসে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।
২/ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
৩/ প্রার্থীকে [email protected] বরাবরে ই-মেইল অথবা কোম্পানীর হেড অফিসের ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্টস ও সিভি পাঠাতে হবে।
৪/ আবেদনপত্র আগামী ১০/০৮/২০২১ তারিখ বিকাল ৫ ঘটিকার মধ্যে পাঠাতে হবে।
৫/ সকল পদে নিয়োগের ক্ষেত্রে কোম্পানীর বিদ্যমান বিধি-বিধান অনুসরণ করা হবে।
#প্রয়োজনীয়_কাগজপত্র :-
১. সি ভি (বাংলা/ ইংরেজি)
২. সার্টিফিকেটের ফটোকপি
৩. ভোটার আইডি কার্ডের ফটোকপি
৪. পাসপোর্ট সাইজের ৪ কপি ছবি
৫. বাবা/মা/স্ত্রী যে কোন ১জনের ভোটার আইডি কার্ডের ফটোকপি ও ৪ কপি ছবি
৬. কমিশনার/চেয়ারম্যান সার্টিফিকেটের ফটোকপি
৭. নিজ বাড়ীর বিদ্যুৎ বিলের ফটোকপি
৮. ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি (ড্রাইভারের জন্য)।
#প্রয়োজনে:- ০১৩২১১৬৭৫১৭, ০১৩২১১৬৭৫১৮, ০১৭০৮-৫৫৫৪৫৭
বি.দ্র: সকল পদের জন্য প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কোম্পানীর হেড অফিসের ঠিকানায় প্রয়োজনীয় ডকুমেন্টস ও সিভি নিয়ে সরাসরি যাহারা উপস্থিত হবেন তাদের সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হবে।
আমাদের হেড অফিস
দি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস লিঃ,
বাড়ী # ৪২, রোড # ৫, ব্লক # ই, বনশ্রী,
রামপুরা, ঢাকা-১২২৯।
প্রয়োজনে: 02-55123996,
হটলাইন: 01708-555456
ওয়েব সাইট:- www.sobujbanglacourier.com.bd/
পেইজ:- https://www.facebook.com/sobujbanglacourier

২৫ বছর বা তার বেশি বয়সী বাংলাদেশি নাগরিকরা এখন থেকে করোনাভাইরাসের টিকা নিতে পারবেন। করোনার টিকা নিতে নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপে বয়সসীমা ২৫ বছর ও তদূর্ধ্ব করা হয়েছে।
নিবন্ধন করতে ভিজিট করুন https://surokkha.gov.bd/enroll এই ঠিকানায়। শ্রেণী (ধরণ) 'নাগরিক নিবন্ধন (২৫ বছর ও তদুর্ধ) নির্বাচন করে আপনার জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ প্রদান করে নিবন্ধন সম্পন্ন করুন।
সুরক্ষা : কোভিড-১৯ ভ্যাকসিনের জন্য নিবন্ধন করুন এই পোর্টালের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র ও সঠিক মোবাইল নম্বর যাচাইপূর্বক অনলাইনে নিবন্ধন সম্পন্ন করবেন। অনলাইনে ...

অধ্যায়নরত ছাত্ররা

অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের সাথে কুশল বিনিময় করছেন বরিশাল জেলা সমাজসেবা অফিসার
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Barishal
8242
Mallik Road, Barishal
Barishal, 8200
Academic, Admission & Job Program
College Road
Barishal, 8200
If you need any information from the History Department of Government Brojomohun College, this page is for you.
Barishal
আমি বিজাত নই তোমারই জাত। আজ গুণ হারিয়ে গুরুত্বহীন-তুমি স্বাধীন আমি পরাধীন-অবশ্যয়ই একসাথে ছিলাম একদিন
Barisal-Kuakata Highway
Barishal, 8200
দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠে এক টুকরো ঝিনাইদহ পরিবার।
Coast Castle (Grand Floor), Holding No. 843, (Front Of Paresh Sagor Playground) , North Alekanda, Bottola
Barishal, 8200
Abacus Learning Of Higher Arithmetic (ALOHA)a complete Brain 🧠Developing Program for4-13years child
University Of Barishal
Barishal, 8254
BURS is a multi-disciplinary student-based research platform in University of Barishal, Bangladesh
Pirojpur, Sawrupkathi, Baldia, Adarsha Boya
Barishal, 8521
یہ باریسل کے مدرسوں میں سے ایک ہے۔ یہ مفتی فیض اللہ رحمۃ اللہ علیہ کی رہنمائی میں چلایا جاتا ہے۔ یہاں اللہ والا بنایا جاتا ہے
Bangladesh
Barishal
“To have another language is to possess a second soul.” ---Charlemagne
Charmonai
Barishal, 8200
৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদ্রাসা চাই। -পীর সাহেব চরমোনাই (রহঃ)