বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তার AI সংবাদ পাঠিকাকে দিয়ে সংবাদ উপস্থাপন করিয়েছে দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানলে ‘চ্যানেল 24’। যার নাম রাখা হয়েছে অপরাজিতা। বুধবার (১৯ জুলাই) চ্যানেল 24 এর সন্ধ্যার ৭টার বুলেটিনে উপস্থাপনা করেন অপরাজিতা।
অপরাজিতাই হলেন দেশের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার সংবাদ উপস্থাপক। যেখানে তিনি সংবাদ ও অনুষ্ঠান নিয়ে যুক্ত হন।
E-News Bd
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E-News Bd, Education Website, Alekanda, Barisal.
Operating as usual
বরিশালে বিএম কলেজে হা*মলা
বিস্তারিত আসছে.....
📣নিউজ📣
বরিশালে বিএম কলেজে হামলার প্রতিবাদে বিক্ষোভ
#হামলা #বরিশাল #বিক্ষোভ
জজ বসেছেন আর উঠেছেন, আমার কথা শোনেননি : মাহি
বিস্তারিত কমেন্টে...
অবশেষে সাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে মুখ খুললেন বুবলি
অল্পের জন্য প্রানে বাঁচলেন সাবেক এমপি বদি।আজ রবিবার বিকালে টেকনাফ সমুদ্র সৈকতে মহিষের লড়াই চলাকালে দুইটি মহিষের পায়ে পিষ্ট হন তিনি। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন এবং বাড়ীতে বিশ্রামে আছেন বলে জানিয়েছেন পিএস মো. আলমগীর ।
কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ হাফিজ চ্যালেঞ্জ অনৈতিক কাজের অভিযোগে জনতার হাতে আটক।
বরিশাল বিএনপির সমাবেশ ঘিরে হঠাৎ শোডাউন নিয়ে কিভাবে এগিয়ে যাচ্ছে মঞ্চের দিকে হাজার মানুষের মিছিলের নগরী পরিণত হচ্ছে কিভাবে দেখুন সরাসরি লাইভ বাংলাদেশ
#বিএনপি #বরিশাল #সমাবেশ #বরিশালসমাবেশ #লাইভ
এক মারাত্মক দুর্ঘটনা। # বাইক #বাস #ট্রাক #এক্সিডেন্ট
বরিশাল বেলস পার্ক ময়দান থেকে সরাসরি —
'জোয়ার এসেছে জনসমুদ্রে'
BNP Barishal divisional mass rally is going on….
বরিশাল বিভাগীয় বিএনপির সমাবেশ নিয়ে মেয়র সাদিক আব্দুল্লাহ যা বললেন -
Imran Khan Wazirabad Incident - Full Video
আমার সাথে লাইভে আছেন, জ্বী নের বাদ শা,
ওরফে , মেহেক মারজান, ইশাক জান
আমার সাথে লাইভে আছেন, জ্বী নের বাদ শা,
ওরফে , মেহেক মারজান, ইশাক ,জান
বরগুনায় নারীর যৌ না ঙ্গে কচু ও মরিচের গুড়া দেয়ার অ ভি যো গ পরকীয়া প্রেমিকের বি-রু-দ্ধে চিকিৎসা নিতে ভু"ক্ত'ভো'গী বরগুনা হাসপাতালে
২য় পর্ব দেখার জন্য পেইজে ফলো দিয়ে রাখুন।
কোলের শিশুকে কেড়ে নিয়ে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণ!
সিটি মেয়র-ইউএনও বাকবিতণ্ডা: ডিসির কাছে ঘটনার তদন্ত প্রতিবেদন চেয়েছে ইসি
জেলা পরিষদ নির্বাচনের দিন বরিশাল শহরের জিলা স্কুল ভোটকেন্দ্রে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) মধ্যে বাকবিতণ্ডার ঘটনা নির্বাচন কমিশন (ইসি) তদন্ত শুরু করেছে। কমিশন ওই ঘটনার লিখিত বক্তব্য চেয়েছে জেলা প্রশাসকের কাছে।
জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান,৩ দিনের সময় দিয়ে তার কাছে ঘটনার লিখিত প্রতিবেদন চাওয়া হয়। তিনি গত মঙ্গলবার প্রতিবেদন নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠিয়েছেন।
জানা গেছে, নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা- ২ এর উপ সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে গত ১৭ অক্টোবর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও ইউএনও বাকবিতণ্ডা ঘটনার প্রতিবেদন দেওয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়।
জেলা প্রশাসক জানান, জেলা স্কুল কেন্দ্রে ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান ও ঘটনাস্থলে উপস্থিত জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলমের বক্তব্য নিয়েছেন তিনি। তবে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট অপরপক্ষের (সিটি মেয়র) বক্তব্য নেওয়া হয়নি বলে জানান জেলা প্রশাসক। তিনি বলেন, ঘটনার সময় তিনি ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না।
ইউএনও মো. মনিরুজ্জামান এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন। ঘটনার সময় মেয়রের সঙ্গে ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি সাইদুর রহমান রিন্টু। তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতিবেদন চাওয়া প্রসঙ্গে তাদের কিছু জানা নেই। তাছাড়া ঘটনার সময় মেয়র ফেসবুক লাইভে ছিলেন। কি হয়েছে তা সকলেই দেখেছেন।
গত ১৭ অক্টোবর জেলা স্কুল কেন্দ্রে ভোট দিতে যান মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। এসময় তার সঙ্গে ছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম জাহাঙ্গীর, সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, প্যানেল মেয়র গাজী নইমুল ইসলাম লিটু ও রফিকুল ইসলাম খোকনসহ আরও কয়েকজন কাউন্সিলর। কেন্দ্রের বুথে প্রবেশ দরজায় পৌঁছার পর ভোটার ছাড়া অন্য কাউকে প্রবেশ না করার জন্য অনুরোধ জানান সেখানে দায়িত্বরত সদর ইউএনও মো. মনিরুজ্জামান। এতে ক্ষুব্ধ হয়ে মেয়র সাদিক ইউএনওকে ‘স্টুপিড’বলে ধমকান। তখন মেয়র ফেসবুক লাইভে ছিলেন। মুহূর্তের মধ্যে ঘটনাটি নগরে ছড়িয়ে পড়ে এবং পরক্ষণে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
বরিশালে বিএনপির সমাবেশের আগেই বাস ধর্মঘটের ঘোষণা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিএনপির বিভাগীয় মহাসমাবেশের একদিন আগে থেকে বাস ধর্মঘটের ঘোষণা দিয়েছে বরিশাল জেলা বাস মালিক গ্রুপ। যদিও এই ধর্মঘট ডাকার পেছনে মহাসড়কে থ্রি-হুইলার চলাচল বন্ধ করার দাবি জানিয়েছে তারা।
ধর্মঘটের এই ঘোষণা প্রসঙ্গে বিএনপি নেতারা বলছেন, বিভাগীয় মহাসমাবেশ বানচাল করতে ষড়যন্ত্র করা হচ্ছে। এদিকে বাস মালিক নেতাদের দাবি, বিএনপির সমাবেশের কথা জানেন না তারা।
জেলা বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কিশোর কুমার দে বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে মহাসড়কে থ্রি-হুইলার চলাচলে নিষেধাজ্ঞা জারি করলেও অবৈধভাবে এসব যানবাহন চলছে মহাসড়কে।
পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল মহাসড়কে দূরপাল্লার বাসের সংখ্যা বেড়ে যাওয়ায় থ্রি-হুইলারের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। যাত্রী সাধারণের নির্বিঘ্নে ও নিরাপদ যাতায়াতের লক্ষ্যে ৩ নভেম্বরের মধ্যে থ্রি-হুইলার চলাচল বন্ধ না করা হলে ৪ ও ৫ নভেম্বর বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদ থেকে আঞ্চলিক ও দূরপাল্লার সকল ধরনের বাস-মিনিবাস চলাচল বন্ধ থাকবে।
বরিশাল জেলা বাস মালিক গ্রুপের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারের কাছে এ বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। স্মারকলিপিতেও ধর্মঘটের কথা জানানো হয়েছে।কিশোর আরও বলেন, বিএনপি কি সমাবেশ করছে বা কবে করছে সেটা আমরা কিছুই জানি না।
থ্রি-হুইলার বন্ধের দাবি ও বাস ধর্মঘটের বিষয়টি নিয়ে আরও সাতদিন আগে থেকে মিটিং চলছে। আমাদের সিদ্ধান্তের সাথে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।মহাসমাবেশের একদিন আগে বাস বন্ধের বিষয়ে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, বিএনপির বরিশাল বিভাগীয় গণসমাবেশ কীভাবে বানচাল করা যায়, সেই চেষ্টা করা হচ্ছে সবদিক থেকে।কেন তাদের ৪ ও ৫ নভেম্বর বাস বন্ধ রাখতে হবে? ৫ নভেম্বর বিএনপির সমাবেশে যাতে কেউ আসতে না পারে, সেজন্যেই এসব ষড়যন্ত্র।
এবার পাবলিকের কাছে গণধোলাই খেলেন জি*নে*র বাদশা
Call a friend and remind them to vote early or on Election Day. Go to JoeBiden.com to get involved.
রাস্তার ওপর সরাসরি এবার ধ'রা খেলো সেই জিনের বাদশা স্বামী-স্ত্রী । বেরিয়ে আসল পরিচয়। ধ'রা খেয়ে দেশবাসীর কাছে চাইলেন ক্ষমা।
সাক্ষ্য দিতে না আসায় পুলিশ কর্মকর্তার বেতন বন্ধের আদেশ
একাধিকবার নোটিস দেওয়ার পরও সাক্ষ্য দিতে না আসায় মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তার বেতন-ভাতা বন্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মতিউর রহমান এই আদেশ দেন।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম মো. শহিদুর রহমান। তিনি পঞ্চগড়ের বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) ছিলেন। বর্তমানে কিশোরগঞ্জের ভৈরব থানায় কর্মরত।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পঞ্চগড়ের বোদা উপজেলার কুমারপাড়া এলাকার শেখ মোজাম্মেল হক জমি নিয়ে বিরোধের জেরে বাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেন। মামলায় স্থানীয় ছয়জনকে আসামি করা হয়। বোদা থানার তৎকালীন এসআই শহিদুর রহমান মামলাটির তদন্ত করে একই বছরের ১৯ মে আদালতে অভিযোগপত্র জমা দেন।
মামলাটির দীর্ঘ বিচার প্রক্রিয়ায় এরই মধ্যে আটজনের সাক্ষ্য নিয়েছেন আদালত। কিন্তু তদন্তকারী কর্মকর্তা শহিদুর রহমানকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তিনি সাক্ষ্য দিতে আসেননি। এতে মামলাটি নিষ্পত্তির ক্ষেত্রে সময়ক্ষেপণ হচ্ছিল।
মঙ্গলবার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য থাকলেও অনুপস্থিত থাকেন এসআই শহিদুর রহমান। পরে বিচারক আগামী ১৩ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন। একই সঙ্গে মামলায় সাক্ষ্য দেওয়া না পর্যন্ত তার বেতন-ভাতা বন্ধ রাখার আদেশ দেন।
পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বেঞ্চ সহকারী আশরাফুল ইসলাম বলেন, আদালতের আদেশটি পঞ্চগড়ের পুলিশ সুপার, রংপুরের ডিআইজির কার্যালয় এবং পুলিশ হেড কোয়ার্টারে পাঠানো হবে।
জানতে চাইলে এসআই শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, তিনি বদলিজনিত কারণে সময়মতো আদালতের নোটিস পাননি।
এছাড়া অবস্থানগত কারণে সময়মতো সাক্ষ্য দিতে আসতে পারেননি। তবে আগামী ১৩ নভেম্বর সাক্ষ্য দিতে আসবেন।’
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে মৌসুমের রেকর্ড বৃষ্টিপাত ও নদ-নদীর পানি বৃদ্ধির কারণে প্লাবিত হয়েছে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নিম্নাঞ্চল।
অনেক স্থানেই প্লাবনের পানিতে পুকুর, ঘের, দিঘি তলিয়ে চাষের মাছ বের হয়ে গেছে। এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন খামারিরা। বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে ক্ষয়ক্ষতির প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, গোটা বিভাগের ৬ জেলায় ১ হাজার ৫৭৩ হেক্টরের ১২ হাজার ১২টি পুকুর, দিঘি, খামার ক্ষতিগ্রস্ত হয়েছে। এরফলে ১১ হাজার ১৮৯ জন মৎস্যচাষি ও খামার মালিক ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তথ্য অনুযায়ী ক্ষতির ধরন ও পরিমাণের মধ্যে ১ হাজার ৭৩০ মেট্রিক টন মাছ ও ৭১ লাখ পোনা রয়েছে। এছাড়া ডুবে যাওয়া ট্রলার বা নৌকার মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ লাখ টাকা। সব মিলিয়ে ২৬ কোটি ৬২ লাখ ২১ হাজার টাকার ক্ষতি হয়েছে।
তবে এই হিসাব প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী করা হয়েছে। সঠিকভাবে তথ্য নিরূপণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিভাগীয় মৎস্য অফিসের সহকারী পরিচালক মুহাম্মদ নাসির উদ্দীন।
ফরিদপুরে বিদ্যুৎস্পর্শে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু
ফরিদপুরে বিদ্যুৎস্পর্শে হুমায়ুন শেখ (২৪) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের শোভারামপুর এলাকায় বিদ্যুৎস্পর্শে গুরুতর আহত হন তিনি। পরে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হুমায়ুন শেখ শহরের হাবেলী গোপালপুর মহল্লার কলোনি পাড়া এলাকার আলমাস শেখের ছেলে এবং ফরিদপুর পৌরসভার ২১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক।এলাকাবাসী জানান, হুমায়ুন শহরের শোভারামপুর এলাকায় নতুন বাড়ি করেছেন। ওই বাড়িতে তিনি স্ত্রী ও সন্তান নিয়ে বসবাস করেন। সোমবার রাতে সিত্রাংয়ের প্রভাবে ঝড়ের সময় তার বাড়ির বিদ্যুতের তার ছিঁড়ে যায়। মঙ্গলবার বেলা ১১টা পর্যন্ত ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। বেলা ১১টার দিকে ছেঁড়া তার জোড়া দেয়ার চেষ্টা করেন হুমায়ুন। ওই সময় হঠাৎ বিদ্যুৎ চলে আসায় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল এ তথ্য নিশ্চিত করেন।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Location
Category
Website
Address
Barisal
8200
32 Fazlul Haque Avenue
Barisal, 8200
It was about 1951,the high days of language movement,when the people of West Pakistan were fighting for their mother tongue. Two great devote persons,honor
Barishal
Barisal, 8200
https://yesnetdigital.com/en/user/reg.php?rid=f39a691e395cc50436d277163b0b369086a9c3b8
Darial
Barisal, 8280
#Diganta ICT page is mainly for IT related information and presentation of recruitment exam questions
Barishal
Barisal, 8200
This page is use for online classes, specially for Civil Engineering. Wellcome anyone!
Hizla, Khunna Bazar
Barisal
Online primary teaching classes will lead by this page. Please like this page.
Barisal University
Barisal, 8254
It's an educational platform. We teach academic physics, chemistry, Biology. Hexa Academy team is al