ফি আমানিল্লাহ!
গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া মাদরাসার আজীবন সর্বকনিষ্ঠ দাতা সদস্য ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, কচুয়া উপজেলার ৯ নং ইউনিয়নের কর্মনিষ্ঠ সাংগঠনিক সম্পাদক Mohammad Tanvir Hassan এর প্রবাস জীবন নিরাপদ, সুখশান্তি ও কল্যাণকর হোক।
আল্লাহ পাক মদিনাওয়ালার উসিলায় মাশায়েখে হযরাতে কেরামগনের ছায়া তোর উপর দীর্ঘ করুক। আল্লাহ পাক তোকে অনেক বড় করুক।তোর মনের আশা কবুল করুক।
গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া মাদ্রাসা, কচুয়া -চাঁদপুর।
গাউছিয়া কমিটি বাংলাদেশ ৯নং ইউনিয়ন শাখা কচুয়া চাঁদপুর
Operating as usual
আলহামদুলিল্লাহ
আজ পশ্চিম সাহেদাপুর জনাব মোঃ আমির হোসেন ইঞ্জিনিয়ার সাহেবের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার ছাত্রদের জন্য ০১টি খাসি দান করা হয়েছে। আল্লাহ পাক এই দানের উসিলায় ওনাকে এবং ওনার পরিবারের সবাইকে সুস্থতার সহিত দীর্ঘ নেক হায়াত দান করুক।
আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভাইয়ের পক্ষ থেকে আজকে মাদ্রাসার ছাত্রদের জন্য হাদিয়া এসেছে। আল্লাহ পাক ভাইয়ের এই দানকে মদিনা ওয়ালার উসিলায় কবুল করুক।
আসন সংখ্যা সীমিত। একজন হাফেজে কুরআনের বাবা হতে আপনার একটি সন্তান কে হাফেজ বানান। ইহকাল ও পরকালে নেক সন্তানের উসিলায় বাবা মা নাজাত পাবে ইনশাআল্লাহ। আমাদের পরিবেশ, স্বাস্থ্যকর খাবার, নিরাপত্তা ও ব্যবস্থাপনা দেখতে চলে আসুন। দেখুন।
01717198100
সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া সিরিকোটের দায়িত্বশীলসহ সকল ভাই-বোনদের প্রতি বিশেষ অনুরোধ,আসুন মাশায়েখে হযরত কর্তৃক প্রদত্ত যাবতীয় দ্বীনি দায়িত্ব,কাজ ও প্রোগ্রামসমূহকে সর্বোচ্চ গুরুত্বের সহিত বাস্তবায়নে মনোনিবেশ করি । পক্ষান্তরে চারপাশে ঘটিত অস্বাভাবিক ঘটনা ও চাকচিক্যের প্রতি দৃষ্টিপাত এবং মন্তব্য করা আমাদের জন্য নিষ্প্রয়োজন।
হে আল্লাহ আমাদেরকে সিলসিলায়ে অলিয়া কাদেরিয়া সিরিকোট ও মসলকে আলা-হযরত এর উপর অটুট থাকার তৌফিক দান করুন।আমিন।
আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অধীনে গরীব দুঃখীদের সহায়তায় খোলা হবে চ্যারিটি ফান্ড। ঘোষণা দিলেন পীরে বাঙ্গাল সাবির শাহ (মা.জি.আ)।
প্রথম ১কোটি টাকা দানের ঘোষণা দিলেন PHP ফ্যামিলির কর্ণধার সুফি মিজানুর রহমান।
ছোট বাচ্চার মতো কাঁদছেন কাশেম শাহ হুজুর। আমাদের হাজার অযোগ্যতার পরে ও কতখানি ভালোবাসেন!আমাদের!
সত্যি আপনি সৌভাগ্যবান মরহুম আলহাজ্ব মোঃ মহসিন সাহেব।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!
দেশের সবচেয়ে বৃহৎ দ্বীনি সংস্থা আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মহসিন সাহেব ইন্তেকাল করেছেন। আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস নসিব করুক।
কি লিখবো ভাষা হারিয়ে ফেলেছি। যেখানে সারা বিশ্বে ঈদে মিলাদুন্নাবী দঃ এর জুলুছ জোশে খোশে মোহাব্বত নিয়ে পালন করছে সেখানে আমার দেশের কথিত তাওহীদি জনতা ওরুফে সন্ত্রাস জনতাদের কর্মকাণ্ড মানুষ হত্যা করা।আহলে সুন্নাত ওয়াল জামাত তথা সুন্নিয়তই একমাত্র সঠিক জান্নাতী দল তার একটা যুক্তি হলো এই যে,সুন্নিগন ছাড়া বাদ বাকি ওহাবী,খারেজী , মওদুদী,আহলে হাদিস, তাবলীগ সহ ৭২ ফেরকা সবাই রাসূল দঃ এর আগমন তথা ঈদে মিলাদুন্নাবী দঃ এর বিরোধী। আল্লাহ পাক এইসমস্ত সন্ত্রাস বাহিনী থেকে সুন্নিয়তকে হেফাজত করুক।
ঈদ মোবারক।
আজ আমাদের পশ্চিম সাহেদাপুর গাউছিয়া তাহেরিয়া সাবেরিয়া মাদরাসায় আকানিয়া নাসিরপুর তথা ৬ নং ওয়ার্ড গাউছিয়া কমিটির ভাইয়েরা ছাত্রদের জন্য ০১ বস্তা চাউল,০৩ কেজি তৈল,০৫ কেজি আলু এবং ০৫ কেজি ডাল হাদিয়া নিয়ে এসেছেন। আল্লাহ পাক ভাইদের এই খেদমত কবুল করুক।
সফলতা কামনা করছি।
স্বপ্ন যখন আলেম হওয়া শীর্ষক সেমিনার ও বৃহত্তর কুমিল্লা-চাঁদপুর থেকে নবাগত আলিম,ফাজিল, অর্নাস ও কামিল শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান।
স্থান: তাহসীনুল কুরআন মডেল মাদ্রাসা, বালক শাখা, গ্রীণভিউ-০১ আ/এ
তারিখ: ৭ই সেপ্টেম্বর ২৪ইং, রোজ শনিবার, সকাল ১০ ঘটিকায়
আয়োজনে: বৃহত্তর কুমিল্লা-চাঁদপুর ছাত্রকল্যাণ ফোরাম
শুকরিয়া আদায় করছি জামেয়া ভিত্তিক প্রিয় সংগঠন বৃহত্তর কুমিল্লা চাঁদপুর ছাত্রকল্যাণ ফোরামের বর্তমান প্যানেলের প্রতি এমন যুগোপযোগী উদ্যোগ নেওয়ার জন্য।
প্রশংসনীয়। তাদেরকে কেন্দ্রীয় গাউছিয়া কমিটি সহ ঢাকা মহানগর গাউছিয়া কমিটি সরাসরি বিভিন্ন ভাবে সহযোগিতার অনুরোধ করছি।
Click here to claim your Sponsored Listing.