ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ফরম ফিলাপের সময়সীমা ২৫/১০/২০২৩ হতে ০২/১১/২০২৩ পর্যন্ত।
পলিটেকনিক ক্যারিয়ার আপডেট , ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট
690655887644879
Operating as usual
✍ডিপ্লোমা-ইন-ইঞ্জিঃ ভর্তি কার্যক্রম,২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ।
অনলাইনে আবেদনের সময়সীমা --
১ম পর্যায়ে আবেদন ---৯ আগস্ট থেকে ৩১ আগস্ট, ২০২৩।
১ম পর্যায়ে ফলাফল ---৭ সেপ্টেম্বর, ২০২৩
২য় পর্যায়ে আবেদন ---১৩সেপ্টেম্বর থেকে ১৫সেপ্টেম্বর, ২০২৩।
২য় পর্যায়ের ফলাফল ---১৯ সেপ্টেম্বর, ২০২৩।
প্রতিষ্ঠানে স্ব-শরীরে ভর্তি---২৫ সেপ্টেম্বর থেকে ২অক্টেবর,২০২৩।
পলিটেকনিক ক্যারিয়ার আপডেট
𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐚𝐥 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡𝐦𝐞𝐧𝐭 - 2023
Technology:- 𝙀𝙡𝙚𝙘𝙩𝙧𝙞𝙘𝙖𝙡, 𝙀𝙡𝙚𝙘𝙩𝙧𝙤𝙣𝙞𝙘𝙨, 𝙄𝙋𝘾𝙏,𝙋𝙤𝙬𝙚𝙧
Topic : 𝗜𝗻𝗱𝘂𝘀𝘁𝗿𝗶𝗮𝗹 𝗠𝗮𝗶𝗻𝘁𝗲𝗻𝗮𝗻𝗰𝗲 𝗰𝗼𝘂𝗿𝘀𝗲
(Circuit Repair, PLC,Inverter,HMI,Software,Servo motor,3phase motor,Sensors, Heat system,Coolling system, Air system, Generator,Sub station, Office documentation etc.)
Duration : 3 months
𝐏𝐞𝐧𝐭𝐚𝐠𝐨𝐧 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠
Gazipur, Dhaka
✆ 01737-610897
𝐈𝐧𝐝𝐮𝐬𝐭𝐫𝐢𝐚𝐥 𝐀𝐭𝐭𝐚𝐜𝐡𝐦𝐞𝐧𝐭 - 2023
Topic : 𝗜𝗻𝗱𝘂𝘀𝘁𝗿𝗶𝗮𝗹 𝗠𝗮𝗶𝗻𝘁𝗲𝗻𝗮𝗻𝗰𝗲 𝗰𝗼𝘂𝗿𝘀𝗲
(Circuit Repair, PLC,Inverter,HMI,Software,Servo motor,3phase motor,Sensors, Heat system,Coolling system, Air system, Generator,Sub station, Office documentation etc.)
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে Electrical,Electronics, IPCT,Power Technology ৮ম পর্বের Industrial Attachment এর ব্যাপারে যে কোন হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
𝐏𝐞𝐧𝐭𝐚𝐠𝐨𝐧 𝐄𝐧𝐠𝐢𝐧𝐞𝐞𝐫𝐢𝐧𝐠
Gazipur. Dhaka.
✉ ✆ 01737-610897
ঢাকা পলিটেকনিক ইন্সটিটিউট
বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট
রাজশাহী পলিটেকনিক ইন্সটিটিউট
সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট
রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট,রংপুর
ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট
পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট।।।
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট
খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট
ব্রাহ্মণবাড়ীয়া পলিটেকনিক ইনস্টিটিউট
টাঙ্গাইল পলিটেকনিক ইন্সটিটিউট
পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট
Kurigram Polytechnic Institute Kpi
Bogura Polytechnic Campus
Satkhira Polytechnic Institute
INFRA Polytechnic Institute,BARISAL.
Barguna Polytechnic Institute
Cumilla Polytechnic Institute
Feni Polytechnic Institute
লক্ষীপুর পলিটেকনিক ইনস্টিটিউট, লক্ষীপুর ।
Chandpur Polytechnic Institute
Jessore Polytechnic Institute
যশোর পলিটেকনিক ইনস্টিটিউট
শরিয়তপুর পলিটেকনিক ইন্সটিটিউট
গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট
ফরিদপুর পলিটেকনিক ইন্সটিটিউট পরিবার
হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট (ইলেকট্রনিক্স টেকনোলজি)
কুষ্টিয়া পলিটেকনিক ইন্সটিটিউট Kushtia Polytechnic Institute
মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট
কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট (শিক্ষার্থী)
Polytechnic Career Update, Bangladesh
All Polytechnic Institute
পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ৮ম পর্ব
Industrial Attachment এর ব্যাপারে যে কোন হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Engineering
Gazipur. Dhaka.
✆ +8801737610897
কোর্স আউট লাইন:
Industrial Maintenance শিল্প কারখানায় চাকুরী প্রত্যাশীদের জন্য যে সকল বিভাগ :
ET, EnT, , IPCT, Power
1. রক্ষণাবেক্ষণ যন্ত্রপাতি : গঠন, কার্যপ্রণালী ও ব্যবহার।
2. Industrial Switch .
3. ইলেকট্রিক্যাল হাউস ও ইন্ডাসট্রিয়াল কন্ট্রোল ওয়ারিং।
4. LED লাইট ও সার্কিট সম্পর্কে বিস্তারিত।
5. সোলার বেসিক ধারণা।
6. Industrial Relay'র বিস্তারিত জ্ঞান অর্জন এবং বাস্তব প্রশিক্ষণ
7. Magnetic Contactor'র বিস্তারিত আলোচনা ও বাস্তব প্রশিক্ষণ ।
8. Timer, Counter, Temperature Controller, Load Cell'র গঠন ও কার্যপ্রণালী ।
9. MCB, MCCB, TOR ব্যবহার ও গঠন প্রণালী ।
10. Proximity Sensor, Level Sensor.
11. Single Phase motor, Three Phase Induction Motor, Servo Motor Power & Controlling Connection.
12. Pump House Controlling.
13. Star-Delta এবং লোড টেস্ট করা ।
14. Panel / Machine Control Board সম্পর্কে বিস্তারিত ।
15. নিউমেটিক কন্ট্রোল (Solinoide Valve’র বিস্তারিত ব্যবহার)
16. মেশিনারিজের ড্রয়িং সম্পর্কিত বিস্তারিত আলোচনা।
17. বেসিক নলেজ অব ইলেকট্রনিক্স (Instrument & Devices)
18. Resistor, Capacitor, Diode, Transistor,
Rectifier, IGBT, SCR, MOSFET, IC, Heat Sink, BJT,
OPTO & Cooling Fan ইত্যাদি বিস্তারিত।
19. ব্রীজ রেক্টিফায়ার।
20. Power Supply.
21. সার্কিট সম্পর্কে বিস্তারিত।
22. PLC (Programmable Logic Controller) প্রোগ্রাম, ইন্সটলেশন এবং পরিচালনা। 23. VFD (Varibale Frequency Drive)/ Industrial Inverter প্রোগ্রাম, ইন্সটলেশন এবং পরিচালনা ।
24. ইন্ডাষ্ট্রিয়াল মেশিনারিজের Troubleshooting এবং কৌশল ।
25. শিল্প কারখানা পরিদর্শন।
Course Duration: 3 Months
Industrial Attachment Department of EEE, EnT, ET, IPCT & PT.
🔴 *ফ্রি ক্লাস!!!*
*𝐖𝐞𝐛 𝐃𝐞𝐬𝐢𝐠𝐧 𝐚𝐧𝐝 𝐃𝐞𝐯𝐞𝐥𝐨𝐩𝐦𝐞𝐧𝐭 𝐰𝐢𝐭𝐡 MERN Stack*
*আজ ২৪ ডিসেম্বর ২০২২, শনিবার, সন্ধ্যা ৭টা*
Zoom link: https://tinyurl.com/tpseminar
Meeting ID: 881 0238 7976
Passcode: 304130
*কোর্সে ভর্তি হতে ভিজিট করুন :* https://forms.gle/czr7KU52NpbpKM3L8
🔗 *কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন :* https://web.techparkit.org
- Tech Park IT
+8801719 229595
www.techparkit.org
✍নোটিশ✍
২০২২-২০২৩ শিক্ষাবর্ষে সরকারি পলিটেকনিকে ইনস্টিটিউট ভর্তির ক্ষেত্রে?
✍ছাত্রদের সাধারণ গণিত বা উচ্চতার গণিতে জিপি ৩.০০ সহ কমপক্ষে জিপিএ ৩.০০ থাকতে হবে?
✍ছাত্রীদের সাধারণ গণিত বা উচ্চতার গণিতে জিপি ২.০০ সহ কমপক্ষে জিপিএ ২.৫০ থাকতে হবে?
আবেদন ফিঃ
প্রথম শিফট:১৬০ টাকা
দ্বিতীয় শিফট: ১৬০ টাকা
উভয় শিফট: ৩২০ টাকা
পলিটেকনিক ক্যারিয়ার আপডেট , ভোলা পলিটেকনিক ইন্সটিটিউট
#ভোলা_ক্যারিয়ার_মিট_আপ_প্রোগ্রাম_২০২২
এই প্রথমবারের মত ভোলায় এ ধরনের প্রোগ্রাম আগামী ২৯ অক্টোবর ২০২২ইং রাত ৯:৩০মি এ
লালমোহন ইঞ্জিনিয়ার্স সোসাইটি 'র উদ্যোগে ভোলা জেলার প্রকৌশল শিক্ষার্থীদের নিয়ে হতে যাচ্ছে ক্যারিয়ার মিট আপ ও স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
যা আপনার ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, ডিপ্রেশন দূর করবে।
ক্যারিয়ার গাইডলাইন ফ্রি সেমিনার .
আলোচনায় থাকছে কিভাবে নিজের স্কিল ডেভেলপ করবেন, কিভাবে কিভাবে জব পাবেন, কিভাবে উদ্যোক্তা হবেন, কিভাবে নিজের ক্যারিয়ার গঠন করবেন।
স্পিকার হিসাবে থাকছেন School of Engineers এর সু পরিচিত মুখঃ
১। জনাব হাসান মাহমুদ DRC,
SAARC Region Gyp Awards: Global Youth Leadership Award 2021
২। জনাব আশরাফুল আরাফাত
SAE,PWD
৩। জনাব Kayum Baschu
Assistant Manager (Admin),BTCL
ফ্রি সেমিনারে অংশ নিতে চোখ রাখুন #লালমোহন_ইন্জিনিয়ার্স_সোসাইটির_পেজে/গ্রুপে।
প্রোগ্রামের লাইভ দেখতে চোখ রাখুন
মিট আপ পেজ লিংকঃ
https://www.facebook.com/lalmohanengineerssociety
আয়োজনেঃ #লালমোহন_ইন্জিনিয়ার্স_সোসাইটি
বিদ্যুৎ বিল কমানোর উপায় | Save Electricity Bill
১. অপ্রয়োজনীয় সুইচ বন্ধ করুন
২. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন
৩. এসির নিয়ন্ত্রিত ব্যবহার
৪. পিক আওয়ার মেনে চলুন
৫. প্রাকৃতিক শক্তির ব্যবহার করুন
https://youtu.be/JMzwXSfQaIU
বিদ্যুৎ বিল কমানোর উপায় | Save Electricity Bill @FLOW CHART বিদ্যুৎ বিল কমানোর উপায় | Save Electricity Bill১. অপ্রয়োজনীয় সুইচ বন্ধ করুন ২. বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন ৩. এসির ন.....
RAC এর নিয়োগঃ
★★★ আমার ব্যক্তিগত কোন প্রতিষ্ঠান নেই তাই কোম্পানিগুলোর নিয়মের বাহিরে আমি পোস্ট করতে পারিনা, সবটুকু পড়ে আপনার কাছে ভালো মনে হলে তথ্য দিন অন্যথায় এড়িয়ে চলুন ( কমেন্টে পরামর্শ না দেওয়ার অনুরোধ, আপনার কাছে আরো ভালো অফার থাকলে দিবেন আমি শেয়ার করবো)
পদের নামঃ সাব-এসিসট্যান্ট ইঞ্জিনিয়ার
পদসংখ্যাঃ ১০০ টি
শিক্ষাগত যোগ্যতাঃ RAC থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে
কোম্পানিঃ ইলেকট্রোমার্ট
বেতনঃ ১০,০০০ টাকা ( প্রতি বছর বাড়ানো হবে)
শর্তসমূহঃ
১. তিন বছরের জন্য চুক্তি করতে হবে তাদের ওখানেই কাজ করবে ( সরকারি চাকুরি/ বিদেশ যাওয়ার সুযোগ পেলে চুক্তি নিয়ে সমস্যা হবেনা)
২. মূল সার্টিফিকেট বা মার্কশিট জমা দিতে হবে।
৩. দেশের যে কোন জায়গাতে কাজ করার মানসিকতা থাকতে হবে।
★★★ কোম্পানির রিটেন পরীক্ষা নিবে, কাজের বেসিক জানা থাকলেই হবে।
★★★ কোম্পানি কাজ শিখিয়ে নিবে তাই তাদের পুরোপুরি শিখাতে এক বছর সময় লেগে যাবে তাই তাদেরকে আউটপুট দিয়েই অন্যথায় যাওয়া উচিৎ।
চাকুরী মানেই কষ্ট তাই যারা কষ্ট করতে পারবেন না তাদের আবেদন করার প্রয়োজন নেই।
★★★★★ আপনি সব জেনে বুঝে পরিবারের সাথে কথা বলে সম্মত থাকলে
কমেন্টে আপনার তথ্য দিন,
নামঃ
ঠিকানাঃ
পলিটেকনিকঃ
পাশের সনঃ
মোবাইলঃ
★★★★ ইনবক্স এবং ব্যক্তিগত ফোনে কল না দেওয়ার অনুরোধ, সঠিক তথ্য দিতে পারলে যোগাযোগ করা হবে সময়মত।
ডুয়েটিয়ান যোদ্ধাদের জন্য ভালোবাসা❣
পাকিস্তান জেতার পর সবাই ভুলেই গেছে যে বাংলাদেশ টিম হেরে দেশে চলে এসেছে,,,,,
কি এক্টাবস্থা😂
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচিঃ
৭ম সেমিস্টারের ভাইয়েরা কে কে ডুয়েট এডমিশন কোচিং করবেন??
দোয়ারা বাজার উপজেলা সদর সুরমা নদীর তীরে (খিচুড়ি + ডিম) খাবার বিতরণ।
একটু খাবারের জন্য মানুষের কত আহাজারি 😢
যারা নতুন প্রজন্ম নিয়ে চিন্তিত এই ছবি কিছুটা হলেও তাদেরকে আস্বস্ত করবে।
❤ ভোলা পলিটেকনিক পরিবার ❤ একটি মানবিক বাংলাদেশ তৈরির স্বপ্ন বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে।
বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য মানবতার ফেরিওয়ালাদের প্রস্তুতি...
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে ক*টূক্তির প্রতিবাদে ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল।
আলহামদুলিল্লাহ প্রিয় ক্যাম্পাস আল্লাহু আকবার সুরে ধ্বনিত 🔥
বিদায় সংবর্ধনা
যে ছেলে ছাত্রজীবনে ক্যান্টিনের ১০-২০টাকার বিল এবং হল ডাইনিং এর হাজার-বারশত টাকার বিলের লোভ সামলাতে পারে না। সেই ছেলে পেশাজীবনে লাখ/কোটি টাকার লোভ কিভাবে সামলাবে?
যে ছেলে; ক্যাম্পাসে কলার উঁচু করে চলার জন্য অন্যের গোলামি করে। সেই ছেলে এই দেশকে মাথা উঁচু করে দাঁড়ানোর নেতৃত্ব কিভাবে দিবে...?
বড় ভাইদের কাছে নিজেকে জাহির করার জন্য; যে ছেলে নিজের সহপাঠীকে মারধর করে। সেই ছেলে আজন্ম গণতন্ত্র চর্চা কিভাবে করবে..?
© Engr. Nazim Sorker
উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) পাস ছাত্র-ছাত্রীদের সরাসরি ডিপ্লোমা ৩য় পর্বে ভর্তির সুযোগ
ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম পর্বের সিলেবাস প্রকাশের বিজ্ঞপ্তি।
সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/drive/folders/12fsVlMOnxiE1tt6hO5LoWS7hpQlf8bEW
সিভিল টেকনোলজির সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1bPiAMW2xvaUN-j4cg1-O-HTGodypaq9l/view?usp=drivesdk
কম্পিউটার টেকনোলজির সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1JkR0zq_dGfpVekh1GpzmuFJZQR6eqldJ/view?usp=drivesdk
ইলেকট্রিক্যাল টেকনোলজির সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1u-idVeCNNPXk-lvYDZLK3RwZlWWmRQmM/view?usp=drivesdk
ইলেকট্রনিকস টেকনোলজি সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1xwBNwx0qv_nsFjseFbWbDJR4k4bN1kiQ/view?usp=drivesdk
মেকানিক্যাল টেকনোলজির সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1nKY10KJ_HxywDCpD3SlxpNdVUEnNeil8/view?usp=drivesdk
পাওয়ার টেকনোলজির সিলেবাস ডাউনলোড লিংকঃ https://drive.google.com/file/d/1DIozV4OS8JVds5_7VPFmw_EJikPojlNl/view?usp=drivesdk
এতদ্বারা অএ ইনস্টিটিউটের 2017-18 শিক্ষাবর্ষের ৪ (চার) টি টেকনোলজির অষ্টম পর্বের শিক্ষার্থীকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের প্রশিক্ষণ ব্যায়ের টাকা নিন্ম উল্লেখিত সময় , তারিখ মোতাবেক হিসাব শাখা হতে প্রদান করা হবে।
আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা। আশা করি সবাই আল্লাহর মেহেরবানীতে ভালোই আছেন।
আজ আপনাদের কাছে একটি সাহায্যর আবেদন করছি।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট এর ২০১৩-২০১৪ শেষনের সাবেক শিক্ষার্থী , মোঃ আসাদুল্লাহ আল গালিব (সুজন) ভাই লিভার সিরোসিস ও স্টমাক ক্যান্সারে আক্রান্ত।
গত জানুয়ারি মাস থেকে উনি চিকিৎসাধীন আছেন। চিকিৎসার ভার বহন করা উনাদের অসম্ভব হয়ে পরেছে। একজন ভাই হিসেবে উনাকে সার্বিকভাবে সহযোগিতা করা আমাদের একান্ত কর্তব্য বলে মনে করছি।
সামনে আসন্ন ঈদ-উল ফিতর। প্রতি ঈদে কতই না খরচ(যার যার সামর্থ্য অনুযায়ী) করে থাকি আমরা। প্রিয় ভাইদের প্রতি অনুরোধ আসন্ন এই ঈদে যে কোন একটা বাজেট কমিয়ে হলেও প্রিয় ভাই সুজনের চিকিৎসার জন্য সহযোগিতা করব ইনশাআল্লাহ।
পাশাপাশি প্রিয় সুজন ভাইয়ের নাম ধরে আল্লাহর কাছে দুয়া করব সবাই, আল্লাহ যেন প্রিয় ভাইকে দ্রুত সুস্থতা দান করেন।
নিম্নোক্ত একাউন্ট গুলোতে সবাই সহযোগিতা পাঠিয়ে দিব ইনশাআল্লাহ ।
🟢 A/C Name: Md Omar Faruk
A/C Number: 20507770270532714
Branch: Islami bank agent
banking
Mobile: 01750787890
🟢 bkash
01835352179
Md Masum Ali
🟢Nagad
01792425770
Md Masum Ali
নিজে দিবো এবং পরিচিত ভাই ব্রাদারদের কাছ থেকেও কালেকশন করে দিবো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল চেষ্টা প্রচেষ্টা গুলোকে কবুল করুন, আমিন।
তত্ত্বাবধানে
মোঃ জাহাঙ্গীর আলম(বন্ধু)
চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট।
মুক্তিযুদ্ধ অংশ থেকে ১০ থেকে ৪০ তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো এসেছেঃ-
✅1. প্রশ্ন: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান।
✅2. প্রশ্ন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গঠিত হয় কবে?
উত্তর: ২০০১ সালের ২৩ অক্টোবর|
✅3. প্রশ্ন: মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’ এর পরিচালক কে?
উত্তর: জহির রায়হান
✅4. প্রশ্ন:মুক্তিযুদ্ধের সময় প্রথম শত্রুমুক্ত জেলা কোনটি?
উত্তর: যশোর।
✅ 5. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?
উত্তর: ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
✅6. প্রশ্ন: মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?
উত্তর: ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
✅ 7. প্রশ্ন: মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য জিয়াউর রহমান কোন উপাধি লাভ করেন ?
উত্তর: বীরউত্তম।
✅8. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?
উত্তর: ১৮ এপ্রিল কলকতায়।
✅9. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?
উত্তর: ১১ টি।
✅ 10. প্রশ্ন: মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে শহীদুল ইসলামের বয়স কত ছিল?
উত্তর: ১২ বছর।
✅ 11. প্রশ্ন: মুক্তিযুদ্ধে অবদানের জন্য শহীদুল ইসলামকে কি খেতাব দেয়া হয়?
উত্তর: বীর প্রতীক।
✅ 12. প্রশ্ন: বাংলাদেশে সর্ব কনিষ্ঠ খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা কে?
উ: শহীদুল ইসলাম চৌধুরী।
✅13. প্রশ্ন: শহীদুল ইসলাম কত নং সেক্টরে যুদ্ধ করেন?
উত্তর: ১১ নং সেক্টরে (ময়মনসিংহ ও টাঙ্গাইল)।
✅১৪. প্রশ্ন: মুক্তিযুদ্ধের উপর রচিত কবিতা ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ এর রচয়িতা
উত্তর: অ্যালেন গিনসবার্গ
✅ ১৫. প্রশ্ন: মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ‘শহীদ সাগর’ অবস্থিত কোথায়?
উত্তর: নাটোরে
✅১৬. প্রশ্ন: বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিল?
উত্তর: মেহেরপুর জেলার মুজিবনগরে।
✅ ১৭. প্রশ্ন: মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?
উত্তর: বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
✅১৮. প্রশ্ন: কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
✅১৯. প্রশ্ন: মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?
উত্তর: এম, মনসুর আলী।
✅২০. প্রশ্ন: মুজিনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন কে?
উত্তর: তাজউদ্দিন আহম্মেদ।
🎀"নোটিশ"🎀
🇧🇩 BTEB- ২০২২ প্রবিধান নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
✍১। কোর্সের নাম হবে "ডিপ্লোমা ইন"ইঞ্জিনিয়ারিং"।
✍২। ৪ বছর মেয়াদী *৮ সেমিস্টার)।
✍৩। মোট ১৫০/১৬০ ক্রেডিট।
✍৪। ১ম থেকে ৭ম পর্ব পর্যন্ত সকল উত্তরপত্র বোর্ড কর্তৃক মূল্যায়ন হবে।
✍৫। ১ম থেকে ৭ম পর্ব সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে ।
✍৬। ৮ম পর্ব শিল্প কারখানা এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে।
✍৭। ১ম থেকে ৬ষ্ঠ পর্বে ৪* বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবহারিক) রেফার্ড এলে ড্রপ আউট।
✍৮। ৭ম পর্বে ৪* বা ততোধিক বিষয়ে (তাত্ত্বিক/ব্যবঃ) রেফার্ড এলে ড্রপ আউট হবে না।
✍৯। এইচএসসি (ভোকেশনাল) এর পাসকৃত শিক্ষার্থীরা ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি শূন্য আসনে ৪র্থ পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
✍১০। এইচএসসি (বিজ্ঞান) এর পাসকৃত শিক্ষার্থীরা শূন্য আসনে ৩য় পর্বে ভর্তি হওয়ার সুযোগ পাবে।
✍১১। রেজিস্ট্রেশন কার্ডের মেয়াদ ভর্তির বছর থেকে পরবর্তী ৮ (আট) বছর পর্যন্ত থাকবে।
✍১২। পর্ব ভিত্তিক গ্রেড পয়েন্টের:
১ম = ৫%
২য় = ৫%
৩য় = ১০%
৪র্থ = ১০%
৫ম = ২০%
৬ষ্ঠ = ২০%
৭ম = ২০%
৮ম = ১০%
স্বপ্নের ক্যাম্পাস DUET সম্পর্কে জেনে নিন!
প্রশ্ন:- DUET আসলে কি?
উত্তর:- DUET এর পূর্ণ অর্থ Dhaka University of Engineering and Technology.
প্রশ্ন:- DUET এ কখন পড়তে হয়?
উত্তর:- 4 বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করার পর বিএসসি ইঞ্জিনিয়ারিং করার জন্য পড়তে হয়।
প্রশ্ন:- DUET এ ভর্তি হতে কত পয়েন্ট থাকতে হয়?
উত্তর:- এসএসসিতে জিপিএ ৩:০০ এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এ সিজিপিএ ৩:০০ থাকতে হবে।
প্রশ্ন:- DUET থেকে বিএসসি করতে কত বছর সময় লাগে?
উত্তর:- DUET থেকে বিএসসি করত ৩.৫ বছর সময় লাগে।
প্রশ্ন:- DUET পড়তে হলে কি প্রাইভেট বা সরকারি পলিটেকনিক হিসেবে কোন সমস্যা হবে ?
উত্তর:- সমস্যা হবে না।
প্রশ্ন:- DUET এ কিভাবে ভর্তি হতে হবে?
উত্তর:- DUET এ ভর্তি পরীক্ষার মাধ্যমে চান্স পেতে হবে। প্রতিবছর ১ বার পরীক্ষা হয়।
প্রশ্ন:- DUET আমি কি চান্স পাব?
উত্তর:- হ্যা আপনি চান্স পেতে পারেন। তবে এটা নির্ভর করবে আপনি নিজেকে কিভাবে পড়াশুনার মাধ্যমে তৈরি করবেন।
প্রশ্ন:- DUET এ কোন কোন ডিপার্টমেন্ট আছে?
উত্তর:- সিভিল-১২০ সিট, মেকানিক্যাল-১২০, ইইই-১২০, সিএসই -১২০, টেক্সটাইল-৬০, আর্টিকিটেকচার-৬০, ফুড-৩০, আইপিই-৩০, মেটেরিয়াল & মেটালার্জিকাল -৩০
প্রশ্ন:- DUET এ অন্যান্য ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা কি পড়তে পারবে না?
উত্তর:- পারবে। তবে তাকে ডিপার্টমেন্ট পরিবর্তন করতে হবে।
প্রশ্ন:- DUET এ চান্স পেতে কখন থেকে প্রস্তুতি গ্রহণ করা উচিৎ?
উত্তর:- আপনি বর্তমানে যে সেমিস্টারে আছেন এই সেমিস্টার থেকে এখনই শুরু করুন।
✍নোটিশ🎀
✍ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ফরম'ফিলাপের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
👉ফর্ম ফিলাপের শেষ তারিখ: ০২/০৩/২০২২
✍ পলিটেকনিক ক্যারিয়ার আপডেট
💠💠💠 ▶️ ▶️ DESCO Special ◀️◀️💠💠💠
🛑🛑🛑 ▶️ Exam Center: BUET ◀️🛑🛑🛑
📋 পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল)
❇️❇️❇️ নন ডিপার্টমেন্ট অংশ ❇️❇️
☀️☀️☀️ মোট নম্বর: ৬০
👉বাংলা ভাষা ও সাহিত্য=৫
👉ইংলিশ= ৫
👉বাংলাদেশ বিষয়াবলী= ১০
👉আন্তর্জাতিক বিষয়াবলী= ১০
👉গণিত= ২০
👉পাওয়া সেক্টর = ১০
🔆🔆🔆▶️ ডিপার্টমেন্ট অংশ ◀️🔆🔆🔆
🔶🔶🔶 মোট নম্বর: (5×8)= 40
👉DC & AC Circuit : 8
👉DC & AC Machine : 8
👉Power System : 8
👉Electronics Part: 8
👉Communication Part: 8
🌏🌏 ডিপার্টমেন্ট অংশের সিলেবাস নিচে দেওয়া হল:
BUET প্যাটার্নে ডিপার্টমেন্ট অংশ ভালো করতে হলে মেইন বইয়ের কোন বিকল্প নাই। কারণ BUET সব সময় মেইন বই থেকে প্রশ্ন করে থাকে। ডিপার্টমেন্ট অংশ থেকে সর্বোচ্চ পরিমাণ কমন পেতে নিচের সিলেবাসটি কমপ্লিট করুন। ধন্যবাদ।।।
⏭️⏭️⏭️🔶🔶 Electrical Past 🔶🔶⏮️⏮️⏮️
💠💠 DC Circuit:
🔆 DC Circuit ( Series & Parallel )
🔆 All Theorem
🔆 Dependent And Independent Source Math.
📒📒 Reference book:
📚 Fundamental of Electric Circuit by Alexander Sadiku (5th Edition)
👉Chapter No: 2, 3,4
📚 Electrical Technology Volume -1 by B.L Theraja
👉Chapter No: 1,2
💠💠 AC Circuit:
🔆 AC Fundamental
🔆 RLC Series & Parallel Circuit
🔆 Poly Phase
🔆 Wattmeter
🔆 Power Factor Correction
📒📒 Reference book:
📚 Fundamental of Electric Circuit by Alexander Sadiku (5th Edition)
👉 Chapter No: 7, 9,11,12
📚 Electrical Technology Volume -1 by B.L Theraja
👉 Chapter No: 11,13,14,15,19
💠💠 DC Machine:
🔆Generator
🔆 Motor
📒📒 Reference book:
📚 Electrical Technology Volume -2 by B.L Theraja
👉 Chapter No: 26, 29
💠💠 AC Machine:
🔆Transformer
🔆 Induction Motor
🔆 Synchronous Generator Or Alternator
🔆 Synchronous Motor
📒📒 Reference book.
📚 Electrical Technology Volume -2 by B.L Theraja
👉 Chapter No: 32, 33, 34, 37, 38
💠💠 Power System:
🔆 Sag
🔆 Insulator
🔆 Per Unit
🔆 Symmetrical Fault
🔆 Unsymmetrical Fault
🔆 Protection Relay & P.S.M
🔆 Circuit Breaker
🔆 Variable Load On Power Station
🔆 Underground Cable
🔆 Electrical Design Of Overhead Lines
🔆 Performance Of Transmission Lines
📒📒 Reference book:
📚 Power System by V.K Mehta
👉 Chapter No: 2, 3, 4, 5, 6, 8, 9, 10, 11 , 17, 18, 19, 20, 21
📚 Power System Analysis by B.R Gupta
👉 Chapter No: 3, 10, 11, 13
📚 Elements of Power System Analysis by William D.Stevenson,Jr(4th Edition)
👉 Chapter No: 2,3,6,10,11,12
⏭️⏭️⏭️🔶 🔶 Electronics Part 🔶🔶⏮️⏮️⏮️
💠💠 Diode:
🔆 Semiconductor Diode
🔆 Clipping
🔆 Clamping
🔆 Rectifier
🔆 Zener Diode
📒📒 Reference book:
📚 Eletronic Device and circuit theory by Robert L. Boylestad ( 11th Edition)
👉 Chapter No: 1,2
📚 Microelectronics Circuit by Sedra Smith
👉 Chapter No: 3
📚 Principal of Electronic by V.K Mehta
👉 Chapter No: 6,7
💠💠 Transistor (BJT):
🔆 DC Analysis
💠💠 MOSFET:
🔆 JFET
🔆 P- Channel
🔆 N- Channel
📒📒 Reference book:
📚 Eletronic Device and circuit theory by Robert L. Boylestad (11th Edition)
👉 Chapter No: 3, 4, 6
📚 Microelectronics Circuit by Sedra Smith
👉 Chapter No: 3, 4
💠💠 OP-Amp:
🔆 Inverting
🔆 Non- Inverting
🔆 Voltage Follower
🔆 Comparator
🔆 Summing
🔆 Integrator
🔆 Differentiator
📒📒 Reference book:
📚 Fundamental of Electric Circuit by Alexander Sadiku ( 5th Edition)
👉Chapter No: 5
📚 Electronic Devices And Circuit Theory By Boylestad
👉 Chapter No: 10,11
⏭️⏭️🔶🔶 Communication Part 🔶🔶⏮️⏮️⏮️
💠💠 Modulation:
🔆 ( AM, FM, PM, DM, PCM, ASK,FSK,PSK,)
📒📒 Reference book:
📚 Communication System by Sanjay Sharma
👉 Chapter No: 1, 3, 4, 9, 10, 11,14
💠💠 Optical Fiber , Multiplexing & De- Multiplexing , Satellite:
📒📒Reference book:
📚 Modern digital and analog communication System by B.P Lathi
👉 Chapter No: 4,5,6
📒 বিশেষ দ্রষ্টব্য: যদি ইংলিশ রাইটারের বই থেকে ম্যাথ বুঝতে অসুবিধা হয় তাহলে Rony Parvej's, Capacitor এবং Resonance বইগুলো থেকে ম্যাথ করতে পারেন।
🌏 বিশেষ দ্রষ্টব্য: উপরে রেফারেন্স বই থেকে শুধুমাত্র ম্যাথ করলেই হবে কারণ BUET কখনো থিওরি দেয় না।
🛑🛑 যদি কোনো শিক্ষার্থীর সিলেবাসটি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করুন ।
🔶🔶🔶 Prepared By: Raju Ahmmed 🔶🔶🔶
Graduation in EEE
১। প্রশ্নঃ বিশ্বে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
২। প্রশ্নঃ বাংলাদেশে ইন্টারনেট চালু হয় কখন ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
৩। প্রশ্নঃ ইন্টারনেটের জনক কে ?
উত্তরঃ ভিনটন জি কার্ফ ।
৪। প্রশ্নঃ WWW এর অর্থ কি ?
উত্তরঃ World Wide Web.
৫। প্রশ্নঃ WWW এর জনক কে ?
উত্তরঃ টিম বার্নাস লি ।
৬। প্রশ্নঃ ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলি সন।
৭। প্রশ্নঃ ইন্টারনেট সার্চইঞ্জিনের জনক কে?
উত্তরঃ এলান এমটাজ ।
৮। প্রশ্নঃ Internet Corporation For Assiged Names
And Number – ICANN এর প্রতিষ্টা কবে?
উত্তরঃ ১৮ সেপ্টেম্বর ১৯৮৮ সালে ( সদর দপ্তর
ক্যালিফোর্নিয় )
৯। প্রশ্নঃ ইন্টারনেট জগতের প্রথম ডোমেইনের নাম কি ?
উত্তরঃ ডট কম ।
১০। প্রশ্নঃ কম্পিউটার নির্মাতা প্রতিষ্টান সিম্বোলিকস
ইন্টারনেট জগতের প্রথম ডোমেইন ডট কম
রেজিস্ট্রেশন করে কবে ?
উত্তরঃ ১৫ মার্চ ১৯৮৫ সালে ।
১১। প্রশ্নঃ ইন্টারনেট ব্যাবহারকারী শীর্ষদেশ
কোনটি ?
উত্তরঃ প্রথম-চীন, দ্বিতীয় যুক্তরাষ্ট্র
১২। প্রশ্নঃ বহু জনপ্রিয় ওয়েব ব্রাউজার ( Web
Browser ) কি কি?
উত্তরঃ Opera, Mozilla, Internet Explorer, Rock
Melt, Google Chromr.
১৩। প্রশ্নঃ বিখ্যাত সার্চ ইঞ্জিন Google এর প্রতিষ্টাতা
কে ?
উত্তরঃ সার্জে এম বেরিন ওলেরি পেজ।
১৪। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট কি
কি?
উত্তরঃ Twitter, Facebook, Diaspora, MySpace,
Orkut.
১৫। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
টুইটারের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৬ সালে।
১৬। প্রশ্নঃ টুইটারের প্রতিষ্টাতা কে?
উত্তরঃ জ্যাক উর্সে , ইভান উইলিয়াম, বিজ স্টোর্ন ।
১৭। প্রশ্নঃ ফেসবুকের প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ মার্ক জুকারবার্গ, ক্রিস হেগস, ডাসটিন
মোক্রোভিজ, এডুয়ার্জে সাভেরিনা
১৮। প্রশ্নঃ জনপ্রিয় সামাজিক নেটওর্য়াকিং সাইট
ফেসবুকের কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ২০০৪ সালে ।
১৯। প্রশ্নঃ ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা
পদ্ধিতিকে কি বলে ?
উত্তরঃ টেলি মেডিসিন ।
২০। প্রশ্নঃ উইকিপিডিয়া কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক ফ্রি বিশ্বকোষ ।
২১। প্রশ্নঃ উইকিপিডিয়া কে প্রতিষ্টা করেন ?
উত্তরঃ জিমি ওয়েলস (যুক্তরাষ্ট)
২২। প্রশ্নঃ উইকিপিডিয়া কবে প্রতিষ্টা করেন?
উত্তরঃ ২০০১ সালে ।
২৩। প্রশ্নঃ উইকিপিডিয়া ফাউন্ডেশন কি ?
উত্তরঃ অনলাইনভিত্তিক বিশ্বকোশ উইকিপিডিয়ার মালিক প্রতিষ্টান ?
২৪। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কি?
উত্তরঃ সুইডেন ভিত্তিক আন্তর্জিক সংস্থা ।
২৫। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) এর কাজ কি?
উত্তরঃ এর কাজ বিশ্বের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্ব
পূর্ন এমন একটি গোপন সংবাদ সংগ্রহ করে প্রকাশ করা ।
২৬। প্রশ্নঃ উইকিলিকস (Wikileaks) কে প্রতিষ্টা
করেন ?
উত্তরঃ জুলিয়ান আসেঞ্জ ( অস্ট্রেলিয়া )
২৭। প্রশ্নঃ বিশ্বে প্রথম ইন্টারনেট নেটওয়ার্কিংয়ে
র নাম কি ?
উত্তরঃ ARPANET ( Advanced Research Projects
Agency Network)
২৮। প্রশ্নঃ ফ্লিকার কি ?
উত্তরঃ ছবি শেয়ারিং সাইট Flickr.
২৯। প্রশ্নঃ ইউটউব কি ?
উত্তরঃ ভিডিও শেয়ারিং সাইট YouTube.
৩০। প্রশ্নঃ YouTube এর প্রতিষ্টাতা কে ?
উত্তরঃ স্টিভ চ্যান জাভেদ করিম ।
৩১। প্রশ্নঃ স্প্যাম কি ?
উত্তরঃ অনাকাঙ্কিত ই-মেইল।
৩২। প্রশ্নঃ কম্পিউটার মাউসের জনক কে ?
উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট।
৩৩। প্রশ্নঃ আধুনিক কম্পিউটারের জনক কে?
উত্তরঃ চালর্স ব্যাবেজ
৩৪। প্রশ্নঃ FACEBOOK -এর সদর দপ্তর কোথায়?
উঃ California
৩৫। প্রঃ Google কবে প্রতিষ্ঠা করা হয়?
উঃ ১৯৯৮ খ্রিঃ
৩৬। প্রঃ 3g সেবা সর্বপ্রথম কখন চালু হয়?
উঃ ২০০১ খ্রিঃ
৩৭। প্রঃ 4g এর প্রকৃত bandwidth কত?
উঃ 10MBps
৩৮। প্রঃ ABC কি?
উঃ একটি কম্পিউটার
৩৯। প্রঃ HTML মানে কি?
উঃ Hype Text Markup Language
৪০। প্রঃ PC-তে সর্বপ্রথম operating
system,ব্যবহার করা হয় কবে?
উঃ ১৯৭১ খ্রিঃ
৪১। প্রঃ Printer কি ধরনের device?
উঃ Output
৪২। প্রঃ ROM এর পূর্ণ রূপ কি?
উঃ Read Only Memory
===========================
বিষয় >>> কৃষি বিষয়ক কিছু গবেষণা প্রতিষ্ঠান
============================
1. বাংলাদেশ রাবার বোর্ড – চান্দগাঁও, চট্টগ্রাম !
2. বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
3. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট – জয়দেবপুর, গাজীপুর
4. তৈলবীজ গবেষণা কেন্দ্র – জয়দেবপুর, গাজীপুর
5. বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট – মানিক মিয়া এভিনিউ, ঢাকা
6. বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট – সাভার, ঢাকা !
7. বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট – ঈশ্বরদী,পাবনা !
8. বাংলাদেশ ডাল গবেষণা কেন্দ্র -ঈশ্বরদী,পাবনা !
9. বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট – শ্রীমঙ্গল,মৌলভীবাজার !
10. বাংলাদেশ রেশম গবেষণা ওপ্রশিক্ষণ ইনস্টিটিউট – রাজশাহী !
11. বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র -চাঁপাইনবাবগঞ্জ !
12. বাংলাদেশ গম গবেষণা কেন্দ্র – নশিপুর,দিনাজপুর !
13. বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র – শিবগঞ্জ,বগুড়া !
14. বাংলাদেশ তাঁত শিল্প ও প্রশিক্ষণ ইনস্টিটিউট – নরসিংদী !
15. বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট – ময়মনসিংহ
===========================
বিষয় >>> বাংলাদেশের স্থাপত্য ও ভাস্কর্য
==========================
(1)শহীদ মিনার —ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গন — হামিদুর রহমান
(2)জাতীয় স্মৃতি সৌধ —সাভার,ঢাকা — সৈয়দ মইনুল হোসেন
(3)জাতীয় সংসদ ভবন —শেরে বাংলানগর, ঢাকা _মিঃ লুই আইকান
(4)অপরাজেয় বাংলা —কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয় —সৈয়দ আব্দুল্লাহ খালেদ
(5)অমর একুশে — জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়, সাভার — জাহানারা পারভীন
(6)সাবাস বাংলাদেশ —রাজশাহী বিশ্ববিদ্যালয় —নিতুন কুন্ডু
(7)স্বোপার্জিতস্বাধীনতা — টিএসসি,ঢাকা বিশ্ববিদ্যালয় —শামীম সিকদার
(8)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ — মীরপুর, ঢাকা —মোস্তফা হারুন কুদ্দুস
(9)শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ —মীরপুর, ঢাকা (২) — ফরিদ উদ্দিন আহমেদ
(10)জাতীয় যাদুঘর —শাহবাগ, ঢাকা — মোস্তফা কামাল
(11)কমলাপুর রেল স্টেশন_কমলাপুর, ঢাকা — মিঃ বব বুই
(12)স্বাধীনতা — কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা —হামিদুজ্জামান খান
(13)শাপলা চত্বর —মতিঝিল, ঢাকা — আজিজুল জলিল পাশা
(14)জাগ্রত চৌরঙ্গী —জয়দেবপুর চৌরাস্তা, গাজিপুর_ আবদুর রাজ্জাক
(15)মুজিবনগর স্মৃতিসৌধ_মুজিবনগর, মেহেরপুর —তানভীর কবির
===========================
বিষয় >>> নদ-নদীর সংযোগ স্থল
=========================
১. পদ্মা+যমুনা = গোয়ালন্দে (রাজবাড়ী) পদ্মা নাম ধারণ করেছে।
২.পদ্মা +মেঘনা = চাঁদপুরে মেঘনা নাম ধারণ করেছে। .
৩.তিস্তা+ব্রক্ষপুত্র = গাইবান্ধায় ব্রহ্মপূত্র নামধারণ করেছে।
৪.ধলেশ্বরী+শীতলক্ষ্যা = নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নাম ধারণ করেছে।
৫.যুমনা+বাঙ্গালী = বগুড়ায় যমুনা নাম ধারণ করেছে।
৬.মেঘনা+পুরাতন ব্রহ্মপূত্র =কিশোরগঞ্জের ভৈরব বাজারে মেঘনা নাম ধারণ করেছে।
৭.সুরমা+কুশিয়ারা = মৌলভী বাজারের আজমিরিগঞ্জে মেঘনা নাম ধারণ . ===========================
বিষয় >>> ঐতিহাসিক স্থান, স্থাপনা
==========================
১. আফগান দুর্গ যেখানে অবস্থিত — ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
২. আহসান মঞ্জিল নির্মাণ করেন — নবাব আব্দুল গনি।
৩. মহাস্থানগড়ের যে যুগের শিলালিপি পাওয়া গেছে — মৌর্য যুগের।
৪. সোমপুর বিহার যেখানে অবস্থিত — নওগাঁ জেলার পাহাড়পুরে।
৫. পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি কি নামে পরিচিত — সোমপুর বিহার।
৬. সত্য পীরের ভিটাযেখানে অবস্থিত — নওগাঁ জেলার সোমপুর বিহারে।
৭. শালবন বিহার যেখানে অবস্থিত — কুমিল্লা জেলার ময়নামতিতে।
৮. শালবন বিহার তৈরী করেন — রাজাধিরাজ ভবদেব।
৯. আনন্দ বিহার যেখানেঅবস্থিত — কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
১০. আনন্দ বিহার তৈরী করেন — রাজা আনন্দ দেব।
১১. বাংলাদেশের প্রাচীন শহর — পুণ্ড্রবর্ধন। বর্তমানে মহাস্থানগড়।
১২. মহাস্থানগড় যে জেলায় অবস্থিত — বগুড়া জেলায়।
১৩. খোদার পাথর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৪. বৈরাগীর ভিটা যেখানে অবস্থিত — মহাস্থানগড়।
১৫. বৈরাগীর চাল যেখানে অবস্থিত — গাজিপুর জেলায়।
১৬. আনন্দ রাজার দীঘি যেখানে অবস্থিত — কুমিল্লার ময়নামতিতে।
১৭. রামুমন্দির যেখানেঅবস্থিত — কক্সবাজারের রামু থানায়।
১৮. উত্তরা গনভবন যেখানে — নাটোর জেলায়।
১৯. কান্তজীর মন্দির যেখানে অবস্থিত — দিনাজপুর।
২০. বাঘা জামে মসজিদ যেখানে অবস্থিত — রাজশাহীতে।
২১. পানাম নগর যেখানেঅবস্থিত — সোনারগাঁয়ে।
২২. বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার — সীতাকোট বিহার।
২৩. সীতাকোট বিহার অবস্থিত — দিনাজপুর।
২৪. সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল — মূঘল আমলে।
২৫. বাংলার রাজধানী সোনারগাঁয় স্থাপন করেন — ঈশা খাঁ।
২৬. সোনারগাঁ নামকরণ হয়েছে — ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
২ ৭. সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল — মহাস্থানগড়।
২৮. পাঁচ বিবির মাজার অবস্থিত — সোনারগাঁতে।
২৯. বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত — সোনারগাঁতে।
৩০. সোনারগাঁয়ের পূর্ব নাম — সুবর্ণ গ্রাম।
৩১. ষাট গম্বুজ মসজিদ অবস্থিত — বাগেরহাট।
৩২. ষাট গম্বুজ মসজিদ নির্মাণ করেন — খান জাহান আলী।
৩৩. লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন — যুবরাজ মোহাম্মদ আযম।
৩৪. লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন — শায়েস্তা খান।
৩৫. লালবাগ কেল্লার আদি নাম — আওরঙ্গবাদ দুর্গ।
৩৬. ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয় — ১৬১০ সালে।
৩৭. বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন — সুবেদার ইসলাম খান।
৩৮. তারা মসজিদ কোথায় অবস্থিত — পুরান ঢাকায়।
৩৯. বজরা শাহী মসজিদ অবস্থিত — নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
৪০. মুজিব নগর অবস্থিত — মেহেরপুর জেলায়।
৪১. মহামুনি বিহার কাথায় অবস্থিত — চট্টগ্রামের রাউজানে।
৪২. সোমপুর বিহার তৈরী করেন — শ্রী ধর্মপাল দেব।
=============================
✿ মৎস্য গবেষণা ইনস্টিটিউট ✿
বাংলাদেশের_মৎস্য গবেষণা ইনস্টিটিউট = ৩টি যথা:
● (১) স্বাদু পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (ময়মনসিংহ) .
● (২) সামুদ্রিক পানির মাছ গবেষণা ইনস্টিটিউট (কক্সবাজার) .
● (৩) ইলিশ ও নদীর মাছ গবেষণা ইনস্টিটিউট (চাঁদপুর)
✿_________ ✿
===========================
বিষয় >>> দেশের গানের গীতিকার ও সুরকার
===========================
১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ .
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল .
৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ .
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ ’
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান ’
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার’ সুরকার : সমর দাস ’
১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস ’
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ’
১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়’ ’
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর ’ . সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ ’
১৫. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায় ’
১৬. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার ’
১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ ’
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম’ ’
২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস ’
২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ
২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি ’
২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায় ’
২৭. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায় ’
২৮. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান ’ ২৯. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ’
৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই ’
৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ ’ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র ’
৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ’
৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল ’
৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ ’
৩৫. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার ’সুরকার : সমর দাস
===========================================
বিবিধ
===========================
১.বাংলাদেশ বিমান সংস্থার নাম কি ?
উত্তরঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
২. প্রথম ডাকটিকিট মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম কি ?
উত্তরঃ ফরম্যাট ইন্টারন্যাশনাল সিকিউরিটি প্রিন্টিং প্রেস।
৩.বাংলাদেশ টেলিভিশন স্থাপিত হয় কত সালে?
উত্তরঃ ২৫ ডিসেম্বর, ১৯৬৪ সালে ।
৪. বাংলাদেশ প্রধান সংবাদ সংস্থার নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।
৫. বেগম পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ নুরজাহান বেগম।
৬. বাংলাদেশের কোন অঞ্চলকে ‘রূপসী বাংলা’ বলে ঘোষণা করা হয়েছে?
উত্তরঃ সোনারগাঁয়ের যাদুঘর এলাকাকে ।
৭. বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী কে?
উত্তরঃ শিল্পাচার্য জয়নুল আবেদীন।
৮. বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি ?
উত্তরঃ বরেন্দ্র যাদুঘর ।
৯. সাত গম্বুজ মসজিদের নির্মাতা কে?
উত্তরঃ শায়েস্তা খান ।
১০. ঢাকার নাম জাহাঙ্গীর নগর কে রাখেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান ।
১১. কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লীতে।
১২. ‘বাংলার আকবর’ বলা হয় কাকে?
উত্তরঃ আলাউদ্দিন হোসেন শাহকে।
১৩.সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন ?
উত্তরঃ ১৭ বার।
১৪. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ জহির উদ্দিন মুহাম্মদ বাবর।
১৫.“দ্বীন ই-ইলাহী” ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ সম্রাট আকবর ।
১৬. বুড়িগঙ্গা নদীর পুর্বনাম কি ছিল ?
উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৭.লাল কেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৮. তাজমহলের নির্মাতা কে ?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন ?
উওরঃ শিবাজী।
২০.বাংলাকে ‘জান্নাতাবাদ’ বলে ঘোষণা করেন কে?
উত্তরঃ হুমায়ুন।
২১. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ ব্যাংক।
২২. কার শাসনামলে উপমহাদেশে পুলিশ সার্ভিস চালু করা হয়?
উত্তরঃ লর্ড ক্যানিংয়ের।
২৩.উপজেলা ব্যবস্থার প্রবর্তক কে ?
উত্তরঃ হুসেইন মুহাম্মদ এরশাদ ।
২৪. প্রথম জেলা গঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৬৬ সালে চট্টগ্রাম জেলা।
২৫. মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে ?
উত্তরঃ সচিব।
২৬. আনসার প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত ?
উত্তরঃ গাজিপুরের শফিপুরে।
২৭.বাংলাদেশের প্রথম মহিলা বিগ্রেডিয়ার কে?
উত্তরঃ সুরাইয়া বেগম ।
২৮. বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর পাহাড় কোনটি ?
উত্তরঃ গারো পাহাড়।
২৯.বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
উত্তরঃ তাজিনডং।
৩০. ‘দুবলার চর’ কোথায় অবস্থিত?
উত্তরঃ সুন্দর বনের দক্ষিণ উপকূলে।
৩১.ইতিহাসের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ হেরোডোটাসকে ।
৩২. প্রথম কাগজ আবিস্কৃত হয় কোথায় ?
উত্তরঃ চীনে।
৩৩. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ ভারতের বিজয়লক্ষী পন্ডিত।
৩৪. বাংলাদেশ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অংশ গ্রহণ করে কবে ?
উত্তরঃ ১৯৮৮ সালে (ইরাক-ইরান মিশনে)।
৩৫. মানবাধিকার চুক্তিটি প্রস্তুত করে কে?
উত্তরঃ নোবেল বিজয়ী ওয়েন ক্যাসিন।
৩৬.প্রথম বিশ্বকাপ ফুটবলে কতটি দেশ অংশ গ্রহণ করেছিলো?
উত্তরঃ ১৩ টি দেশ।
৩৭.বিশ্বকাপে প্রথম হ্যাট্রিক কে করেন ?
উত্তরঃ আর্জেন্টিনার গিলসো স্টাবিল।
৩৮.নগর রাষ্ট্র বলা হয় কোন দেশকে ?
উত্তরঃ সিঙ্গাপুর ।
৩৯. বিশ্বের প্রথম মহিলা পাইলট কে ?
উত্তরঃ এ্যালেন শোফার্ড (যুক্তরাষ্ট্র) ।
৪০. জাতিসংঘের সঙ্গীতের রচয়িতা কে ?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন) ।
৪১. প্রথম কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ ফ্রোয়েবল।
৪২.কোন শহরকে মোটর গাড়ীর শহর বলা হয় ?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরকে ।
৪৩. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ কারীর নাম কি ?
উত্তরঃ হযরত আলী (রাঃ) ।
৪৪. বাংলাদেশের সংবিধান কি ধরনের?
উত্তরঃ লিখিত সংবিধান ।
৪৫. মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ শেখ মুজিবুর রহমান ।
৪৬. আয়তনে বাংলাদেশের বড় জেলা কোনটি ?
উত্তরঃ রাঙ্গামাটি জেলা (৬.১১৬ বর্গ কি:মি:)।
৪৭ ভারতের মুসলিম জাগরনের প্রথম অগ্রদূত কে ?
উত্তরঃ স্যার সৈয়দ আহমাদ খান।
৪৮. বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন?
উত্তরঃ ফখরুদ্দিন মুবারক শাহ্।
৪৯. আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় ?
উত্তরঃ নেদারল্যান্ডের হেগ শহরে।
৫০. গণতন্ত্রের সূচনা হয়েছিল কোন দেশে?
উত্তরঃ গ্রীসে।
৫১. দেশে এ যাবত মোট গ্যাসক্ষেত্র
আবিস্কৃত হয়েছে কতটি?
উত্তর : ২৩টি।
৫২. মুসলিম পারিবারিক আইন পাস হয় কত সালে?
উত্তর : ১৯৬১ সালে।
৫৩. বাংলাদেশের প্রথম ইপিজেড স্থাপিত
হয় কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
৫৪. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
প্রবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।
৫৫. ইসরাইলের রাজধানীর নাম কি?
উত্তর : জেরুজালেম।
৫৬. সাদ্দাম হোসেনের রাজনৈতিক দলের
নাম কি ছিল?
উত্তর : বাথ পার্টি।
৫৭. সুদানের দারফুরে যুদ্ধরত আরব
মিলিশিয়া বাহিনীর নাম কি?
উত্তর : জানজাবিদ।
৫৮. আধুনিক জার্মানির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : বিসমার্ক।
৫৯. নেলসন ম্যান্ডেলা রাজনীতি থেকে
অবসর নেন কত সালে?
উত্তর : ১৯৯৯ সালে।
৬০. মিশনারিজ অব চ্যারিটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর : মাদার তেরেসা।
৬১. গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম চেয়ারম্যানের
নাম কি?
উত্তর : মাও সেতুং।
৬২. পাকিস্তানের জাতির জনক কাকে বলা হয়?
উত্তর : মুহাম্মদ আলী জিন্নাহকে।
৬৩। যুদ্ধোত্তর বাংলাদেশ : বদরুদ্দীন ওমর
৬৪। বিদেশী সাংবাদিকদের দৃষ্টিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ : মাহবুব কামাল অনূদিত, (তাজমহল বুক ডিপো);(অনন্যা, ১৯৯৫)
৬৫। চিত্রসাংবাদিকদের ক্যামেরায় মুক্তিযুদ্ধ: রবিন সেনগুপ্ত
৬৬। চরমপত্র : এম আর আখতার মুকুল
৬৭। একাত্তরের ডায়েরী: বেগম সুফিয়া কামাল
৬৮। রাজাকারের মন (১ম ও ২য় খন্ড) : মুনতাসীর মামুন
৬৯। ভিনকোয়েস্ট জেনারেল : মুনতাসীর মামুন
৭০। মুক্তিযুদ্ধ কোষ (১-৫ খন্ড) : মুনতাসীর মামুন সম্পাদিত
(মূল্য দেড় হাজার টাকা,প্রাপ্তিস্থান সাগর পাবলিশার্স, বেইলী রোড)
৭১। মুক্তিযুদ্ধ কোষ (১-৪ খন্ড) : আফসান চৌধুরী সম্পাদিত
(মূল্য ২৮০০ টাকা,প্রাপ্তিস্থান মুক্তিযুদ্ধ যাদুঘর এবং সাগর পাবলিশার্স)
৭২। ঘাতকের দিনলিপি : রমেন বিশ্বাস
৭৩। স্বাধীনতা যুদ্ধে বৃহত্তর কুষ্টিয়া, মোঃ আব্দুল হান্নান, পুর্বা প্রকাশনী
৭৪। স্বাধীনতা যুদ্ধের স্মৃতি, সংকলন ও সম্পাদনা ফরিদ কবির, মাওলা ব্রাদার্স
৭৫। স্বাধীনতার বাইশ বছর, মেজর রফিকুল ইসলাম পিএসসি, কাকলী প্রকাশনী
৭৬। স্মৃতি ১৯৭১, সম্পাদনাঃ রশীদ হায়দার, বাংলা একাডেমী
৭৭। স্মৃতি অম্লান ১৯৭১, আবুল মাল আব্দুল মুহিত, সাহিত্য প্রকাশ
৭৮। স্মৃতিময় ‘৭১, হেনা দাস, সাহিত্য প্রকাশ
৭৯। Contribution of India in The War of Liberation of Bangladesh,
Salam Azad, Ankur Prakashani
৮০। Mujibnagar Government Documents 1971,
For: Prof. Salahuddin Ahmed ed. Dr. Sukumar Biswas, Maola Brothers
৮১। ৭১ এর দশ মাস- রবীন্দ্রনাথ ত্রিবেদী; (কাকলী প্রকাশনী)
৮২। মুক্তিযুদ্ধের দু’শো রণাঙ্গন- মেজর রফিকুল ইসলাম পিএসসি সম্পাদিত, (অনন্যা)
৮৩। মুক্তিযুদ্ধ মুক্তির জয়- সুফিয়া কামাল
৮৪। মুক্তিযুদ্ধঃ আগে ও পরে- পান্না কায়সার
৮৫। রক্তভেজা একাত্তর- মেজর (অব) হাফিজ উদ্দন আহমেদ।
৮৬। বুকের ভিতর আগুন : জাহানারা ইমাম
৮৭। বিদায় দে মা ঘুরে আসি : জাহানারা ইমাম
৮৮। অফ ব্লাড অ্যান্ড ফায়ার : জাহানারা ইমাম
৮৯। ইতিহাসের রক্ত পলাশ : আবদুল গাফ্ফার চৌধুরী
৯০। আমরা বাংলাদেশী না বাঙালী : আবদুল গাফ্ফার চৌধুরী
৯১। বাংলাদেশ কথা কয় : আবদুল গাফ্ফার চৌধুরী
৯২। যাপিত জীবন : সেলিনা হোসেন
৯৩। মুক্তিযুদ্ধের আগে ও পরে : পান্না কায়সার
৯৪। হৃদয়ে বাংলাদেশ : পান্না কায়সার
৯৫। সেই সব পাকিস্তানী : মুনতাসীর মামুন
৯৬। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম : গাজীউল হক
৯৭। বাঙালির মুক্তিযুদ্ধের ইতিহাস : আহমদ মজহার
৯৮। মুক্তিযুদ্ধের সাহিত্য : আহমেদ মাওলা
৯৯। আমি বীরঙ্গনা বলছি : নীলিমা ইব্রাহীম
১০০। অপহৃত বাংলাদেশ : আনিসুর রহমান
===============================
Collected
from