Sirajpur P L Academy সিরাজপুর পি এল একাডেমী

Sirajpur P L Academy সিরাজপুর পি এল একাডেমী

We are the students of Sirajpur P L Academy.

Operating as usual

Photos from Sirajpur P L Academy সিরাজপুর পি এল একাডেমী's post 12/05/2024

এস এস সি ২০২৪ এর রেজাল্ট প্রকাশিত হয়েছে।
পাশের হার ৬৭.২৭%

জিপিএ ৫ একজন ও নেই। 😓

এমন রেজাল্ট খুবই হতাশাজনক।
এই রেজাল্ট দিয়ে তারা কতদূর পর্যন্ত যাবে আল্লাহ ই ভালো জানেন।

অভিভাবক রা ও শিক্ষার্থীদের পড়ালেখার ব্যাপারে উদাসীন।

14/02/2024

পশ্চিম সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক--

রোকেয়া ম্যাডাম

Azharul Islam Bhuiyan Shovon এর আম্মু আজ ভোর ৪ঃ২০ মিনিটে ঢাকা ল্যাবেইড হস্পিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন.....

সবাই উনার জন্য দোয়া করবেন
আল্লাহ যেন ম্যাডামকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমীন......
ওনার জানাজা আজ দুপুর দুই' টায় ওনার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হবে।

16/01/2024

শীতে মাধ্যমিক স্কুল ছুটি নিয়ে সিদ্ধান্ত বদলাল মাউশি

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রথমে বলেছিল, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। কিন্তু কিছুক্ষণ পর সেই সিদ্ধান্ত থেকে সরে এল মাউশি।

নতুন সিদ্ধান্ত হলো, যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে।
মাউশি আজ মঙ্গলবার সংশোধিত নির্দেশনায় বলেছে, দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। চলমান এই শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এ ক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণসহ) নেমে যাবে, সেসব জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হবে। মাউশির আঞ্চলিক উপপরিচালকেরা ওই সব জেলার জেলা শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে বন্ধের এ নির্দেশ দেবেন। সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তদূর্ধ্ব না হওয়া পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

Want your school to be the top-listed School/college?

Website

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00