Durgapur J K High school

Durgapur J K High school

Share

No one can not be happy without Friends.All friends of 2011 S S C batch. Only school Friends.

12/05/2024

এস এস সি ফলাফল ২০২৪
দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়
মতলব উত্তর, চাঁদপুর

15/02/2024

আজ বৃহস্পতিবার
১৫ ফেব্রুয়ারি.এসএসসি, দাখিল,
পরীক্ষা শুরু হচ্ছে।
সকল পরীক্ষার্থীদের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

18/08/2023

দাতা ভোটার আহ্বান।

28/07/2023

#অভিনন্দন ও শুভকামনা...
চাঁদপুর মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ২০২৩ এর ফলাফল...
পাশের হার - ৮০℅ জিপিএ-৫ - ৭ জন...

28/07/2023

সদ্য পাওয়া
এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৫৭৮ জন

21/02/2023

দেশের জন্য প্রান দিছে রফিক, শফিক, জাব্বারেরা। ফুল পায় সাদিয়া, মিম, আনিকারা!

02/04/2022

রাতে নিয়মিত যে ৭ আমল করতে বলেছেন বিশ্বনবি

মুমিনের রাতের ৭ আমল

১. অজু করা।

২. আয়াতুল কুরসি ও সুরা বাকারা শেষ ২ আয়াত পড়া।

৩. সুরা মুলক পড়া এবং ইসতেগফার করা।

৪. তিন কুল (সুরা নাস, ফালাক্ব ও ইখলাস) পড়া।

৫. সুরা কাফেরূন ও সুরা ফাতেহা পড়া।

৬. তিন তাসবিহ (সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার) পড়া।

৭. ঘুমানোর আগে দোয়া পড়া এবং ডান কাতে শোয়া।

16/02/2022

#পড়ুন অনেক কাজে লাগবে।

১। সাব-স্টেশনে কেন পাথর ব্যবহার করা হয় ?

পাথর ব্যাবহারের অনেক গুলো কারনের মধ্যে গুরুত্বপূর্ণ কারন হলো Earth Potential Rise (EPR) কমানো যায় এবং টাচ পটেনশিয়াল ও স্টেপ পটেনশিয়াল লিমিট কমানো যায় পাথর ব্যাবহার করে। তাছাড়াও পাথর থাকলে সাব-স্টেশনের গ্রাউন্ড ঠান্ডা থাকে, বৃষ্টির পানি জমতে পারেনা। সাপ, ব্যাঙ্গ, ইদুর জাতীয় প্রানীর কারনে অনেক সময় শর্ট সার্কিট হয়ে দুর্ঘটনা ঘটে। তাই সাব স্টেশনে পাথর ব্যবহার করলে এই সকল প্রানী চলাচল করতে পারে না।

২। আইসোলেটর কি??

বৈদ্যুতিক সাবস্টেশনের বিভিন্ন যন্ত্রপাতি বিশেষ করে ট্রান্সফরমারকে নো-লোড অবস্থায় বা সামান্য লোড অবস্থায় লাইন হতে বিচ্ছিন্ন করার জন্য আইসোলেটর ব্যবহার করা হয়। অর্থাৎ আইসোলেটর এক ধরনের সুইস, যা অফলাইনে অপারেটিং করা হয়।

৩। লাইটিং এরেস্টার কি??

লাইটনিং এরেস্টার বা সারজ ডাইভারটার এক ধরনের ইলেকট্রিক্যাল প্রটেকটিভ ডিভাইস, যা পাওয়ার সিস্টেমে হাই ভোল্টেজকে বা সারজ ভোল্টেজকে সরাসরি মাটিতে প্রেরন করে।

৪। রিভার্স পাওয়ার রীলে কি??

প্যারালেল অপারেশনে কোন অল্টারনেটরের ইনপুট কোন কারনে বন্ধ হলে বা অন্য কোন ত্রুটিতে ঐ অলটারনেটর যদি বাসবার হতে পাওয়ার নেয় অর্থাৎ উল্টাদিক হতে পাওয়ার নিয়ে অল্টারনেটরটি মোটর হিসাবে কাজ করে তখন যে রিলের মাধ্যমে প্রটেকশন দেয়া হয় তার নাম রিভার্স পাওয়ার রীলে। এ রকম অবস্থায় রিভার্স পাওয়ার রীলে এনারজাইজড হয় এবং ঐ অল্টারনেটরের সার্কিট ব্রেকার ট্রিপ করে সিস্টেমকে রক্ষা করে।

৫। বুখলজ রীলে কি??

ট্রান্সফরমারের বিভিন্ন ত্রুটির প্রটেকশন ও সতর্কীকরণ ব্যবস্থার জন্য ট্রান্সফরমার ট্যাংক ও কনজারভেটর এর মাঝে পাইপে যে রীলে বসানো থাকে সেটাই বুখলজ রীলে। ত্রুটিজনিত অতিরিক্ত কারেন্ট হতে সৃষ্ট উত্তাপে ট্রান্সফরমার ট্যাংকে যে গ্যাসের সৃষ্টি হয়, তার চাপেই এই রীলে কাজ করে থাকে। অর্থাৎ শুধুমাত্র অয়েল কুলিং ট্রান্সফরমারে এই রীলে ব্যবহৃত হয়।

৬। ডিফারেনশিয়াল রীলে কি??
ডিফারেনশিয়াল রীলে এমন এক ধরনের ডিভাইস, যা দুই বা ততোধিক ইলেকট্রিক্যাল মান বা দিকের ভেক্টর পার্থক্য, যখন একটি আগে থেকেই নির্ধারিত মানের চেয়ে বেশি বা কম হয় তখন এই রীলে কাজ করে সিস্টেমকে বা ইলেকট্রিক্যাল যন্ত্রকে রক্ষা করে।

৭। ড্রপ আউট ফিউজ কি?

যে সব ক্ষেত্রে ফিউজ লিংক, ফিউজ ক্যারিয়ার সহ প্রতিটি অপারেশনের পর ড্রপ আউট হয়। ফিউজ লিংক থেকে যদি ফিউজের ক্যারিয়ার এসে ঝুলতে থাকে এবং লাইনের উভয় টার্মিনাল পৃথকীকরণ হয়, এ ধরনের ফিউজকে ড্রপ আউট ফিউজ বলে।

৮। ফিউজিং কারেন্ট কি?
সর্বনিন্ম যে পরিমান কারেন্ট প্রবাহিত হলে ফিউজ তার গলে যায় তাকে ঐ ফিউজের ফিজিং কারেন্ট বলে। এই কারেন্টের মান ঐ ফিউজের ফিউজিং এলেমেন্ট কারেন্ট রেটিং এর বেশি হয়।

৯। কারেন্ট রেটিং অফ ফিউজিং এলিমেন্ট কি?

ফিউজ তার অতিরিক্ত গরম না হয়ে বা গলে না গিয়ে ম্যাক্সিমাম যে পরিমান কারেন্ট বহন করতে সক্ষম, তাকে ঐ ফিউজের কারেন্ট রেটিং বলে।

১০। ফিউজের কাট অফ কারেন্ট কি?
শর্ট সার্কিট কারেন্ট সরবোচ্চ যে মানে পৌছার পূর্বে ফিউজ তার গলে যায়, তাকে ঐ ফিউজের কাট অফ কারেন্ট বলে।

১১। সার্কিট ব্রেকার কাকে বলে?

সার্কিট ব্রেকার হলো একটি বৈদ্যুতিক সুইচিং ডিভাইস যা দ্বারা ইলেকট্রিক্যাল সার্কিটকে সাপ্লাই হতে সংযুক্ত ও বিচ্ছিন্ন করা হয়। তবে এটি ইলেকট্রিক্যাল সার্কিটে নিয়ন্ত্রণ ও রক্ষন যন্ত্র হিসাবে কাজ করে। ওভার লোড বা শর্ট সাকিট দেখা দিলে স্বয়ংক্রিয়ভাবে ঐ ইলেকট্রিকাল সার্কিটকে সরবরাহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তবে সার্কিট ব্রেকার স্বয়ংক্রিয়ভাবে সার্কিটে সংযোগ করেনা ।

১২। সিমেট্রিক্যাল ফল্ট কি?
সিস্টেমে যে ফল্টের কারণে থ্রি-ফেজ সিস্টেমে প্রতিটি ফেজে সমান ফল্ট কারেন্ট প্রবাহিত হয়, এ রকম ফল্টকে সিমেট্রিক্যাল ফল্ট বলে।

১৩। বাসবার কি?

বাসবার এক ধরনের তামা বা এলুমিনিয়ামের তৈরি পরিবাহী পাত, বার বা রড, যা এক বা একাধিক সার্কিটে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ ও বিতরন করে।

১৪।পাওয়ার ট্রান্সফরমারকে প্রটেকশনের জন্য কি ব্যবহৃত করা হয়??

১। লাইটিং এরেস্টার
২। সিটি
৩। হর্ন গ্যাপ
৪। ওভার কারেন্ট রিলে
৫। আর্থ ফল্ট রিলে
৬। বুখলজ রিলে
৭। ড্রপ কাট আউট ইত্যাদি
৮। সুইচ গিয়ার

১৫.প্রশ্নঃ কোন ধরনের সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?
উওরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।

১৬.প্রশ্নঃ সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি কি? উওরঃ সাবস্টেশন লাইনে মূলত চার প্রকার সার্কিট ব্রেকার ব্যভার করা হয়,
LT Switchgear = MCB, MCCB, ACB HT Switchgear = VCB

১৭.প্রশ্নঃ HT/LT সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB HT Switchgear = VCB ব্যবহার করা হয়।

১৮.প্রশ্নঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

১৯.প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?
উওরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।

২০.প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?
উওরঃ LBS (Load break switch)
MCB (Miniature circuit breaker)
MCCB (Moulded case circuit breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)

২১.প্রশ্নঃ বাস-বার কি? উওরঃ মোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম (Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন।

২২.প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে বাস বার সিলেকশন করা হয়? উওরঃ লাইনের কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।

২৩.প্রশ্নঃ কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়?
উওরঃ কারন কপারের ইফেসিয়েন্সি অনেক বেসি এবং লস কম হয়।

২৪.প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?
উওরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc.

সংগৃহীত

Want your school to be the top-listed School/college?

Website