পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়
অনেক ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই পদ্ধতি বেশ জনপ্রিয়। ছড়া, গল্প, ছবি, ইত্যাদির মধ্যে তথ্য যুক্ত করে মনে রাখাকে আরও সহজ করাই হচ্ছে এই পদ্ধতির মূল বৈশিষ্ট্য। মূলত ভোকাবুলারি, বিভিন্ন সাল কিংবা যে কোনো ছোট তথ্য মনে রাখার ক্ষেত্রে এই কৌশল হয়ে উঠতে পারে বেশ কার্যকর।
English 2nd Part Easy Writing
Easy Writing School for all student.You get here essay, paragraph, letter, application writing etc..
This Easy School Writing site for School and College students. Everybody and every student take help from site Easy School Writing site. Here from get Essay, Paragraph, Letter and Application...
http://easyschoolwriting.blogspot.com
Operating as usual
পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়
৪. পড়াশোনা শেষে নির্দিষ্ট সময় ঘুমালে তা পড়া মনে রাখায় বেশ সহায়তা করে। তাই লম্বা সময় পড়াশোনার পর কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার বিকল্প নেই। যাঁরা সারা রাত জেগে সকালে পরীক্ষা দিতে অভ্যস্ত, অনেক সময় দেখা যায় তাঁদের পরীক্ষা খারাপ হয়।
পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়
৩. একজন মানুষ মোট ২৫ মিনিট সময় নিয়ে কোনো বিষয় পড়ে এবং পড়া শেষে ৫ মিনিটের বিরতি নেয়। ওই পঁচিশ মিনিট নিজেকে অন্য সবকিছু থেকে দূরে রাখতে হবে। আর বিরতির পাঁচ মিনিটকে বেছে নিতে হবে অন্য যে কোনো কাজ কিংবা বিশ্রামের জন্য। এতে করে মূল কাজের প্রতি মনোযোগ বাড়ে, কাজের প্রভাবও বেড়ে যায় কয়েক গুণ। এইভাবে পড়াশোনা করলে পড়া হবে আরও কার্যকর, আর মনেও থাকবে লম্বা সময় পর্যন্ত।পড়াশোনার মাঝখানে মুঠোফোন হাতে নিয়ে ফেসবুক, ইউটিউবে ঢুঁ দেওয়া কিংবা অন্যমনস্ক হয়ে যাওয়া আমাদের এক নিত্য সমস্যা। যার ফলে পড়াশোনায় ব্যাঘাত ঘটে এবং পড়া ঠিকমতো না হওয়ায় তা মনে থাকার সম্ভাবনাও বেশ কমে যায়।
পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়
২.কোনো বিষয় পড়ার পর তা অন্য কাউকে শেখানোর চেষ্টা করলে সেই পড়া আপনার মনে থাকার সম্ভাবনা বেড়ে যায় কয়েক গুণ। কোনো কিছু শেখানোর সময় আপনাকে সেই পড়াটি নিজের মতো গুছিয়ে সংক্ষেপ করে নিতে হয়; করতে হয় আলোচনাও। যা পড়াটি আপনার মাথায় গেঁথে যাওয়ার ক্ষেত্রে দারুণ ভূমিকা রাখে।
পড়া মনে রাখার বৈজ্ঞানিক উপায়
১. যে কোনো বিষয় পড়ার এক ঘণ্টা পর সেটির প্রায় ৫০ শতাংশ আমাদের মনে থাকে। সুতরাং আমাদের উচিত তাৎক্ষণিক রিভিশন না দিয়ে, একটু বিরতি দিয়ে একই বিষয় আবার পড়া। তাতে পড়া মনে থাকার সম্ভাবনা বেশি। বিরতি দিয়ে বারবার পড়লে যে কোনো পড়াই মনে থাকে দীর্ঘদিন।
Submite you article here