বিবেক

বিবেক

Share

Something to know

23/11/2018
Timeline photos 21/03/2017
Photos from বিবেক's post 22/08/2016
06/01/2016

এই পেজ এর জন্য কিছু এডমিন দরকার, যারা আগ্রহী inbox এ মেসেস দাও

04/01/2016

যে সাবজেক্টটা কঠিন বলে, তুমিফেল করেছ। সেইএকই সাবজেক্টে, তোমার ক্লাসেরঅর্ধেকের বেশিপোলাপান ৬০ এর উপরে মার্কসপেয়েছে। যে বৃষ্টিরকারণে, যে ঠাণ্ডার ভয়ে তুমি ঘরথেকে বের হওনি।সেই একই বৃষ্টিতে ভিজে, একইঠাণ্ডায় কেপে কেপে,রিক্সাওয়ালারা ঠিকই সংসারচালানোর টাকা কামিয়েঘরে ফিরেছে। যে শহরে ঘুষ, অনিয়মআরআমলাতান্ত্রিক জটিলতার কারণেবিজনেসে নামারস্বপ্নটা মাটি চাপা দিয়েরেখেছো। সেই একই শহরেতোমার পাশের ফ্ল্যাটের একজন,ব্যবসায় নেমেঠিকই এগিয়ে গেছে। সো, সমস্যাটাআমলাতান্ত্রিকজটিলতা, শীতের ঠাণ্ডা কিংবাসাবজেক্ট কঠিনহওয়ার মধ্যে না। সমস্যাটা তোমারমধ্যে। তবে সেসমস্যাটা তোমার স্বপ্ন, সাহস,চেষ্টার কমতি বাসময়ের অভাবের মধ্যে না।.শুনো, যে সিগারেট ছাড়তে চায়,সে সিগারেট ছাড়তেপারে না। যে সামনেরসেমিস্টারে দুনিয়া উল্টায়ফেলতে চায়, সে সেইসেমিস্টারেও আগেরসেমিস্টারেরমতো লাড্ডু মারে। তাই সিগারেটছাড়ার স্বপ্ন বাদদিয়ে, আজকে দুপুরে লাঞ্চ শেষকরে সাথে সাথেসিগারেট না ধরিয়ে, ৫ মিনিটপরে সিগারেটজ্বালানোর টার্গেট সেট করতেহবে। পরেরদিন ঠিকএকই কাজ করার চেষ্টা করতে হবে।পুরা সেমিস্টারপড়ে তাল গাছে উঠে যাওয়ারচিন্তা না করে, ক্লাসলেকচার শেষ হওয়ার সাথে সাথে,ক্লাস লেকচারেরএকটা টপিক নিয়ে ৫ মিনিট বসেবসে বুঝার চেষ্টাকরতে হবে।.কেউ যুদ্ধ জয় করে না, একজন একজন করেশত্রুপক্ষের সৈন্যকে পরাজিত করে।কেউ সাগরপাড়ি দেয় না, বৈঠা মেরেমেরে, ইঞ্চি ইঞ্চি করেসামনে এগুতে থাকে। কেউ বিশ্বসেরা খেলোয়াড় হয়না, একটার পর একটা ম্যাচে, দুই-একটাকরে গোলকরতে থাকে। সফলতা কোন লটারিনা। জন্মদিনেপ্রেমিকার উপহারও না। সফলতাহচ্ছে-কনসিসটেন্সি (ধারাবাহিকতা)। এইকনসিসটেন্সি,রেজাল্ট বা আউটকামেরকনসিসটেন্সি না। এইটাচেষ্টার কনসিসটেন্সি। লেগেথাকার কনসিসটেন্সি।.মানুষের চেষ্টা হচ্ছে পানির মতো।চান্স পাইলেইগড়িয়ে নিচে নেমে যাবে।রিলাক্স করার কোন পাত্রপাইলে, সেই পাত্রের আকার ধারণকরবে। আরোবেশি চান্স পাইলে, নদীর স্রোতেরসাথে ভেসে ভেসেবঙ্গোপসাগরে নিয়ে তোমারেডুবাবে। তাই রিলাক্সহইও না। লম্বা টার্গেট সেট করো না।বরং নেক্সটস্টেপের দিকে তাকাও। ছোটস্টেপটাই নিয়মিত দিতেথাকো। দেখবা, ছোট ছোট স্টেপ,পানির পাম্পেরমতো তোমার চেষ্টার পানিকেএকটু একটু করেউপরের দিকে নিয়ে যাচ্ছে। এই একটুএকটু করেএগিয়ে যেতে থাকলেই, একসময়পাহাড়ের চূড়া এসেতোমার পায়ের নিচে শিসবাজাবে।

03/01/2016

মানুষ Bluetooth দিয়ে Share it নেয়.....!!.তারপর Bluetooth কেই ভুলে যায়.....!!!.তেমনি এই পৃথিবীতে এমন অনেকমানুষ আছে যারা আপনার হাত ধরেঅন্যের সাথে পরিচয় হয়েআপনাকেই ভুলে যাবে.......!!!.শুনতে খারাপ লাগলেও এইটাইবাস্তব!

31/12/2015

Jader k admin panel e rakha hoyese tara, friend invite korba r post diba.

31/12/2015

শুভ নববর্ষ ২০১৬

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

Website

Undefined variable: isMonitored
    Return to your account