We provide all kinds of writing service for students, business organizations, as well as internet pr
আসসসালামুয়ালাইকুম!
বিশ্ববিদ্যালয় জীবনের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হল Thesis / Term Paper / Reasearch Paper / Project Report / Internship Report তৈরি করে জমা দেয়া। এতে প্রয়োজন প্রচুর গবেষণা, ভাল ইংরেজি জানা, টেবল অব কন্টেন্টস এর ধারাবাহিকতা রক্ষা করা, মাইক্রোসফট অফিস (অন্তত মাইক্রোসফট ওয়ার্ড) এ ভাল দক্ষতা, এম.এস. ওয়ার্ড এ টেক্সটকে বিভিন্ন ফরম্যাটে সাজানোর ও শিক্ষকের কাছে তা সাবলীল ভাবে উপস্থাপনের
দক্ষতা, সাথে অবশ্যই একটি কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ, গুগলে প্রয়োজনীয় তথ্যটি সার্চ দেয়ার জন্য সঠিক পদ্ধতি জানা (গুগলে সার্চ দেয়ার কিছু ট্রিক্স আছে যেগুলো ব্যবহার করে আপনি খুব সহজেই যে কোন কিছু খুজে পেতে পারেন, এই ট্রিক্স গুলো না জানার ফলে অনেক সময় আমরা অনেক কিছুই খুঁজে পাই না বা অনেক সময় লাগে), সম্পূর্ণ মনোযোগ ও প্রচুর সময় (আপনি একবার কাজ করা শুরু করলে আপনাকে এর ভিতরে ঢুকে যেতে হবে, একটু ব্রেক দিয়ে আবার কাজে বসলে দেখবেন সবকিছু আবার এলোমেলো হয়ে গেছে)।
রিপোর্ট গুলো স্টুডেন্টদেরই করতে হয়। তবে অনেক সময় বিভিন্ন সমস্যার কারণে রিপোর্ট গুলো নিজে নিজে করা অসম্ভব হয়ে উঠে।
এ সমস্যায় আপনাদের সাহায্য করার জন্য আমরা কিছু বন্ধু মিলে প্রতিষ্ঠা করি Professional's Writing Institute । যারা চাকরির জন্য, টিউশনির জন্য, বা অন্য কোন সমস্যার কারণে নিজের গুরুত্বপূর্ণ রিপোর্টটি তৈরি করতে পারছেন না তাদের সাহায্য করাই আমাদের উদ্দেশ্য। আপনার রিকঅয়ারমেন্ট অনুযায়ী আমরা Thesis / Term Paper / Reasearch Paper / Project Report / Internship Report তৈরি করে দিব এবং টিচার অ্যাপ্প্রুভ না করা পর্যন্ত সাপোর্ট দিয়ে যাব।
আমাদের অন্যান্য কিছু সেবাঃ স্টুডেন্ট দের রিপোর্ট তৈরি করার কাজ ছাড়াও আমরা আরও কিছু কাজ করি, যেমনঃ ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য আমরা Business Profile লিখে থাকি। এছাড়াও ইন্টারনেট প্রফেশনাল, ব্লগার, ই-কমার্স উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় কন্টেন্ট ( ওয়েব কন্টেন্ট / ব্লগ কন্টেন্ট, সার্ভিস পেজ, প্রোডাক্ট রিভিউ ইত্যাদি) লিখে থাকি।