Islamic In Bangla

Islamic In Bangla

আসুন আমরা অনলাইনে সবাইকে ইসলামের পথে আবহান করি,

Operating as usual

28/06/2024

⭕ জুম'আর দিনের অত্যন্ত দামী একটি সুন্নত আমল হচ্ছে রাসূল ﷺ এর উপর দরূদ শরীফ পাঠ করা। তাই আসুন আমরা জুম'আর দিনের ফজিলতপূর্ণ সময়টুকু দরূদ শরীফ পাঠ করার মাধ্যমে অতিবাহিত করি ইন শা আল্লাহ।

১) আল্ল-হুম্মা সল্লি 'আলা মুহাম্মাদ, ওয়া 'আলা আ~লি মুহাম্মাদ
اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ وَّعَلٰى آلِ مُحَمَّدٍ

২) আল্ল-হুম্মা সল্লি'আলা মুহাম্মাদ, আল্ল-হুম্মা বা-রিক 'আলা মুহাম্মাদ
اللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ • اَللّٰهُمَّ بَارِكْ عَلٰى مُحَمَّدٍ

৩) আল্ল-হুম্মা সল্লি ওয়াসাল্লিম 'আলা নাবিয়্যিনা মুহাম্মাদ-

اللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ

৪) ওয়াস সলাতু ওয়াস সালামু 'আলা রসূলিল্লাহ

وَالصَّلاَةُ وَالسَّلاَمُ عَلَى رَسُوْلِ اللهِ

৫) সল্লল্ল-হু 'আলাইহি ওয়াসাল্লাম
صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

➡️ বাংলায় উচ্চারণের ক্ষেত্রে এই [ ' ] চিহ্নটি দ্বারা আরবী হরফ আইনের উচ্চারণ এবং এই [ - ] চিহ্নটি দ্বারা ১ আলিফ টান দিয়ে পড়াকে বুঝানো হয়েছে।

🔲 উপরোক্ত দরূদ শরীফগুলো দৈনিক কমপক্ষে ১০০ বার করে পাঠ করার চেষ্টা করবেন ইন শা আল্লাহ।

⭕ জুম'আর দিন আসরের শেষ মূহুর্তে অর্থাৎ মাগরিবের পূর্ব মূহুর্তে দোয়া কবুল করা হয়। আর তাই আপনারা এই সময়টিতে আল্লাহর প্রশংসা এবং দরূদ শরীফ পাঠ করে বেশি বেশি করে দোয়া করুন। আপনাদের দোয়াও কবুল করা হবে ইন শা আল্লাহ। [আবু দাউদ- ১০৪৮] 💝✅

22/06/2024
01/06/2024

তবে যে তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাদের পাপগুলোকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু।

সূরা ফুরকান, আয়াত নং ৭৯

14/05/2024

হুমকির মুখে বাংলাদেশের আকাশ সীমা..!!

দক্ষিন এশিয়ায় একমাত্র বাংলাদেশের আকাশ ব্যবহার করলে অন্তত ৯৫ ভাগ বানিজ্যিক বিমানকে- বাংলাদেশকে কোন ডলার দিতে হয় না। বাংলাদেশের আকাশ ব্যবহার করে, কিন্তু চার্জ পায় ভারত। ভারতের রাডার থেকে সিগনাল রেজিস্ট্রার করা হয়, তাই এইসব বিমান থেকে বাংলাদেশের আকাশ সীমা ব্যবহারের সকল অর্থ পায় ভারত। আন্তর্জাতিক নিয়মে কোন দেশের আকাশ, অন্য দেশের বানিজ্যিক বিমান ব্যবহার করলে- অন্তত পাঁচশত ডলার দিতে হয় সেই দেশকে।

মূল কারন হল- ১৯৮০ সালে জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর (বর্তমান শাহ জালাল (রহঃ) বিমান বন্দর) এ একটি মাত্র রাডার বসানো হয় ও কমিশন করা হয়। এই একটি মাত্র রাডার দিয়ে ডিজিটাল বাংলাদেশের আকাশ পাহারা দেয়া হয়। ৪৪ বছরের পুরাতন রাডার যা অনেক বছর আগেই ডেট এক্সপায়ারড হয়ে গেছে। এখনও বারবার মেরামত করে প্রথম প্রজন্মের এই রাডার ব্যবহার করতে হয়। এত পুরাতন রাডার দক্ষিন এশিয়ায় শুধুমাত্র বাংলাদেশই ব্যবহার করে। যার কার্যক্ষমতা আন্তর্জাতিক মান দন্ডে প্রশ্নের মুখে বহুদিন থেকে।

মজার তথ্য হল হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ২০১৭ সালে, ছয় বছর আগে চট্টগ্রামের জন্য নতুন একটি ৪র্থ প্রজন্মের রাডার কেনা হয়। উক্ত রাডারটি ২০১৭ সালে স্থাপন করা হলেও এখন পর্যন্ত চালু করে কমিশন করা সম্ভব হয় নাই। ভারতের কারণেই এই রাডার সচল করা হচ্ছে না। রাডারটি বসানোর সময়েও ভারত আপত্তি জানায়। অথচ ভারত তাদের রাডার ব্যবহার করে বাংলাদেশের আকাশ সীমা ভাড়া গুনছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো থেকে। যার বার্ষিক আয়ের পরিমান প্রায় ১০০ কোটি ডলারের উপরে। এক ভারতকেই প্রতিদিন গড়ে একশোর উপর বিমান বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করে বিভিন্ন প্রদেশে যাতায়ত করতে হয়। অথচ ছয় বছর থেকে চট্টগ্রামের রাডারটি অযত্নে থেকে মেয়াদ হারাচ্ছে প্রতিদিন।

12/05/2024

জাহান্নাম থেকে বাঁচার দোয়া

আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনান নার। ' অর্থ : হে আল্লাহ! আপনার কাছে জান্নাত চাই এবং জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাই।

12/05/2024

জাহান্নাম থেকে বাঁচার দোয়া
كَانَ غَرَامًا , إِنَّهَا سَاءَتْ مُسْتَقَرًّا وَمُقَامًا উচ্চারণ: রব্বানাস রিফ আন্না আজাবা জাহান্নাম, ইন্না আজাবাহা কানা গরামা, ইন্নাহা সা-আত মুসতাকাররাও ওয়া মুকামা। এ ছাড়াও জাহান্নাম থেকে বাঁচতে রসুল সা. অনেক দোয়া শিখিয়ে দিয়েছেন। আমলও শিখিয়ে দিয়েছেন।

11/05/2024

যে দোয়া পড়ে সন্তানের মাথায় ফুঁ দিলে জ্ঞানী ও বুদ্ধিমান হয়।-
- اللَّهُمَّ فَقِّهْهُ فِي الدِّينِ وَعَلِّمْهُ التَّأْوِيلَ
বাংলা উচ্চারণঃ " আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিম হুত তাউইল ।"
অর্থাৎ- " হে আল্লাহ! আপনি তাকে দ্বীনের প্রজ্ঞা দান করুন এবং তাকে তাফসিরের অগাধ জ্ঞান দান করুন !"

09/05/2024

N1, N2, N8, ইত্যাদি শব্দগুলোর সাথে আমরা অনেকেই হয়তো পরিচিত। তবে আমরা অনেকেই হয়তো জানি না, আসলে এ দ্বারা কি বুঝানো হয়ে থাকে আসলে। মূলত এগুলো হচ্ছে আমাদের জাতীয় মহাসড়ক (হাইওয়ে) সমূহের সংক্ষিপ্ত রূপ। যার মাধ্যমে সহজেই বোঝা যায়, কোনটা কোন মহাসড়ক। চলুন আজ জেনে নিই, আমাদের দেশে
আটটি মহাসড়কের সংক্ষিপ্ত নামঃ-
🔴N1 = ঢাকা - চট্টগ্রাম-টেকনাফ,
🟡N2 = ঢাকা - সিলেট-তামাবিল,
🟢N3 = ঢাকা - ময়মনসিংহ ,
🔵N4 = ঢাকা - জামালপুর,
🟣N5 = ঢাকা - আরিচা-রংপুর-বাংলাবান্ধা,
🟤N6 = ঢাকা - রাজশাহী-চাপাইনবাবগঞ্জ,
⚫N7 = দৌলতিয়া-খুলনা-মোংলা,
⚪N8 = ঢাকা -ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী।

07/05/2024

হজ্বের বিমান ভাড়া - ১,৯৬,০০০/=
উমরায় বিমান ভাড়া - ১,০০,০০০/=
ভিজিটে বিমান ভাড়া - ৬০,০০০/=

ভিজিটে ভাড়া ৬০,০০০।
এখন আল্লাহ, রাসুলকে ভালবেসে উমরাহ করতে যাবেন কেনো? এজন্য অতিরিক্ত ৪০,০০০ টাকা দিতে হবে।

ফরয ইবাদত হজ্ব করতে চাইলে অতিরিক্ত ১,৩৬,০০০ টাকা দিতে হবে।

যাদের কারণে এদেশ থেকে আমরা অনেকে হজ্বে যেতে পারবো না, আল্লাহ যেন হাশরের ময়দানে, তাঁদের বিচার আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমীন।

"কপি পোস্ট"

06/05/2024

বাজারে নতুন পালসার এসেছে আপনারা চাইলে বেগে করে নিতে পারেন

06/05/2024

মূর্খদের দিয়ে দেশ পরিচালনা করলে যা হয়। পরিকল্পনা ছাড়া কাজ করলে তো এমনিই হবে কি বলেন আপনারা????

06/05/2024

বাটপারগুলো কাজই এইসব আবেগ নিয়া ব্যবসা করা....

আর আবেগে আমরা গলে যাই।

03/05/2024

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ!
বর্তমান বিশ্বে সবচেয়ে খুশির সংবাদ !
শায়খুল হাদীস ইবনে শায়খুল হাদীস আল্লামা মামুনুল হক দাঃ বাঃ ৩ বছর ১২ দিন পর মুক্ত বাতাসে।❤️❤️

01/05/2024

বৃষ্টির জন্য নবিজি (স.) যে দোয়া করেছিলেন

25/04/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
সংগৃহিত

23/04/2024

আগামীকাল মঙ্গলবার ১৩ ই শাওয়াল, আইয়্যামে বীজের রোজা রাখার ১ম দিন। শাওয়াল মাসের ৬ রোজা রাখার পাশাপাশি যদি সম্ভব হয় তাহলে এই ৩ দিন আইয়্যামে বীজের ৩ টি রোজা রাখার চেষ্টা করবেন। আর যদি সম্ভব না হয়, তাহলে অন্তত শাওয়াল মাসের ৬ টি রোজা রাখার চেষ্টা করবেন, এতে করেও ১ বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করবেন 💝✅

21/04/2024

বিশ্বের সেরা ১০০ বিমাবন্দরের তালিকা প্রকাশ করেছে স্কাইট্র্যাক্স। এতে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে কাতারের দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর।

21/04/2024

আল্লাহর নেয়ামত

21/04/2024

প্রচুর পরিমাণের লতি বের হয়েছে তাই না

Want your school to be the top-listed School/college?

Videos (show all)

ছোট্ট হাজী সাহেব লাইক করে দেন #shortsfeed #shortsviral #islamicvideo
মসজিদ কুবা #shortsviral #viralreelsシ #islamicvideo #viralpost
সবচাইতে শ্রেষ্ঠ দোয়া #shortsfeed #shortsviral #islamicvideocreator
গুরুত্বপূর্ণ কিছু কথা #viralreelsシ #islamicvideo #viralshorts #sports
ক্ষমা চাওয়ার  দোয়া #shortsfeed #shortsviral #islamicvideo #viralreelsシ #viralpost
Ebrahim Raisi #viralreelsシ #viralshorts #viralpost
সূরা আদ দূহা #viralreelsシ #viralshorts #viralpost #everyone
মুসলমানদের প্রিয় শহর মক্কা #viralreelsシ #viralshorts #viralpost
ইচ্ছা করলো আপনি পাপ করতে পারবেন না #viralreelsシ #viralshorts #viralpost
বিশ্ব নবীর বাণী #viralreelsシ #viralshorts #everyone #viralpost
যে দোয়া পড়ে সন্তানের মাথায় ফুঁ দিলে জ্ঞানী ও বুদ্ধিমান হয় #viralreelsシ #viralshorts #viralpost #everyone
এমন মরন #viralreelsシ #sports #viralshorts #viralpost #Savdan #everyone Islamic In Bangla

Website