গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷

গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷

Share

This page is opened for posting various notices and programs of the Mathematics Department by rafee(

Photos from গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷'s post 19/05/2025

📌চড়ুইভাতিও বিদায় সংবর্ধনা ২০২৫📌

🔹আয়োজনে: মাস্টার্স শেষপর্ব ২০২১-২০২২,
🔰গণিত বিভাগ🔰
💠কারমাইকেল কলেজ, রংপুর💠

📌তারিখ: ১৮ মে ২০২৫📌
📌 স্থান: কারমাইকেল কলেজ ক্যাম্পাস রবীন্দ্র-নজরুল মঞ্চ (বটতলা)


Photos from গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷'s post 19/02/2025

‘চান্দের আলো লাগে ভালো চাঁদনী পসর রাইতে,

বিকেল বেলা লাগে ভালো পিঠাপুলি খাইতে!’

আজকের মতো আগামীকাল ও থাকছে গণিত বিভাগের "তারুণ্য মেলা ও বসন্ত উৎসব ২০২৫" আয়োজনে পিঠাপুলির উৎসব।
চলে আসুন আগামীকাল পিঠাপুলি খেতে।

Photos from গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷'s post 31/12/2024

মাস্টার্স শেষ বর্ষ ২০২২-পরীক্ষার রুটিন প্রকাশ

19/10/2024

কারমাইকেল কলেজ গণিত বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী(৬১ ব্যাচ) মোঃ নাদভী সরকার , ইহলোক ত্যাগ করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তার ইহকালের ভুল ভ্রান্তি মাফ করুন।
সকলেই তাকে মাফ করে দিবেন,মরহুমের জন্য দোয়ার দরখাস্ত রইলো।

★★বিশেষ অনুরোধঃ মরহুমের যেকোনো ধরনের ছবি শেয়ার থেকে বিরত থাকার জন্য পারিবারিকভাবে অনুরোধ জানানো হয়েছে।
সকলের সতর্ক দৃষ্টি আকর্ষণ করছি।

★★★জানাযা নামাজ ২০/১০/২৪ তারিখ সকাল ১১.০০ ঘটিকায় নিজ বাসায় অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ ।
(শালাইপুর সঃ প্রাঃ বিঃ সংলগ্ন) বলদিপুকুর,মিঠাপুকুর,রংপুর।।

★কারমাইকেল কলেজ থেকে ২০/১০/২৪ তারিখ সকাল ৯.০০ ঘটিকায় বাস যাবে, মরহুমের শুভাকাঙ্ক্ষীরা যথাসময়ে উপস্থিত থাকবেন।
প্রয়োজনে Sohan Baig +880 1773-737562

29/09/2024

আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৪

কোয়ার্টার ফাইনালঃ

গণিত বিভাগ
বনাম
ইংরেজি বিভাগ

১লা অক্টোবর, সকাল ৯.০০ টায়।

খেলা দেখার জন্য সকলে আমন্ত্রিত।।
আরও একধাপ এগিয়ে যাক গণিত পরিবার। 🤍

24/09/2024

গণিত বিভাগ, কারমাইকেল কলেজ,রংপুর এর ২০২২ সালের মাস্টার্স পরীক্ষা়র্থীদের ইনকোর্স পরীক্ষার সময় সূচী

02/09/2024

মাস্টার্স শেষ বর্ষ প্রস্তুতিমূলক পরীক্ষার রুটিন

Contact information 23/08/2024

গণিত বিভাগ, কারমাইকেল কলেজ থেকে যারা অনার্স [চতুর্থ বর্ষ পরীক্ষা] শেষ করেছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি,,

গনিত বিভাগের সকল প্রাক্তনদের একটি একক প্লাটফর্মে নিজেদের স্মৃতিচারণ, গড়ে ওটা বন্ধুত্বের দৃঢ় বন্ধনকে মজবুত করার এবং জীবনের যান্ত্রিকতায় হারিয়ে যাওয়া যোগাযোগ পুনঃস্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

যেকোনো তথ্য পেতে কিংবা জিজ্ঞাসায়
যোগাযোগ :
১। সুজন (ব্যাচ-৫৭) 01521304224
২। শুভ (ব্যাচ-৫৮) 01521247098
৩। সোহান (ব্যাচ-৫৯) 01773737562
৪। নুরুজ্জামান ( ব্যাচ-৫৯) 01521555462
৫। আতিক (ব্যাচ-৫৯) 01521712760

সেই সাথে নিজের তথ্য দিয়ে সহযোগীতা করুন:

Contact information Dept. Of Mathematics. CCR

10/07/2024

১১ই জুলাই ২০২৪

সেমিফাইনাল ১

ব্যাচ 6️⃣0️⃣ VS ব্যাচ 6️⃣2️⃣
সময় : সকাল ৭.০০ টা

সেমিফাইনাল ২

ব্যাচ 6️⃣1️⃣ VS ব্যাচ 6️⃣3️⃣
সময়: সকাল ৮.০০ টায়

06/07/2024

ব্যাচ-৫৯ তাদের কথা না বললেই নয়, শিক্ষাজীবনের শেষে পর্যায়ে তাদের শেষ টুর্নামেন্টে রাঙ্গাতে প্রস্তুতি তারা।

তাদের আছে সেন্টার ব্যাক এবং দলীয় অধিনায়ক নুরুজ্জামান নুর, যে একাই যেকোনো প্রতিপক্ষের জন্য বড় বাধার কারণ।

তাদের আছে স্পেশাল সেন্টার ফরওয়ার্ড আরমান আরিফ, জাকির হোসেন।
মধ্যমাঠ কাপাতে প্রস্তুত পাপন, আতিক, সোহান এবং মাহমুদ।

আর গোলরক্ষক হিসাবে দেখা যাবে আর্জেন্টিনার এই সময়ের সেরা গোলরক্ষক মার্টিনেজের কাছে ট্রেনিং প্রাপ্ত আব্দুল্লাহ আল যায়েদ।

দলটির জন্য শুভকামনা।

Photos from গণিত বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর৷'s post 29/06/2024

""শিক্ষাজীবনের শেষ লগ্নে যখনই জীবিকার ভার পড়েছে সবার মাঝে তখন তারা যে যার মতো করে ছুটেবেন জীবন সংগ্রামে।
শিক্ষা জীবন শেষ করে কর্মময় হয়ে উঠবেন অনেকেই।

বর্ষার সকালে বৃষ্টিতে তার মাঝেই হালকা রোদের রঙ যত উজ্জ্বল হয় একটু একটু করে উত্তাপ ছড়িয়ে পড়ে বাতাসে। এরই মাঝে স্মৃতি রোমন্থনে মিলন একঝাঁক চির তরুণ। স্মৃতির আয়নায় চোখে-মুখে তারুণ্যের প্রকাশ যেন সেই ঝলমলে আনন্দ। কেউ বন্ধুর গলা জড়িয়ে হাঁটছেন, কেউ বন্ধুকে পাশে নিয়ে সেলফি তুলছেন, চিরচেনা গানের সুরে নেচে-গেয়ে আনন্দে আত্মহারা অনেকেই।""

এই ছোট ছোট প্রশান্তি আর স্মৃতি বিজড়িত সময় গুলো কাটাতে এবং ভিন্ন ভিন্ন দেহ এক আত্মায় মিলিত। এক মহামিলনের অপেক্ষায়। ""

Inter batch FOOTBALL Tournament 2024
চলুন সকলে আবারও একত্রিত হই , বুকে জড়িয়ে ধরে কষ্ট ও খুশির কারণ ভাগাভাগি করে নেই।
🫂 বন্ধু তোরা ছিলি জানি তোরাই থাকবি🫂

দেখা হচ্ছে আগামী ৭ই জুলাই, ২০২৪। 🤍

Want your school to be the top-listed School/college?

Website