কিছু গুরুত্বপূর্ণ সমার্থক শব্দ।
1. Abandon – Leave, Forsake, Desert
2. Accurate – Correct, Exact, Precise
3. Beautiful – Attractive, Gorgeous, Lovely
4. Begin – Start, Commence, Initiate
5. Big – Large, Huge, Enormous
6. Brave – Courageous, Fearless, Valiant
7. Calm – Peaceful, Quiet, Serene
8. Danger – Risk, Peril, Hazard
9. Easy – Simple, Effortless, Straightforward
10. Happy – Joyful, Cheerful, Content
11. Joyful = cheerful, joyous.
Hafez's English Care
H.A. Methods refers to 'Hafez Ahmad Methods.' The methods which must be supported you to learn anything in the field of English easily and accurately.
Operating as usual
Adjective কে ৩টি মাধ্যমে তুলনা করা হয়।
১.positive degree/Adjective
২.Comparative degree /Adjective
৩.Superlative degree/Adjective.
Right form of verbs এর চারটি সহজ সূত্র:
আমরা জানি, verb এর রুপসূমহ:
1.Base form(V1)-Eat, go
2.Past form(V2)-ate,went
3.Past pa(V3)-eaten,gone
4.S/es form(V1+s/es)-eats,goes..
5.Gerund form-(v+ing)-eating, going..
6.Infinite form-(to+V1)-to eat,to go..
এবার,
*To Be verb সূমহ:Am,is,are,was,were,shall be/will be,have been,has been,shall have been/will have been.
*To Have Verb সূমহ:Have,has,had,shall have,will have
*To Do verb:Do,Does,Did.
*Modal&Semi Modal সূমহ:Shall,should, will,would, can, could, may,might,must,meed dare,used to,ought to,am to,are to,is to,was to,were to,have to,has to,had to ইত্যাদি।
সুত্র-১: (Modal Related) অর্থাৎ প্রশ্নে Modal থাকলেই চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবে।
1.Modal+V1
2.Modal+be+V3
3.Modal+have+V3
উদাহরণ :
1.She might have(hear) the name of SRK
=heard হবে।
খেয়াল করো,উপরের সূত্রতে বলা হয়েছে Modal+Have থাকলেই V3 হবে। এজন্য Hear এর জায়গায় Heard হয়েছে। কারন Might হচ্ছে Modal আর Might এর পরে Have আছে।
2.It can easily be(solve) within seconds.
=Solved হবে।এটাও সহজ। উপরে লেখাই আছে। Modal+be verb থাকলেই V3 হবে।
Can হচ্ছে Modal,এর সাথে be আছে এজন্য Solve এর জায়গায় Solved.
3. They must (following) the rules of behave..
=follow হবে।কারন উপরে বলাই আছে শুধু Modal থাকলে V1 হয়।
সূত্র-২:(Do,Does,Did সংক্রান্ত)
1.To Do verb+V1
2.TO Have Verb+V3 হবে।
উদাহরণ দেখলেই বুঝা যাবে।
1. She did not (phoned) me last night.
= phone হবে, কারন উপরে বলাই আছে Do verb থাকলেই V1 হয়। Do verb কোনগুলা একদম সবার উপরে দেওয়া আছে। আর Do verb কোনগুলা এটা একটা বাচ্ছাও জানে। Do,Does,Did ই হচ্ছে Do verb..ক্লিয়ার?
2.Have you ever (is) in Dinajpur.
=Been হবে। কারন উপরে বলাই আছে Have verb থাকলেই V3 হয়। IS এর V3 হচ্ছে been..
সূত্র-৩: (preposition)
preposition থাকলেই V1 এর সাথে ing যোগ হবে।
শুধু একটা preposition এর ক্ষেত্রে ing হবে না। সেটা হচ্ছে To থাকলে জাস্ট V1 হবে।
উদাহরণ-
1.To(buy) a pen,she went to New Market
=buy হবে,কারন উপরে বলাই আছে। জাস্ট To এর পরে V1 ই হয়,সুতরাং যা আছে, তাই ই হবে।
2. for (buy) a pen,she went to new.
=buying হবে। কেনোনো preposition থাকলেই ing হবে। সেটা আগেই বলে দিয়েছি। for একটি preposition এটা তোমরা জানো! এজন্যই ing হয়েছে।
সূত্র-৪:( be verb সংক্রান্ত)
1. To be verb হলে (V1+ing) হবে।এখানে মনে রাখতে হবে active voice হলে Sub নিজে verb এর কাজ করে
2.To be verb+V3, এক্ষেত্রে Passive voice হলে Sub অলস থাকে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবা।
1.Sugar is(import) from Brazil..
=Imported হবে। কারন এখানে সাবজেক্ট Sugar অলস। কারন চিনি ব্রাজিল থেকে আনা হয়। এটা কেউ আনে। চিনি হেটে হেটে চলে আসে না। তাই be verb এর V3 হবে। import এর V3 হচ্ছে Imported.
2. Govt is (import) sugar from Brazil.
=importing হবে। কারন এখানে সাবজেক্ট নিজে কাজ করে। Govt সাবজেক্ট। আর Govt নিজে এটা ব্রাজিল থেকে আনে।
এই হচ্ছে চারটা সূত্র। মূলত এই চারটা সূত্র পারলেই তোমরা ৫ এ ৫ পাবা। এছাড়াও জেনে রাখার জন্য বলছি,
**ONU ARE DOGS হলে V1 হয়। O=Open,N=Normally,U=Usually, A=Always, R=Regular, E=Everybody, D=Daily,O=Ocasi
onaly,G=Generally, S=Sometimes এগুলা থাকলেই present form হবে অর্থাৎ V1 হবে। 3rd person singular হলে S/Es হবে।
উদাহরণ : 1.
They (visited) the place often
=visit হবে, কারন খেয়াল করো, ONU ARE DOGS এর যেকোনো একটা এখানে আছে আই মিন Often আছে।যেহেতু
2. She (attend) my class regularly.
=attends হবে। She 3rd person singular.
**YALOLALA কিংবা অতীতের কিছু থাকলেই V2 হয়। YALOLA দিয়ে Y=Yesterday, A=Ago,
Lo=Longtime, long long ago
LA=Last time,last year..
উদাহরণ : I (see) him last time
=Saw হবে। কারন YOLALA এখানে আছে দ্যাটস মিন last time আছে।
** JJAYLERS কিংবা এই মাত্র হয়েছে বললেই V3 অর্থাৎ PP হবে।
JJAYLERS দিয়ে J=Just,J=just now,A=Already,L=Lately, E=Even,R=Regularly বুঝায়।
উদাহরণ : I ( Receive) your Sms just now
=have Received হবে কারন এখানে Just now আছে। আর আমরা জানি JJAYLERS থাকলেই V3/PP হয়।
চলবে....
যাদের ইংরেজিতে মুখস্থ অথবা নিজে লেখার দক্ষতা নেই, তারা একটি ফরম্যাট অনুসরণ করে অনেকগুলো paragraph ও Composition লিখতে পারবে।।
শুধুমাত্র খালিস্হানে paragraph অথবা Composition লিখতে।
প্রয়োজনে শেয়ার করে রাখলে যেকোনো সময় নিজের কাজে লাগবে।
My friend always goes home_____foot.
Ⓐ by Ⓑ with
Ⓒ on a Ⓓ on
Plz fill up the blank.
Voice মানে বাচ্য।
Voice দুই প্রকার, যথা :
1.Active voice
2.passive voice
Active থেকে Passive করার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
নিয়ম:
এক্ষেত্রে ৬টি কাজ অনুসরণ করতে হয়।
কাজগুলো হচ্ছে :
১.বাক্যের Object কে Subject করতে হয়
২.tense ও person অনুযায়ী auxiliary verb
৩.মূল verb এর past participle form
৪.সাধারণত by বসে
৫.extra words
৬.subject এর object form.
আমরা জানি
Give- দেওয়া
Take- নেওয়া।
কিন্তু পরীক্ষা দেওয়া - নেওয়ার ক্ষেত্রে এর ব্যবহার ভিন্ন( ঠিক উল্টো)।
পরীক্ষা দেওয়া - Take examination.
পরীক্ষা নেওয়া -Give examination.
যেমনঃ She will take examination tomorrow.
অর্থঃ সে আগামীকাল পরীক্ষা দিবে।
*I gave examination last Monday.
অর্থঃ আমি গত সোমবার পরীক্ষা নিয়েছিলাম।
ধন্যবাদ।।
ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা নোট!
(One of the best note of English Literature)
কালেক্টেড...
(Collected)
🇧🇩 সম্পর্কে দশটি অজানা তথ্য
১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।
২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।
৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।
৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।
৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি
৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।
৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।
৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।
৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।
১০। সাংস্কৃতিক প্রভাব: বিএমডব্লিউ এর গাড়িগুলি প্রায়ই সাংস্কৃতিক আইকন হয়ে ওঠে, বৈশিষ্ট্যযুক্ত i
ইংরেজির ইংরেজি কি বলুনতো!
Auxiliary verb এর আরেক নাম Helping verb.
যে সকল verb গুলো principal verb কে বাক্য গঠন ও অর্থ প্রদানে সহযোগীতা করে সেগুলোই Auxiliary verb/Helping verb.
যেমনঃ I am working in the field.
She has done the work.
Made of/ Made from এর ব্যাবহার...
কোন কিছু হতে সরাসরি তৈরি বুঝাতে-Made of বসে।
যেমন- Furniture is made of wood.
কোনো কিছুর আকৃতি পরিবর্তন করে কিছু তৈরীতে made from বসে।
যেমনঃ paper is made from wood.
কান্নার কত রূপ!!
ইংরেজিতেই দেখুন না...
Cry-কান্না(চিৎকার করে)
weep- ফুঁপিয়ে কান্না করা
Tear- অশ্রু ঝরানো(নীরবে)
হাসির রকমফের
Laugh-অট্রহাসা
Smile- মুচকী হাসা
মোবাইল তোমার জীবনকে দ্রুত ফুরিয়ে দিচ্ছে।
তোমাকে সময়ের গুরুত্ব অনুভব করতে দিচ্ছে না।
তোমার বিশ্রামের গভীর রাত গুলোকে সন্ধ্যেতে পরিণত করেছে।
একবার ফোনটা ধরলে নেশার মতো অনিচ্ছা সত্ত্বেও বেশ খানিকক্ষণ স্ক্রীন স্ক্রোল করে চলেছো।
খেয়াল করে দেখবে, তুমি আগের মতো পেপার পড়ছো না, বই ওল্টাচ্ছো না এমনকি টিভি দেখাও কমিয়ে ফেলেছো।
তুমি আগের মতো কথাও বলছো না, মনের অনুভূতি ভাগ করে নিচ্ছ না।
তোমার অনুসন্ধান করার সব সূত্র শুধু মোবাইল হয়ে গেছে।
আড্ডায় উপস্থিত আছো কিন্তু আড্ডা দিচ্ছ না, মূলত ফোন ঘাঁটছো।
আলোচনায় উপস্থিত থাকলেও উদাসীন থাকছো।
তোমার যেন নতুন আর কিছুই করার, শেখার বা জানার নেই।
এবং এই সবের মধ্যে তুমি তোমার সারাটা দিন মোবাইলের আবর্তে কাটিয়ে ফেলছো, যা তোমায় বুঝতেই দিচ্ছে না কিভাবে দিনটা শেষ হয়ে যাচ্ছে।
আর এটা বুঝতে যে একটা দিনে কতটা সময় আদতে থাকে বা কতটা সময় তুমি কাজে লাগাতে পারো, কিন্তু কাজে লাগাচ্ছ না, জাস্ট একটা কাজ করো। একটা দিন জাস্ট ফোনটা বন্ধ করে সেটার সংস্পর্শ থেকে ২৪ ঘন্টা দূরে থাকো। তুমি আদতে অনুভব করবে ঠিক কতটা সময় সারাটা দিনে রয়েছে। তুমি অনুভব করবে যেন সময়ই কাটছে না। তুমি অনুভব করবে একটা দিন আদতে ঠিক কতটা বড়। আর তুমি এটাও উপলব্ধি করবে ঠিক কতটা আসক্ত তুমি মোবাইলে হয়ে পড়েছো, যখন থেকে থেকেই মনে হবে ফোনটা দেখলে ভালো হয়।
পরীক্ষা করে দেখে নিতে পারো। কারণ এভাবে জীবনকে অসাড়ভাবে দ্রুত ফুরিয়ে লাভ নেই। একটা সময় দুনিয়াতে নেশা সৃষ্টি হয়েছিল। পরে নেশামুক্তি কেন্দ্র। এই মোবাইলও অদূর ভবিষ্যতে তোমাকে সাইকো পেসেন্ট বানিয়েই ছাড়বে। তোমাকেও তখন রিহ্যাবের সাহায্য নিতে হবে।
সেটা যাতে এই জন্মে না করতে হয়, এখন থেকেই সচেতন হও।
[এটা একটু শেয়ার করে দিও। সামান্য হলেও যদি সচেতনতা আসে, সেটাও অনেক। ]
©
সর্বাধিক পরিচিত একই উচ্চারণের ভিন্নার্থক শব্দসমূহঃ
Pen-কলম,
Pan-কড়াই,
Fan-পাখা,
pain -ব্যাথা।।
Countable &Uncountable :
যা গণনা করা যায় এবং গণনা করা সম্ভব তাই Contable.
যেমনঃ Flower,Doll,Window, Door etc
যা গণনা করা যায় না বা সম্ভব নয় তাই Uncountable.
যেমনঃ Air,Flour,Gold,Silver,Sand etc.
Plz fill the blanks with articles.
1.--- English speak in---English.
Mention such a food,
you cannot understand why people enjoy it!