আগুন লেগে সব পড়ে গেছে তাতেও আমি খুশি কারন আমার মা বেঁচে আছে 🥹🩵
Ashik's BCS Specials
This is a BCS Job related educational page. This page is all about Government Job Preparation.
Operating as usual

৬ষ্ঠ থেকে ১০ম শ্রেনী পর্যন্ত যে অধ্যায়গুলোর অংক শুধু চাকরির পরিক্ষায় আসে। এইগুলা অনুশীলন করলে অধিকাংশ অংক কমন পাবেন ইনশাআল্লাহ

আজ নবম রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ অষ্টম রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ ৭ম রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ ৬ষ্ঠ রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ পঞ্চম রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ চতুর্থ রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
সংগৃহীত।

আজ তৃতীয় রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
তথ্যগুলো ATM বই থেকে সংগৃহীত।

আজ দ্বিতীয় রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
তথ্যগুলো ATM বই থেকে সংগৃহীত।
‘ইফতার’ তো সেরে ফেলেছেন তাহলে এবার বলুনতো ‘ইফতার’ কোন ভাষার শব্দ?

আজ প্রথম রোজা।
আজকের মিশন হলো ৫টি করে বাগধারা, পারিভাষিক শব্দ, সমার্থক শব্দ, শব্দার্থ, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, বঙ্গানুবাদ শেখার মিশন...
তথ্যগুলো ATM বই থেকে সংগৃহীত।

আমার জীবনে সবচেয়ে বড় ভুল মনে হয় ভিক্ষা না করে পড়াশোনা করেছি।
পড়ালেখা না করলে অন্তত না খেয়ে থাকতে হতো না, মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করলাম, ছোটকাল থেকে সামাজিক কাজ করলাম, প্রফেশনাল পর্যায়ে গিয়ে যেন পিছিয়ে না পড়ি তার জন্য নিজেকে যতটুকু পারি স্কীলআপ করলাম এবং নিজেকে প্রোএক্টিভ রাখার জন্য অযথা একটা সেকেন্ড সময় নষ্ট করলাম না।
জীবনে ২৭ বছর সংগ্রাম করলাম কারো সাহায্য ছাড়া।
অথচ এখন জীবিকার তাগিদে যখন চাকরীর জন্য বড় বড় টাই পড়া লোকের সামনে নিজেকে উপস্থাপন করি, তাদের সকল প্রশ্নের উত্তর দেওয়া হলেও তারা মনে করে আমি কিভাবে কাজ করবো, আমি তো স্পেশাল, ফাইলপত্র কিভাবে ঠিক রাখবো, কম্পিউটারের কিভাবে টাইপিং করবো সহ সব বা* মার্কা প্রশ্ন।
আমার যে মানসিক শক্তি দিয়ে সকল কাজ করার এভিলিটি দেখইয়েছি এবং দেখাতে পারবো এটা তারা বুঝেও না বুঝার ভান করে।
আজকে পড়াশোনা না করলে ব্যাংকে ১০ লক্ষ টাকা অন্তত জমা থাকতো, এমন এক চিপায় পড়লাম খেতে পারছি না বিষ, না পারছি এদের ধরে এনে মাথায় আঘাত করে বুঝাতাম পারি কিনা দেখ।
তাহলে কি জীবন থেকে এতগুলো বছর অর্থহীনভাবে পড়াশোনার জন্য নষ্ট হয়ে গেলো?
- বাহার উদ্দিন রায়হান

টমাস ফুলার
আমেরিকার ইতিহাস অকল্পনীয় হিংস্রতার ইতিহাস, কালো মানুষের বিরুদ্ধে সাদাদের নির্মম দাসত্বের ইতিহাস, নেটিভ আমেরিকান (রেড ইন্ডিয়ান)-দেরকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে শেষ করে তাদের জমি, তাদের দেশ দখলের ইতিহাস।
১৭২৪ সালে মাত্র ১৪ বছর বয়সে তাকে বিক্রি করে দেয়া হয় দাস হিসেবে, তার নাম টমাস ফুলার। তাকে ভার্জিনিয়ার ক্যালকুলেটর বা অসাধারণ গণিতবিদ বলা হতো। যেমন, তাকে জিজ্ঞেস করা হয়েছিল দেড় বছরে কতগুলো সেকেন্ড হবে। দুই মিনিটের ভেতর তিনি মনে মনে অংক করে বলে দিয়েছিলেন ৪৭,৩০৪,০০০। তখন তারা তাকে প্রশ্ন করল, একজন মানুষ যদি ৭০ বছর, ১৭ দিন, ১২ ঘন্টা বেঁচে থাকে, তাহলে সে সর্বমোট কত সেকেন্ড বেঁচে থাকল। দেড় মিনিটের ভেতরে তিনি মানসাংক করে বলে দিলেন, ২,২১০,৫০০, ৮০০।
বেশ ক'জন পণ্ডিত যারা তার অংক যাচাই করছিলেন, তাদের একজন লাফিয়ে উঠলেন, খুব খুশি হয়ে যে অবশেষে টমাসের অংকে ভুল ধরা গেছে। উত্তেজনায় কাঁপতে কাঁপতে তিনি বললেন, টমাসের উত্তর ঠিক নয়, সে বেশি সেকেন্ড বলেছে, আসলে মোট সেকেন্ড কম হবে। টমাস খুব ঠাণ্ডা মাথায় ভদ্রতা বজায় রেখে জবাব দিলেন, "দেখুন, ও সম্মানিত প্রভু, আপনি তো লিপ ইয়ার হিসেবের ভেতরে ধরেন নাই। লোকটা যদি এত দিন বেঁচে থাকে, তাহলে যতগুলো লিপ ইয়ার হয়, আমি সেই হিসেবও করে ফেলেছি। এবার আরো ভালো করে যাচাই করে দেখুন। দেখবেন আমার উত্তর একেবারেই সঠিক।"
থেমে যেও না, লেগে থাকো, একদিন সফল হবে। পরিশ্রমীরা হারে না..

আলহামদুলিল্লাহ,,,,,,,
আজ পবিত্র শবে কদরের রাত,
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি বলবে-
اللَّهُمَّ إِنَّكَ عُفُوٌّ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي
উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নাকা আফুয়্যুন; তুহিব্বুল আফওয়া; ফাফু আন্নি।’
অর্থ : হে আল্লাহ! আপনি ক্ষমাশীল; ক্ষমা করতে ভালোবাসেন; অতএব আমাকে ক্ষমা করে দিন।
(মুসনাদে আহমাদ, ইবনে মাজাহ, তিরমিজি, মিশকাত)

বাংলাদেশ বিষয়াবলীর ১০-৪৫ তম বিসিএস এর উপর পরীক্ষার প্রশ্ন এবং উত্তর..

আজকে অনুষ্ঠিত #মৎস্য অধিদপ্তর এর #অফিস_সহায়ক পদে আসা প্রশ্নের সমাধান।
দই বিক্রি করে একুশে পদক জয়!
তার মূল স্লোগান "বেচি দই কিনি বই"

নিয়োগ বিজ্ঞপ্তিঃ
সিভিল সার্জনের কার্যালয়, পাবনা।
পদসমূহঃ ৬ ক্যাটাগরির পদ।
আবেদনের সময়সীমাঃ
১৩-০২-২০২৪ থেকে ০৪-০৩-২০২৪ ইং।
অনলাইনে আবেদনঃ http://cspabna.teletalk.com.bd

২০২৪ সালের নবম-দশম শ্রেণির নতুন বোর্ড বইয়ের গণিত সমাধান..

পিএসসির নির্ধারিত ১১জন কবি ও সাহিত্যিকের গুরুত্বপূর্ণ তথ্যাবলিঃ

বাংলা সাহিত্যের বিভিন্ন কৌশল..
চাকরির বয়স যদি এখনও, থেকে থাকে...
জীবন কতটা কঠিন ও চ্যালেঞ্জিং তখনই বোঝা যায়, যখন কেউ বেসরকারি/ প্রাইভেট বা এনজিও প্রতিষ্ঠানে চাকরি করেন ।
হাড় খাটুনি খেটেও, দিনশেষে অফিসের বসের অনেক কথা বা চিল্লানী শুনতে হয়,
পরিবার থেকে অনেক দূরে থাকতে হয়, ছুটিছাটা কম, রেস্ট নেই, আরাম আয়েশ নেই, টার্গেট ফিলাপ করতে হয় নির্দিষ্ট সময়ের মধ্যে, ঝড় বৃষ্টির মধ্যে মাঠ পর্যায়ে গিয়ে কাজ করতে হয়, নাহলে বেতন-ভাতা বন্ধ, চাকরি যাওয়ার ভয়.... শান্তি বলে কিছুই থাকে না! আহ্ কি সুন্দর জীবনটাকে তেনা তেনা করে ফেলানো হয় ।
সর্বোপরি জীবনটা অনেক বেশি কঠিন ও জটিল হয়ে যায় ।
চলে যাওয়া সময় ও সূবর্ণ সুযোগ জীবনে আর আসে না ফিরে...
সময়কে সঠিকভাবে কাজে না লাগালে এক সময় অনেক বেশি পস্তাতে হয় , আজীবন বয়ে বেড়াতে হয় চাপা দুঃখগুলো....
চাকরির বয়স যদি এখনও, থেকে থাকে...
তবে সর্তক হই এখন!

৮০টি প্রশ্নে মুক্তিযুদ্ধের নোট...

Preposition শেখার শ্রেষ্ঠ টেকনিক 👍
এভাবে শিখলে Preposition আর ভুল হবে না, ইনশাআল্লাহ 🌸

প্রাচীন বাংলা থেকে মহান মুক্তিযুদ্ধ...

বাংলা সাহিত্যের নোট..

মেগাপ্রকল্প এবং প্রকল্প নিয়ে প্রশ্নোত্তরে সাধারণ জ্ঞানঃ