ইবলীস শব্দটা এসেছে ক্রিয়াপদ আবলাসা (ইবলা-স) থেকে, যার অর্থ, আশাহত হওয়া, হতাশায় নির্বাক হয়ে যাওয়া, ভেঙ্গে পড়া, বিষাদগ্রস্ত হওয়া, দিশেহারা হওয়া ইত্যাদি।
অনুভুতিগুলো পরিচিত না?
জীবনে এত অন্যায় করেছেন যে, হতাশ হয়ে পড়েছেন? আল্লাহর রহমত থেকে নিজেকে নিরাশ করে রেখেছেন? পথ হারিয়ে বিষন্নতায় ভুগছেন?
অথচ একটা ইস্তিগফারই যথেষ্ট, আপনার পাপের পাহাড় ধূলিস্যাৎ করে দেবার জন্য। তিনি এতটাই দয়াময়।
তো অপেক্ষা কীসের?
Dar adh-Dhikr
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dar adh-Dhikr, Education, .
Drag and Drop!
Inna and her sisters
Rearrange the verse Unjumble - Drag and drop words to rearrange each sentence into its correct order.
Muslim and Muslima Find the match - Tap the matching answer to eliminate it. Repeat until all answers are gone.
#আরবি_প্রতিদিন - ৩
❤️ ফে'ঈল (فعل) - Arabic Verb
যাওয়া (to go), খাওয়া (to eat), ঘুমানো (to sleep), সাহায্য করা (to help), সলাত আদায় করা (to pray)
আচ্ছা বলেনতো দেখি উপরের শব্দগুলো কি ইসম (Noun)? নাকি ফে'ঈল (Verb)?
[উত্তর জানার জন্য নীচে স্ক্রল করুন]
যদি আপনার উত্তর হয়ে থাকে - "ইসম (Noun)"
তাহলে আপনি শতভাগ সঠিক! 👍
উপরের শব্দগুলো সবই ইসম (Arabic Noun), আরো সুনির্দিষ্ট করে বললে, ক্রিয়া-বিশেষ্য (Verbal Noun)। অর্থাৎ উপরের প্রতিটি শব্দই কোন না কোন ক্রিয়া বা কাজের নাম বা পরিচয়, তবে ক্রিয়াপদ না।
আর আমরা জানি, কোন কিছুর নাম বা পরিচয় প্রদানকারী শব্দ মানেই ইসম (Noun)।
তাহলে ফে'ঈল বা ক্রিয়াপদ (Verb) কোনগুলো?
আসলে একটা শব্দ তখনই ক্রিয়াপদ হয়ে উঠে যখন শব্দটা দু'টো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রদর্শন করে।
🟩 (১) কোন কাজ করা বুঝায়, যেমন লেখা (to write), পড়া (to read), আবৃত্তি করা (to recite) ইত্যাদি।
অথবা এক অবস্থা থেকে অন্য অবস্থায় উপনীত হওয়া বুঝায় অথবা গুণে গুণান্বিত, যেমন অসুস্থ হওয়া (to become sick), সুস্থ হওয়া (to recover from illness), অন্ধ হওয়া (to become blind), বড় হওয়া (to become big), মর্যাদাসম্পন্ন হওয়া (to become noble) ইত্যাদি।
🟩 আর (২) যখন কাজটা কোন নির্দিষ্ট কাল (Tense) বা সময়ের সাথে সম্পর্কিত হয়। অর্থাৎ, কাজটা হয় অতীতকালে সংঘটিত হয়েছে, অথবা বর্তমানে সংঘটিত হয় বা হচ্ছে, অথবা ভবিষ্যৎকালে সংঘটিত হবে।
Verb denotes an ACTION WORD that is stuck in "TIME".
যেমন,
লেখা (to write) - ইসম (ক্রিয়া-বিশেষ্য)
সময়ের সাথে সম্পৃক্ত না, No tense.
আমি লিখেছি (I wrote) - ফে'ঈল (অতীত কাল)
আমি লিখি (I write) - ফে'ঈল (বর্তমান কাল)
আমি লিখবো (I shall write) - ফে'ঈল (ভবিষ্যৎকাল)
সময়ের সাথে সম্পৃক্ত, Stuck in Time or Tense.
🔴 চিনবো কীভাবে?
গুলিস্থান, পল্টন চিনেন কীভাবে? বায়তুল মুকাররম, স্টেডিয়াম দেখে। দুবাই চিনেন কীভাবে? বুর্জ খলীফা দেখে। প্যারিস চিনেন কীভাবে? আইফেল টাওয়ার দেখে।
ল্যাণ্ড মার্ক বা আইকন দেখে যেমন শহর বন্দর নগর চেনা যায়, তেমনি হ'রফ (Arabic Particle) দেখেও ফে'ঈল (Arabic Verb) শনাক্ত করা যায়।
নীচের হ'রফগুলো চিনে রাখুন, এই হরফগুলোর ঠিক পরে যে শব্দটা থাকবে, অর্থ জানা না থাকলেও, চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে, শব্দটা একটা ফে'ঈল (Arabic Verb)।
قد / لقد, لم، لن، س/سوف
শব্দের অর্থতো একসময় শিখতেই হবে। কিন্তু শুরু শুরুতে অর্থ না বুঝেই শব্দ শনাক্ত করতে পারার এই যে মজা, এটাইবা কম কিসের?
❤️❤️
#আরবি_প্রতিদিন - ২
❤️ ইসম (اسم) - Arabic Noun
ইসম হচ্ছে পরিচয় প্রদানকারী শব্দ।
A noun is the name of anything.
যে কোন কিছুর নাম বা পরিচয়ই ইসম।
🟢 ব্যক্তির নাম বা পরিচয়, পদবী, জাতি
🟢 বস্তুর নাম
🟢 স্থানের নাম
🟢 প্রানীর নাম।
ধরাছোঁয়ার বাইরে বিমূর্ত (abstract) বিষয়গুলোর যদি কোন নাম দেই, সেই নামগুলোও ইসম বলে গন্য হবে।
🔴 আমাদের চিন্তাভাবনা (idea), সামাজিক অথবা ধর্মীয় মতাদর্শ (philosophy), অনুভূতি (feelings) ইত্যাদি নানা বিষয়, যা কিছুই আমরা কোন না কোন নামে চিহ্নিত করতে পারি, আলাদা করে চিনতে পারি, সবগুলো নামকেই আমরা ইসম বলে জানবো।
যেমন, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, আমাদের চিন্তাভাবনা প্রসূত এই নামগুলো সবই ইসম।
ধর্ম, বিশ্বাস, অবিশ্বাস, আস্তিকতা, নাস্তিকতা, ইসলাম, খৃষ্টবাদ, সমাজতন্ত্র, গনতন্ত্র, রাজতন্ত্র, চীনা দর্শন, গ্রীক দর্শন, এই যে এত এত নাম, সবই ইসম।
সুখ, দুঃখ, হাসি, কান্না, ক্রোধ, ভালবাসা, অনুভুতির নানাবিধ এই নামগুলোও ইসম।
🔴 আরবি ভাষায় ইসম চিনবো কীভাবে?
এর চেয়ে সহজ কাজ মনে হয় পৃথিবীতে আর একটাও নেই। আপনি মুসলিম হন কিংবা অমুসলিম, আরবি ভাষা জানেন বা না জানেন, শব্দের অর্থ জানেন বা না জানেন, আপনার হাতের কাছে যদি একটা আরবি কুরআন থাকে, কিংবা ইন্টারনেটে, খুলে দেখুন, হাতে হাতে প্রমান পেয়ে যাবেন।
ইন-শা-আল্লাহ, আপনাকে আজ তিনটা কৌশল শিখিয়ে দিবো, যাতে আপনি সহজেই আরবি ইসম চিনতে পারেন।
🟩 ১) যে শব্দগুলোর শুরুতে আলিফ-লাম (ال) আছে, তার প্রত্যেকটাই ইসম - Arabic Noun.
যেমন, الكتاب، العظيم، الحمد ইত্যাদি।
🟩 ২) যে শব্দগুলোর শেষ অক্ষরে তানভীন, মানে দুই যবর, দুই যের অথবা দুই পেশ আছে, সেই শব্দগুলোও ইসম।
যেমন, رحيمٌ، رسولًا، حافظٍ ইত্যাদি
[নীচে মন্তব্যে তানভীনের ছবি দেওয়া আছে]
🟩 ৩) যে শব্দগুলোর শেষে তা-মারবুতা (ة) মানে গোল-তা আছে, চোখ বন্ধ করে বলে দিতে পারবেন যে, সেই শব্দগুলোও ইসম।
যেমন, بقرة، ليلة، غاشية ইত্যাদি
বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজেই একবার চেষ্টা করে দেখুন!
এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা এমন একটা সহজ ভাষায় কুরআন নাযীল করেছেন, যাতে করে আরব অনারব সবাই আল্লাহর হিদায়াত পেতে পারেন। সেই অনুগ্রহের কথা স্মরণ করে রব্বুল আ'লামীনের হা'মদ আদায় করছি। আলহামদুলিল্লাহ!
❤️❤️
#আরবি_প্রতিদিন - ১
আরবি ভাষায় শব্দগুলোকে সাধারণভাবে তিন (৩) ভাগে বিভক্ত করা হয়েছে। যথাক্রমে,
১) ইসম (اسم) - Arabic Noun
২) ফে'ঈল (فعل) - Arabic Verb
৩) হ'রফ (حرف) - Arabic Particle
মনে রাখা কি কঠিন?
মোটেও না। ❤️❤️